কোশ বিভাজনের প্রকারভেদ

Submitted by arpita pramanik on Thu, 12/13/2012 - 12:42

কোশ বিভাজনের প্রকারভেদ (Types of Cell Division)

জীবদেহে তিন রকমের কোশ বিভাজন দেখা যায়, যথা : (ক) অ্যামাইটোসিস,  (খ) মাইটোসিস এবং  (গ) মিয়োসিস

(A) অ্যামাইটোসিস (Amitosis)

অ্যামাইটোসিস হল এক ধরনের প্রত্যক্ষ বা সরাসরি নিউক্লিয়াস বিভাজন । এই প্রক্রিয়ায় মাতৃ নিউক্লিয়াসটির মাঝ বরাবর খাঁজ সৃষ্টির মাধ্যমে অপত্য নিউক্লিয়াসের সৃষ্টি হয় । আবার এই অপত্য নিউক্লিয়াস দুটির মাঝ বরাবর কোশ প্রাচীর বা কোশ পর্দাতে খাঁজের সৃষ্টি হওয়া খাঁজ ক্রমশ গভীর থেকে গভীরতর হয়ে দুটি অপত্য কোশের সৃষ্টি করে । উদাহরণ : অ্যামিবা, ঈস্ট প্রভৃতি প্রাণীর দেহে অ্যামাইটোসিস প্রক্রিয়ায় জনন সম্পন্ন হয় ।

অ্যামাইটোসিসের সংজ্ঞা:- যে প্রক্রিয়ায় কোনো মাতৃকোশে তার নিউক্লিয়াসের সরাসরি বা প্রত্যক্ষ বিভাজন ঘটিয়ে দুটি অপত্য কোশ সৃষ্টি করে, তাকে অ্যামাইটোসিস বলে

অ্যামাইটোসিসের স্থান:-  ব্যাকটিরিয়া, ঈস্ট, অ্যামিবা ইত্যাদি এককোশী জীবদেহ এই অ্যামাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয় ।

অ্যামাইটোসিসের তাত্পর্য:- অ্যামাইটোসিস কোশ বিভাজনের দ্বারা নিম্নশ্রেণির জীবদের সংখ্যা বৃদ্ধি ঘটে ।

(B) মাইটোসিস (Mitosis)

মাইটোসিস এক রকমের সদৃশ বিভাজন, এই বিভাজনে উত্পন্ন অপত্য কোশের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোশের ক্রোমোজোম সংখ্যার সমান থাকে ।

উদাহরণ : উন্নত উদ্ভিদ ও প্রাণীর দেহ-মাতৃকোশের বিভাজন মাইটোসিস প্রক্রিয়ায় ঘটে ।

মাইটোসিসের সংজ্ঞা:-  যে কোশ বিভাজন প্রক্রিয়ায় একটি পরিণত দেহ-মাতৃকোশের নিউক্লিয়াসটির একবারমাত্র পরোক্ষ বিভাজনের মাধ্যমে মাতৃকোশের সম-আকৃতি ও সম-গুণসম্পন্ন এবং সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুটি অপত্য কোশ সৃষ্টি হয়, তাকে মাইটোসিস বলে

মাইটোসিসের স্থান:-  মাইটোসিস প্রধানত জীবদেহের দেহকোশে ঘটে, উদ্ভিদ দেহের বর্ধনশীল অঞ্চলের কোশ অর্থাৎ ভাজক কলার কোশে এবং প্রাণীদেহের সমস্ত দেহকোশ ও ভ্রূণের পরিস্ফুটনের সময় ঘটে ।

মাইটোসিসের তাৎপর্য:- মাইটোসিস কোশ বিভাজনের প্রধান তাত্পর্য হল :

[i]  সদৃশ বিভাজন:- মাইটোসিস একটি সদৃশ বিভাজন পদ্ধতি, কারণ এই পদ্ধতিতে উত্পন্ন অপত্য নিউক্লিয়াস দুটি হুবহু মাতৃ নিউক্লিয়াসের মতো সম আকৃতি ও সম গুণ সম্পন্ন হয় । এছাড়া মাইটোসিস কোশ বিভাজনে উত্পন্ন প্রতিটি অপত্য কোশে মাতৃকোশের সমসংখ্যক ক্রোমোজোম থাকে । ফলে এই ধরনের কোশ বিভাজনে অপত্য কোশগুলির মধ্যে মাতৃকোশের গুণগত মান বজায় থাকায় জীবের বৈশিষ্ট্যও বজায় থাকে ।

[ii]  জীবদেহের আকার ও আয়তনের বৃদ্ধি:-  এই ধরনের কোশ বিভাজনে নতুন অপত্য কোশ সৃষ্টির মাধ্যমে জীবদেহ দৈর্ঘ্য এবং আয়তনে বৃদ্ধি পায় ।

[iii]  ক্ষতস্থান পূরণ:- মাইটোসিস কোশ বিভাজনের ফলে দেহের জীর্ণ ও ক্ষতিগ্রস্থ কোশ নতুন কোশ দিয়ে প্রতিস্থাপিত হয়, ফলে দেহের ক্ষতিগ্রস্থ স্থানের মেরামতি ঘটে ।

[iv]  অযৌন জনন:-  নিম্নশ্রেণির কিছু এককোশী জীব মাইটোসিস কোশ বিভাজনের মাধ্যমে জনন ও বংশবিস্তার করে থাকে ।

[v]  বহুকোশী জীবদেহের সৃষ্টি:- মাইটোসিস পদ্ধতিতে এককোশী জাইগোট বিভাজিত হয়ে বহুকোশী জীবের সৃষ্টি হয় । 

C. মিয়োসিস (Meiosis)

মিয়োসিস হল এক রকমের হ্রাস বিভাজন । এই বিভাজনে মাতৃকোশের ক্রোমোজোম সংখ্যা অপত্য কোশে কমে গিয়ে অর্ধেক হয় ।

উদাহরণ : গ্যামোট বা স্পোর তৈরির সময় উদ্ভিদ ও প্রাণীর জনন মাতৃকোশে মিয়োসিস প্রক্রিয়ায় কোশ বিভাজন হয় ।

মিয়োসিসের সংজ্ঞা:- যে কোশ বিভাজন পদ্ধতিতে একটি জনন-মাতৃকোশের নিউক্লিয়াসের পরপর দু'বার বিভাজনের ফলে মাতৃকোশের অর্ধসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট চারটি অপত্য কোশ সৃষ্টি হয়, তাকে মিয়োসিস কোশ বিভাজন বলে

মিয়োসিসের স্থান:- মিয়োসিস প্রধানত জীবের জননকোশ অর্থাৎ গ্যামোট গঠনের সময় জনন মাতৃ কোশে ঘটে । এই প্রক্রিয়াকালে ডিপ্লয়েড জনন মাতৃকোশটির পরাগরেণু মাতৃ কোশ (2n) বিভাজিত হয়ে হ্যাপ্লয়েড গ্যামোট (n) উত্পন্ন করে । সপুষ্পক উদ্ভিদের পরাগধানী ও ডিম্বকের ডিম্বক মাতৃ কোশের (2n) মধ্যে এবং উন্নত শ্রেণির প্রাণীদেহে জননগ্রন্থি [gonad] অর্থাৎ শুক্রাশয় ও ডিম্বাশয়ের মধ্যে মিয়োসিস ঘটে । কোনও কোনও উদ্ভিদের ক্ষেত্রে (মস ও ফার্ণ জাতীয় উদ্ভিদ) ডিপ্লয়েড রেণু মাতৃকোশ থেকে যখন হ্যাপ্লয়েড রেণু উত্পন্ন হয় তখন মিয়োসিস বিভাজন ঘটে । কয়েক রকম নিম্নশ্রেণির উদ্ভিদ দেহে (স্পাইরোগাইরা, মিউকর) নিষেকের ফলে উত্পন্ন ডিপ্লয়েড জাইগোট বা জাইগোস্পোরের অঙ্কুরোদ্গমের সময় মিয়োসিস বিভাজন ঘটে ।

মিয়োসিস কোশ বিভাজনের প্রধান তাৎপর্য হল:-

[i]   জননকোশ সৃষ্টি:- জননকোশ অর্থাৎ গ্যামোট বা স্পোর সৃষ্টিতে মিয়োসিসের ভূমিকা উল্লেখযোগ্য ।

[ii]  ক্রোমোজোম সংখ্যার হ্রাস:- মিয়োসিস পদ্ধতিতে উত্পন্ন অপত্য কোশের প্রতিটিতে ক্রোমোজোম সংখ্যা কমে গিয়ে মাতৃকোশের অর্ধেক হয়ে যায়, যা জীবের কোনও একটি প্রজাতির মধ্যে ক্রোমোজোম সংখ্যা নির্দিষ্ট বা ধ্রুবক রাখার জন্য আবশ্যিক ।

[iii]  পরবর্তী প্রজন্মের নির্দিষ্ট ক্রোমোজোম সংখ্যা:- মিয়োসিসের জন্যই যৌন-জনন প্রক্রিয়ায় বংশবিস্তারকারী কোনও জীবের পরবর্তী প্রজন্মের দেহে ক্রোমোজোম সংখ্যা নির্দিষ্ট থাকে ।

[iv]  ক্রোমোজোমের অংশের বিনিময়:- মিয়োসিস কোশ বিভাজনে 'ক্রসিংওভার' এর সময় ক্রোমোজোমের ক্রোমাটিডের অংশের বিনিময় ঘটে ।

[v]  প্রকরণ:- ক্রসিংওভারের সময় ক্রোমাটিডের অংশের বিনিময় ঘটায় জিনের সজ্জা-বিন্যাস বা সজ্জা-প্রকরণেও পুনর্বিন্যাস বা রি-কম্বিনেশন ঘটে; যার জন্য অপত্য জীবের মধ্যে নতুন নতুন বৈশিষ্ট্যের সৃষ্টি হয়, একে প্রকরণ বলে ।

[vi]  জৈব-অভিব্যক্তি:- মিয়োসিসের ফলে সৃষ্টি হওয়া এই প্রকরণ জীবের ক্রমবিবর্তনে সাহায্য করে এবং এগুলি জৈব অভিব্যক্তির কাঁচামাল হিসেবে নতুন জীবের উত্পত্তির পথকে সুগম করে ।

*****

Related Items

ক্যাকটাসের অভিযোজন

ফণীমনসা, তেসিরা মনসা ইত্যাদি ক্যাকটাস জাতীয় উদ্ভিদ । ক্যাকটাস অল্প বৃষ্টিপাতযুক্ত শুষ্ক ও বালুকাময় স্থানে জন্মায় । এইরকম পরিবেশে বাস করার জন্য এদের জাঙ্গল উদ্ভিদ [Xerophyte] বলে । ক্যাকটাসের উল্লেখযোগ্য অভিযোজনগত বৈশিষ্ট্যগুলি হল ক্যাকটাসের মূলতন্ত্র সুগঠিত ...

পদ্মের অভিযোজন

পদ্মের কান্ড ও মূল জলের নীচে কাদায় গাঁথা থাকে, কিন্তু পাতা, ফুল ও ফল ইত্যাদি জলের ওপর থাকে, তাই পদ্মকে আংশিক নিমজ্জিত জলজ উদ্ভিদ বলে । জলে বাস করার জন্য পদ্মের অভিযোজনগত বৈশিষ্ট্যগুলি হল - পদ্মের মূলতন্ত্র সুগঠিত নয় । পদ্মের প্রধান মূল থাকে না । পদ্মের মূল ...

অভিযোজন ও অভিব্যক্তির সম্পর্ক

প্রতি নিয়ত পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে মানিয়ে চলার জন্য নির্দিষ্ট পরিবেশে বসবাসকারী জীবদের মধ্যে একটা প্রচেষ্টা থাকে । কারণ পরিবেশের সঙ্গে অভিযোজিত হতে না পারলে তাদের অবলুপ্তির সম্ভাবনা থাকে । কিন্তু কোনও প্রজাতির অন্তর্ভুক্ত সব সদস্যের পরিবর্তিত পরিবেশের সঙ্গে...

অভিযোজনের সংজ্ঞা ও ব্যাখ্যা

পারিপার্শ্বিক পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে বা মানিয়ে নিয়ে সুষ্ঠুভাবে বেঁচে থাকার জন্য জীবদেহের গঠনগত, শারীরবৃত্তীয় ও আচরণগত যে স্থায়ী পরিবর্তন ঘটে যা বংশপরম্পরায় সঞ্চারিত হয়ে জৈব অভিব্যক্তির পথকে সুগম করে, তাকেই অভিযোজন বলে । ...

প্রাকৃতিক নির্বাচনবাদের ত্রুটি

ডারউইন ছোটো এবং অস্থায়ী প্রকারণের ওপর খুব বেশি গুরুত্ব দিয়েছিলেন, কিন্তু দেখা গেছে যে, ওইগুলির বংশানুসরণ না ঘটায় অভিব্যক্তিতে ওদের কোনো ভুমিকা নেই । কোশের এবং জনন কোশের প্রকারণগুলির মধ্যে ডারউইন প্রভেদ করতে পারেননি । বহু প্রকারণই জিনের কার্যগত ফল ...