রক্তের উপাদান

Submitted by arpita pramanik on Thu, 05/02/2013 - 17:06

রক্তের উপাদান ( Components of Blood )

 

রক্তের সাকার উপাদান গুলি (Brief description of formed elements of blood)

রক্তের সাকার উপাদান গুলি হল  ১৷ লোহিত রক্ত কণিকা ( R.B.C ) , ২৷ শ্বেত রক্ত কণিকা ( W.B.C ) , ৩৷ অণুচক্রিকা

সাকার উপাদান

পরিমাণ

উৎস

আয়ু  

গঠন

কাজ

লোহিত রক্ত কণিকা

( R.B.C )

প্রতি ঘন মিলি মিটার রক্তে 50 লক্ষ।

ভ্রূণ অবস্থায় যকৃৎ ও প্লীহা এবং জন্মের পর অস্থি মজ্জা।

120 দিন

১৷ গোলাকার দ্বি অবতল।

২৷ পূর্ণাঙ্গ R.B.C নিউক্লিয়াস বিহীন।

৩৷ ব্যাস 7.2-7.7 মাইক্রম।

১৷ [tex]{O_2}[/tex] ও [tex]C{O_2}[/tex]

পরিবহণ ।

২৷ অম্ল ও ক্ষারের সমতা রক্ষা ।

৩৷ পিত্ত, মল ও মুত্রের বর্ণ গঠন।

শ্বেত রক্ত কণিকা

( W.B.C )

প্রতি ঘন মিলিমিটার রক্তে 6000-8000 ।

অস্থিমজ্জা, প্লীহা এবং লসিকা পিণ্ড।

1-15 দিন

১৷ নির্দিষ্ট কোনো আকার নেই।

২৷ নিউক্লিয়াস যুক্ত।

৩৷ ব্যাস 8-18 মাইক্রম।

১৷ জীবাণু ধ্বংস করা।

২৷ রোগ প্রতিরোধ করা।

৩৷ হেপারিন ক্ষরণ করা।

অণুচক্রিকা

প্রতি ঘন মিলিমিটার রক্তে 250000-500000 ।

অস্থিমজ্জার মেগাক্যাকীওসাইট

কোষের ক্ষণপদ

3 দিন

১৷ ডিম্বাকার এবং বেম আকৃতি বিশিষ্ট।

২৷ নিউক্লিয়াস বিহীন।

৩৷ ব্যাস 2.5 মাইক্রম।

১৷ রক্ত তঞ্চনে সাহায্য করে।

২৷ রক্ত জালিকার ক্ষতি গ্রস্থ অন্তঃ আবরণীর গায়ে এঁটে গিয়ে গিয়ে মেরামতি করে।

 

শ্বেত রক্ত কণিকার গঠন, বৈশিষ্ট ও কাজ

শ্বেত কণিকার নাম

গঠন – বৈশিষ্ট

কাজ

চিত্র

নিউট্রোফিল ( Neutrophil )

১৷ ব্যাস 10-12 মাইক্রম।

২৷ সাইটোপ্লাজম দানা যুক্ত।

৩৷ নিউক্লিয়াস 2-7 টি খণ্ডে বিশিষ্ট।

ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে রোগ জীবাণু ধ্বংস করে।

ইওসিনোফিল ( Eosinophil )

১৷ ব্যাস 10-12 মাইক্রম।

২৷ সাইটোপ্লাজম দানা যুক্ত।

৩৷ নিউক্লিয়াস 2-3 টি খণ্ড বিশিষ্ট।

এলার্জি প্রতিরোধ করা।

বেসোফিল ( Basophil )

১৷ ব্যাস 8-10 মাইক্রম।

২৷ সাইটোপ্লাজম দানা যুক্ত।

৩৷ নিউক্লিয়াস বৃক্কার।

হেপারিন নিঃসরণ করা।

মনোসাইট ( Monocyte )

১৷ ব্যাস 16-18 মাইক্রম।

২৷ সাইটোপ্লাজম দানা বিহীন।

৩৷ নিউক্লিয়াস গোলাকার।

ফ্যাগসাইটোসিস পদ্ধতিতে রোগ জীবাণু ধ্বংস করা।

লিম্ফোসাইট ( Lymphocyte )

১৷ব্যাস 7.5-12 মাইক্রম।

২৷ সাইটোপ্লাজম দানা বিহীন।

৩৷ নিউক্লিয়াস গোলাকার বা বৃক্কাকার।

অ্যান্টিবডি সৃষ্টি করা।

*****

Related Items

অধ্যায় ভিত্তিক প্রশ্নোত্তর : সালোকসংশ্লেষ

সালোকসংশ্লেষ বিষয়ের অধ্যায় ভিত্তিক প্রশ্ন ও উত্তর নিচে দেওয়া হলো । আরও নতুন প্রশ্ন সংযোজিত হতে থাকবে । বিভিন্ন বোর্ডের পরীক্ষা ও কম্পেটেটিভে এক্সাম এ এসেছে এমন প্রশ্ন গুলি তুলে ধরা হল ...

পরিবেশ, বাস্তুতন্ত্র ও সংরক্ষণ

কোনো জীবের পারিপার্শ্বিক ভৌত ও রাসায়নিক অবস্থা এবং সজীব উপাদানকে সামগ্রিক ভাবে পরিবেশ বলে। বায়ুর উপাদান, জৈব ভূ-রাসায়নিক চক্র, পরিবেশে মৌল উপাদানের ঘাটতি ঘটে, জৈব ভূ-রাসায়নিক চক্রের প্রকারভেদ, অক্সিজেন চক্রের তাৎপর্য, নাইট্রোজেনের তাৎপর্য

চলন ও গমন

বাহ্যিক উদ্দীপকের উপস্থিতিতে বা অনুপুস্থিতিতে জৈবিক প্রয়োজনের অভ্যন্তরীণ তাগিদে কোনও নির্দিষ্ট জায়গায় স্থির থেকে জীবের অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালনকে চলন বলে। বাহ্যিক উদ্দীপকের উপস্থিতিতে বা অনুপস্থিতিতে জৈবিক প্রয়োজনের অভ্যন্তরীণ তাগিদে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের ...

সংবহন (Circulation)

যে বিশেষ পদ্ধতিতে বহু কোষী জীবের প্রতিটি সজীব কোষে সুনির্দিষ্ট পথে খাদ্য বস্তু, অক্সিজেন, হরমন, ভিটামিন, প্রভৃতি প্রেরিত হয় এবং কোষ থেকে উৎপন্ন বর্জ্য পদার্থ সমুহ অপসারিত হয়ে দেহের নির্দিষ্ট অঙ্গে পৌঁছায় থাকে সংবহন বলে। সংবহনের প্রয়োজনীয়তা , পরিবহনের মাধ্যম ...

পুষ্টি, বিপাক ও পরিপাক

বিষয়ের আলোচনা - পুষ্টি, উদ্ভিদ ও প্রাণীর পুষ্টির পর্যায়ক্রম, উদ্ভিদ পুষ্টির পর্যায়, প্রাণীর পুষ্টির পর্যায়, পুষ্টির প্রয়োজনীয়তা, খাদ্যের পরিপাক পদ্ধতি,পাঁচটি অধাতব মৌল উপাদানের নাম ও তাদের উৎস -কার্বন (C), হাইড্রোজেন(H), অক্সিজেন(O), সালফার(S), ফসফরাস(P) ...