ইউক্যারিওটিক কোশের সাইটোপ্লাজম

Submitted by arpita pramanik on Mon, 12/10/2012 - 08:39

ইউক্যারিওটিক কোশের সাইটোপ্লাজম (Cytoplasm)

আদর্শ কোশ  বা ইউক্যারিওটিক কোশের সাইটোপ্লাজমের অংশগুলিকে তিন ভাগে ভাগ করা যেতে পারে, যথা-

(ক) ভ্যাকুওল (Vacuole)

(খ) সজীব কোশ-অঙ্গানু (Cell organelles)

(গ) নির্জীব বস্তু বা এরগ্যাস্টিক পদার্থ (Ergastic substances)

 

(ক) ভ্যাকুওল [Vacuole]:- সাইটোপ্লাজমের স্থানে স্থানে পর্দা ঘেরা গহ্বর দেখা যায়, এই গহ্বরগুলিকে ভ্যাকুওল বলে । উদ্ভিদ কোশের ভ্যাকুওলে কোশ-রস [cell sap] থাকে । প্রাণী কোশের ভ্যাকুওলে খাদ্য বা রেচন পদার্থ জমা থাকে । প্রাণী কোশের ভ্যাকুওলগুলি আকারে ছোটো এবং উদ্ভিদ কোশের ভ্যাকুওলগুলি তুলনামূলকভাবে আকারে বড়ো হয় ।

(খ) কোশ-অঙ্গানু [Cell organelles] :- আদর্শ কোশের সাইটোপ্লাজমে বিভিন্ন রকমের কোশ-অঙ্গাণু থাকে, যেমন -

[1] সেন্ট্রোজোম

[2] এন্ডোপ্লাজমিক রেক্টিকিউলাম

[3] প্লাষ্টিড

[4] মাইটোকনড্রিয়া

[6] রাইবোজোম

[7] লাইসোজোম

[8] গল্গি বস্তু

[1] সেন্ট্রোজোম [Centrosome]:- আদর্শ কোশের সাইটোপ্লাজমে, বিশেষ করে প্রাণী কোশের নিউক্লিয়াসের কাছে অবস্থিত এক রকমের তারকাকার অঙ্গাণু হল সেন্ট্রোজম । সেন্ট্রোজমের দু'টি অংশ থাকে, যথা:  (a) সেন্ট্রিওল ও  (b) সেন্ট্রোস্ফিয়ার

(a) সেন্ট্রিওল:-  সেন্ট্রিওল হল সেন্ট্রোজোম মধ্যস্থ দু'টি উজ্জ্বল কণিকা ।

(b) সেন্ট্রোস্ফিয়ার:- সেন্ট্রিওলকে ঘিরে থাকা গাঢ় সাইটোপ্লাজমের স্তর । প্রাণীর কোশ বিভাজনের সময় বেমতন্তু গঠনে সহায়তা করা সেন্ট্রোজমের কাজ ।

[2] এন্ডোপ্লাজমিক রেক্টিকিউলাম [Endoplasmic Recticulum]:- আদর্শ কোশের সাইটোপ্লাজমের ধাত্র যে অসংখ্য সরু ও শাখান্বিত নালিকা দিয়ে অনিয়মিত প্রকোষ্ঠে বিভক্ত থাকে সেইসব নালিকাগুলিকে এন্ডোপ্লাজমিক রেক্টিকিউলাম বলে । এদের কাজ হল কোশের মধ্যে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়াগুলিকে আলাদা রাখা ।

[3] প্লাষ্টিড [Plastid]:- আদর্শ কোশের সাইটোপ্লাজমে, বিশেষ করে উদ্ভিদ কোশে ডিম্বাকার, উপবৃত্তাকার, তারকাকার ফিতাকৃমি ইত্যাদি আকৃতি বিশিষ্ট, রঞ্জক পদার্থপূর্ণ বা রঞ্জক পদার্থবিহীন যেসব অঙ্গাণু সালোকসংশ্লেষে, খাদ্য সঞ্চয়ে এবং ফুলের পরাগযোগে সাহায্য করে তাদের প্লাষ্টিড বলে ।

প্লাষ্টিড প্রধানত তিন রকমের হয়, যেমন : (a) সবুজ প্লাষ্টিড বা ক্লোরোপ্লাষ্টিড,  (b) রঙ্গিন প্লাষ্টিড বা ক্রোমোপ্লাষ্টিড এবং   (c) বর্ণহীন প্লাষ্টিড বা লিউকোপ্লাষ্টিড

(a) ক্লোরোপ্লাষ্টিড:- ক্লোরোপ্লাষ্টিড খাদ্য-সংশ্লেষে সহায়তা করে ।

(b) ক্রোমোপ্লাষ্টিড:- ক্রোমোপ্লাষ্টিড ফুল ও ফলের বর্ণ গঠনে সহায়তা করে ।

(c) লিউকোপ্লাষ্টিড:-  লিউকোপ্লাষ্টিড শ্বেতসার, প্রোটিন ও ফ্যাট জাতীয় খাদ্য সঞ্চয়ে সহায়তা করে ।

[4] মাইটোকনড্রিয়া [Mitochondria]:- আদর্শ কোশের সাইটোপ্লাজমে বিক্ষিপ্তাকারে ছড়িয়ে থাকা ছোটো ছোটো দন্ডাকার, সূত্রাকার, গোলাকার ইত্যাদি যে সমস্ত অঙ্গাণুর মধ্যে কোশের শক্তি উত্পন্ন হয়, তাদের মাইটোকনড্রিয়া বলে । এই জন্য মাইটোকনড্রিয়াকে কোশের "শক্তির আধার" বা "শক্তি ঘর" বলে ।

[5] রাইবোজোম [Ribosome]:- আদর্শ কোশের এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের প্রাচীর, বা নিউক্লীয় পর্দা, নিউক্লিওলাস অথবা সাইটোপ্লাজমে অসংখ্য যেসব পদার্থবিহীন কণিকা বা দানা থাকে তাদের রাইবোজোম বলে । রাইবোজোম প্রোটিন সংশ্লেষে সহায়তা করে ।

[6] লাইসোজোম [Lysosome]:- আদর্শ কোশের সাইটোপ্লাজমে, বিশেষ করে প্রাণী কোশে যে পর্দাবেষ্টিত ছোট থলির মতো অঙ্গাণুগুলি থাকে তাদের লাইসোজোম বলে । এগুলি উৎসেচক ক্ষরণ করে কোশাভ্যন্তরীয় পরিপাকে সহায়তা করে ।

[7] গল্গি বস্তু [Golgi bodies]:- আদর্শ কোশের সাইটোপ্লাজমে নিউক্লিয়াসের কাছে চ্যাপ্টা থলির মতো যে সমস্ত অঙ্গাণু পরপর সমান্তরালভাবে সাজানো থাকে তাদের একসঙ্গে গল্গি বস্তু বলে । উদ্ভিদ কোশের গল্গি বস্তুকে ডিকটিওজোম বলে । গল্গি বস্তু কোশের ক্ষরিত পদার্থ সংগ্রহ ও পরিবহনে সহায়তা করে ।

(গ) এরগ্যাস্টিক পদার্থ [Ergastic substances]:- আদর্শ কোশের সাইটোপ্লাজমে, বিশেষ করে উদ্ভিদ কোশে সজীব কোশ অঙ্গাণু ছাড়াও বিভিন্ন ধরনের নির্জীব বস্তু বা এরগ্যাস্টিক পদার্থ থাকে ।

*****

Related Items

ইউক্যারিওটিক কোশের ক্রোমোজোম, DNA, RNA ও জিন

1902 খ্রিস্টাব্দে বিজ্ঞানী টি.বোভেরি ও ডব্লু. এস. সাটনের পরীক্ষা প্রমাণ করে যে, জিন হল ক্রোমোজোমের একটি অংশ । পরবর্তীকালে বিভিন্ন বিজ্ঞানীর গবেষণা থেকে প্রমাণিত হয় যে, জিন হল ক্রোমোজোমের মধ্যে থাকা D.N.A. -র একটি অংশ। এরপর বিজ্ঞানী গ্রিফিথ, অ্যাভারি, ম্যাকলয়েড ...

কোশ ও কোশের প্রকারভেদ

এককোশী জীব থেকে শুরু করে সমস্ত উদ্ভিদ ও প্রাণীর দেহ এক বা একাধিক কোশ দিয়ে গঠিত, তাই কোশকে জীবদেহের গঠনমূলক একক বলা হয় । একটি মাত্র কোশ থেকেই প্রত্যেক জীবের জীবনযাত্রা শুরু হয় । এছাড়া জীবদেহের সমত জৈবিক ক্রিয়াগুলি কোশের মধ্যেই সম্পন্ন হয় ...

শুক্রাশয় নিঃসৃত হরমোন

শুক্রাশয়ের লেডিগের আন্তরকোষ থেকে টেস্টোস্টেরন নামক হরমোন নিঃসৃত হয় । টেস্টোস্টেরন হরমোন পুরুষ দেহে যৌনাঙ্গের বিকাশ ঘটাতে সাহায্য করে । এই হরমোন পুরুষদেহে দাঁড়ি-গোঁফ এবং বুক, তলপেট, ও বগলে কেশদ্গমসহ দেহে অন্যান্য গৌণ যৌন বৈশিষ্ট্যের বিকাশে সাহায্য করে । ...

ডিম্বাশয় নিঃসৃত হরমোন

স্ত্রীলোকের ডিম্বাশয়ের পরিণত ডিম্বথলি থেকে ইস্ট্রোজেন হরমোন নিঃসৃত হয় । স্টেরয়েডধর্মী এই হরমোন স্ত্রীদেহের যৌনাঙ্গের পরিবর্তন এবং যৌন বৈশিষ্ট্যের বিকাশে সাহায্য করে । ত্বকের নীচে স্নেহপদার্থের সঞ্চয় ঘটিয়ে এই হরমোন নারীসুলভ দেহগঠন করতে সাহায্য করে । নারীর দেহে ...

থাইরক্সিন (Thyroxin)

থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন নিঃসৃত হয়। থাইরয়েড গ্রন্থিটি গ্রীবাদেশে ট্রাকিয়ার দু'পাশে দ্বিতীয় থেকে চতুর্থ ট্রাকিয়াল-রিং -এর সামনে অবস্থিত । প্রাপ্ত বয়স্ক লোকের থাইরয়েড গ্রন্থির ওজন প্রায় 20-35 gm হয় । থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত আর দুটি হরমোন হল ট্রাই-আয়োডোথাইরেনিন ...