রক্তের উপাদান

Submitted by arpita pramanik on Thu, 05/02/2013 - 17:06

রক্তের উপাদান ( Components of Blood )

 

রক্তের সাকার উপাদান গুলি (Brief description of formed elements of blood)

রক্তের সাকার উপাদান গুলি হল  ১৷ লোহিত রক্ত কণিকা ( R.B.C ) , ২৷ শ্বেত রক্ত কণিকা ( W.B.C ) , ৩৷ অণুচক্রিকা

সাকার উপাদান

পরিমাণ

উৎস

আয়ু  

গঠন

কাজ

লোহিত রক্ত কণিকা

( R.B.C )

প্রতি ঘন মিলি মিটার রক্তে 50 লক্ষ।

ভ্রূণ অবস্থায় যকৃৎ ও প্লীহা এবং জন্মের পর অস্থি মজ্জা।

120 দিন

১৷ গোলাকার দ্বি অবতল।

২৷ পূর্ণাঙ্গ R.B.C নিউক্লিয়াস বিহীন।

৩৷ ব্যাস 7.2-7.7 মাইক্রম।

১৷ [tex]{O_2}[/tex] ও [tex]C{O_2}[/tex]

পরিবহণ ।

২৷ অম্ল ও ক্ষারের সমতা রক্ষা ।

৩৷ পিত্ত, মল ও মুত্রের বর্ণ গঠন।

শ্বেত রক্ত কণিকা

( W.B.C )

প্রতি ঘন মিলিমিটার রক্তে 6000-8000 ।

অস্থিমজ্জা, প্লীহা এবং লসিকা পিণ্ড।

1-15 দিন

১৷ নির্দিষ্ট কোনো আকার নেই।

২৷ নিউক্লিয়াস যুক্ত।

৩৷ ব্যাস 8-18 মাইক্রম।

১৷ জীবাণু ধ্বংস করা।

২৷ রোগ প্রতিরোধ করা।

৩৷ হেপারিন ক্ষরণ করা।

অণুচক্রিকা

প্রতি ঘন মিলিমিটার রক্তে 250000-500000 ।

অস্থিমজ্জার মেগাক্যাকীওসাইট

কোষের ক্ষণপদ

3 দিন

১৷ ডিম্বাকার এবং বেম আকৃতি বিশিষ্ট।

২৷ নিউক্লিয়াস বিহীন।

৩৷ ব্যাস 2.5 মাইক্রম।

১৷ রক্ত তঞ্চনে সাহায্য করে।

২৷ রক্ত জালিকার ক্ষতি গ্রস্থ অন্তঃ আবরণীর গায়ে এঁটে গিয়ে গিয়ে মেরামতি করে।

 

শ্বেত রক্ত কণিকার গঠন, বৈশিষ্ট ও কাজ

শ্বেত কণিকার নাম

গঠন – বৈশিষ্ট

কাজ

চিত্র

নিউট্রোফিল ( Neutrophil )

১৷ ব্যাস 10-12 মাইক্রম।

২৷ সাইটোপ্লাজম দানা যুক্ত।

৩৷ নিউক্লিয়াস 2-7 টি খণ্ডে বিশিষ্ট।

ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে রোগ জীবাণু ধ্বংস করে।

ইওসিনোফিল ( Eosinophil )

১৷ ব্যাস 10-12 মাইক্রম।

২৷ সাইটোপ্লাজম দানা যুক্ত।

৩৷ নিউক্লিয়াস 2-3 টি খণ্ড বিশিষ্ট।

এলার্জি প্রতিরোধ করা।

বেসোফিল ( Basophil )

১৷ ব্যাস 8-10 মাইক্রম।

২৷ সাইটোপ্লাজম দানা যুক্ত।

৩৷ নিউক্লিয়াস বৃক্কার।

হেপারিন নিঃসরণ করা।

মনোসাইট ( Monocyte )

১৷ ব্যাস 16-18 মাইক্রম।

২৷ সাইটোপ্লাজম দানা বিহীন।

৩৷ নিউক্লিয়াস গোলাকার।

ফ্যাগসাইটোসিস পদ্ধতিতে রোগ জীবাণু ধ্বংস করা।

লিম্ফোসাইট ( Lymphocyte )

১৷ব্যাস 7.5-12 মাইক্রম।

২৷ সাইটোপ্লাজম দানা বিহীন।

৩৷ নিউক্লিয়াস গোলাকার বা বৃক্কাকার।

অ্যান্টিবডি সৃষ্টি করা।

*****

Related Items

লসিকা সংবহন (Lymph Circulation)

লসিকা সংবহন তন্ত্র - লসিকা সংবহনে সাহায্যকারী অঙ্গ গুলি মিলিত হয়ে যে তন্ত্র গঠন করে, তাকে লসিকা সংবহন তন্ত্র বলে।, লসিকা - লসিকা একরকম হালকা হলুদ বর্ণের স্বচ্ছ ক্ষারীয় তরল যোগ কলা , লসিকার কাজ ও গুরুত্ব , লসিকা সংবহন.....

মানব দেহে রক্ত ও রক্ত কণিকা

রক্ত এক প্রকার অসচ্ছ, লমনাক্ত, ক্ষার ধর্মী তরল যোগ কলা। রক্তের কাজ , রক্তের বিভাগ, মেরুদণ্ডী প্রাণীর শরীরে রক্ত প্রবাহের কারণ কি, রক্তের মাধ্যমে বিভিন্ন কোষ সরাসরি রোগ জীবাণু কে ধ্বংস করে দেহের সুরক্ষায় বিশেষ ভূমিকা পালন করে। ...

মানুষের হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে রক্ত সংবহন

মানুষের হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে রক্ত সংবহন তন্ত্র, হৃৎপিণ্ডের গঠন, প্রকোষ্ঠ, অলিন্দ, নিলয়, কপাটিকা, ট্রাইকাসপিড কপাটিকা , বাইকাস পিড কপাটিকা, পালমনারি কপাটিকা, অ্যাওটিক কপাটিকা সম্পর্কিত আলোচনা। ডান অলিন্দ, ডান নিলয়, বাম অলিন্দ, বাম নিলয় ....

উদ্ভিদ সংবহনের পার্থক্য সমূহ

উদ্ভিদ সংবহনর কয়েকটি পার্থক্য সমূহ ছক আকারে দেওয়া হলো - 1. জাইলেম ও ফ্লোয়েম, 2. ব্যাপন ও অভিস্রাবন, 3. পরিবহণ ও সংবহন, 4. ঊর্ধ্বমুখী সংবহন ও নিম্নমুখী সংবহন ..

বাষ্পমোচন (Transpiration)

যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় উদ্ভিদ তার মূল দ্বারা শোষিত জলের অপ্রয়োজনীয় ও অতিরিক্ত অংশ লেন্টিসেল, কিউটিকল, পত্ররন্ধ্র ইত্যাদি বায়বীয় অংশের মাধ্যমে দেহ থেকে বাস্পের আকারে বের করে দেয়, প্রোটোপ্লাজম নিয়ন্ত্রিত ওই শারীরবৃত্তীয় প্রক্রিয়াকে বাষ্পমোচন বলে। ...