ইলিয়াসের জীবনে কিভাবে বিপর্যয় ঘনিয়ে এসেছিল ?

Submitted by avimanyu pramanik on Mon, 02/07/2022 - 22:34

প্রশ্ন:-  ইলিয়াসের জীবনে কিভাবে বিপর্যয় ঘনিয়ে এসেছিল ?

উঃ- বিখ্যাত রুশ সাহিত্যিক লিও তলস্তয় -এর লেখা 'ইলিয়াস' গল্পের প্রধান চরিত্র ইলিয়াস । সে উফা প্রদেশের একজন সাধারণ বাসকির ছিল । প্রথম জীবনে তার অবস্থা খুব একটা সুখের ছিল না । প্রচুর পরিশ্রম করে সে জীবনে সাফল্য অর্জন করেছিল । কিন্তু তার ছেলেরা ছিল খুবই আরাম প্রিয় ও আয়েসি । বড় ছেলে মারামারি করে মারা যায় । ছোট ছেলে একটা ঝগড়াটে বউ বিয়ে করে বাপের আদেশ অমান্য করতে শুরু করে । ছোট ছেলেকে কিছু গোরু দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেয় ইলিয়াস । এরপর ইলিয়াসের অবস্থা খারাপ হতে শুরু করে । পরের বছরই তার ভেড়ার পালে মড়ক লাগে । ফলে বেশকিছু ভেড়া মারা যায় । তারপর দুর্ভিক্ষের ফলে খড় না পাওয়ায় অনেক গোরু, মোষ না খেতে পেয়ে মারা যায় । এই সময় কিরবিজরা সবথেকে ভালো ভালো ঘোড়াগুলো চুরি করে নিয়ে পালায় । এইভাবে তার সম্পত্তিতে টান পড়তে শুরু করে । বয়স হয়ে যাওয়ায় ইলিয়াস ও তার স্ত্রী শাম-শেমাগি আর আগের মতো খাটাখাটি পরিশ্রম করতে পারত না । বাধ্য হয়ে ইলিয়াস এক এক করে তার নিজের পশমের কোট, কম্বল, ঘোড়ার জিন ও গৃহপালিত পশুগুলিকেও বিক্রি করে দিয়েছিল । এই ভাবেই ইলিয়াস এর জীবনে বিপর্যয় নেমে এসেছিল ।

*****

Comments

Related Items

Class IX Bengali Study Reference

বাংলা, নবম শ্রেণির জন্য, বিষয়- ইলিয়াস, দাম, চিঠি, রাধারাণী, হিমালয় দর্শন, নিরুদ্দেশ, চন্দ্রনাথ, কলিঙ্গদেশে ঝড়-বৃষ্টি,আকাশে সাতটি তারা, নোঙর, আবহমান, খেয়া, ভাঙার গান, আমরা, নব নব সৃষ্টি, ধীবর- বৃত্তান্ত, ব্যাকরণ ও নির্মিতি, গল্প লিখন, প্রবন্ধ রচনা ...