আঞ্চলিক শক্তির আত্মপ্রকাশ - পশ্চিম ও উত্তর ভারত

Submitted by avimanyu pramanik on Tue, 04/17/2012 - 21:43

বিভিন্ন আঞ্চলিক শক্তির আত্মপ্রকাশ - পশ্চিম ও উত্তর ভারত :

বলভীর মৈত্রিক বংশ (Maitrakas dynasty of Valbhi) :

ভট্টারক পশ্চিম ভারতের সৌরাষ্ট্র অঞ্চলে বলভীর মৈত্রক বংশের প্রতিষ্ঠা করেন । এই বংশের কয়েকজন উল্লেখযোগ্য শাসক হলেন প্রথম শিলাদিত্য, দ্বিতীয় ধ্রুবসেন ও চতুর্থ ধ্রুবসেন ।  দ্বিতীয় ধ্রুবসেন কনৌজের অধিপতি হর্ষবর্ধনের হাতে পরাজিত হন । এরপর বলভী রাজ্য দূর্বল হয়ে পড়ে এবং অবশেষে সপ্তম শিলাদিত্যের সময় আরবদের হাতে বলভীর পতন ঘটে ।  

যশোধর্মণ (Yasodharman) : গুপ্ত বংশের পতনের সুযোগে মান্দাশোরে যশোধর্মণ নামে একজন সামন্তরাজ শক্তিশালী হয়ে ওঠেন । তিনি হুন রাজ মিহিরকুল বা মিহিরগুলকে পরাজিত করেন । মান্দাশোর লিপি থেকে জানা যায় তিনি সম্ভবত ব্রহ্মপুত্র নদ থেকে আরব সাগর পর্যন্ত এক বিশাল সাম্রাজ্য স্থাপন করেন । তাঁর মৃত্যুর সঙ্গে সঙ্গে এই রাজবংশের পতন ঘটে ।

কনৌজের উত্থান মৌখরী বংশ (Rise of Kanauj and Maukhari Dynasty) : গুপ্ত পরবর্তী যুগে মগধের পরিবর্তে কনৌজ ভারতের রাজনৈতিক কেন্দ্রে পরিণত হয় । কনৌজ অবশ্য মগধের মতো কোনো সর্বভারতীয় সাম্রাজ্য গড়ে তুলতে পারে নি । হরিবর্মণ কনৌজে মৌখরী বংশের প্রতিষ্ঠা করেন । তিনি মহারাজ উপাধি গ্রহণ করেন । মৌখরী বংশের শ্রেষ্ঠ রাজা ছিলের ইষাণবর্মণ । তিনি মহারাজাধিরাজ উপাধি গ্রহণ করেন । তাঁর রাজ্য গৌড় ও ওড়িশা পর্যন্ত বিস্তৃত ছিল । অন্ধ্রের কিছু অংশও তাঁর অধিকারে ছিল, তিনিও হুনদের পরাজিত করেছিলেন বলে মনে করা হয় । এই বংশের এক জন রাজা গ্রহবর্মণ থানেশ্বরের পূষ্যভূতিরাজ প্রভাকরবর্ধনের কন্যা রাজ্যশ্রীকে বিবাহ করেন । গ্রহবর্মণ গৌড়রাজ শশাঙ্কের হাতে নিহত হন । প্রভাকরবর্ধনের পুত্র রাজ্যবর্ধনও তাঁর হাতে পরাজিত ও নিহত হয় । তখন রাজ্যবর্ধনের ভাই হর্ষবর্ধনের সঙ্গে শশাঙ্কের যুদ্ধ হয় । এই যুদ্ধে হর্ষবর্ধনের সাফল্য নিয়ে সন্দেহ আছে । যাই হোক, কনৌজের সিংহাসন শূন্য হওয়ায় কনৌজ হর্ষের রাজ্যভুক্ত হয় ।

পুষ্যভূতি বংশ ও হর্ষবর্ধন (Pushyabhuti Dynasty and Harshavardhana) : (৬০৬ - ৬৪৬/৪৭) : থানেশ্বরের পুষ্যভুতিবংশের রাজা প্রভাকরবর্ধনের কনিষ্ঠ পুত্র হর্ষবর্ধন এক চরম সংকটের মুহুর্তে সিংহাসনে বসেন । তিনি একই সঙ্গে থানেশ্বর ও কনৌজের সিংহাসন লাভ করেন । ভগিনী রাজ্যশ্রীকে উদ্ধার করলেও যতদিন শশাঙ্ক জীবিত ছিলেন, ততদিন তাঁর একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠিত হয়নি । তাঁর মৃত্যুর পর তিনি মগধ, গৌড়, ওড়িশা ও কঙ্গোদ নিজ রাজ্যভুক্ত করেন । তিনি বলভিরাজ ধ্রুবসেনকে যুদ্ধে পরাজিত করেন । হর্ষবর্ধন তাঁর কন্যার সঙ্গে ধ্রুবসেনের বিবাহ দেন এবং বলভির সঙ্গে মিত্রতা স্থাপন করেন । এদিকে চালুক্য রাজ দ্বিতীয় পুলকেশীর হাতে পরাজয়ের ফলে তাঁর দক্ষিণ ভারত অভিযান ব্যর্থ হয় । উত্তর ভারতের অধিকাংশ অঞ্চল তিনি কুক্ষিগত করেছিলেন বলে চালুক্যলিপিতে তাঁকে “সকলোত্তরপথনাথ” বলা হয়েছে । হিউয়েন-সাঙ তাঁকে “পঞ্চভারতের অধিপতি” বলে উল্লেখ করেছেন । উত্তরে হিমালয় থেকে দক্ষিণে নর্মদা পর্যন্ত এবং পূর্বে গঞ্জাম থেকে পশ্চিমে বলভী পর্যন্ত সমগ্র এলাকা হর্ষবর্ধনের অধীন ছিল । দয়ালু, শিক্ষানুরাগী ও বিদ্যোৎসাহী নরপতি হিসাবে তাঁর খ্যাতি ছিল । তিনি রত্নাবলী ও প্রিয়দর্শিকা নামে দুটি নাটক রচনা করেছিলেন ।

প্রতিহার বংশ (Pratihar Kingdom) : হর্ষবর্ধনের মৃত্যুর পর প্রতিহার বংশ উত্তর-পশ্চিম ভারতে প্রভাবশালী হয়ে পড়ে । প্রতিহার বা গুর্জর প্রতিহাররা ছিল রাজপুত জাতির একটি শাখা । এই বংশের প্রতিষ্ঠাতা ছিলেন হরিচন্দ্র, কিন্তু বৎসরাজের আমলেই প্রতিহাররা একটি সর্বভারতীয় শক্তিতে উন্নীত হয় । তিনি ধর্মপাল ও ধ্রুবর সঙ্গে কনৌজের দখল নিয়ে একটি ত্রি-শক্তি প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হন । তিনি ধর্মপালকে পরাজিত করেন এবং ধ্রুবর হাতে পরাজিত হন । বৎসরাজের পর তাঁর পুত্র দ্বিতীয় নাগভট্টের আমলেও এই প্রতিদ্বন্দ্বিতা অব্যাহত ছিল । এ ক্ষেত্রেও ধর্মপাল পরাজিত হলেও রাষ্ট্রকূট রাজ তৃতীয় গোবিন্দের হাতে নাগভট্টের পরাজয় ঘটে । প্রথম ভোজ বা মিহিরভোজ ছিলেন এই বংশের  সর্বশ্রেষ্ঠ রাজা । কনৌজের অধিকার নিয়ে যে ত্রি-শক্তি প্রতিদ্বন্দ্বিতা চলছিল, তাতে শেষ পর্যন্ত প্রতিহাররা জয়লাভ করে ও তারা কনৌজ অধিকার করে । কিন্তু মহীপালের আমলে রাষ্ট্রকূট রাজ তৃতীয় ইন্দ্র কনৌজ ধ্বংস করে প্রয়াগ পর্যন্ত অগ্রসর হন, মহীপালের পর প্রতিহারদের পতন শুরু হয় । সুলতান মামুদ কনৌজ লুন্ঠন করেন । চান্দেলদের হাতে প্রতিহারদের পতন সম্পূর্ণ হয় ।

অন্যান্য শক্তির উদ্ভব : হর্ষের মৃত্যুর পর উত্তর ভারতে অন্যান্য যে সব শক্তির উদ্ভব ঘটে, তাদের মধ্যে রাজপুত, আজমির ও দিল্লির চৌহান বংশ, চান্দেল, চেদী, পারমার প্রভৃতি নাম উল্লেখযোগ্য ।

*****

Related Items

মুঘল যুগে ওলন্দাজ বণিকদের কার্যকলাপ

সপ্তদশ শতকের গোড়া থেকেই ওলন্দাজ ও ইংরেজ বণিকেরা এশীয় বাণিজ্যে অংশগ্রহণ করতে থাকে । গোড়ার দিকে এরা পর্তুগিজদের সঙ্গে সংঘর্ষ এড়াতে ইন্দোনেশিয়া ও পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থাপনে আগ্রহী ছিল । কিন্তু এরা অচিরেই বুঝতে পারে যে, মশলা ...

মুঘল যুগে পর্তুগিজ বণিকদের কার্যকলাপ

১৪৯৭-৯৮ খ্রীষ্টাব্দে যখন পর্তুগিজ নাবিক ভাস্কো-দা-গামা মালাবার উপকূলে কালিকট বন্দরে অবতরণ করেন, তখন সেই ঘটনার গুরুত্ব ও তাৎপর্য অনুধাবন করার ক্ষমতা ভারতবাসীর ছিল না । ভাস্কো-দা-গামা মালাবার উপকূলে কালিকট বন্দরে অবতরণ করার পর থেকেই ইউরোপের সঙ্গে ...

মুঘল যুগে ভারতের বহির্বাণিজ্য

বহির্বিশ্বে ভারতের সঙ্গে বিভিন্ন দেশের বাণিজ্যিক লেনদেন ছিল । বিদেশী বণিকরা যেমন ব্যবসার জন্য ভারতে আসত, তেমনই ভারতীয় বণিকেরা, বিশেষত গুজরাটিরা বহির্বাণিজ্যে অংশগ্রহণ করত । ভারত থেকে বস্ত্র, গোল মরিচ, নীল ও অন্যান্য দ্রব্যসামগ্রী রপ্তানি হত । ভারতে আমদানি হত ...

মুঘল যুগে ভারতের আভ্যন্তরীণ বাণিজ্য

মুঘল আমলে দেশে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠিত হওয়ায়, রাস্তাঘাট ও সরাইখানা নির্মাণ এবং পরিবহণ ব্যবস্থার উন্নতির ফলে আভ্যন্তরীণ ব্যবসাবাণিজ্যের প্রসার ঘটেছিল । তা ছাড়া উন্নত মুদ্রানীতি এবং নগদে বেতন প্রদানের ফলে একদিকে যেমন এক জায়গা থেকে অন্য জায়গায় টাকা ...

মুঘল যুগে ভারতের অকৃষি নির্ভর শিল্প

অকৃষি শিল্প উৎপাদনের একটা বড় অংশ ছিল বিলাসদ্রব্য । সাধারণ মানুষের চাহিদা কম ছিল । বিলাসদ্রব্য নির্মাণের জন্য সরকারি কারখানা বা কর্মশালা ছিল । তবু তার বেশির ভাগ তৈরি হত স্বাধীন কারিগর ও শিল্পীর বাড়িতে । রান্নাবান্না ও ঘর গেরস্থালীর কাজে লোহা ও তামার তৈরি জিনিসপত্র ...