ইউক্যারিওটিক কোশের সাইটোপ্লাজম

Submitted by arpita pramanik on Mon, 12/10/2012 - 08:39

ইউক্যারিওটিক কোশের সাইটোপ্লাজম (Cytoplasm)

আদর্শ কোশ  বা ইউক্যারিওটিক কোশের সাইটোপ্লাজমের অংশগুলিকে তিন ভাগে ভাগ করা যেতে পারে, যথা-

(ক) ভ্যাকুওল (Vacuole)

(খ) সজীব কোশ-অঙ্গানু (Cell organelles)

(গ) নির্জীব বস্তু বা এরগ্যাস্টিক পদার্থ (Ergastic substances)

 

(ক) ভ্যাকুওল [Vacuole]:- সাইটোপ্লাজমের স্থানে স্থানে পর্দা ঘেরা গহ্বর দেখা যায়, এই গহ্বরগুলিকে ভ্যাকুওল বলে । উদ্ভিদ কোশের ভ্যাকুওলে কোশ-রস [cell sap] থাকে । প্রাণী কোশের ভ্যাকুওলে খাদ্য বা রেচন পদার্থ জমা থাকে । প্রাণী কোশের ভ্যাকুওলগুলি আকারে ছোটো এবং উদ্ভিদ কোশের ভ্যাকুওলগুলি তুলনামূলকভাবে আকারে বড়ো হয় ।

(খ) কোশ-অঙ্গানু [Cell organelles] :- আদর্শ কোশের সাইটোপ্লাজমে বিভিন্ন রকমের কোশ-অঙ্গাণু থাকে, যেমন -

[1] সেন্ট্রোজোম

[2] এন্ডোপ্লাজমিক রেক্টিকিউলাম

[3] প্লাষ্টিড

[4] মাইটোকনড্রিয়া

[6] রাইবোজোম

[7] লাইসোজোম

[8] গল্গি বস্তু

[1] সেন্ট্রোজোম [Centrosome]:- আদর্শ কোশের সাইটোপ্লাজমে, বিশেষ করে প্রাণী কোশের নিউক্লিয়াসের কাছে অবস্থিত এক রকমের তারকাকার অঙ্গাণু হল সেন্ট্রোজম । সেন্ট্রোজমের দু'টি অংশ থাকে, যথা:  (a) সেন্ট্রিওল ও  (b) সেন্ট্রোস্ফিয়ার

(a) সেন্ট্রিওল:-  সেন্ট্রিওল হল সেন্ট্রোজোম মধ্যস্থ দু'টি উজ্জ্বল কণিকা ।

(b) সেন্ট্রোস্ফিয়ার:- সেন্ট্রিওলকে ঘিরে থাকা গাঢ় সাইটোপ্লাজমের স্তর । প্রাণীর কোশ বিভাজনের সময় বেমতন্তু গঠনে সহায়তা করা সেন্ট্রোজমের কাজ ।

[2] এন্ডোপ্লাজমিক রেক্টিকিউলাম [Endoplasmic Recticulum]:- আদর্শ কোশের সাইটোপ্লাজমের ধাত্র যে অসংখ্য সরু ও শাখান্বিত নালিকা দিয়ে অনিয়মিত প্রকোষ্ঠে বিভক্ত থাকে সেইসব নালিকাগুলিকে এন্ডোপ্লাজমিক রেক্টিকিউলাম বলে । এদের কাজ হল কোশের মধ্যে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়াগুলিকে আলাদা রাখা ।

[3] প্লাষ্টিড [Plastid]:- আদর্শ কোশের সাইটোপ্লাজমে, বিশেষ করে উদ্ভিদ কোশে ডিম্বাকার, উপবৃত্তাকার, তারকাকার ফিতাকৃমি ইত্যাদি আকৃতি বিশিষ্ট, রঞ্জক পদার্থপূর্ণ বা রঞ্জক পদার্থবিহীন যেসব অঙ্গাণু সালোকসংশ্লেষে, খাদ্য সঞ্চয়ে এবং ফুলের পরাগযোগে সাহায্য করে তাদের প্লাষ্টিড বলে ।

প্লাষ্টিড প্রধানত তিন রকমের হয়, যেমন : (a) সবুজ প্লাষ্টিড বা ক্লোরোপ্লাষ্টিড,  (b) রঙ্গিন প্লাষ্টিড বা ক্রোমোপ্লাষ্টিড এবং   (c) বর্ণহীন প্লাষ্টিড বা লিউকোপ্লাষ্টিড

(a) ক্লোরোপ্লাষ্টিড:- ক্লোরোপ্লাষ্টিড খাদ্য-সংশ্লেষে সহায়তা করে ।

(b) ক্রোমোপ্লাষ্টিড:- ক্রোমোপ্লাষ্টিড ফুল ও ফলের বর্ণ গঠনে সহায়তা করে ।

(c) লিউকোপ্লাষ্টিড:-  লিউকোপ্লাষ্টিড শ্বেতসার, প্রোটিন ও ফ্যাট জাতীয় খাদ্য সঞ্চয়ে সহায়তা করে ।

[4] মাইটোকনড্রিয়া [Mitochondria]:- আদর্শ কোশের সাইটোপ্লাজমে বিক্ষিপ্তাকারে ছড়িয়ে থাকা ছোটো ছোটো দন্ডাকার, সূত্রাকার, গোলাকার ইত্যাদি যে সমস্ত অঙ্গাণুর মধ্যে কোশের শক্তি উত্পন্ন হয়, তাদের মাইটোকনড্রিয়া বলে । এই জন্য মাইটোকনড্রিয়াকে কোশের "শক্তির আধার" বা "শক্তি ঘর" বলে ।

[5] রাইবোজোম [Ribosome]:- আদর্শ কোশের এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের প্রাচীর, বা নিউক্লীয় পর্দা, নিউক্লিওলাস অথবা সাইটোপ্লাজমে অসংখ্য যেসব পদার্থবিহীন কণিকা বা দানা থাকে তাদের রাইবোজোম বলে । রাইবোজোম প্রোটিন সংশ্লেষে সহায়তা করে ।

[6] লাইসোজোম [Lysosome]:- আদর্শ কোশের সাইটোপ্লাজমে, বিশেষ করে প্রাণী কোশে যে পর্দাবেষ্টিত ছোট থলির মতো অঙ্গাণুগুলি থাকে তাদের লাইসোজোম বলে । এগুলি উৎসেচক ক্ষরণ করে কোশাভ্যন্তরীয় পরিপাকে সহায়তা করে ।

[7] গল্গি বস্তু [Golgi bodies]:- আদর্শ কোশের সাইটোপ্লাজমে নিউক্লিয়াসের কাছে চ্যাপ্টা থলির মতো যে সমস্ত অঙ্গাণু পরপর সমান্তরালভাবে সাজানো থাকে তাদের একসঙ্গে গল্গি বস্তু বলে । উদ্ভিদ কোশের গল্গি বস্তুকে ডিকটিওজোম বলে । গল্গি বস্তু কোশের ক্ষরিত পদার্থ সংগ্রহ ও পরিবহনে সহায়তা করে ।

(গ) এরগ্যাস্টিক পদার্থ [Ergastic substances]:- আদর্শ কোশের সাইটোপ্লাজমে, বিশেষ করে উদ্ভিদ কোশে সজীব কোশ অঙ্গাণু ছাড়াও বিভিন্ন ধরনের নির্জীব বস্তু বা এরগ্যাস্টিক পদার্থ থাকে ।

*****

Related Items

কোশের গঠন ও বৈশিষ্ট্য

যে কোশে সংগঠিত নিউক্লিয়াস এবং পর্দাঘেরা কোশঅঙ্গাণু থাকে না সেই রকম কোশকে প্রোক্যারিওটিক কোশ বা আদি কোশ বলে । যে কোশে সুগঠিত বা সংগঠিত নিউক্লিয়াস এবং পর্দাঘেরা কোশ-অঙ্গাণু থাকে, সেই রকম কোশকে ইউক্যারিওটিক কোশ বা আদর্শ কোশ বলে । ...

অ্যাড্রিনালিন (Adrenaline)

অ্যাড্রিনাল গ্রন্থির মেডালা অঞ্চল থেকে অ্যাড্রিনালিন হরমোন নিঃসৃত হয় । অ্যাড্রিনাল গ্রন্থিদ্বয় বৃক্ক দুটির ওপর অবস্থিত । অ্যাড্রিনালিনকে এপিনেফ্রিন ও বলা হয় । অ্যাড্রিনালিন প্রাণীদের সংকটকালীন বা জরুরিকালীন হরমোন নামে পরিচিত, কারণ বিপদকালে এই হরমোন দেহকে ...

ভাইরাস, জীবাণু, রোগ এবং স্বাস্থ্যবিধি

রোগসৃষ্টিকারী ভাইরাসের রোগসংক্রমণ প্রক্রিয়া, উপকারী ব্যাকটিরিয়া, মানবদেহে রোগ সৃষ্টিকারী ব্যাকটিরিয়া, উপকারী ছত্রাক, অপকারী ছত্রাক, ক্ষতিকর প্রোটোজোয়া, রোগ এবং স্বাস্থ্যবিধি, টীকাকরণ এবং অনাক্রম্যতাকরণ, সাধারণ জীবাণু নাশকের ব্যবহার ...

অভিযোজন (Adaptation)

প্রত্যেক জীব সব সময়েই চেষ্টা করে তার পারিপার্শ্বিক পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে বা মানিয়ে নিতে এবং সেই পরিবেশ থেকে নানান রকমের সুবিধা পেতে । পরিবেশের বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও নিজেকে ঠিক মতো মানিয়ে নিয়ে সুষ্ঠুভাবে বেঁচে থাকা এবং বংশবৃদ্ধি ...

জৈব বিবর্তন বা অভিব্যক্তি (Evolution)

ল্যাটিন শব্দ 'Evolver' থেকে Evolution কথাটির উত্পত্তি হয়েছে । আর Evolution কথাটির অর্থ 'ক্রমবিকাশ' । পৃথিবীতে প্রথম উত্পন্ন জীব ছিল এককোশী এবং সরল প্রকৃতির । ওই এককোশী সরল জীব থেকে ধারাবাহিক পরিবর্তনের মাধ্যমে অপেক্ষাকৃত জটিল ..