লসিকা সংবহন (Lymph Circulation)

Submitted by arpita pramanik on Thu, 05/02/2013 - 11:37

লসিকা সংবহন (Lymph Circulation)

লসিকা সংবহন তন্ত্র

সংজ্ঞা - লসিকা সংবহনে সাহায্যকারী অঙ্গ গুলি মিলিত হয়ে যে তন্ত্র গঠন করে, তাকে লসিকা সংবহন তন্ত্র বলে ।

উপাদান - লসিকা সংবহন তন্ত্রে লসিকা, লসিকা বাহ, লসিকা গ্রন্থি বর্তমান ।

লসিকা (Lymph)

লসিকা একরকম হালকা হলুদ বর্ণের স্বচ্ছ ক্ষারীয় তরল যোগ কলা । এটি একরকম পরিবর্তিত কলারস । লসিকার উপাদান অনেকটা রক্তের মত । তবে এতে প্রোটিনের পরিমাণ রক্তরসের অধিক । লসিকায় ফাইবিনোজেনের পরিমাণ খুব কম হওয়ায় লসিকা খুব ধীরে ধীরে তঞ্চিত হয় । লসিকায় কেবল লিম্ফোসাইট প্রকৃতির শ্বেত রক্ত কণিকা থাকে । লোহিত কণিকা ও অণুচক্রিকা থাকে না ।

 

লসিকার কাজ ও গুরুত্ব (Function and Importance of Lymph)

লসিকার প্রধান কাজ হল

১৷ লসিকা কোষে কোষে পুষ্টি রস,  সরবরাহ করে এবং বিপাকীয় দূষিত পদার্থ গুলি কোষ থেকে রক্ত স্রোত প্রেরণ করে ।

২৷ লসিকা মধ্যস্থ লিম্ফোসাইট শ্বেত কণিকার জীবাণু ধ্বংস করে ।

৩৷ লসিকা ক্ষুদ্রান্ত্রের ভিলাই থেকে সরল ফ্যাট জাতীয় খাদ্য বস্তু শোষণ করে ।

৪৷ দেহের যে সব স্থানে রক্ত পৌঁছাতে পারে না, সেই সব স্থানে পুষ্টি উপাদান, ভিটামিন প্রভৃতি লসিকার মাধ্যমেই পৌঁছায় ।

 

লসিকা সংবহন (Lymph Circulation)

রক্তজালক থেকে লসিকা উৎপন্ন হয়ে বিভিন্ন কলা কোষে ছড়িয়ে পড়ে । সেখানে খাদ্যরস ও অক্সিজেন পরিবেশন করে এবং কোষ থেকে বিপাকীয় বর্জ্য পদার্থ গ্রহন করে লসিকাবাহের মাধ্যমে থোরাসিক ডাক্ট ও ডান  লিম্ফ্যাটিক ডাক্টে এসে সঞ্চিত হয় এবং সাবক্লেভিয়ান শিরার রক্তে মিশে যায় ।

*****

Related Items

অধ্যায় ভিত্তিক প্রশ্নোত্তর : সালোকসংশ্লেষ

সালোকসংশ্লেষ বিষয়ের অধ্যায় ভিত্তিক প্রশ্ন ও উত্তর নিচে দেওয়া হলো । আরও নতুন প্রশ্ন সংযোজিত হতে থাকবে । বিভিন্ন বোর্ডের পরীক্ষা ও কম্পেটেটিভে এক্সাম এ এসেছে এমন প্রশ্ন গুলি তুলে ধরা হল ...

পরিবেশ, বাস্তুতন্ত্র ও সংরক্ষণ

কোনো জীবের পারিপার্শ্বিক ভৌত ও রাসায়নিক অবস্থা এবং সজীব উপাদানকে সামগ্রিক ভাবে পরিবেশ বলে। বায়ুর উপাদান, জৈব ভূ-রাসায়নিক চক্র, পরিবেশে মৌল উপাদানের ঘাটতি ঘটে, জৈব ভূ-রাসায়নিক চক্রের প্রকারভেদ, অক্সিজেন চক্রের তাৎপর্য, নাইট্রোজেনের তাৎপর্য

চলন ও গমন

বাহ্যিক উদ্দীপকের উপস্থিতিতে বা অনুপুস্থিতিতে জৈবিক প্রয়োজনের অভ্যন্তরীণ তাগিদে কোনও নির্দিষ্ট জায়গায় স্থির থেকে জীবের অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালনকে চলন বলে। বাহ্যিক উদ্দীপকের উপস্থিতিতে বা অনুপস্থিতিতে জৈবিক প্রয়োজনের অভ্যন্তরীণ তাগিদে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের ...

সংবহন (Circulation)

যে বিশেষ পদ্ধতিতে বহু কোষী জীবের প্রতিটি সজীব কোষে সুনির্দিষ্ট পথে খাদ্য বস্তু, অক্সিজেন, হরমন, ভিটামিন, প্রভৃতি প্রেরিত হয় এবং কোষ থেকে উৎপন্ন বর্জ্য পদার্থ সমুহ অপসারিত হয়ে দেহের নির্দিষ্ট অঙ্গে পৌঁছায় থাকে সংবহন বলে। সংবহনের প্রয়োজনীয়তা , পরিবহনের মাধ্যম ...

পুষ্টি, বিপাক ও পরিপাক

বিষয়ের আলোচনা - পুষ্টি, উদ্ভিদ ও প্রাণীর পুষ্টির পর্যায়ক্রম, উদ্ভিদ পুষ্টির পর্যায়, প্রাণীর পুষ্টির পর্যায়, পুষ্টির প্রয়োজনীয়তা, খাদ্যের পরিপাক পদ্ধতি,পাঁচটি অধাতব মৌল উপাদানের নাম ও তাদের উৎস -কার্বন (C), হাইড্রোজেন(H), অক্সিজেন(O), সালফার(S), ফসফরাস(P) ...