'নোঙর' কবিতায় 'বাণিজ্যতরী' বাঁধা পড়ে থাকার তাৎপর্য বিশ্লেষণ কর ।

Submitted by avimanyu pramanik on Tue, 02/08/2022 - 07:53

প্রশ্ন:  'নোঙর' কবিতায় 'বাণিজ্যতরী' বাঁধা পড়ে থাকার তাৎপর্য বিশ্লেষণ কর

উঃ কবি অজিত দত্তের লেখা 'নোঙর' কবিতাটি একটি প্রতীক ধর্মী কবিতা । কবি অজিত দত্তের রোমান্টিক মন প্রাচীনকালের সওদাগরদের মতো বাণিজ্যতরী সাজিয়ে অর্থাৎ তাঁর সাহিত্যকর্ম নিয়ে সপ্তসিন্ধু পারে ভিন্ন ভিন্ন দেশে পাড়ি দিতে চান । সুদূরের হাতছানি কবিকে সর্বদা আহ্বান করে । এই আহ্বানে সাড়া দিয়ে কবি সারারাত ধরে দাঁড টানেন কিন্তু 'নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে' । অর্থাৎ জীবনের নৌকা, দায়-দায়িত্ব পূর্ণ কর্মমুখর সংসারে বাঁধা পড়েছে ।

মানুষের জীবন যেন এক বাণিজ্যতরী । এই বাণিজ্যতরীতে পসরা সাজিয়েই মানুষ জীবনের পথে অগ্রসর হয় । এই অগ্রসর হওয়ার জন্য মানুষের উদ্যম, উদ্যোগ, কর্মচঞ্চলতা নৌকার দাঁড়ের মতো কাজ করে বা সাহায্য করে । কিন্তু মানুষের জীবন কুসুমাস্তীর্ণ নয় । প্রতি মুহূর্তে নানা বাধা, নানান প্রতিকূলতা, প্রতিবন্ধকতা তাঁর কর্মপ্রচেষ্টাকে স্তব্ধ করে দেয় । এর ফলে পণ্য ভরা বাণিজ্যতরী জীবনের ঘাটে ঘাটে পৌঁছে দিতে পারে না । তাই কবি  আক্ষেপের সুরে বলেন, আমার বাণিজ্যতরী বাঁধা পড়ে আছে ।

*****

Comments

Related Items

খেয়া — রবীন্দ্রনাথ ঠাকুর

খেয়া — রবীন্দ্রনাথ ঠাকুর

**************************

খেয়ানৌকা পারাপার করে নদীস্রোতে;

কেহ যায় ঘরে, কেহ আসে ঘর হতে ।

দুই তীরে দুই গ্রাম আছে জানাশোনা,

সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা ।

আবহমান — নীরেন্দ্রনাথ চক্রবর্তী

আবহমান — নীরেন্দ্রনাথ চক্রবর্তী

*********************************

যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া,

লাউমাচাটার পাশে ।

ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে, ফুল

সন্ধ্যার বাতাসে ।

 

কে এইখানে এসেছিল অনেক বছর আগে,

নোঙর — অজিত দত্ত

নোঙর — অজিত দত্ত

*********************

পাড়ি দিতে দূর সিন্ধুপারে

নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে ।

সারারাত মিছে দাঁড় টানি,

মিছে দাঁড় টানি ।

জোয়ারের ঢেউগুলি ফুলে ফুলে ওঠে,

আকাশে সাতটি তারা — জীবনানন্দ দাশ

আকাশে সাতটি তারা — জীবনানন্দ দাশ

************************************

আকাশে সাতটি তারা যখন উঠেছে ফুটে আমি এই ঘাসে

বসে থাকি; কামরাঙা-লাল মেঘ যেন মৃত মনিয়ার মতো

গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে—আসিয়াছে শান্ত অনুগত

কলিঙ্গদেশে ঝড়-বৃষ্টি — মুকুন্দ চক্রবর্তী

কলিঙ্গদেশে ঝড়-বৃষ্টি — মুকুন্দ চক্রবর্তী

**********************************

মেঘে কৈল অন্ধকার মেঘে কৈল অন্ধকার ।

দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার ।।

ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর ।

উত্তর পবনে মেঘ ডাকে দুর দুর ।।

নিমেষেকে জোড়ে মেঘ গগন-মন্ডল ।