বর্জ্যের উৎস (Source of waste)

Submitted by avimanyu pramanik on Thu, 10/28/2021 - 11:26

বর্জ্যের উৎস (Source of waste) : বর্তমান আধুনিক নাগরিক সভ্যতায় মানুষের নানাবিধ কার্যকলাপেরপরিধিই হল বিভিন্ন ধরনের বর্জ্যের উৎসের প্রধান ক্ষেত্র । বর্জ্যের উৎসের প্রধান ক্ষেত্রগুলি হল — (১) গৃহস্থালির বর্জ্য, (২) শিল্প বর্জ্য, (৩) কৃষিজ বর্জ্য,  (৪) পৌরসভার বর্জ্য, (৫) জৈব বর্জ্য, (৬) চিকিৎসা সংক্রান্ত বর্জ্য, (৭) তেজস্ক্রিয় বর্জ্য ।

(১) গৃহস্থালির বর্জ্য (Domestic waste) : বাড়িতে দৈনন্দিন জীবনযাত্রায় যে-কোনো কঠিন, তরল কিংবা গ্যাসীয় পদার্থ, যেগুলি আমাদের কোনো কাজে লাগে না অর্থাৎ ফেলে দেওয়া প্রয়োজন, সেগুলিকে গৃহস্থালির বর্জ্য বলে । যাবতীয় বর্জ্যের মধ্যে গৃহস্থালী বর্জ্যের পরিমাণই সর্বাধিক । গৃহস্থালী বর্জ্যের প্রধান উৎসগুলি হল—

(i) রান্নাঘরের বর্জ্য : যেমন : শাকসবজির খোসা, ফল ও খাবারের অবশিষ্টাংশ, পোড়া তেল প্রভৃতি ।

(ii) পরিতক্ত বর্জ্য : প্লাষ্টিক প্যাকেট, অব্যবহৃত কাগজ ও বোর্ড, অকেজো ধাতব ও বৈদ্যুতিন ভোগ্যপণ্য প্রভৃতি ।

(iii) তরল বর্জ্য : রান্না ঘারের থালা-বাসন ধোয়া জল, ঘরমোছা জল, সাবান জল, শৌচাগারের জল, জামা-কাপড় কাচা বা ধোয়া জল ইত্যাদি ।

(২) শিল্প বর্জ্য (Industrial waste) : এই প্রকার বর্জ্যের প্রধান উৎসগুলি হল—

(i) কৃষিভিত্তিক শিল্পের বর্জ্য : কৃষিজ কাঁচামালের আবর্জনা, আখের ছিবড়া, তরল রাসায়নিক বর্জ্য এবং অন্যান্য জৈব ও অজৈব বর্জ্য ।

(ii) ধাতব ও রাসায়নিক শিল্পের বর্জ্য : ধাতব ও কাঁচামালের ছাঁট, রং, রাসায়নিক পদার্থ মিশ্রিত জল, গরম জল প্রভৃতি ।

(iii) শক্তি উৎপাদনকেন্দ্রের বর্জ্য : বিষাক্ত ধোঁয়া, ছাই এবং তেজস্ক্রিয় তরল ও গ্যাসীয় বর্জ্য ।

(iv) অন্যান্য শিল্পের বর্জ্য : ভারি শিল্প, স্থাপত্য নির্মাণশিল্প, বৈদ্যুতিন প্রভৃতি শিল্পের বিভিন্ন কঠিন ও অজৈব বর্জ্য ।

(৩) কৃষিজ বর্জ্য (Agricultural waste) : কৃষিকাজের মাধ্যমে সৃষ্ট বর্জ্যগুলি হল কৃষিজ বর্জ্য । কৃষিজ বর্জ্যগুলি প্রধানত তিন রকমের হয় ।   

(i) জৈব বর্জ্য : আগাছা, শস্যের কান্ড ও শিকড়ের অবশেষ, পাতা, তুলোর খোসা, আখের ছিবড়া, নারকেল ছোবড়া প্রভৃতি ।

(ii) বিষাক্ত বর্জ্য : রাসায়নিক সার ও কীটনাশক ওষুধের জৈব, অভঙ্গুর বর্জ্য ।

(iii) তরল বর্জ্য : পচা পাতা, পাট পচানো জল এবং কৃষিক্ষেত্র থেকে নির্গত দূষিত জল ।

(৪) পৌরসভার বর্জ্য (Municipal waste) : পৌরসভার কার্যকলাপের দ্বারা সৃষ্ট বর্জ্যগুলি হল পৌরসভার বর্জ্য । পৌরসভার অন্তর্গত বিভিন্ন বর্জ্য যেমন, (i) রাস্তা ও নর্দমার আবর্জনা, (ii) পার্ক ও অন্যান্য বিনোদন ক্ষেত্রের আবর্জনা, (iii) জল পরিশোধনকেন্দ্র থেকে নির্গত বর্জ্য প্রভৃতি । এই প্রকারের বর্জ্য কঠিন, তরল ও অর্ধতরল প্রকৃতির হয়ে থাকে ।

(৫) জৈব বর্জ্য (Organic waste) : জৈব বর্জ্যের প্রধান উৎস হল— (i) খাদ্যদ্রব্যের অবশিষ্টাংশ, (ii) চা, চিনি ও নুনের থলেব্যাগ, (iii) দাঁতের কাঠি, টিস্যু কাগজ ও ন্যাপকিন, (iv) ভিজে কাগজ ও কার্ডবোর্ড, (v) মিশ্রসার, (vi) পোলট্রি ফার্ম ও খাটালের আবর্জনা, (vii) মৃত পশুপাখির দেহ প্রভৃতি ।

(৬) চিকিৎসা সংক্রান্ত বর্জ্য (Bio-medical waste) : চিকিৎসাক্ষেত্রে ব্যবহৃত প্রয়োজনীয় সামগ্রী থেকে সৃষ্ট বর্জ্যগুলি হল চিকিৎসা সংক্রান্ত বর্জ্য । এগুলি প্রধানত তিন প্রকার হয়ে থাকে (i) জৈব ভঙ্গুর বর্জ্য : তুলো, গজ, কাপড়, ন্যাপকিন, অস্ত্রোপচার করা দেহের অংশ প্রভৃতি । (ii) জৈব অভঙ্গুর বর্জ্য : ওষুধের বোতল ও প্যাকেট, ইঞ্জেকশন সিরিঞ্জ ও সুঁচ ইত্যাদি । (iii) তরল বর্জ্য : হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র ধোয়া নোংরা জল, তরল, ওষুধের বর্জ্য প্রভৃতি ।

(৭) তেজস্ক্রিয় বর্জ্য (Radioactive waste) : (i) বিদ্যুৎশক্তি উৎপাদনকেন্দ্র, (ii) পারমাণবিক শক্তিকেন্দ্র, (iii)  জেট বিমান ও রকেট প্রভৃতি থেকে নানা প্রকারের কঠিন, তরল ও গ্যাসীয় প্রকৃতির তেজস্ক্রিয় বর্জ্য উৎপন্ন হয় ।

*****

Comments

Related Items

উষ্ণতা হ্রাসের গড় (Lapse rate) কাকে বলে ? উষ্ণমণ্ডল সৃষ্টির কারণ কি ?

প্রশ্ন : উষ্ণতা হ্রাসের গড় (Lapse rate) কাকে বলেউষ্ণমণ্ডল সৃষ্টির কারণ কি ?

দিনের বিভিন্ন সময়ে পৃথিবীতে তাপের তারতম্য হয় কেন ?

প্রশ্ন : দিনের বিভিন্ন সময়ে পৃথিবীতে তাপের তারতম্য হয় কেন ?

উত্তর : সকালে এবং বিকালে কোনো স্থান থেকে সূর্য অনেক দূরে থাকে বলে সূর্যরশ্মি

(১) পৃথিবীপৃষ্ঠের সেই স্থানে তুলনামূলক ভাবে বেশি তির্যকভাবে পড়ে,

(২) বেশি পরিমাণ বায়ুস্তর ভেদ করে আসে এবং

পৃথিবীর বিভিন্ন বায়ুচাপ বলয়ের সীমা পরিবর্তনের কারণ ও প্রভাব কী কী ?

প্রশ্ন :- পৃথিবীর বিভিন্ন বায়ুচাপ বলয়ের সীমা পরিবর্তনের কারণ ও প্রভাব কী কী ?

অ্যালবেডো (Albedo) কাকে বলে ?

প্রশ্ন : অ্যালবেডো (Albedo) কাকে বলে ?

বায়ুমণ্ডলের ওজোন স্তরে ছিদ্র হলে কী ঘটতে পারে ?

প্রশ্ন:- বায়ুমণ্ডলের ওজোন স্তরে ছিদ্র হলে কী ঘটতে পারে ?