ছোটো প্রশ্ন ও উত্তর : (ভারতীয় অর্থনীতিতে ঔপনিবেশিকতার প্রভাব)

Submitted by avimanyu pramanik on Wed, 02/22/2012 - 21:25

ভারতীয় অর্থনীতিতে ঔপনিবেশিকতার প্রভাব

ছোটো প্রশ্ন ও উত্তর

প্রশ্ন:-  চিরস্থায়ী বন্দোবস্ত কবে এবং কে প্রবর্তন করেন ?

উত্তর:- ১৭৯৩ খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন ।

প্রশ্ন:- কোন আইনে ভারতে চিরস্থায়ী বন্দোবস্ত 'র কথা বলা হয় ?

উত্তর:- পিটের ভারত শাসন আইনে ভারতে চিরস্থায়ী বন্দোবস্ত 'র কথা বলা হয় ।

প্রশ্ন:-  পাঁচ-সালা বন্দোবস্ত কে প্রবর্তন করেন ?

উত্তর:- লর্ড ওয়ারেন হেস্টিংস পাঁচ-সালা বন্দোবস্ত প্রবর্তন করেন ।

প্রশ্ন:-  দশ-সালা বন্দোবস্ত কে প্রবর্তন করেন ?

উত্তর:- লর্ড কর্নওয়ালিস দশ-সালা বন্দোবস্ত প্রবর্তন করেন ।

প্রশ্ন:-  কত বছর অন্তর সনদ নবীকরণ করা হত ?

উত্তর:- ২০ বছর অন্তর সনদ নবীকরণ করা হত ।

প্রশ্ন:- কার শাসনকালে রাজস্ব বোর্ড স্থাপিত হয় ?

উত্তর:-  লর্ড ওয়ারেন হেস্টিংস -এর শাসনকালে রাজস্ব বোর্ড স্থাপিত হয়।

প্রশ্ন:-  কোন সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রিটিশ সরকারের সঙ্গে চুক্তি অনুসারে ভারতে একচেটিয়া বাণিজ্যের অধিকার লাভ করে ?

উত্তর:- ১৬০০ খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রিটিশ সরকারের সঙ্গে চুক্তি অনুসারে ভারতে একচেটিয়া বাণিজ্যের অধিকার লাভ করে ।

প্রশ্ন:- ১৮১৩ খ্রিস্টাব্দের সনদ আইনের গুরুত্ব কী ?

উত্তর:- ১৮১৩ খ্রিস্টাব্দের সনদ আইন অনুসারে একমাত্র চিন সাম্রাজ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যিক অধিকার বহাল এবং ভারতীয় বাণিজ্য ইউরোপীয়দের কাছে উন্মুক্ত করে দেওয়া হয়

প্রশ্ন:- কোন সনদ আইন অনুসারে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকার লুপ্ত হয় ?

উত্তর:- ১৮১৩ খ্রিস্টাব্দের সনদ আইন অনুসারে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকার লুপ্ত হয় ।

প্রশ্ন:-  কোন বছর ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকার লুপ্ত হয় ?

উত্তর:- ১৮১৩ খ্রিস্টাব্দে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকার লুপ্ত হয় ।

প্রশ্ন:- কোন সালে ভারতে আমিনি কমিশন গঠন করা হয় ?

উত্তর:- ১৭৭৬ খ্রিস্টাব্দে ভারতে আমিনি কমিশন গঠন করা হয় ।

প্রশ্ন:- কোন কমিশনের সুপারিশে ওয়ারেন হেস্টিংস 'একসালা বন্দোবস্ত' প্রবর্তন করেন ?

উত্তর:- আমিনি কমিশনের সুপারিশে ওয়ারেন হেস্টিংস 'একসালা বন্দোবস্ত' প্রবর্তন করেন ।

প্রশ্ন:-  রায়তওয়ারি বন্দোবস্ত কে প্রচলন করেন ?

উত্তর:- লর্ড কর্নওয়ালিস কর্তৃক নিযুক্ত ক্যাপ্টেন আলেকজান্ডার রিড নামে এক অফিসার রায়তওয়ারি বন্দোবস্ত প্রচলন করেন ।

প্রশ্ন:-  মহলওয়ারি বন্দোবস্ত কে প্রচলন করেন ?

উত্তর:- গভর্নর-জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিঙ্কের আমলে নিযুক্ত হোল্ট ম্যাকেঞ্জি নামে ইস্ট ইন্ডিয়া কোম্পানির জনৈক পর্যবেক্ষক মহলওয়ারি বন্দোবস্ত প্রচলন করেন ।

প্রশ্ন:-  কোন গভর্নর-জেনারেলের আমলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে সর্বপ্রথম ভূমিরাজস্ব ব্যবস্থা সম্পর্কে বিভিন্ন পরীক্ষানিরীক্ষা শুরু করে ?

উত্তর:-  গভর্নর-জেনারেল ওয়ারেন হেস্টিংস -এর আমলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে সর্বপ্রথম ভূমিরাজস্ব ব্যবস্থা সম্পর্কে বিভিন্ন পরীক্ষানিরীক্ষা শুরু করে ।

প্রশ্ন:-  ইংরেজি কোন সালে বাংলায় 'ছিয়াত্তরের মন্বন্তর' দেখা দেয় ?

উত্তর:- ১৭৬৫ খ্রিস্টাব্দে 'ছিয়াত্তরের মন্বন্তর' দেখা দেয় ।

প্রশ্ন:-  বোর্ড অব ট্রেড কারা গঠন করে ?

উত্তর:- ইস্ট ইন্ডিয়া কোম্পানির পরিচালক সভা বোর্ড অব ট্রেড গঠন করে ।

প্রশ্ন:- সম্পদের নির্গমন তত্ত্বটি কে প্রথম ভারতে প্রচার করেন ?

উত্তর:- দাদাভাই নৌরজি সম্পদের নির্গমন তত্ত্বটি প্রথম ভারতে প্রচার করেন ।

প্রশ্ন:- মসলিন কী ?

উত্তর:- মসলিন হল বাংলার একধরনের মিহি বস্ত্র

*****

Related Items

সংক্ষেপে মহাবিদ্রোহের (১৮৫৭) চরিত্র বিশ্লেষণ কর ।

প্রশ্ন : সংক্ষেপে মহাবিদ্রোহের (১৮৫৭) চরিত্র বিশ্লেষণ কর ।

শিক্ষাবিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কী ? উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা কর ।

প্রশ্ন : শিক্ষাবিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কী ? উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা কর ।

নিরাপত্তা পরিষদের কার্যাবলী কী ? সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভা ও নিরাপত্তা পরিষদের মধ্যে পার্থক্যগুলি উল্লেখ কর ।

প্রশ্ন : নিরাপত্তা পরিষদের কার্যাবলী কী ? সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভা ও নিরাপত্তা পরিষদের মধ্যে পার্থক্যগুলি উল্লেখ কর ।

নিরাপত্তা পরিষদের কাজ :

বান্দুং সন্মেলন কবে অনুষ্ঠিত হয় ? এই সন্মেলনের গুরুত্ব নির্ণয় কর । বান্দুং সম্মেলনের নেতৃত্বদানকারী দেশের নাম লেখ ।

প্রশ্ন : বান্দুং সন্মেলন কবে অনুষ্ঠিত হয় ? এই সন্মেলনের গুরুত্ব নির্ণয় কর । বান্দুং সম্মেলনের নেতৃত্বদানকারী দেশের নাম লেখ ।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এশিয়া ও আফ্রিকার জাতীয়তাবাদী আন্দোলনের সাফল্যের কারণগুলি কী ?

প্রশ্ন : দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এশিয়া ও আফ্রিকার জাতীয়তাবাদী আন্দোলনের সাফল্যের কারণগুলি কী ?