যৌন জনন (Sexual Reproduction)
যৌন জননের সংজ্ঞা:- যে জনন প্রক্রিয়ায় গ্যামেট উত্পন্ন হয় এবং দুটি যৌন জনন কোশ অর্থাৎ পুং গ্যামেট ও স্ত্রী গ্যামেটের মিলন বা নিষেকের মাধ্যমে অপত্য জীব সৃষ্টি হয়, তাকে যৌন জনন বলে ।
যৌন জননের উদাহরণ:- ব্যাঙ, মানুষ প্রভৃতি প্রাণী ও সপুষ্পক উদ্ভিদ যৌন জনন প্রক্রিয়ায় অপত্য জীব সৃষ্টি করে ।
নিষেক:- পুং গ্যামেট ও স্ত্রী গ্যামেটের মিলনকে নিষেক বলে ।
যৌন জননের একক:- যৌন জননের একক হল জনন কোশ অর্থাৎ গ্যামেট [Gametes] । পুংজনন তন্ত্রের একক হল পুং গ্যামেট বা শুক্রাণু [sperm] এবং স্ত্রীজনন তন্ত্রের একক হল স্ত্রী-গ্যামেট বা ডিম্বাণু [egg] ।
যৌন জননের প্রকারভেদ (Types of Sexual Reproduction)
যৌন জনন প্রধানত দুই রকমের হয়, যথা: (ক) সিনগ্যামি এবং (খ) সংযুক্তি বা কনজুগেশন ।
(ক) সিনগ্যামি [Syngamy]:- এই রকম যৌন জননে সম্পূর্ণভাবে এবং স্থায়ীভাবে পুং ও স্ত্রী গ্যামেটদ্বয়ের মিলন ঘটে । এক্ষেত্রে জনন কোশদ্বয়ের মিলন কোশাধারের বাইরে ঘটে । সিনগ্যামি উদ্ভিদ ও প্রাণীর সবচেয়ে সাধারণ যৌন জনন পদ্ধতি ।
উদাহরণ : স্পাইরোগাইরা, মিউকর, মনোসিস্টিক ইত্যাদির যৌন জনন ।
সিনগ্যামিকে তিনটি প্রধান ভাগে ভাগ করা হয়, যথা :
[i] আইসোগ্যামি, [ii] অ্যানাইসোগ্যামি, [iii] উগ্যামি ।
[i] আইসোগ্যামি:- যখন মিলিত গ্যামেট দুটো (পুং ও স্ত্রী) অঙ্গ সংস্থানগতভাবে এবং শারীরবৃত্তীয়ভাবে একই রকমের হয়, তখন সেই ধরনের যৌন জননকে আইসোগ্যামি বলে ।
উদাহরণ:- স্পাইরোগাইরা, মিউকর, মনোসিস্টিক ইত্যাদির যৌন জনন ।
[ii] অ্যানাইসোগ্যামি:- যখন মিলিত গ্যামেট দুটো আকার, আয়তন ও স্বভাবগতভাবে অন্য ধরনের হয় এবং গ্যামেটের মিলন জনন অঙ্গের বাইরে ঘটে, তখন সেই রকম যৌন জননকে অ্যানাইসোগ্যামি বলে । এই ধরনের জননে পুং গ্যামেট আকারে ছোটো কিন্তু সক্রিয় এবং স্ত্রী গ্যামেট আকারে বড়ো কিন্তু নিস্ক্রিয় হয় ।
উদাহরণ:- ক্ল্যামাইডোমোনাস ।
[iii] উগ্যামি:- অন্ত-নিষেক পদ্ধতিতে যখন দুটি অক্ষম আকৃতির গ্যামেটের (পুং গ্যামেট ও স্ত্রী গ্যামেট) মিলন ঘটে, তখন সেই জননকে উগ্যামি বলা হয় । নিষিক্ত স্ত্রী-গ্যামেট অর্থাৎ ডিম্বাণুকে জাইগোট বলে ।
উদাহরণ:- ইডোগোনিয়াম, ভলভক্স প্রভৃতি শৈবাল এবং উন্নত শ্রেণির সমস্ত উদ্ভিদ ও প্রাণীদের যৌন জনন এই প্রক্রিয়ায় সম্পন্ন হয় ।
(খ) সংযুক্তি [Conjugation]:- যে জনন প্রক্রিয়ায় দুটো একই প্রজাতিভুক্ত জনিতৃ জীব (শারীরবৃত্তীয়ভাবে আলাদা ধরনের) অস্থায়ীভাবে মিলিত হয়ে তাদের নিউক্লীয় পদার্থের বিনিময় ঘটিয়ে অপত্য জীব সৃষ্টি করে, তাকে সংযুক্তি বা কনজুগেশন বলে । সংযুক্তির ফলে উত্পন্ন ডিপ্লয়েড কোশটিকে জাইগোস্পোর [zygospore] বলে ।
উদাহরণ:- স্পাইরোগাইরা (শৈবাল), প্যারামিসিয়াম (প্রোটোজোয়া) ইত্যাদি ।
যৌন জননের গুরুত্ব (Importance of asexual Reproduction)
১. যৌন জননের ফলে পিতা-মাতার নানান গুণাবলী সন্তান-সন্ততির মধ্যে সঞ্চারিত হয়, ফলে তারা সহজেই নতুন পরিবেশে নিজেদের খাপ খাইয়ে নিতে পারে ।
২. যৌন জননের ফলে যে নতুন বৈশিষ্ট্যসম্পন্ন অপত্য জীবের উদ্ভব ঘটে তাদের অভিব্যক্তি ঘটাও সম্ভব হয় ।
৩. যৌন জননের মাধ্যমে যে সমস্ত জীব বংশবিস্তার করে তাদের কিছু সংখ্যক প্রতিনিধি যে-কোনও রকম প্রতিকুল পরিবেশে টিকে থেকে পুনরায় বংশবিস্তার করতে সক্ষম হয় ।
৪. যৌন জননের মাধ্যমে পিতা-মাতার বৈশিষ্ট্যাবলি সন্তান-সন্ততিতে সঞ্চারিত হওয়ায় পুরুষানুক্রমে বংশের ধারা বজায় থাকে ।
৫. যৌন জননের মাধ্যমে অপত্য জীবে নানান বৈশিষ্ট্যের সমাবেশ ঘটে । এর ফলে প্রজাতির মধ্যে প্রকরণ বা ভেদ দেখা যায়, এই রকম ভেদ জীবের ক্রমবিকাশ অর্থাৎ অভিব্যক্তিতে সহায়তা করে ।
৬. যৌন জননের ফলে জীবের হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড জনুর পর্যায়ক্রমিক আবর্তন ঘটে ।
যৌন জননের প্রধান অসুবিধা হল এই যে, বংশবিস্তারের জন্য বেশি মাত্রায় সময় ব্যয় হয় এবং এই জননের সাফল্যতাও অনেক ক্ষেত্রে সুনিশ্চিত নয় ।
জীবন চক্রে যৌন জননের তাৎপর্য:-
১. যৌন জননে গ্যামেট সৃষ্টি হয় এবং গ্যামেটের মিলন বা নিষেক ঘটে ।
২. হ্যাপ্লয়েড (n) গ্যামেটের মিলনে ডিপ্লয়েড (2n) জাইগোট উত্পন্ন হয় । যৌন জনন তাই ডিপ্লয়েড বা রেণুধর জনুকে সূচিত করে বা তার ধারাবাহিকতা বজায় রাখে ।
৩. যে জীবের জীবনচক্রে নির্দিষ্ট জনুক্রম লক্ষ করা যায় সেখানে হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড জনুর (অর্থাৎ লিঙ্গধর ও রেণুধর জনুর) পর্যায়ক্রমিক আবর্তনে যৌন জনন উল্লেখযোগ্য ভূমিকা নিয়ে থাকে ।
অযৌন জনন ও যৌন জননের পার্থক্য
বৈশিষ্ট্য | অযৌন জনন ও যৌন | অযৌন জনন ও যৌন |
১. জননের একক | অযৌন জননের একক হল 'স্পোর' বা রেণু । | যৌন জননের একক হল 'গ্যামেট' । |
২. পদ্ধতি | এই রকম জননে গ্যামেট উত্পন্ন হয় না কিম্বা তার নিষেক ঘটে না । সাধারণত কোশ বিভাজনের দ্বারা বা রেণু উত্পাদনের মাধ্যমে এই রকম জনন সম্পন্ন হয় । | এই রকম জননে গ্যামেট উত্পন্ন হয় এবং দুটি ভিন্নধর্মী গ্যামেটের মিলন বা নিষেকের ফলে অপত্য জীব সৃষ্টি হয় । |
৩. অপত্য জীবের বৈশিষ্ট্য | অযৌন জননের ফলে উত্পন্ন অপত্য জীব হুবহু জনিতৃ জীবের মতো হয় । | যৌন জননে অপত্য জীব জনিতৃ জীবের মতো অথবা নতুন বৈশিষ্ট্য সম্পন্ন হয় । |
৪. মিয়োসিস | অযৌন জনন কোশ উত্পন্ন হওয়ার আগে সাধারণত মিয়োসিস বিভাজন ঘটে না । | যৌন জনন কোশ অর্থাৎ গ্যামেট উপাদনের আগে সাধারণত মিয়োসিস বিভাজন ঘটে । |
৫. সময় এবং অপত্য জীবের সংখ্যা | অযৌন জননে সময় কম লাগে এবং অপত্য জীবের সংখ্যা অনেক বেশি হয় । | যৌন জননে সময় বেশি লাগে এবং অপত্য জীবের সংখ্যা অনেক কম হয় । |
৬. জৈব বিবর্তন বা অভিব্যক্তি | অযৌন জননের মাধ্যমে জীবের অভিব্যক্তি ঘটা সম্ভব নয় । | যৌন জননের মাধ্যমে জীবের অভিব্যক্তি ঘটা সম্ভব । |
৭. উদাহরণ |
নিম্নশ্রেণির কিছু প্রাণী (যেমন: অ্যামিবা) ও উদ্ভিদে (যেমন: মিউকর) অযৌন জনন দেখা যায় । |
উন্নত প্রাণী ও সপুষ্পক উদ্ভিদে যৌন জনন ঘটে থাকে । |
*****
- 37071 views