উদ্ভিদ সংবহনের পার্থক্য সমূহ

Submitted by arpita pramanik on Sat, 04/20/2013 - 21:10

উদ্ভিদ সংবহনের  কয়েকটি পার্থক্য সমূহ

1. জাইলেম ও ফ্লোয়েম

জাইলেম

ফ্লোয়েম

১৷ এর প্রধান উপাদান ট্রাকীয়া ও ট্রাকীড এরা মৃত।

১৷ এর প্রধান উপাদান সীভনল সীভকোষ এরা সজীব।

২৷ এটি প্রধানত ঊর্ধ্বমুখী পরিবহণ সম্পন্ন করে।

২৷ এটি প্রধানত নিম্নমুখী পরিবহণ সম্পন্ন করে।

৩৷ এর মাধ্যমে জল ও জলে দ্রবীভূত খনিজ লবণ পরিবাহিত হয়।

৩৷ ফ্লোয়েমের মাধ্যমে পাতায় উৎপন্ন তরল খাদ্য পরিবাহিত হয়।

৪৷ এর উপাদান গুলি হল ট্রাকীয়া , ট্রাকীড , জাইলেম প্যারেনকাইমা এবং জাইলেম তন্তু।

৪৷ এর উপাদান গুলি হল সীভনল , সঙ্গীকোষ , ফ্লোয়েম প্যারেনকাইমা এবং ফ্লোয়েম তন্তু।

 

2. ব্যাপন ও অভিস্রাবন

ব্যাপন

অভিস্রাবন

১৷ এই প্রক্রিয়ায় অর্ধভেদ্য পর্দার প্রয়োজন নেই।

১৷ এই প্রক্রিয়ায় অর্ধভেদ্য পর্দার প্রয়োজন।

২৷ এই প্রক্রিয়ায় পদার্থের অনু গুল বেশি ঘনত্ব যুক্ত স্থান থেকে কম ঘনত্বের দিকে যায়।

২৷ এই প্রক্রিয়ায় দ্রাবকের অনু গুল কম ঘনত্ব যুক্ত স্থান থেকে বেশি ঘনত্বের দিকে যায়।

৩৷ ব্যাপন বিষম প্রকৃতির মিশ্রণেও ঘটতে পারে।

৩৷ অভিস্রাবন সমপ্রকৃতির দ্রবণের মধ্যে ঘটে।

৪৷ কোনো দ্রবনের মধ্যে অপর কোনো দ্রবণ মিশ্রিত করলে দ্রাব ও দ্রাবকের মধ্যে ব্যাপন ক্রিয়া একই সঙ্গে পৃথক ভাবে ঘটতে পারে।

৪৷ অর্ধভেদ্য পর্দা পৃথক রাখা দ্রবনের শুধু দ্রাবকের মধ্যেই অভিস্রাবন ঘটে।

 

3. পরিবহণ ও সংবহন

পরিবহণ

সংবহন

১৷ পরিবহণ প্রধানত উদ্ভিদ দেহে জল ও খাদ্য রস চলাচলকে বঝায়।

১৷ সংবহন প্রাণীদেহে রক্ত ও লসিকা সঞ্চালনকে বঝায়।

২৷ পরিবহণের মাধ্যম হল জল।

২৷সংবহনের মাধ্যম হল রক্ত ও লসিকা।

৩৷ পরিবহণের পথ হল জাইলেম ও ফ্লোয়েম কলা।

৩৷ সংবহনের পথ হল রক্ত বাহ অর্থাৎ শিরা, ধমনী, ও জালক।

৪৷ উদ্ভিদের পরিবহণ প্রধানত দুই ভাগে বিভক্ত, যথা ঊর্ধ্বমুখী ও নিম্নমুখী পরিবহণ।

৪৷ প্রাণীদের সংবহনে দুই ভাগে বিভক্ত, যথা রক্ত সংবহন ও লসিকা সংবহন।

 

 

4. ঊর্ধ্বমুখী সংবহন ও নিম্নমুখী সংবহন

ঊর্ধ্বমুখী সংবহন

নিম্নমুখী সংবহন

১৷ এই রকম সংবহন মূলত জাইলেম কলার জাইলেম বাহিকার মাধ্যমে ঘটে।

১৷ এই রকম সংবহন মূলত ফ্লোয়েম কলার সীভ নলের মাধ্যমে ঘটে।

২৷ এই রকম সংবহনে জল ও জলে দ্রবীভূত খনিজ লবণ মাটি থেকে পাতায় পৌঁছায়।

২৷ এই রকম সংবহনে পাতায় তৈরি তরল খাদ্য রস পাতা থেকে দেহের বিভিন্ন অংশে যায়।

৩৷ বিভিন্ন রকম চাপ ( শোষণ চাপ, বায়বীয় চাপ, মূলজ চাপ প্রভৃতি ) এই রকম সংবহনকে নিয়ন্ত্রন করে।

৩৷ এই রকম সংবহনকে কোনোরকম চাপ নিয়ন্ত্রণ করে না।

৪৷ এই রকম সংবহন বাষ্পমোচনের সাথে প্রত্যক্ষ ভাবে যুক্ত।

৪৷ এই রকম সংবহন বাষ্পমোচনের সাথে প্রত্যক্ষ ভাবে যুক্ত নয়।

*****

Related Items

উদ্ভিদের সংবহন

কোষ রসের উৎস্রোত, মূলজ চাপ মতবাদ, অভিপ্রান মতবাদ, বায়ুমণ্ডলীয় চাপ মতবাদ, বাষ্পমোচন জনিত টান ও জলের তীব্র সমসংযোগ মতবাদ, উদ্ভিদের সংবহনে ব্যাপনের ভূমিকা, উদ্ভিদের সংবহনে অভিস্রাবনের ভূমিকা, উদ্ভিদের নিম্নমুখী পরিবহণ অর্থাৎ পাতায় প্রস্তুত খাদ্য সংবহন ...

প্রাণীদেহে সংবহন

প্রাণীদেহে সংবহন তন্ত্র দুই প্রকার যথা- রক্ত সংবহন তন্ত্র, লসিকা সংবহন তন্ত্র। রক্ত সংবহনে সহায়ক যন্ত্র গুলি মিলিত হয়ে যে তন্ত্র গঠন করে তাকে রক্ত সংবহন তন্ত্র বলে। রক্ত সংবহন তন্ত্রের প্রকারভেদ, মুক্ত সংবহন তন্ত্র, বদ্ধ সংবহন তন্ত্র, সিস্টেমিক সংবহন, পোর্টাল সংবহন ...

পুষ্টি, পুষ্টির পর্যায় ও পুষ্টির প্রয়োজনীয়তা

জীব দেহে পুষ্টির গুরুত্ব একাধিক - বৃদ্ধি, গঠন ও ক্ষয়পূরণ:- পুষ্টির ফলে জীব দেহে বৃদ্ধি, গঠন ও ক্ষয়পূরণ সম্ভব ।, শক্তি অর্জন:- পুষ্টির মূল উৎস হল খাদ্য । খাদ্যের মধ্যে প্রচুর পরিমাণে শক্তি সঞ্চিত থাকে । সুতরাং শক্তি অর্জনের জন্য পুষ্টির গুরুত্ব অপরিসীম । ..

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর - পুষ্টি (Nutrition)

পুষ্টি বিষয়ের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিচে দেওয়া হলো । আরও নতুন প্রশ্ন সংযোজিত হতে থাকবে । বিভিন্ন বোর্ডের পরীক্ষা ও কম্পেটেটিভে এক্সাম এ এসেছে এমন প্রশ্ন গুলি তুলে ধরা হল ...

বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (MCQ) : পুষ্টি

পুষ্টি বিষয়ের বহু বিকল্পীয় বিভিন্ন প্রশ্নোত্তর নিচে দেওয়া হলো । আরও নতুন প্রশ্ন সংযোজিত হতে থাকবে । বিভিন্ন বোর্ডের পরীক্ষা ও কম্পেটেটিভে এক্সাম এ এসেছে এমন প্রশ্ন গুলি তুলে ধরা হল ...