কোশ ও কোশ বিভাজন

Submitted by arpita pramanik on Mon, 04/25/2011 - 15:48

কোশ ও কোশবিভাজন (Cell and Cell Division)

► কোশের সংজ্ঞা:-

► কোশের প্রকারভেদ [Types of Cells]:-

[A]  প্রোক্যারিওটিক কোশ বা আদি কোশ [Prokaryotic Cell]:-

[B]  ইউক্যারিওটিক কোশ বা আদর্শ কোশ [Eukaryotic Cell]:-

 

[A]  প্রোক্যারিওটিক কোশবা আদি কোশ [Prokaryotic Cell]:-

[ক] প্রোক্যারিওটিক কোশের সংজ্ঞা:-

[খ] প্রোক্যারিওটিক কোশের গঠন:-

[গ] প্রোক্যারিওটিক কোশের প্রধান বৈশিষ্ট্য:-

 

[B] ইউক্যারিওটিক কোশ বা আদর্শ কোশ [Eukaryotic Cell]:-

[ক] ইউক্যারিওটিক কোশের সংজ্ঞা:-

[খ] ইউক্যারিওটিক কোশের গঠন:- [১] কোশপ্রাচীর [Cell Wall],  [২] কোশপর্দা [membrane]এবং  [৩] প্রোটোপ্লাজম [Protoplasm] ।  

[১] কোশপ্রাচীর [Cell Wall]:-

[২] কোশপর্দা [membrane]:-

[৩] প্রোটোপ্লাজম [Protoplasm]:-  [1] নিউক্লিয়াস [Nucleus] এবং  [2] সাইটোপ্লাজম [Cytoplasm]

[1] নিউক্লিয়াস [Nucleus]:- (ক) নিউক্লিয় পর্দা,  (খ) নিউক্লিওলাস,  (গ) নিউক্লিয়প্লাজম এবং  (ঘ) নিউক্লিয়জালক  

[2] সাইটোপ্লাজম [Cytoplasm]:-

(ক) ভ্যাকুওল [Vacuole],

(খ) কোশ-অঙ্গানু [Cell organelles]  

[i] সেন্ট্রোজোম [Centrosame]:-

[ii]  এন্ডোপ্লাজমিক রেক্টিকিউলাম [Endoplasmic Recticulum]:-

[iii] প্লাষ্টিড [Plastid]:-

[iv] মাইটোকনড্রিয়া [Mitochondria]:-

[v] রাইবোজোম [Ribosome]:-

[vi] লাইসোজোম [Lysosome]:-

[vi] গল্গি বস্তু [Golgi bodies]:-

(গ) এরগ্যাস্টিক পদার্থ [Ergastic substances]:-

[গ] ইউক্যারিওটিক কোশের প্রধান বৈশিষ্ট্য:-

► প্রোক্যারিওটিক কোশ ও ইউক্যারিওটিক কোশের পার্থক্য [Difference between Prokaryotic and Eukaryotic Cells]:-

► আদর্শ কোশ বা ইউক্যারিওটিক কোশের ক্রোমোজোম, D.N.A. , R.N.A. ও জিন সম্পর্কে সাধারণ ধারণা [Genaral idea about Cromosome, D.N.A., R.N.A. and Gene of Eukaryotic Cells]:-

► ইউক্যারিওটিক ক্রোমোজোমের অঙ্গসংস্থানিক গঠন [Morphological structure of Eukaryotic Cromosome]:-

• ক্রোমোজোমের সংজ্ঞা:-

• ক্রোমোজোমের আকৃতি:-

► ইউক্যারিওটিক ক্রোমোজোমের বহির্গঠন [Morphology of Eukaryotic Cromosome]:- (ক) ক্রোমাটিড এবং  (খ) সেন্ট্রোমিয়ার  ।  

(ক) ক্রোমাটিড [Chromatid]:-

[i]  ক্রোমোনিমা:-

[ii]  ক্রোমোমিয়ার [Chromomere]:-

[iii]  মুখ্য খাঁজ [Primary Constriction]:-

[iv]  গৌণ খাঁজ [Secondary Constriction]:-

[v]  স্যাটেলাইট বডি [Satelite Body]:-

[vi]  টেলোমিয়ার [Telomere]:-

[vii]  পেলিকল এবং ধাত্র:-

(খ) সেন্ট্রোমিয়ার [Centromere]:-

[i]  মেটাসেন্ট্রিক:-

[ii]  সাব-মেটাসেন্ট্রিক:-

[iii]  অ্যাক্রোসেন্ট্রিক:-

[iv]  টেলোসেন্ট্রিক:-

► ইউক্যারিওটিক ক্রোমোজোমের উপাদান [Composition of Eukaryotic Cromosome]:- ক্রোমোজোমের প্রধান দুটি উপাদান হল — (ক) নিউক্লিক অ্যাসিড ও   (খ) প্রোটিন ।

•  নিউক্লিক অ্যাসিড:-

•  প্রোটিন:-

•  ধাতব আয়ন:-

► ডি.এন.এ. বা ডি-অক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড [DNA or Deoxyribonucleic Acid]:-

•  সংজ্ঞা [Defination]:-

•  অবস্থান [Distribution]:-

•  আকার [Shape]:-

•  আয়তন [Size]:-

•  উপাদান [Composition]:-

[i]  অ্যাডিনিন (A),  [ii] গুয়ানিন (G),  [iii] থাইমিন (T),  [iv] সাইটোসিন (C)

•  কাজ [function]:-

[i]  বংশগত বৈশিষ্ট্যের ধারক ও বাহকের ভুমিকা পালন করা:-

[ii]  জৈবিক কাজ নিয়ন্ত্রণ করা:- 

[iii]  প্রোটিন ও RNA সংশ্লেষ করা:-

[iv]  প্রতিলিপি গঠন করা:-

আর.এন.এ. বা রাইবোনিউক্লিক অ্যাসিড [RNA or Ribonucleic Acid]:-

•  RNA -এর সংজ্ঞা [Defination]:-

•  RNA -এর গঠন :-

•  RNA -এর প্রকারভেদ:-

[ক] জেনেটিক RNA [Genetic RNA]:-

[খ] নন-জেনেটিক RNA [Non-genetic RNA]:-

DNA এবং RNA -এর সাদৃশ্য [Similarity of DNA and RNA]:-

[i]  DNA এবং RNA উভয়েই নিউক্লিক অ্যাসিড । 

[ii]  DNA এবং RNA উভয়েই নিউক্লিওটাইড দিয়ে গঠিত ।

[iii]  DNA এবং RNA উভয়ের অণুতেই অ্যাডেনিন এবং গুয়ানিন নামে দুইরকম পিউরিন জাতীয় বেস থাকে ।

[iv]  DNA থেকে RNA অণু উত্পন্ন হয় ।

 

►DNA এবং RNA -এর মধ্যে পার্থক্য [Difference between DNA and RNA]:-

► ক্রোমোজোমের প্রকারভেদ : অটোজোম ও সেক্স ক্রোমোজোম [Types of Cromosome : Autosome and Sex-Cromosome]:- দেহগঠন ও লিঙ্গ নির্ধারণ বৈশিষ্ট্য অনুসারে ক্রোমোজোম দু-রকমের হয় , যথা- (ক)

অটোজোম এবং   (খ) সেক্স ক্রোমোজোম ।

(ক)  অটোজোম [Autosome]:-

(খ)  সেক্স ক্রোমোজোম [Sex-Cromosome]:-

►জিন [Gene]:-

•  সংজ্ঞা [Defination]:-

•  গঠন [Structure]:-

•  বৈশিষ্ট্য:- 

•  কাজ:-

এক কথায় জিন হল বংশগত বৈশিষ্ট্যের ধারক, বাহক ও নিয়ন্ত্রক   

► কোশ বিভাজন[Cell Division]:-

•  সংজ্ঞা [Defination]:-

► কোশ বিভাজনের তাত্পর্য [Significance of Cell Division]:-

► কোশ বিভাজনের প্রকারভেদ [Types of Cell Division]:- জীবদেহে তিন রকমের কোশ বিভাজন দেখা যায়, যথা : (ক) অ্যামাইটোসিস,    (খ) মাইটোসিস এবং    (গ) মায়োসিস । 

(ক) অ্যামাইটোসিস:-

• অ্যামাইটোসিসের সংজ্ঞা:-

• অ্যামাইটোসিসের স্থান:-

• অ্যামাইটোসিসের তাত্পর্য:-

(খ) মাইটোসিস:-

• মাইটোসিসের সংজ্ঞা:-

• মাইটোসিসের স্থান:-

• মাইটোসিসের তাত্পর্য:-

[i]   সদৃশ বিভাজন:-

[ii]   জীবদেহের আকার ও আয়তনের বৃদ্ধি:-

[iii]   ক্ষতস্থান পূরণ:- 

[iv]   অযৌন জনন:-

[v]   বহুকোশী জীবদেহের সৃষ্টি:- 

(গ) মায়োসিস:-

• মায়োসিসের সংজ্ঞা:-

• মায়োসিসের স্থান:-

• মায়োসিস কোশবিভাজনের প্রধান তাত্পর্য:-

[i]   জননকোশসৃষ্টি:- 

[ii]  ক্রোমোজোম সংখ্যার হ্রাস:-

[iii]  পরবর্তী প্রজন্মের নির্দিষ্ট ক্রোমোজোম সংখ্যা:-

[iv]  ক্রোমোজোমের অংশের বিনিময়:-

[v]  প্রকরণ:-

[vi]  জৈব-অভিব্যক্তি:- 

► কোশ চক্র [Cell Cycle]:-

•  কোশ চক্রের সংজ্ঞা [Defination of Cell Cycle]:-

•  কোশ চক্রের পর্যায় [Stages of Cell Cycle]:- কোশ চক্রের দুটি পর্যায় থাকে, যথা: [ক] অবিভাজন পর্যায় বা ইন্টারফেজ বা M ফেজ  এবং  [খ] কোশ বিভাজন পর্যায় বা কোশবিভাজন কাল  ।

[ক] অবিভাজন পর্যায় বা ইন্টারফেজ বা M ফেজ [Interphase]:-

[খ] কোশ বিভাজন পর্যায় বা কোশ বিভাজন কাল [Mitotic phase]:-

► মাইটোসিসের দশা [Stages of Mitosis]:- মাইটোসিস বিভাজন দুটি পর্যায়ে সম্পন্ন হয়, যথা: (ক) নিউক্লিয়াসের বিভাজন বা ক্যারিওকাইনেসিস এবং    (খ) সাইটোপ্লাজমের বিভাজন বা সাইটোকাইনেসিস ।   

(ক) নিউক্লিয়াসের বিভাজন বা ক্যারিওকাইনেসিস:- মাইটোসিসের নিউক্লিয়াসের বিভাজন বা ক্যারিওকাইনেসিস, চারটি দশায় সম্পন্ন হয় । মাইটোসিসের এই দশাগুলি হল [i] প্রফেজ,   [ii] মেটাফেজ,     [iii] অ্যানাফেজ  এবং [iv] টেলোফেজ ।

[i] প্রফেজ[Prophase]:-

[ii] মেটাফেজ[Metaphase]:-

[iii] অ্যানাফেজ[Anaphase]:-

[iv] টেলোফেজ[Telophase]:-

(খ) সাইটোপ্লাজমের বিভাজন বা সাইটোকাইনেসিস[Cytokinesis]:-

♦  উদ্ভিদ কোশের সাইটোকাইনেসিস  ও প্রাণী কোশের সাইটোকাইনেসিস -এর পার্থক্য ♦

► মাইটোসিসের বিভিন্ন দশার সংজ্ঞা এবং কাজ :-

*****

Related Items

ইউক্যারিওটিক কোশের ক্রোমোজোম, DNA, RNA ও জিন

1902 খ্রিস্টাব্দে বিজ্ঞানী টি.বোভেরি ও ডব্লু. এস. সাটনের পরীক্ষা প্রমাণ করে যে, জিন হল ক্রোমোজোমের একটি অংশ । পরবর্তীকালে বিভিন্ন বিজ্ঞানীর গবেষণা থেকে প্রমাণিত হয় যে, জিন হল ক্রোমোজোমের মধ্যে থাকা D.N.A. -র একটি অংশ। এরপর বিজ্ঞানী গ্রিফিথ, অ্যাভারি, ম্যাকলয়েড ...

ইউক্যারিওটিক কোশের সাইটোপ্লাজম

আদর্শ কোশ বা ইউক্যারিওটিক কোশের সাইটোপ্লাজমের অংশগুলিকে তিন ভাগে ভাগ করা যেতে পারে, যথা- ভ্যাকুওল, সজীব কোশ-অঙ্গানু, নির্জীব বস্তু বা এরগ্যাস্টিক পদার্থ, সাইটোপ্লাজমের স্থানে স্থানে পর্দা ঘেরা গহ্বর দেখা যায়, এই গহ্বরগুলিকে ভ্যাকুওল বলে। উদ্ভিদ কোশের ভ্যাকুওলে ...

কোশ ও কোশের প্রকারভেদ

এককোশী জীব থেকে শুরু করে সমস্ত উদ্ভিদ ও প্রাণীর দেহ এক বা একাধিক কোশ দিয়ে গঠিত, তাই কোশকে জীবদেহের গঠনমূলক একক বলা হয় । একটি মাত্র কোশ থেকেই প্রত্যেক জীবের জীবনযাত্রা শুরু হয় । এছাড়া জীবদেহের সমত জৈবিক ক্রিয়াগুলি কোশের মধ্যেই সম্পন্ন হয় ...

শুক্রাশয় নিঃসৃত হরমোন

শুক্রাশয়ের লেডিগের আন্তরকোষ থেকে টেস্টোস্টেরন নামক হরমোন নিঃসৃত হয় । টেস্টোস্টেরন হরমোন পুরুষ দেহে যৌনাঙ্গের বিকাশ ঘটাতে সাহায্য করে । এই হরমোন পুরুষদেহে দাঁড়ি-গোঁফ এবং বুক, তলপেট, ও বগলে কেশদ্গমসহ দেহে অন্যান্য গৌণ যৌন বৈশিষ্ট্যের বিকাশে সাহায্য করে । ...

ডিম্বাশয় নিঃসৃত হরমোন

স্ত্রীলোকের ডিম্বাশয়ের পরিণত ডিম্বথলি থেকে ইস্ট্রোজেন হরমোন নিঃসৃত হয় । স্টেরয়েডধর্মী এই হরমোন স্ত্রীদেহের যৌনাঙ্গের পরিবর্তন এবং যৌন বৈশিষ্ট্যের বিকাশে সাহায্য করে । ত্বকের নীচে স্নেহপদার্থের সঞ্চয় ঘটিয়ে এই হরমোন নারীসুলভ দেহগঠন করতে সাহায্য করে । নারীর দেহে ...