মরু অঞ্চল প্রসারণের কারণ (Causes of desertification)

Submitted by avimanyu pramanik on Thu, 07/29/2021 - 20:10

মরু অঞ্চল প্রসারণের কারণ (Causes of desertification) : সাধারণত মরুভূমিসংলগ্ন অঞ্চলে ধুলোবালির ঝড়, তীব্র গতির বায়ুপ্রবাহ, অতিরিক্ত বাষ্পীভবন, কৃষিভূমি ও তৃণভূমিতে বালিয়াড়ি গড়ে ওঠা, খরা, ভূমিক্ষয় প্রভৃতির মাধ্যমে মরুকরণ ঘটে । মরুকরণের ফলে মরুভূমি অঞ্চলের আয়তন বৃদ্ধি হয়— এর প্রধান কারণগুলি হল—

(১) পৃথিবীর অক্ষের পরিবর্তন : বিজ্ঞানীদের মতে আজ থেকে প্রায় ১২ হাজার বছর আগে পৃথিবীর অক্ষের সামান্য পরিবর্তন ঘটে । এর ফলে উত্তর গোলার্ধে গ্রীষ্মকালীন মৌসুমি জলবায়ু অধিক উষ্ণ হয়ে ওঠে । আফ্রিকার সেনেগাল উপকূলে মৌসুমি বায়ু দুর্বল হয়ে দক্ষিণে স্থানান্তরিত হয় । ফলে সাহারা, থর, আরব মরুভূমি অঞ্চল জুড়ে মরুকরণ প্রক্রিয়ার গতি বৃদ্ধি পায় । তার প্রভাবে আফ্রিকার সাহারা মরুভূমির সাহেল অঞ্চলে দ্রুত মরুভূমির প্রসারণ ঘটে চলেছে ।

(২) বৃষ্টিহীনতা : পৃথিবীর শুষ্কপ্রায় অঞ্চলগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ খুব কম ও অত্যন্ত পরিবর্তনশীল । একটানা কয়েক বছর স্বাভাবিকের থেকে কম বৃষ্টিপাত হলে শুষ্ক অঞ্চলগুলি মরুঅঞ্চলে প্রসারিত হতে থাকে ।

(৩) অতিরিক্ত কৃষিকাজ : ক্রমাগত জনসংখ্যা বৃদ্ধির কারণে মরুভূমি লাগোয়া প্রায় শুষ্ক অঞ্চলে মাত্রাতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশকের প্রয়োগে কৃষিকার্যের ফলে জমির উর্বরতা নষ্ট হচ্ছে । ফলে মরু প্রসারণ ঘটছে ।

(৪) ভূমির অপব্যবহার : অবৈজ্ঞানিক প্রথায় পশুচারণ, জমির অতি ব্যবহার এবং নির্বিচারে উদ্ভিদ ধ্বংসের ফলে ভূমি পরিত্যক্ত হয় । তখন পার্শ্ববর্তী মরুভূমির বালি পরিত্যক্ত ভূমিকে গ্রাস করতে থাকে এবং ক্রমশ ওই পরিত্যক্ত ভূমি মরুভূমিতে পরিণত হতে থাকে । 

******

Comments

Related Items

উষ্ণতা হ্রাসের গড় (Lapse rate) কাকে বলে ? উষ্ণমণ্ডল সৃষ্টির কারণ কি ?

প্রশ্ন : উষ্ণতা হ্রাসের গড় (Lapse rate) কাকে বলেউষ্ণমণ্ডল সৃষ্টির কারণ কি ?

দিনের বিভিন্ন সময়ে পৃথিবীতে তাপের তারতম্য হয় কেন ?

প্রশ্ন : দিনের বিভিন্ন সময়ে পৃথিবীতে তাপের তারতম্য হয় কেন ?

উত্তর : সকালে এবং বিকালে কোনো স্থান থেকে সূর্য অনেক দূরে থাকে বলে সূর্যরশ্মি

(১) পৃথিবীপৃষ্ঠের সেই স্থানে তুলনামূলক ভাবে বেশি তির্যকভাবে পড়ে,

(২) বেশি পরিমাণ বায়ুস্তর ভেদ করে আসে এবং

পৃথিবীর বিভিন্ন বায়ুচাপ বলয়ের সীমা পরিবর্তনের কারণ ও প্রভাব কী কী ?

প্রশ্ন :- পৃথিবীর বিভিন্ন বায়ুচাপ বলয়ের সীমা পরিবর্তনের কারণ ও প্রভাব কী কী ?

অ্যালবেডো (Albedo) কাকে বলে ?

প্রশ্ন : অ্যালবেডো (Albedo) কাকে বলে ?

বায়ুমণ্ডলের ওজোন স্তরে ছিদ্র হলে কী ঘটতে পারে ?

প্রশ্ন:- বায়ুমণ্ডলের ওজোন স্তরে ছিদ্র হলে কী ঘটতে পারে ?