অপুংজনি বা পার্থেনোজেনেসিস

Submitted by arpita pramanik on Sun, 12/16/2012 - 21:47

অপুংজনি বা পার্থেনোজেনেসিস (Parthenogensis)

যে জনন প্রক্রিয়ায় নিষেক ছাড়াই অনিষিক্ত ডিম্বাণু থেকে সরাসরি অপত্য উদ্ভিদ বা প্রাণী সৃষ্টি হয়, তাকে অপুংজনি বা পার্থেনোজেনেসিস বলে । যেমন : স্পাইরোগাইরা, মিউকর প্রভৃতি উদ্ভিদ এবং বোলতা, মৌমাছি ইত্যাদি প্রাণীদের ক্ষেত্রে অপুংজনি দেখা যায় ।

যৌন জনন ও অপুংজনির মধ্যে পার্থক্য

বৈশিষ্ট্য যৌন জনন অপুংজনি
১. গ্যামেটের ভূমিকা এই রকম জননে পুং ও স্ত্রী উভয় গ্যামেটই প্রয়োজন । এই রকম জননে পুং গ্যামেটের প্রয়োজন হয় না ।
২. নিষেক যৌন জননের ক্ষেত্রে পুং ও স্ত্রী গ্যামেট নিষিক্ত হয় । অপুংজনির ক্ষেত্রে নিষেক ঘটে না অর্থাৎ গ্যামেট নিষিক্ত হয় না ।
৩. জাইগোট গঠন এক্ষেত্রে গ্যামেটদ্বয়ের মিলন বা নিষেকের পর ডিপ্লয়েড জাইগোট উত্পন্ন হয় । এক্ষেত্রে জাইগোট গঠিত হয় না এবং স্ত্রী গ্যামেটটি হ্যাপ্লয়েড অ্যাজাইগোস্পোরে পরিণত হয় ।
৪. জনিতৃ জীবের গুণাবলি এক্ষেত্রে উত্পন্ন অপত্যকোশে পিতা ও মাতা, উভয়েরই গুণ বর্তমান থাকে । এক্ষেত্রে উত্পন্ন অপত্য কোশে কেবলমাত্র মাতার গুণই বর্তমান থাকে ।

৫. উদাহরণ 

 

যৌন জনন প্রধানত উন্নত শ্রেণির উদ্ভিদ ও প্রাণীদের ক্ষেত্রে দেখা যায় । 

নিম্ন শ্রেণির উদ্ভিদ, যেমন : স্পাইরোগাইরা, মিউকর এবং বোলতা, মৌমাছি ইত্যাদি প্রাণীদের ক্ষেত্রে অপুংজনি দেখা যায় ।  

 

জনুক্রম [Alternation of Generation]:- বেশির ভাগ জীবের, বিশেষ করে উদ্ভিদের (মস, ফার্ণ ইত্যাদি) এবং নিম্ন শ্রেণির প্রাণীদের (মনোসিস্টিস) জীবন চক্রে দুটো জনু [generation] উপস্থিত থাকে । এদের একটি হল অযৌন জনু [asexual generation] বা ডিপ্লয়েড জনু [diploid generation : 2n] এবং অপরটি হল যৌন জনু [sexual generation] বা হ্যাপ্লয়েড জনু [haploid    generation : n ] । এই জনু দুটো পর্যায়ক্রমে ঘটে । যখন একটি জীবনচক্র সম্পন্ন হয় তখন তাকে জনুক্রম [Alternation of    Generation] বলে ।

সংজ্ঞা:- জীবের জীবনচক্রে হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড জনুর পর্যায়ক্রমিক আবর্তনকে জনুক্রম বলে ।  

 

পদ্ধতি:- উন্নত উদ্ভিদ ও প্রাণীদেহে জনুক্রমটি যেভাবে ঘটে তা হল; পরিণত জীবদেহে (2n) মিয়োসিস প্রক্রিয়ায় হ্যাপ্লয়েড পুং ও স্ত্রী গ্যামেট (n) উত্পন্ন হয় । এই গ্যামেটদ্বয়ের নিষেকের দ্বারা যৌন জননের ফলে উত্পন্ন হয় ডিপ্লয়েড জাইগোট (2n) । এই জাইগোট থেকে মাইটোসিস বিভাজনের দ্বারা অবশেষে ভ্রুণের মাধ্যমে আবার পূর্ণাঙ্গ জীবদেহ সৃষ্টি হয় । 

নিম্নশ্রেণির উদ্ভিদদেহে যেমন: মস জাতীয় উদ্ভিদের জনুক্রমে লিঙ্গধর দেহ (n) এবং রেণুধর দেহ (2n) দেখা যায় । লিঙ্গধর দেহে (n) হ্যাপ্লয়েড পুং গ্যামেট ও স্ত্রী গ্যামেট সৃষ্টি হয় । উভয় গ্যামেটের যৌন মিলনের ফলে জাইগোট (2n) উত্পন্ন হয় । জাইগোট থেকে ডিপ্লয়েড রেণুধর দেহ (2n) গঠিত হয় । রেণুধর দেহে মিয়োসিস প্রক্রিয়ায় হ্যাপ্লয়েড রেণু (n) সৃষ্টি হয় । রেণু অঙ্কুরিত হয়ে আবার লিঙ্গধর উদ্ভিদ দেহ (n) সৃষ্টি করে । কিন্তু ফার্ণ জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে রেণুধর (2n) ও লিঙ্গধর (n) উদ্ভিদ পর্যায়ান্বিত হয়ে জনন চক্র সম্পূর্ণ করে ।

*****

Related Items

উদ্ভিদের রেচন (Excretion in Plants)

উদ্ভিদের রেচন পদার্থগুলি প্রাণীদের তুলনায় কম জটিল এবং কম ক্ষতিকারক । উদ্ভিদ দেহে বিপাকীয় ক্রিয়ার হার কম হওয়ায় এদের দেহে রেচন পদার্থও কম উত্পন্ন হয় । উদ্ভিদ দেহে উত্পন্ন রেচন পদার্থগুলির অধিকাংশই উপচিতি-বিপাকের মাধ্যমে বিভিন্ন কোশীয় দ্রব্যে সংশ্লেষিত হয় ...

রেচনের সংজ্ঞা এবং তার ব্যাখ্যা

জীবদেহে বিপাক ক্রিয়ার ফলে উত্পন্ন অপ্রয়োজনীয় ক্ষতিকারক উপজাত দ্রব্যসমূহ যে জৈবিক ক্রিয়ার মাধ্যমে দেহ থেকে অপসারিত হয় অথবা অদ্রাব্য কোলয়েড কণা হিসেবে দেহের কোনও অংশে সাময়িক ভাবে সঞ্চিত থাকে, সেই জৈবনিক ক্রিয়াকে রেচন বলে । উদ্ভিদের কোনো নির্দিষ্ট রেচন অঙ্গ ...

মানবদেহের জ্ঞানেন্দ্রিয়

প্রাণীদের যে সব গ্রাহকঅঙ্গ পরিবেশ থেকে বিশেষ ধরনের উদ্দীপনা সংগ্রহ করে নির্দিষ্ট স্নায়ুর মাধ্যমে স্নায়বিক কেন্দ্রে প্রেরণ করে, তাদের জ্ঞানেন্দ্রিয় বা সেন্স অর্গ্যান বলে । মানুষের জ্ঞানেন্দ্রিয়গুলি হল -চক্ষু বা চোখ, কর্ণ বা কান, নাসিকা বা নাক, জিহ্বা বা জিভ, এবং ত্বক বা চর্ম । এদের এক ...

উদ্ভিদ হরমোন : অক্সিন (Auxin)

উদ্ভিদের কান্ড ও মূলের অগ্রভাগ, মুকুলাবরণী, বর্ধনশীল পাতার কোশ ইত্যাদি থেকে উত্পন্ন নাইট্রোজেন ঘটিত যেসব জৈব অ্যাসিড উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে, তাদের একসঙ্গে অক্সিন বলে । ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড প্রভৃতি । অক্সিন উদ্ভিদের অগ্রস্থ ভাজক কলায়, বিশেষ করে ...

উদ্ভিদ হরমোন : সাইটোকাইনিন

উদ্ভিদের ফল এবং শস্যে উত্পন্ন পিউরিন জাতীয় নাইট্রোজেনযুক্ত যে ক্ষারীয় জৈব পদার্থসমূহ কোষ বিভাজনকে উদ্দীপিত করে, তাদের কাইনিন বা সাইটোকাইনিন বলে । উদ্ভিদের শস্য ও ফলে বেশি পরিমাণে কাইনিন থাকে । টম্যাটো, পীচ, ন্যাসপাতি, কুল প্রভৃতি ফল ও ফুলের নির্যাসে ...