Submitted by avimanyu pramanik on Tue, 07/27/2021 - 15:05

ড্রামলিন (Drumlin) : হিমবাহ ও হিমবাহগলিত জলধারার মিলিত সঞ্চয়কার্যের ফলে হিমবাহের পাদদেশে বহিঃধৌত সমভূমিতে বা তার কাছে যেসব ভূমিরূপের সৃষ্টি হয়, ড্রামলিন হল তার মধ্যে অন্যতম একটি ভূমিরূপের নিদর্শন । হিমবাহ গলে গেলে তার নীচে হিমবাহের সঙ্গে বয়ে আনা বালি ও কাদার সঙ্গে বিভিন্ন আকৃতির নুড়ি-পাথর অবক্ষেপ হিসাবে সঞ্চিত হলে তাদের একসঙ্গে বোল্ডার ক্লে বা হিমকর্দ (Boulder Clay) বলা হয় । স্তুপিকৃত বোল্ডার ক্লে অনেক সময়ে সারিবদ্ধ টিলা বা ছোটো ছোটো স্তুপের আকারে বিরাজ করে । ভূ-পৃষ্ঠের উপর এদের দেখতে অনেকটা উলটানো নৌকা বা উলটানো চামচের মতো আকৃতির হয় । এই চামচের মতো আকৃতির ভূমিরূপকে ড্রামলিন [Drumlin] বলা হয় । বিজ্ঞানী ফ্লিন্ট -এর মতে একটি আদর্শ ড্রামলিন গড়ে ১৫-৩০ মি. উঁচু, দৈর্ঘ্যে ১-২ কিমি. এবং প্রস্থে ৪০০-৬০০ মি. হয়ে থাকে । যে সব জায়গায় একসঙ্গে অসংখ্য ড্রামলিন একত্রে অবস্থান করে সেই জায়গাকে দূর থেকে ডিম ভরতি ঝুড়ির মতো দেখতে লাগে । এজন্য ড্রামলিন অধ্যুষিত অঞ্চলকে ডিমের ঝুড়ি ভূমিরূপ (Basket of Egg Topography) বলা হয় ।

আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডে এই ধরনে অসংখ্য ড্রামলিন দেখা যায় ।

****

Comments

Related Items

ভঙ্গিল পর্বতের উৎপত্তির মহীখাত তত্ত্ব ব্যাখ্যা কর

প্রশ্ন:- ভঙ্গিল পর্বতের (Fold Mountain) উৎপত্তির মহীখাত তত্ত্ব বা জিওসিনক্লাইন থিয়োরি (Geosyncline Theory) ব্যাখ্যা করো ।

ভঙ্গিল পর্বত (Fold Mountain) কীভাবে সৃষ্টি হয় ?

প্রশ্ন:- ভঙ্গিল পর্বত (Fold Mountain) কীভাবে সৃষ্টি হয় ?

উত্তর:- পাললিক শিলাস্তরে ভাঁজ পড়ে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয় ।

বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - ভারতের মৃত্তিকা

বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - ভারতের মৃত্তিকা

১. ভারতে মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি হল—        [মাধ্যমিক-২০১৭]

    (ক) জলসেচ       (খ) ঝুমচাষ        (গ) ফালি চাষ       (ঘ) পশুচারণ

বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - ভারতের জলবায়ু

বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - ভারতের জলবায়ু

১. উত্তর-পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে ধূলিঝড় দেখা যায়, তা হল—            [মাধ্যমিক-২০১৭]

    (ক) কালবৈশাখী       (খ) আঁধি       (গ) পশ্চিমি ঝঞ্ঝা       (ঘ) লু

বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - ভারতের জলসম্পদ

বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - ভারতের জলসম্পদ

১. ভারতে সর্বাধিক জলসেচ করা হয় কোন পদ্ধতিতে ?

    (ক) কূপ ও নলকূপ       (খ) জলাশয়        (গ) খাল        (ঘ) ফোয়ারা

২. ভারতের একটি অন্তর্বাহিনী নদী হল—