পৃথিবীব্যাপী জলবায়ুর পরিবর্তন ও গঙ্গা-পদ্মা-মেঘনার বদ্বীপ অঞ্চলের ওপর এর প্রভাব

Submitted by avimanyu pramanik on Sat, 07/24/2021 - 11:07

পৃথিবীর জলবায়ু প্রতিনিয়ত পরিবর্তনশীল । বিজ্ঞানীদের মতে আধুনিক কৃষিকাজ, শিল্প ও নগরায়ণের ফলে উদ্ভুত গ্রীন হাউজ গ্যাসের প্রভাবে ও বিশ্ব উষ্ণায়ণের প্রভাবে পৃথিবীর জলবায়ু দ্রুত পরিবর্তিত হচ্ছে । বিগত ৩০০ বছরে পৃথিবীর জলবায়ু পরিবর্তনের বৈচিত্র্য বিশেষভাবে পরলক্ষিত হয় । যেমন—

(i) ১৯০৫ - ২০০৫ সাল পর্যন্ত পৃথিবীর গড় উষ্ণতা প্রায় ১.১°C বৃদ্ধি পেয়েছে এবং এই ধারা একই রকম থাকলে ২১০০ শতাব্দীতে গড় উষ্ণতা ২°C - ৩.৫°C বৃদ্ধি পাবে ।

(ii) এই উষ্ণতা বৃদ্ধির জন্য সমুদ্র জলতলের উচ্চতা প্রায় ১০-১৫ মি. পর্যন্ত বৃদ্ধি পেতে পারে এবং তার ফলে নদী মোহানা ও মহাসাগরের ১৫ মি. উচ্চতাসম্পন্ন দ্বীপগুলি সমুদ্রজলে নিমজ্জিত হবে ।

(iii) সমুদ্রপৃষ্ঠের উষ্ণতা বৃদ্ধিতে ঘূর্ণবাত, বজ্রপাত ও বৃষ্টিপাতের প্রকোপ বাড়বে ।

(iv) গড় উষ্ণতা বৃদ্ধি ফলে সামুদ্রিক ও স্থলজ বাস্তুতন্ত্রের পরিবর্তন ঘটবে ।

♦ গঙ্গা-পদ্মা-মেঘনার বদ্বীপ অঞ্চলের ওপর পৃথিবীব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রভাব : গঙ্গা-পদ্মা-মেঘনার বদ্বীপ অঞ্চলের দক্ষিণ অংশ সুন্দরবন নামে পরিচিত । নদনদী বাহিত পলি, কাদা, বালি, নুড়ি প্রভৃতি সঞ্চিত হয়ে বঙ্গোপসাগরীয় উপকূলে এই তিন নদীর মোহানায় পৃথিবীর বৃহত্তম বদ্বীপ অঞ্চলের সৃষ্টি হয়েছে । অসংখ্য দ্বীপের সমন্বয়ে গঠিত এই অঞ্চলে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনভূমি গড়ে উঠেছে । প্রায় ৯,৬৩০ বর্গ কিমি. এলাকা জুড়ে বিস্তৃত এই খাঁড়ি অঞ্চলের অর্ধেকেরও বেশি এলাকায় জনবসতি গড়ে উঠেছে এবং বর্তমানে প্রায় ৪,২৬৭ বর্গ কিমি. জুড়ে অবস্থান করছে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যাঞ্চল সুন্দরবন । জলবায়ু পরিবর্তনের প্রভাবে—

(i) এই অঞ্চলের পরিবেশ ও প্রাণী প্রজাতি বিপন্ন ।

(ii) বিশ্ব উষ্ণায়ণের ফলে সমুদ্র জলতলের উচ্চতা বৃদ্ধিতে এখানকার দ্বীপগুলির আয়তন কমে গেছে ।

(iii) বেশ কিছু দ্বীপ জলের তলায় নিমজ্জিত হয়ে গেছে ।

(iv) ১৯৮০ - ২০১২ সাল পর্যন্ত কেবলমাত্র সুন্দরবন অঞ্চলে গড় তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে ০.৫৩°C ।

(v) সমুদ্র জলতল বৃদ্ধিতে উপকূলের ম্যানগ্রোভ অরণ্য জলে নিমজ্জিত হচ্ছে ।

(vi) উচ্চ জোয়ারের জলতল বৃদ্ধি পাওয়ায় উপকূলের লোনা জলের ক্ষেত্র ক্রমশ বেড়ে চলেছে ।

(vii) সমুদ্র জলের উষ্ণতা বেড়ে যাওয়ার জন্য এই অঞ্চলে ঝড়ঝঞ্ঝা ও ঘূর্ণিঝড়ের তীব্রতা অনেক বৃদ্ধি পেয়েছে ।

(viii) জলতলের উচ্চতা বেড়ে যাওয়ায় জোয়ারের সময় নদীবাঁধ ভেঙ্গে বন্যার প্রকোপ বৃদ্ধি পেয়েছে । এর ফলে লবণাক্ত জল প্রবেশ করে উর্বর কৃষিজমি চাষের অযোগ্য হয়ে পড়ছে এবং জলঘটিত রোগ ব্যাধির প্রকোপ বৃদ্ধি পাছে ।  

*****

Comments

Related Items

উষ্ণতা হ্রাসের গড় (Lapse rate) কাকে বলে ? উষ্ণমণ্ডল সৃষ্টির কারণ কি ?

প্রশ্ন : উষ্ণতা হ্রাসের গড় (Lapse rate) কাকে বলেউষ্ণমণ্ডল সৃষ্টির কারণ কি ?

দিনের বিভিন্ন সময়ে পৃথিবীতে তাপের তারতম্য হয় কেন ?

প্রশ্ন : দিনের বিভিন্ন সময়ে পৃথিবীতে তাপের তারতম্য হয় কেন ?

উত্তর : সকালে এবং বিকালে কোনো স্থান থেকে সূর্য অনেক দূরে থাকে বলে সূর্যরশ্মি

(১) পৃথিবীপৃষ্ঠের সেই স্থানে তুলনামূলক ভাবে বেশি তির্যকভাবে পড়ে,

(২) বেশি পরিমাণ বায়ুস্তর ভেদ করে আসে এবং

পৃথিবীর বিভিন্ন বায়ুচাপ বলয়ের সীমা পরিবর্তনের কারণ ও প্রভাব কী কী ?

প্রশ্ন :- পৃথিবীর বিভিন্ন বায়ুচাপ বলয়ের সীমা পরিবর্তনের কারণ ও প্রভাব কী কী ?

অ্যালবেডো (Albedo) কাকে বলে ?

প্রশ্ন : অ্যালবেডো (Albedo) কাকে বলে ?

বায়ুমণ্ডলের ওজোন স্তরে ছিদ্র হলে কী ঘটতে পারে ?

প্রশ্ন:- বায়ুমণ্ডলের ওজোন স্তরে ছিদ্র হলে কী ঘটতে পারে ?