সাধারণ জীবাণু নাশকের ব্যবহার

Submitted by arpita pramanik on Sun, 01/06/2013 - 10:56

সাধারণ জীবাণু নাশকের ব্যবহার :

বিভিন্ন রোগ-জীবাণু প্রতিরোধের জন্য নানা ধরনের জীবাণুনাশক ব্যবহার করা হয় । সাধারণত জীবাণুনাশকগুলি প্রধানত তিন ধরনের হতে পারে, যেমন : প্রাকৃতিক [Natural], ভৌত [Physical] এবং রাসায়নিক [Chemical] ।

[ক] প্রাকৃতিক জীবাণুনাশক:- সূর্যালোক এবং বাতাস স্বাভাবিক জীবাণুনাশক হিসেবে কাজ করে । সূর্যালোকের অতিবেগুনি রশ্মির [Ultra violet rays] জীবাণুনাশক করার ক্ষমতা আছে ।

[খ] ভৌত জীবাণুনাশক:- সংক্রামক রোগের জীবাণুযুক্ত জামা-কাপড়-বিছানা ইত্যাদি পুড়িয়ে ফেলার মাধ্যমে জীবাণুনাশ করা হয় । এছাড়া গরম জলে ফুটিয়ে অথবা বাষ্প প্রবাহিত করেও জীবাণুনাশ করা সম্ভব হয় ।

[গ] রাসায়নিক জীবাণুনাশক:- বাড়ি, হাসপাতাল ইত্যাদি স্থানে বিভিন্ন রাসায়নিক জীবাণুনাশক ব্যবহার করা হয়, যথা : মার্কারি পারক্লোরাইড, মারকিউরিক আয়োডাইড, ফেনল বা কার্বলিক অ্যাসিড, লাইসল, ফিনাইল, ব্লিচিং পাউডার, পটাসিয়াম পারম্যাঙ্গানেট, ক্লোরিন, সাবান ইত্যাদি ।

*****

Comments

Related Items

কোশের গঠন ও বৈশিষ্ট্য

যে কোশে সংগঠিত নিউক্লিয়াস এবং পর্দাঘেরা কোশঅঙ্গাণু থাকে না সেই রকম কোশকে প্রোক্যারিওটিক কোশ বা আদি কোশ বলে । যে কোশে সুগঠিত বা সংগঠিত নিউক্লিয়াস এবং পর্দাঘেরা কোশ-অঙ্গাণু থাকে, সেই রকম কোশকে ইউক্যারিওটিক কোশ বা আদর্শ কোশ বলে । ...

অ্যাড্রিনালিন (Adrenaline)

অ্যাড্রিনাল গ্রন্থির মেডালা অঞ্চল থেকে অ্যাড্রিনালিন হরমোন নিঃসৃত হয় । অ্যাড্রিনাল গ্রন্থিদ্বয় বৃক্ক দুটির ওপর অবস্থিত । অ্যাড্রিনালিনকে এপিনেফ্রিন ও বলা হয় । অ্যাড্রিনালিন প্রাণীদের সংকটকালীন বা জরুরিকালীন হরমোন নামে পরিচিত, কারণ বিপদকালে এই হরমোন দেহকে ...

ভাইরাস, জীবাণু, রোগ এবং স্বাস্থ্যবিধি

রোগসৃষ্টিকারী ভাইরাসের রোগসংক্রমণ প্রক্রিয়া, উপকারী ব্যাকটিরিয়া, মানবদেহে রোগ সৃষ্টিকারী ব্যাকটিরিয়া, উপকারী ছত্রাক, অপকারী ছত্রাক, ক্ষতিকর প্রোটোজোয়া, রোগ এবং স্বাস্থ্যবিধি, টীকাকরণ এবং অনাক্রম্যতাকরণ, সাধারণ জীবাণু নাশকের ব্যবহার ...

অভিযোজন (Adaptation)

প্রত্যেক জীব সব সময়েই চেষ্টা করে তার পারিপার্শ্বিক পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে বা মানিয়ে নিতে এবং সেই পরিবেশ থেকে নানান রকমের সুবিধা পেতে । পরিবেশের বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও নিজেকে ঠিক মতো মানিয়ে নিয়ে সুষ্ঠুভাবে বেঁচে থাকা এবং বংশবৃদ্ধি ...

জৈব বিবর্তন বা অভিব্যক্তি (Evolution)

ল্যাটিন শব্দ 'Evolver' থেকে Evolution কথাটির উত্পত্তি হয়েছে । আর Evolution কথাটির অর্থ 'ক্রমবিকাশ' । পৃথিবীতে প্রথম উত্পন্ন জীব ছিল এককোশী এবং সরল প্রকৃতির । ওই এককোশী সরল জীব থেকে ধারাবাহিক পরিবর্তনের মাধ্যমে অপেক্ষাকৃত জটিল ..