বিভাগ ক :
1) নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও ( বিকল্প প্রশ্ন গুলি লক্ষনিয়) : 1 X 10 = 10
(a) (x+1x)8 -এর বিস্তৃতির মধ্যপদ নীচের কোনটি ?
(i) চতুর্থ ( ii ) পঞ্চম ( iii ) ষষ্ঠ (iv ) সপ্তম
(b) শূন্যস্থান পূরণ করো : |319751978419821986519952000| নির্ণায়কটির মান -----------।
অথবা , নীচের বিবৃতিটি সত্য না মিথ্যা উল্লেখ করো :
" দুটি অশূন্য ম্যাট্রিক্সের গুনফল অবশ্যই একটি অশূন্য ম্যাট্রিক্স হবে ।"
(c) শূন্যস্থান পূরণ করো :
7y2−5x=0 অধিবৃত্তের নিয়ামকের সমীকরণ --------------- ।
অথবা, x2169+y2144=1 উপবৃত্তটির নাভিলম্বের দৈর্ঘ্য নীচের কোনটি ?
(i) 14413 (ii) 28813 (iii) 169144 (iv) 513
(d) y=logelogex,x>1 হলে নীচের উত্তর গুলির কোনটি সঠিক ?
(i) xdydx=1 (ii) (xlogex)dydx=1 (iii) (logex)dydx=1 (iv) (logex)dydx=x
অথবা , যদি x=a(θ−sinθ) এবং y=a(1+cosθ হয় , তবে dydx এর মান নীচের কোনটি ?
(i) −cot12θ (ii) −cotθ (iii) −tan12θ (iv) cot12θ
(e) y=cos2x হলে d2ydx2 এর মান নীচের কোনটি ?
(i) −2cos2x (ii) 2cos2x (iii) −sin2x (iv) cos2x
(f) শূন্যস্থান পূরণ করো : ∫tan2xdx = ------- ।
(g) নীচের উক্তিটি সত্য না মিথ্যা উল্লেখ করো : ∫20dxx2+4 - এর মান π16 ।
(h) শূন্যস্থান পূরণ করো : ∫π/2−π/2sin5xdx = ---------।
(i) নীচের উক্তিটি সত্য না মিথ্যা উল্লেখ করো : (-8,-4) বিন্দুতে y2=8(x−6) অধিবৃত্তের স্পর্শকের প্রবনতা -1 ।
অথবা নীচের উক্তিটি সত্য না মিথ্যা উল্লেখ করো : x = 2 বিন্দুতে ∫(x)=(x−1)(3−x) এর চরম (extreme) মান আছে ।
(j) একটি মিনারের শীর্ষদেশ থেকে এক খন্ড পাথর ফেলা হল । পাথর খন্ডটি 3 সেকেন্ড পরে ভূমি স্পর্শ করল । MKS পদ্ধতিতে মিনারের উচ্চতা নীচের কোনটি ? (g = 9.8 মিটার / বর্গ সেকেন্ড ) ।
(i) 44 মিটার (ii) 44.1 মিটার (iii) 44.2 মিটার (iv) 44.01 মিটার
বিভাগ খ :
2) নির্দেশ অনুযায়ী নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও :
(a) যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : 2X2 = 4
(i) সম্ভাবনার প্রাচীন সংজ্ঞা ( classical defination of probability ) দাও ।
(ii) প্রমান করো : 12.3+14.5+16.7+……=1−loge2
(iii) A=(1513) এবং B=(0001) ম্যাট্রিক্স দুটির ক্ষেত্রে AB = BA কিনা পরীক্ষা করো ।
(b) যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : 2X1 = 2
(i) x2=4ay অধিবৃত্তটি (3 , 4 ) বিন্দুগামী । অধিবৃত্তটির নাভির স্থানাঙ্ক কত ?
(ii) একটি উপবৃত্তের উপাক্ষের দৈর্ঘ্য যদি নাভিলম্বের দৈর্ঘ্যর দ্বিগুণ হয় তবে অধিবৃত্তটির উৎকেন্দ্রতা কত ?
(c) যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : 2X1 = 2
(i) যদি y=(secx)tanx হয় , তবে dydx এর মান নির্ণয় করো ।
(ii) যদি x3+y3=2xy হয় , তবে (1,1) বিন্দুতে dydx এর মান নির্ণয় করো ।
(d) নীচের যে-কোনো একটি সমাকলের মান নির্ণয় করো : 2X1 = 2
(i) ∫2sinx5+3cosxdx (ii) ∫xe2xdx
(e) যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও :
(i) নীচের অবকল সমীকরণটির ক্রম ( order ) এবং মাত্রা (degree ) কত ?
(d2ydx2)2+5(dydx)3+2y=0
(ii) যে সকল বৃত্তের কেন্দ্র মূলবিন্দুতে অবস্থিত তাদের অবকল সমীকরণ নির্ণয় করো ।
(f) যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও : 2x3 = 6
(i) y=x+1x বক্রের ওপর অব্শ্স্থিত বিন্দু গুলির স্থানাঙ্ক নির্ণয় করো , যে বিন্দুগুলিতে বক্রটির স্পর্শক x অক্ষের সমান্তরাল ।
(ii) সময়ের সাপেক্ষে কোনো গোলকের ব্যাসার্ধের পরিবর্তনের হার 12π । যখন গোলকটির ব্যাসার্ধ 5 সেমি তখন সময়ের সাপেক্ষে ওর বক্র পৃষ্ঠের ক্ষেত্রফলের পরিবর্তনের হার নির্ণয় করো ।
(iii) দেখাও যে, t বাস্তব ও সসীম হলে, x(t)=et1+et অপেক্ষটির কোনো চরম ( extreme ) মান নেই ।
(iv) y=x2 বক্ররেখা , x অক্ষ এবং x = 2 সরলরেখা দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করো ।
(v) সরলরেখায় গতিশীল একটি বস্তুকণা t=4x2+3x+5 সমীকরণকে সিদ্ধ করে , যেখানে x হল যাত্রা শুরুর t সময় পরে বস্তুকণাটির সরন । বস্তুকণাটির বেগ নির্ণয় করো ।
বিভাগ গ :
3) নির্দেশ অনুযায়ী নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : 4 x 2 = 8
(a) যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও :
(i) 100 টি পূর্ণসংখ্যা 1 ,2 ,3 ,....,100 এর মধ্য থেকে পক্ষপাতশূন্যভাবে একটি পূর্ণসংখ্যা নির্বাচন করা হল । এই নির্বাচিত পূর্ণসংখ্যাটি 5 অথবা 7 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা কত ?
(ii) গাণিতিক আরোহ তত্ত্ব ( the principal of mathematical induction ) ব্যবহার করে প্রমান কারো , 12+22+32+…+n2=n(n+1)(n+1)6 ।
(iii) ক্রেমারের নিয়মের সাহায্যে সমাধান কারো : x+y=2,y+z=2,z+x=2
(b) যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : 4 X 2 = 8
(i) অধিবৃত্ত x2=8y এর ওপর এমন দুইটি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো যাদের নাভি থেকে প্রতেকটির দুরত্ব 4 একক হয় । ওই বিন্দু দুটির সংযোজক রেখাংশ যে বৃত্তের ব্যাস তার সমীকরণ নির্ণয় করো ।
(ii) একটি উপবৃত্তের নাভি দুটির স্থানাঙ্ক (0,±4) এবং দুটি নিয়ামকের সমীকরণ y=±9 হলে উপবৃত্তের সমীকরণ ও এর নাভিলম্বের দৈর্ঘ্য নির্ণয় করো ।
(iii) একটি পরাবৃত্ত এবং তার অনুবন্ধী পরাবৃত্তের উৎকেন্দ্রতা যথাক্রমে e1ও e2 হলে 1e21+1e22 এর মান নির্ণয় করো ।
(c) নীচের যে-কোনো দুটি সমাকলের মান নির্ণয় করো : 4 X 2 = 8
(i) [∫dx√3−2x−x2,−3<x<1 (ii) ∫sin−1√x1+xdx (iii) ∫π/20sin2xsinx+cosxdx
(d) যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : 4 x 2 = 8
(i) যে বক্ররেখাটি dydx=1+y2xy অবকল সমীকরণকে সিদ্ধ করে এবং (1,0 ) বিন্দুগামী হয় তার নাভিগুলির স্থানাঙ্ক নির্ণয় করো ।
(ii) সমাধান করো : dydx=3x+2y2x+3y ; প্রদত্ত আছে y=0 যখন x=1 ।
(iii) সমাধান করো : d2ydx2=(x+1)(x+2) ; প্রদত্ত আছে y=−1,dydx=1 যখন x=0 ।
(e) যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও : 4 x 4 = 16
(i) যদি y=mx+c,(c≠0) সরলরেখাটি x2a2−y2b2=1 পরাবৃত্তের একটি স্পর্শক হয় , তবে প্রমাণ কারো যে ,
c2=a2m2−b2 এবং সে ক্ষেত্রে স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় কারো ।
(ii) y2=3x অধিবৃত্তের যে অভিলম্বটি y=2x+4 সরল রেখার ওপর লম্বভাবে থাকে , তার সমীকরণ নির্ণয় কারো ।
(iii) দেখাও যে , (2x−1)(x−8)(x−1)(x−4) এর লঘিষ্ঠ মানটি গরিষ্ঠ মানের থেকে বড়ো ।
(iv) প্রমাণ কারো যে , প্রদত্ত ক্ষেত্রবিশিষ্ঠ আয়তক্ষেত্রগুলির মধ্যে বর্গক্ষেত্রের পরিসীমা সবচেয়ে কম ।
(v) অধিবৃত্ত y2=ax,a>0 এবং y=x সরলরেখার দ্বারা প্রথম পাদের পরিবেষ্টিত অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় কারো ।
(vi) ভুপৃষ্ঠ থেকে উলম্বরেখায় ওপরের দিকে প্রক্ষিপ্ত একটি বস্তুকনার h উচ্চতায় উঠতে t সেকেন্ড সময় লাগে এবং পরবর্তী t' সেকেন্ড আবার ভুপৃষ্ঠে ফিরে আসে । দেখাও যে , h=12gtt′
(vii) সরলরেখায় গতিশীল কোনো কণা x=12t(1+dxdt) সমীকরণ বজায় রেখে চললে দেখাও যে , কণাটি সমত্বরণে চলে ।
বিভাগ ঘ :
4) নির্দেশ অনুযায়ী নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : 6 X 4 = 24
{(a) ও (b) এর মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও । }
{(c) ও (d) এর মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও । }
{(e) , (f) , (g) ও (h) এর মধ্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও । }
[a] (i) একটি অসম্বন্ধ পরীক্ষা ( random experiment ) E এর সাথে সংশ্লিষ্ট যে-কোনো দুটি ঘটনা (event) A এবং B হলে প্রমাণ করো যে P(A∪B)=P(A)+P(B)−P(A∩B)
(ii) (32x2−13x)9 -এর বিস্তৃতিতে x -বর্জিত পদটি নির্ণয় করো । 3 + 3 = 6
[b] (i) 1+322!+344!+366!+… অসীম শ্রেণিটির যোগফল নির্ণয় কারো ।
(ii) a,b,c, তিনটি অশূন্য বাস্তব সংখ্যা হলে দেখাও যে , |1+a1111+b1111+c|=abc(1+1a+1b+1c) 3 + 3 = 6
[c] (i) dydx -এর মান নির্ণয় কারো , যখন exy−4xy=4 ।
(ii) y=tan−1(t√1−t2) এবং x=sec−1(t√2t2−1) হলে dydx এর মান নির্ণয় কারো । 3 + 3 = 6
[d] (i) f(x)=(1+x2+x)3+2x হলে f′(0) -এর মান নির্ণয় করো ।
(ii) y=sin(2sin−1x হলে প্রমান করো যে , (1−x2)d2ydx2=xdydx−4y ( ধরে নাও dydx≠0 ) 3 + 3 = 6
[e] (i) মান নির্ণয় করো যে : ∫xex(x+1)2dx
(ii) দেখাও যে , {\lim }\limits_{n \to \infty } \left\{ {\frac{1}{{2n + 1}} + \frac{1}{{2n + 2}} + \ldots + \frac{1}{{3n}}} \right\} = {\log _e}\frac{3}{2} 3 + 3 = 6
[f] মান নির্ণয় করো :
(i) ∫x+1x2+4x+5dx (ii) ∫π/20dx5+4sinx 3 + 3 = 6
[g] (i) মান নির্ণয় করো : ∫4ex+6e−x9ex−4e−xdx
(ii) যোগফলের সীমারূপে নির্দিস্ট সমাকলের সাহায্যে ∫20exdx -এর মান নির্ণয় করো । 3 + 3 = 6
[h] মান নির্ণয় করো :
(i) ∫dxa2sin2x+b2cos2x,(a,b>0)
(ii) ∫32dx√(x−1)(5−x) 3 + 3 = 6