Submitted by avimanyu pramanik on Sun, 08/29/2021 - 11:10

স্থানীয় বায়ু (Local Wind) : ভূপৃষ্ঠের বিভিন্ন অঞ্চলে স্থানীয়ভাবে বাযুর তাপ ও চাপের পার্থক্যের কারণে বছরের নির্দিষ্ট সময়ে যে বায়ুপ্রবাহের সৃষ্টি হয়, তাদের স্থানীয় বায়ু বলে । স্থানীয় বায়ুপ্রবাহ দুই প্রকারের হয়ে থাকে, যথা— (১) উষ্ণ স্থানীয় বায়ু এবং (২) শীতল স্থানীয় বায়ু ।

(১) উষ্ণ স্থানীয় বায়ু : ফন, চিনুক (তুষার খাদক), সিরোক্ক, লু প্রভৃতি উষ্ণ স্থানীয় বায়ুর উদাহরণ ।

(i)  ফন (Fohn) : শীতকালে ইউরোপের আল্পস পার্বত্য অঞ্চল থেকে জার্মানির রাইন নদীর উপত্যকার দিকে এক রকমের আর্দ্র ও উষ্ণ বায়ু প্রবাহিত হয় । এর নাম ফন । এর প্রভাবে রাইন উপত্যকা ও আল্পস পর্বতের উত্তর ঢালের বরফ গলে যায় এবং হিমানী সম্প্রপাত ঘটে ।

(ii) চিনুক (তুষার খাদক) (Chinook) : চিনুক এক প্রকার উষ্ণ স্থানীয় বায়ু । শীতকাল ও বসন্তকালে উত্তর আমেরিকার রকি পার্বত্য অঞ্চল থেকে প্রেইরি অঞ্চলের দিকে এক রকমের উষ্ণ ও শুষ্ক বায়ু পর্বতের গা বেয়ে প্রবাহিত হয় ও নীচের দিকে নেমে আসে । এর নাম চিনুক । এর প্রভাবে প্রেইরি অঞ্চলের উষ্ণতা প্রায় ১৫° - ২০° সে. বেড়ে যায় এবং বিস্তীর্ণ অঞ্চলের জমা বরফ গলে যায় । এজন্য এই বায়ুপ্রবাহকে রেড ইন্ডিয়ানরা স্নো ইটার (Snow Eater) বা তুষার খাদক বলে ।

(iii) সিরোক্ক (Sirocco) : সিরোক্ক এক প্রকার উষ্ণ স্থানীয় বায়ু । গ্রীষ্মকালে আফ্রিকার লিবিয়া মরুভূমি থেকে এক ধরনের অতি উষ্ণ, শুষ্ক ও ধূলিপূর্ণ বায়ুপ্রবাহ উৎপন্ন হয়ে ভূমধ্যসাগরের দিকে প্রবাহিত হতে থাকে, এই বায়ুপ্রবাহকে সিরিক্কো [Sirocco] বলে । ভূমধ্যসাগর অতিক্রম করার সময় এই বায়ু জলীয়বাষ্প সংগ্রহ করে আর্দ্র ও উষ্ণ বায়ুতে পরিণ হয় এবং সিসিলি দ্বীপ, দক্ষিণ ইটালি প্রভৃতি অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হতে থাকে । ইউরোপের দক্ষিণ প্রান্তের কোনো কোনো অংশে লাল বা হলুদ ধূলিপূর্ণ বায়ুর জন্য লাল বা হলুদ বৃষ্টিপাত হয় । এর ফলে ইটালির জলপাই চাষে যথেষ্ঠ ক্ষতি হয় । 

(iv) লু (Loo) : উত্তর-পশ্চিম ভারতের এক প্রকার উষ্ণ স্থানীয় বায়ুর নাম 'লু' । গ্রীষ্মকালে বৈশাখ-জৈষ্ঠ মাসে দিনের বেলা ভারতের উত্তরপ্রদেশ, রাজস্থান, বিহার প্রভৃতি অঞ্চলে মাথার ওপর লম্বভাবে প্রচন্ড সূর্যকিরণের ফলে ভূপৃষ্ঠ উত্তপ্ত হওয়ার জন্য শোঁ-শোঁ শব্দ করে যে উত্তপ্ত বায়ু প্রচন্ড বেগে ভূপৃষ্ঠের সমান্তরালে উত্তর-পশ্চিম দিক থেকে দক্ষিণ-পূর্ব দিকে প্রবাহিত হয়, তাকে লু বলে । এই বায়ু খুব উষ্ণ, শুষ্ক ও পীড়াদায়ক । লু-এর প্রভাবে বায়ুর তাপমাত্রা বাড়ে ।

(২) শীতল স্থানীয় বায়ু : মিস্ট্রাল, বোরা হল শীতল স্থানীয় বায়ুর উদাহরণ ।

(i) মিস্ট্রাল (Mistral) : শীতকাল ও বসন্তকালে ইউরোপের আল্পস পর্বত থেকে দক্ষিণ ফ্রান্সের রোন উপত্যকার দিয়ে ভূমধ্যসাগরের অভিমুখে একরকমের শীতল ও শুষ্কবায়ু প্রবল গতিতে প্রবাহিত হয়, এই বায়ুপ্রবাহকে মিস্ট্রাল বলে । এই বায়ুর প্রভাবে রোন উপত্যকার তাপমাত্রা যথেষ্ট কমে যায় ও পরিষ্কার ও রৌদ্রকরোজ্জ্বল আবহাওয়ার সৃষ্টি করে ।

(ii) বোরা (Bora) : শীতকালে ইউরোপের আল্পস পর্বত থেকে দক্ষিণ ইটালির আড্রিয়াটিক সাগরের উপকুলের দিকে এক রকমের শীতল ও শুষ্ক বায়ু প্রবাহিত হয়, এই বায়ুপ্রবাহকে বোরা বলে । এই বায়ু ঘন্টায় ১০০ কিমিরও বেশি গতিবেগে প্রবাহিত হয় । এই বায়ুর প্রভাবে এই অঞ্চলের তাপমাত্রা কমে যায় শীতলতাকে বাড়িয়ে তোলে ।

****

 

 

 

Comments

Related Items

কাবেরী নদী (The Kaveri)

কাবেরী নদী (The Kaveri) : কর্ণাটক রাজ্যের তালাকাভেরি উচ্চভূমি থেকে উৎপন্ন হয়ে কাবেরী নদী কর্ণাটক ও তামিলনাড়ুর মধ্য দিয়ে পূর্ব দিকে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে । কাবেরী নদীর দৈর্ঘ্য ৭৬৫ কিমি.

কৃষ্ণা নদী (The Krishna)

কৃষ্ণা নদী (The Krishna) : পশ্চিমঘাট পর্বতমালার মহাবালেশ্বরের শৃঙ্গের কিছুটা উত্তরে প্রায় ১৪০০ মিটার উচ্চতা থেকে উৎপন্ন হওয়ার পর কৃষ্ণা নদী দক্ষিণ-পূর্বে তেলেঙ্গানা ও অন্ধপ্রদেশ রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বিশাল বদ্বীপ সৃষ্টি করে

গোদাবরী নদী (The Godavari)

গোদাবরী নদী (The Godavari) : গোদাবরী নদী 'দক্ষিণ ভারতের গঙ্গা' নামে পরিচিত । মহারাষ্ট্রের ব্রম্ভগিরি পাহাড়ের ত্র্যম্বক শৃঙ্গ থেকে উৎপন্ন হয়ে এবং পরে পূর্ব দিকে প্রবাহিত হয়ে গোদাবরী নদী মহারাষ্ট্র, ছত্তিশগড়, তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশ

মহানদী (The Mahanadi)

মহানদী (The Mahanadi) : ছত্তিসগড় রাজ্যের রায়পুর জেলার দক্ষিণাংশের সিয়াওয়া মালভূমি থেকে উৎপন্ন হয়ে পূর্বদিকে প্রবাহিত হয়ে মধ্যপ্রদেশ ও ওড়িশা রাজ্য অতিক্রম করার পর বদ্বীপ সৃষ্টি করে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে । মহানদী

তাপী নদী (The Tapti)

তাপী বা তাপ্তি নদী (The Tapti) : মধ্যপ্রদেশের মহাদেব পর্বতের মুলতাই উচ্চভূমির প্রায় ৭৭০ মিটার উচ্চতা থেকে উৎপন্ন হয়ে তাপী নদী মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র ও গুজরাটের ওপর দিয়ে পশ্চিম দিকে প্রবাহিত হয়ে সাতপুরা ও অজন্তার মধ্যবর্তী সংকীর্ণ উপত