'নোঙর' কবিতায় 'বাণিজ্যতরী' বাঁধা পড়ে থাকার তাৎপর্য বিশ্লেষণ কর ।

Submitted by avimanyu pramanik on Tue, 02/08/2022 - 07:53

প্রশ্ন:  'নোঙর' কবিতায় 'বাণিজ্যতরী' বাঁধা পড়ে থাকার তাৎপর্য বিশ্লেষণ কর

উঃ কবি অজিত দত্তের লেখা 'নোঙর' কবিতাটি একটি প্রতীক ধর্মী কবিতা । কবি অজিত দত্তের রোমান্টিক মন প্রাচীনকালের সওদাগরদের মতো বাণিজ্যতরী সাজিয়ে অর্থাৎ তাঁর সাহিত্যকর্ম নিয়ে সপ্তসিন্ধু পারে ভিন্ন ভিন্ন দেশে পাড়ি দিতে চান । সুদূরের হাতছানি কবিকে সর্বদা আহ্বান করে । এই আহ্বানে সাড়া দিয়ে কবি সারারাত ধরে দাঁড টানেন কিন্তু 'নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে' । অর্থাৎ জীবনের নৌকা, দায়-দায়িত্ব পূর্ণ কর্মমুখর সংসারে বাঁধা পড়েছে ।

মানুষের জীবন যেন এক বাণিজ্যতরী । এই বাণিজ্যতরীতে পসরা সাজিয়েই মানুষ জীবনের পথে অগ্রসর হয় । এই অগ্রসর হওয়ার জন্য মানুষের উদ্যম, উদ্যোগ, কর্মচঞ্চলতা নৌকার দাঁড়ের মতো কাজ করে বা সাহায্য করে । কিন্তু মানুষের জীবন কুসুমাস্তীর্ণ নয় । প্রতি মুহূর্তে নানা বাধা, নানান প্রতিকূলতা, প্রতিবন্ধকতা তাঁর কর্মপ্রচেষ্টাকে স্তব্ধ করে দেয় । এর ফলে পণ্য ভরা বাণিজ্যতরী জীবনের ঘাটে ঘাটে পৌঁছে দিতে পারে না । তাই কবি  আক্ষেপের সুরে বলেন, আমার বাণিজ্যতরী বাঁধা পড়ে আছে ।

*****

Comments

Related Items

ধীবর-বৃত্তান্ত — কালিদাস

ধীবর-বৃত্তান্ত — কালিদাস

রচনাধর্মী প্রশ্নোত্তর - ইলিয়াস

প্রশ্ন: ১ 'এটা খুব জ্ঞানের কথা'' । —কার কোন কথাকে জ্ঞানের কথা বলা হয়েছে ? এবং কেন ?

 উত্তর:-

রচনাধর্মী প্রশ্নোত্তর - কলিঙ্গদেশে ঝড়-বৃষ্টি

প্রশ্ন: ১. কলিঙ্গদেশে ঝড়-বৃষ্টি কাব্যাংশে প্রাকৃতিক বিপর্যয়ের ছবি কিভাবে ধরা পড়েছে তা লেখ

উত্তর:-

আমরা — সত্যেন্দ্রনাথ দত্ত

আমরা — সত্যেন্দ্রনাথ দত্ত

**************************

মুক্তবেণীর গঙ্গা যেথায় মুক্তি বিতরে রঙ্গে

আমরা বাঙালি বাস করি সেই তীর্থে–বরদ বঙ্গে;—

বাম হাতে যার কমলার ফুল, ডাহিনে মধুক-মালা,

ভাঙার গান — কাজী নজরুল ইসলাম

ভাঙার গান — কাজী নজরুল ইসলাম

**************************************

কারার ওই লৌহ-কপাট

ভেঙ্গে ফেল, কররে লোপাট

                    রক্ত-জমাট

শিকল-পূজোর পাষাণ-বেদী !

ওরে ও তরুণ ঈশান !

বাজা তোর প্রলয়-বিষাণ