Submitted by avimanyu pramanik on Sun, 06/27/2021 - 18:30

স্বাভাবিক বাঁধ (Natural Levee) : সমভূমি প্রবাহে ও বদ্বীপ প্রবাহে নদীর সঞ্চয়কাজের ফলে যে সমস্ত ভূমিরূপের সৃষ্টি হয়, তাদের মধ্যে অন্যতম একটি ভূমিরূপ হল স্বাভাবিক বাঁধ । সমভূমি প্রবাহে নদীর বহন ক্ষমতা একেবারে কমে যায় বলে নদীবাহিত পলি, বালি, কাদা, কাঁকর প্রভৃতি নদী আর বহন করতে পারে না । তখন নদীবাহিত পলি, বালি, কাদা, কাঁকর প্রভৃতি নদীর দুই তীরে সঞ্চিত হয় । এর ফলে নদীর দুই তীরে ক্রমশ সঞ্চিত হতে হতে কালক্রমে উঁচু হয়ে উঠে দীর্ঘ বাঁধের আকার ধারণ করে । এই ভূমিরূপ স্বাভাবিক প্রক্রিয়ায় গঠিত হয় বলে একে স্বাভাবিক বাঁধ বলে । আবার প্লাবনভূমি গঠনের সময় বন্যার জলের সঙ্গে বাহিত পলি, বালি, কাদা, প্রভৃতি নদীর দুই তীরে সঞ্চিত হয়ে স্বাভাবিক বাঁধের সৃষ্টি করে ।

*****

Comments

Related Items

হিমশৈল এবং হিমপ্রাচীর কী ?

প্রশ্ন : হিমশৈল এবং হিমপ্রাচীর কী ?

উপসাগরীয় স্রোত কী ?

প্রশ্ন : উপসাগরীয় স্রোত কী ?

শৈবাল সাগর কীভাবে সৃষ্টি হয় ?

প্রশ্ন : শৈবাল সাগর কীভাবে সৃষ্টি হয় ?

গ্র্যাণ্ড ব্যাঙ্ক মৎস্যচাসের জন্য অনুকূল কেন ?

প্রশ্ন : গ্র্যাণ্ড ব্যাঙ্ক মৎস্যচাসের জন্য অনুকূল কেন ?

মগ্নচড়া কীভাবে সৃষ্টি হয় ? মগ্নচড়াগুলি মৎস্য চাষের অনুকূল কেন ?

প্রশ্ন : মগ্নচড়া কীভাবে সৃষ্টি হয় ? মগ্নচড়াগুলি মৎস্য চাষের অনুকূল কেন ?