বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - ভারতের জলবায়ু

Submitted by avimanyu pramanik on Thu, 12/23/2021 - 19:07

বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - ভারতের জলবায়ু

১. উত্তর-পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে ধূলিঝড় দেখা যায়, তা হল—            [মাধ্যমিক-২০১৭]

    (ক) কালবৈশাখী       (খ) আঁধি       (গ) পশ্চিমি ঝঞ্ঝা       (ঘ) লু

২. শরৎকালে বঙ্গোপসাগরের উপকূলে সৃষ্ট ঝড়কে বলে—

    (ক) বরদৈছিলা        (খ) আশ্বিনের ঝড়        (গ) কালবৈশাখী       (ঘ) আম্রবৃষ্টি

৩. ভারতে পশ্চিমি ঝঞ্ঝার প্রভাব পড়ে—

     (ক) শীত ঋতুতে        (খ) গ্রীষ্ম ঋতুতে        (গ) শরৎ ঋতুতে        (ঘ) বর্ষা ঋতুতে

৪. শীতকালে ভারতে পশ্চিমি ঝঞ্ঝার প্রভাব দেখা যায়—

    (ক) কর্ণাটকে       (খ) অন্ধ্রপ্রদেশে       (গ) রাজস্থানে      (ঘ) জম্মু ও কাশ্মীরে

৫. কালবৈশাখীর মত গ্রীষ্মকালে দক্ষিণ ভারতে যে ঝড়-বৃষ্টি হয় তাকে বলে—

    (ক) নরওয়েস্টার        (খ) বরদৈছিলা       (গ) আম্রবৃষ্টি      (ঘ) সাইক্লোন

৬. ভারতের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য হল—

     (ক) ঋতু পরিবর্তন       (খ) অত্যধিক উষ্ণতা        (গ) অত্যধিক বৃষ্টিপাত        (ঘ) অত্যধিক শীতলতা

৭. সমভাবাপন্ন জলবায়ু বিরাজ করে যে শহরে তা হল—

    (ক) দিল্লি       (খ) মুম্বাই       (গ) নাগপুর       (ঘ) চন্ডিগড়

৮. পশ্চিমি ঝঞ্ঝা উদ্ভূত হয়—

     (ক) লোহিত সাগরে       (খ) ভূমধ্যসাগরে        (গ) পারস্য উপসাগরে       (ঘ) আরব সাগরে

৯. গ্রীষ্মকালে দুপুরের সময় উত্তর ভারতের প্রবাহিত উষ্ণ ও শুষ্ক বায়ু হল—

     (ক) আঁধি        (খ) কালবৈশাখী        (গ) লু        (ঘ) বরদৈছিলা

১০. ভারতের শুষ্কতম অঞ্চল—

      (ক) বিকানীর      (খ) যোধপুর       (গ) জয়পুর        (ঘ) জয়সলমির

১১. আশ্বিনের ঝড় দেখা যায়—

      (ক) মৌসুমি বায়ুর আগমনকালে       (খ) শীতকালে       (গ) মৌসুমি বায়ুর প্রত্যাবর্তনকালে      (ঘ) গ্রীষ্মকালে

১২. উত্তর পশ্চিম ভারতে শীতকালে বৃষ্টি হয় কোন বায়ুর প্রভাবে ?

      (ক) দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু       (খ) উত্তর-পূর্ব মৌসুমি বায়ু       (গ) ভূমধ্যসাগরীয় পশ্চিমা বায়ু      (ঘ) জেট বায়ুপ্রবাহ

১৩. আম্রবৃষ্টি সংঘটিত হয়—

       (ক) শীতকালে      (খ) বর্ষাকালে       (গ) শরৎকালে        (ঘ) গ্রীষ্মকালে

১৪. মৌসুমী বায়ুর বিস্ফোরণ হয়—

      (ক) বর্ষাকালে       (খ) গ্রীষ্মের শুরুতে       (গ) শীতকালে       (ঘ) শরতের শেষে 

১৫. 'মৌসিনরাম' অঞ্চলটি কোন পাহাড়ের প্রতিবাদ ঢালে অবস্থিত ?

      (ক) গারো পাহাড়       (খ) খাসি পাহাড়        (গ) জয়ন্তিয়া পাহাড়       (ঘ) নকরেক পাহাড়

১৬. সিডার, হুদহুদ, নার্গিস প্রভৃতি হল—

       (ক) পশ্চিমি ঝঞ্ঝার উদাহরণ       (খ) এল নিনোর উদাহরণ       (গ) জেটবায়ুর উদাহরণ       (ঘ) ক্রান্তীয় ঘূর্ণবাতের উদাহরণ

১৭.  মৌসুমী জলবায়ু পরিলক্ষিত হয়—

       (ক) ১০° উত্তর ও ৩০° দক্ষিণ অক্ষাংশের মধ্যে

       (খ) ৩০° উত্তর ও ৪৫° দক্ষিণ অক্ষাংশের মধ্যে

       (গ) ৪০° উত্তর ও ৬০° দক্ষিণ অক্ষাংশের মধ্যে

       (ঘ) ৫০° উত্তর ও ৭০° দক্ষিণ অক্ষাংশের মধ্যে

১৮. বর্ষাকালে অর্থাৎ জুলাই-আগস্ট মাসে 'মৌসুমী অক্ষ' অবস্থান করে—

       (ক) হিমালয়ের পাদদেশে       (খ) কেরালা উপকূলে        (গ) মেঘালয় মালভূমিতে       (ঘ) ছোটোনাগপুর মালভূমিতে 

১৯. ভারতের চরমভাবাপন্ন একটি শহর হল—

      (ক) কটক      (খ) কলকাতা      (গ) মুম্বাই      (ঘ) অমৃতসর

*****

Comments

Related Items

ভারতের বর্তমান রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল সমূহ

ভারতের বর্তমান রাজ্য সমূহ (২০২১ সাল পর্যন্ত ) :

১. অন্ধ্রপ্রদেশ : এই রাজ্যের আয়তন হল ১,৬০,২০৫ বর্গ কিমি. ও রাজধানী হল অমরাবতী ।

২. অরুণাচল প্রদেশ : এই রাজ্যের আয়তন হল ৮৩,৭৪৩ বর্গ কিমি. ও রাজধানী হল ইটানগর ।

স্বাধীনতা-উত্তর ভারতের রাজ্যগুলির বিন্যাস

স্বাধীনতা-উত্তর ভারতের রাজ্যগুলির বিন্যাস : প্রায় ১০০ বছর প্রত্যক্ষভাবে ইংরেজ শাসনাধীন থাকার পর ব্রিটিশ পার্লামেন্টে পাস হওয়া ১৯৪৭ খ্রিস্টাব্দের 'ভারতের স্বাধীনতা আইন' অনুসারে ১৯৪৭ খ্রিস্টাব্দের ১৫ই আগস্ট অবিভক্ত ভারত দ্বিখণ্ডিত হয়ে স্বাধীনতা লাভ করে এব

ভারতের ভৌগলিক অবস্থান

অবস্থান (Location) : ভারত পৃথিবীর উত্তর গোলার্ধে এশিয়া মহাদেশের দক্ষিণে অবস্থিত একটি দেশ । নিরক্ষরেখার উত্তরে অর্থাৎ উত্তর গোলার্ধে এবং মূলমধ্যরেখার পূর্বে অর্থাৎ পূর্ব গোলার্ধে অবস্থিত অর্থাৎ ভারত উত্তর-পূর্ব গোলার্ধে অবস্থিত । ভারতের মূল ভূখণ্ড দক্ষি

ভারত (India)

ভারত :- প্রাচীন পারসিক লিপিতে 'সপ্ত সিন্ধু' কে বলা হয়েছে হপ্ত হিন্দু । সিন্ধু তীরবর্তী বসবাসকারী মানুষকে বিদেশীরা হিন্দু বলত এবং তার থেকেই হিন্দুস্থান কথাটি এসেছে । প্রাচীন পারসি শব্দ হিন্দুস (Hindus) থেকে উৎপন্ন ইণ্ডাস (Indus) থেকে ইণ্ডিয়া (INDIA) নামট

ভাগীরথী-হুগলী নদীর ওপর বর্জ্যের প্রভাব (Effects of waste disposal on Bhagirathi-Hooghly river)

ভাগীরথী-হুগলী নদীর ওপর বর্জ্যের প্রভাব (Effects of waste disposal on Bhagirathi-Hooghly river) : প্রায় 2500 কিমি দীর্ঘ গঙ্গা নদী ভারতের জীবন রেখা । গঙ্গা নদীর পার্শ্ববর্তী কলকারখানার বর্জ্য, পৌরসভার বর্জ্য, কৃষি ক্ষেত্রের কীটনাশক বাহিত জল ইত্যাদি এই নদ