পতঙ্গ বাহকের মাধ্যমে সংক্রামিত রোগসমূহ

Submitted by arpita pramanik on Sat, 01/05/2013 - 20:21

পতঙ্গ বাহকের মাধ্যমে সংক্রামিত রোগসমূহ :

রোগ এবং স্বাস্থ্যবিধি (Desease and Hygiene)

রোগ সৃষ্টিকারী জীবাণুদের সংক্রমণের ধরন বিভিন্ন রকম হতে পারে । মানবদেহে খাদ্যের সাথে, জলের সাথে, বাতাসের মাধ্যমে, বিভিন্ন পতঙ্গ অথবা অপর জীবের দেহের সাথে সংলগ্ন হয়ে অথবা তাদের দংশনের মাধ্যমে জীবাণু সংক্রমণ হয় । এছাড়াও রোগাক্রান্ত অথবা প্রাণীর প্রত্যক্ষ সংস্পর্শ এবং আক্রান্ত পোশাকের দ্বারা সংক্রামিত অপ্রাণীবাচক পদার্থের মাধ্যমে জীবাণু সংক্রমণ হয় ।

[A] পতঙ্গ বাহকের মাধ্যমে সংক্রামিত রোগসমূহ:- আর্থ্রোপোডা পর্বের পতঙ্গ শ্রেণির অন্তর্গত বিভিন্ন প্রাণীর মাধ্যমে বিভিন্ন সংক্রমক রোগ ছড়ায় । এই প্রাণীগুলিকে ওই সব রোগের বাহকরূপে গণ্য করা যেতে পারে । মানবরোগ সংক্রমণের উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ বাহক হল মাছি, মশা ।

মাছি [House fly]:- মাছির জীবনচক্রে ডিম, লাভা, পিউপা এবং পূর্নাঙ্গ এই চারটি দশা পাওয়ায় যায় । পরিণত মাছি ধূসর বর্ণের এবং প্রায় 6.5 mm. লম্বা । এদের দেহ (i) মস্তক   (ii) বক্ষ  এবং (iii) উদর —এই তিন ভাগে বিভক্ত । মস্তকে একজোড়া শুঙ্গ, একজোড়া পুঞ্জাক্ষি এবং খাদ্য শোষণের জন্য একটি চোষক নল বা প্রোবোসিস থাকে । উদর অংশটি খন্ডবিশিষ্ট এবং হালকা ও গাঢ় ডোরাযুক্ত ।

[1] রোগ বিস্তারে মাছির ভুমিকা:- মাছি যখন রোগীর মল-মূত্র বা বমির ওপর বসে, তখন তাদের গায়ে, পায়ে এবং ডানায় রোগ জীবাণু ছড়িয়ে যায় । পরে যখন আঢাকা খাবারের ওপর বসে, তখন ওইসব রোগ জীবাণু খাবারে মিশে যায় এবং সেই খাবার খেয়ে মানুষ রোগাক্রান্ত হয় । মাছির মাধ্যমে সংক্রামিত উল্লেখযোগ্য রোগগুলি হল —কলেরা, উদরাময়, আমাশয়, আন্ত্রিক, জ্বর, যক্ষ্মা, কুষ্ঠ, আনথ্রাক্স, পোলিও, ক্ষতে সংক্রমণ খাদ্যে বিষক্রিয়া, সংক্রামক হেপাটাইটিস ইত্যাদি ।

[2] মাছি দমনের উপায়:-

[a] মাছির বংশবৃদ্ধি রোধ করার জন্য মল, মূত্র, গোবর, ঘোড়ার বিষ্ঠা, নোংরা আবর্জনা প্রভৃতি যাতে জমে উঠতে না পারে, সেই জন্য লোকালয় থেকে দূরে নির্দিষ্ট স্থানে ওইগুলোকে নিক্ষেপ করা উচিৎ ।

[b] উপদ্রুত এলাকায় নানারকম কীটনাশক ঔষধ স্প্রে করা দরকার । আবর্জনাময় স্থানে ব্লিচিং পাউডার, ফিনাইল ইত্যাদি ছড়াতে হবে ।

[c] মাছির উপদ্রব বাড়লে জলে ফিনাইল গুলে বারান্দা, উঠান, করিডোর ইত্যাদি মুছতে হবে ।

[d] খাদ্য বস্তুর ওপর যাতে মাছি বসতে না পারে, সেইজন্য খাবার সবসময় ঢেকে রাখতে হবে ।

[e] যেখানে-সেখানে মল-মূত্র ত্যাগ, কফ, থুতু ইত্যাদি ফেলা চলবে না ।

মশা [Mosquito]:- মশা সন্ধিপদ পর্বের অন্তর্ভুক্ত পতঙ্গ শ্রেণির অন্তর্গত একরকমের অনিষ্টকারী পতঙ্গ । আমাদের দেশে সাধারণত  তিন রকমের মশা দেখা যায়, যেমন : অ্যানোফিলিস [Anopheles], কিউলেক্স [Culex] এবং এডিস [Aedes] । এই প্রসঙ্গে উল্লেখযোগ্য যে, কেবলমাত্র স্ত্রী-মশারাই রোগ জীবাণু বহন করে

[1] রোগ বিস্তারে মশার ভুমিকা:- স্ত্রী-মশা যখন রোগীর দেহ থেকে রক্ত পান করে, তখন রোগ জীবাণু রোগীর দেহ থেকে মশার দেহে আসে । আবার রোগজীবাণু বহনকারী মশা যখন সুস্থ মানুষের রক্ত পান করে, তখন ওই রোগজীবাণু সুস্থ মানুষের রক্তে মিশে যায় । এইভাবে মশা এক মানুষের দেহ থেকে অন্য মানুষের দেহে রোগ বিস্তার করে ।

মশা যেসব রোগ জীবাণু বহন করে সেগুলি হল :

[ক] অ্যানোফিলিস — ম্যালেরিয়া ।

[খ] কিউলেক্স — গোদ, এনকেফালাইটিস । 

[গ] এডিস — ডেঙ্গু, পীতজ্বর, জাপানি-বি-এনকেফালাইটিস ।

[2] মশা দমনের উপায়:-

[a] বাড়ির আশ-পাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ।

[b] উপদ্রুত এলাকায় বিভিন্ন রকম কীটনাশক ওষুধ —বেগন, ফ্লিট, ইত্যাদি স্প্রে করে পূর্ণাঙ্গ মশা ধ্বংস করা ।

[c] ছোটোখাটো পুকুর, ডোবা প্রভৃতির গর্ত বুজিয়ে ফেলা এবং নর্দমা পরিষ্কার রাখা ।

[d] মশার প্রজনন স্থানে তেল ঢেলে বা কীটনাশক ওষুধ ছিটিয়ে মশার ডিম, লার্ভা, পিউপা ইত্যাদি ধ্বংস করা ।

[e] পুকুরে মশার লার্ভা ভক্ষণকারী মাছ, যেমন —তেচোখা, খলসে, তেলাপিয়া, গাপ্পি প্রভৃতি মাছ পোষা উচিত । এছাড়া

[f] রাত্রে মশারি খাটিয়ে শোয়া দরকার । মশা তাড়ানোর জন্য ধূপ-ধূনো এবং ওডোমস, ম্যাট ও রিপ্লেক্স জাতীয় ঔষধ ব্যবহার করা উচিত ।

*****

Related Items

অপুংজনি বা পার্থেনোজেনেসিস

যে জনন প্রক্রিয়ায় নিষেক ছাড়াই অনিষিক্ত ডিম্বাণু থেকে সরাসরি অপত্য উদ্ভিদ বা প্রাণী সৃষ্টি হয়, তাকে অপুংজনি বা পার্থেনোজেনেসিস বলে । স্পাইরোগাইরা, মিউকর প্রভৃতি উদ্ভিদ এবং বোলতা, মৌমাছি ইত্যাদি প্রাণীদের ক্ষেত্রে অপুংজনি দেখা যায় । বেশির ভাগ জীবের, বিশেষ করে ...

যৌন জনন (Sexual Reproduction)

যে জনন প্রক্রিয়ায় গ্যামেট উত্পন্ন হয় এবং দুটি যৌন জনন কোশ অর্থাৎ পুং গ্যামেট ও স্ত্রী গ্যামেটের মিলন বা নিষেকের মাধ্যমে অপত্য জীব সৃষ্টি হয়, তাকে যৌন জনন বলে । ব্যাঙ, মানুষ প্রভৃতি প্রাণী ও সপুষ্পক উদ্ভিদ যৌন জনন প্রক্রিয়ায় অপত্য জীব সৃষ্টি করে । পুং গ্যামেট ও স্ত্রী গ্যামেটের ...

অযৌন জনন

যে পদ্ধতিতে কোনো কোনো পুর্নাঙ্গ জীব, নিজের দেহাংশ থেকে সমপ্রকৃতি সম্পন্ন অপত্য জীবের সৃষ্টি করে, তাকে অযৌন জনন বলে । অর্থাৎ যে জনন প্রক্রিয়ায় গ্যামোট উত্পাদন ছাড়াই সরাসরি কোশবিভাজনের মাধ্যমে অথবা 'স্পোর' বা রেণুর সাহায্যে সদৃশ অপত্য জীব সৃষ্টি হয়, তাকে ...

অঙ্গজ জনন

যে জনন প্রক্রিয়ায় জীবদেহের কোনও অঙ্গ বা অঙ্গাংশ মাতৃ (জনিতৃ) দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে কোষ কোশবিভাজন ও বৃদ্ধির দ্বারা সদৃশ অপত্য জীব সৃষ্টি করে, তাকে অঙ্গজ জনন বলে । উদ্ভিদের অঙ্গজ জননকে প্রধান দু'ভাগে ভাগ করা যেতে পারে, প্রাকৃতিক অঙ্গজ জনন, কৃত্রিম অঙ্গজ জনন । ...

জননের সংজ্ঞা ও জননের প্রকারভেদ

জনন অর্থাৎ বংশবিস্তার হল জীবের অন্যতম বৈশিষ্ট্য । পরিণত জীব অপত্য জীব সৃষ্টি করার মাধ্যমে নিজের প্রজাতির অস্তিত্ব বজায় রাখে । যে জীব থেকে অপত্য জীব সৃষ্টি হয় তাকে জনিতৃ জীব এবং জনিতৃ জীব থেকে সৃষ্টি হওয়া জীবকে অপত্য জীব বলে । জনিতৃ জীব থেকে অপত্য জীব ...