মরু অঞ্চলের প্রসারণ প্রতিরোধের পন্থা (Methods of controlling desertification)

Submitted by avimanyu pramanik on Thu, 07/29/2021 - 20:13

মরু অঞ্চলের প্রসারণ প্রতিরোধের পন্থা (Methods of controlling desertification) : জাতিসংঘের পরিবেশ কর্মসূচি (UNEP) অনুসারে আফ্রিকার সাহেল অঞ্চল, ইথিওপিয়া ও সোমালিয়া অঞ্চলে মরুকরণ প্রক্রিয়া এমন পর্যায়ে গেছে যে সেখানকার ক্ষতিগ্রস্ত ভূমি মরুভূমির কবল থেকে রক্ষা করা অসম্ভব । কিন্তু কয়েকটি অঞ্চলে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করলে মরুভূমির কবল থেকে ভূমির পুনরুদ্ধার করা সম্ভব । যেমন—

(১) মরু জলবায়ুর উপযুক্ত অর্থাৎ খরা সহনশীল বৃক্ষরোপণের মাধ্যমে মৃত্তিকা ক্ষয় রোধ,

(২) পুনর্বনসৃজন,

(৩) বনসৃজনের সাহায্যে অসংবদ্ধ বালিকে সুস্থিত করা,

(৪) সম্ভাব্য এলাকায় নদীতে বাঁধ দিয়ে সেচ ব্যবস্থা চালু করা,

(৫) মাত্রাহীন পশুচারণ নিয়ন্ত্রণ ও জনবসতিকে পুনর্বাসনের মাধ্যমে সামাজিক ব্যবস্থার নিয়ন্ত্রণ,

(৬) সুপরিকল্পিত ভূমি ব্যবহারের মাধ্যমে জমির অতি ব্যবহার ও অপব্যবহার রোধ করা,

(৭) খরা প্রতিরোধী উদ্ভিদ সৃজন ও ফসলের চাষ প্রভৃতি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ভূমির পুনরুদ্ধার করে মরু অঞ্চলের প্রসারণ রোধ করা যেতে পারে ।

সাহেল অঞ্চলে মরুকরণ প্রতিরোধে সাহারা মরুভূমির পার্শ্ববর্তী ১১টি দেশ বৃহৎ সবুজের দেওয়াল (Great Green Wall) গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেছে । এই প্রকল্পে মরুভূমির মধ্যে দিয়ে পশ্চিম-পূর্বে ৭,৭৭৫ কিমি. দীর্ঘ এবং ১.১৭ লক্ষ বর্গ কিমি. অঞ্চল জুড়ে সবুজ গাছের দেওয়াল গড়ে তোলা হয়েছে । ভারতেও থর মরুভূমির প্রসার রোধে আরাবল্লি ছাড়িয়ে দিল্লি পর্যন্ত আড়াআড়িভাবে সবুজ গাছের দেওয়াল গড়ে তোলা হচ্ছে ।

****

Comments

Related Items

নদীর বহন কাজ কী কী প্রক্রিয়ায় সংঘটিত হয় এবং নদীর অবঘর্ষ ক্ষয় ও ঘর্ষণ ক্ষয়ের মধ্যে পার্থক্য কী ?

প্রশ্ন : নদীর বহন কাজ কী কী প্রক্রিয়ায় সংঘটিত হয় এবং নদীর অবঘর্ষ ক্ষয় ও ঘর্ষণ ক্ষয়ের মধ্যে পার্থক্য কী ?

বায়ুর কাজ কোথায় বেশি দেখা যায় ? বায়ু কোন কোন প্রক্রিয়ায় ক্ষয়সাধন এবং বহন করে ?

প্রশ্ন:- বায়ুর কাজ কোথায় বেশি দেখা যায় ? বায়ু কোন কোন প্রক্রিয়ায় ক্ষয়সাধন এবং বহন করে ?

প্রধানত মরুভূমি অঞ্চলেই বায়ুর ক্ষয়কাজ সবচেয়ে বেশি হয় । এর কারণ হল—

রেগোলিথ (Regolith) কী ?

প্রশ্ন:-  রেগোলিথ (Regolith) কী ?

জলবায়ুর সঙ্গে আবহবিকারের সম্পর্ক কী এবং আবহবিকারের ফলাফল কী কী ?

প্রশ্ন:- জলবায়ুর সঙ্গে আবহবিকারের সম্পর্ক কী এবং আবহবিকারের ফলাফল কী কী ?

উত্তর:- আবহবিকারের বিভিন্ন প্রক্রিয়াগুলি কম বেশি প্রায় সর্বত্র কাজ করলেও কোনো বিশেষ ধরনের আবহবিকার বিশেষ কোনো জলবায়ু অঞ্চলেই বেশি কাজ করে, যেমন—

জলদ্বারা কীভাবে আবহবিকার সংঘটিত হয় ?

প্রশ্ন:- জলদ্বারা কীভাবে আবহবিকার সংঘটিত হয় ?

(১) বৃষ্টিবহুল অঞ্চলে জল বছরের পর বছর ধরে আঘাত করে করে শিলাখন্ডগুলিকে দুর্বল করে ফেলে এবং এতে শিলাখন্ডগুলি ক্রমশ চূর্ণবিচূর্ণ হয়ে যায়;