Madhyamik - 2013 Life Science (Ben Ver)

Submitted by administrator on Mon, 04/29/2013 - 22:14

                                                BIFURCATED & COMBINED SYLLABUS 

                                                                       2013

                                                                LIFE SCIENCE

                                                     Time - Three Hours Fifteen Minutes.

                                     (First fifteen minutes for reading question paper only)

                                                               Full Marks - 90

                                             (For Regular and Sightless Regular Candidates)

                                                                Full Marks - 100

                                           (For External and Sightless External Candidates)

                                    FOR REGULAR, EXTERNAL AND SIGHTLESS CANDIDATES

 Special credit will be given for answers which are brief and to the point Marks will be deducted for spelling mistakes, untidiness and bad handwriting.

                                                                 (দ্বিভাজিত পাঠ্যসূচী)

                                                                        নির্দেশাবলী

নিয়মিত পরীক্ষার্থীদের 'ক', 'খ' ও 'গ' বিভাগের প্রশ্নের উত্তর দিতে হবে ।

বহিরাগত পরীক্ষার্থীদের 'ক', 'খ' ও 'গ'  ছাড়াও অতিরিক্ত 'ঘ' বিভাগের প্রশ্নের উত্তর দিতে হবে ।

কোন বিভাগ হ'তে ক'টি প্রশ্নের উত্তর করতে হবে তা ঐ বিভাগের শুরুতেই বলা আছে ।  

                                           দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশিকা

 'গ' বিভাগের 12 নং এবং 13 নং প্রশ্নের পরিবর্তে 12(A) নং এবং 13(A) নং প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে  ।  

                                                              বিভাগ  'ক'

                                       [ 1,2,3 এবং 4 নম্বর প্রশ্নের উত্তর করতে হবে ।]

1.  সঠিক উত্তর নির্বাচন করে বাক্যটি সম্পূর্ণ করে লেখো :  (যে কোনো  পাঁচটি)    1x5=5

    (i) মানব চক্ষুর প্রাতিসারক মাধ্যম হিসাবে কাজ করে  

          (a) কর্ণিয়া     (b) রেটিনা     (c) ভিট্রিয়াস হিউমার      (d) কোরয়েড   

    (ii)  নিম্নলিখিত কোন অন্তঃক্ষরা গ্রন্থি থেকে TSH নিঃসৃত হয়  ?

          (a)  থাইরয়েড       (b) শুক্রাশয়      (c)  অ্যাড্রেনাল     (d) পিটুইটারি

   (iii)  DNA অণুর গুয়ানিন এর পরিপূরক ক্ষারমূলকটি হল   

          (a) অ্যাডেনিন      (b) সাইটোসিন        (c)  থাইমিন      (d) ইউরাসিল

    (iv)  সুস্পষ্ট-জনুঃক্রম দেখা যায় যে উদ্ভিদটিতে তা হল

         (a) মস (পোগোনেটাম)       (b) আম গাছ      (c) জবাগাছ      (d) পাইন গাছ

    (v)  তিমির ফ্লিপার ও পাখির ডানা হল  

          (a) সমবৃত্তীয় অঙ্গ        (b) নিষ্ক্রিয় অঙ্গ       (c) সমসংস্থ অঙ্গ      (d) প্রতিস্থাপিত অঙ্গ

    (vi) যার উপস্থিতির জন্য পায়রার দৃষ্টিশক্তি খুব প্রখর হয় তা হ'ল  

          (a) রোডোপসিন       (b) আয়োডপসিন        (c) পেকটেন       (d) পেপসিন

    (vii)  জাতীয় টিকাকরণ কর্মসূচীতে জন্মের সময়ে শিশুকে যে সকল রোগ থেকে বাঁচাবার জন্য টিকা দেওয়া হয়, তার একটি হ'ল

          (a)  পোলিও       (b) টাইফয়েড       (c) AIDS       (d) হেপাটাইটিস

2.  একটি বাক্যে উত্তর দাও ( যে কোনো দশটি ) :     1 x 10 = 10

    (i)  ত্বকের ঘর্মগ্রন্থি থেকে ক্ষরিত একটি রেচন পদার্থের নাম করো  ।

    (ii)  প্রোটিন পরিপাকে সাহায্য করে এমন একটি উদ্ভিদজাত রেচন পদার্থের নাম লেখো  ।

    (iii)  স্নায়ুকোশের স্বল্পদৈর্ঘের প্রবর্ধকের নাম লেখো  ।

    (iv)  শুক্রানু উত্পাদনে সাহায্যকারী হরমোনটির নাম লেখো । 

    (v)  একটি কৃত্রিম উদ্ভিদ হরমোনের সম্পূর্ণ রাসায়নিক নাম লেখো ।  

    (vi)  কোন প্রকার কোশবিভাজনে বেম বা স্পিন্ডিল গঠিত হয় না  ? 

    (vii) অনিষিক্ত ডিম্বাণু থেকে সরাসরি অপত্য জীব সৃষ্টি হওয়ার পদ্ধতিকে কী বলে  ?

    (viii)  একজন স্বাভাবিক পুরুষ মানুষের দেহে কোন কোন লিঙ্গ নির্ধারক ক্রোমোজম কয়টি করে দেখা যায়  ? 

    (ix)  উদ্ভিদ জগতে একটি জীবন্ত জীবাশ্মের উদাহরণ দাও ।

    (x)  একটি মেরুদন্ডি প্রাণীর নাম লেখো যার নিলয় আংশিক বিভেদ প্রাচীরযুক্ত ।

    (xi)  পদ্মা পাতায় পত্ররন্ধ্র উপরের ত্বকে থাকে কেন  ? 

    (xii)  একটি উদ্ভিদজাত জীবাণু নাশকের নাম লেখো ।

    (xiii)  স্বাস্থ্য বিধিসম্মত শৌচাগার ব্যবহারের মাধ্যমে কোন প্রটোজোয়া ঘটিত রোগটির বিস্তার বন্ধ করা সম্ভব  ?

3.  যে কোনো ছ'টি প্রশ্নের উত্তর দাও :                      2x6=12

    (i)  বৃক্কীয় নালিকায় একটি পুনঃশোষিত ও একটি ক্ষরিত পদার্থের নাম লেখো  ।

    (ii)  শুক্রাশায় ও ডিম্বাশয়ের হরমোনের ক্ষরণ অপর কোন কোন হরমোনের ওপর নির্ভরশীল  ?

    (iii)  কানের পর্দা ফুটো হয়ে গেলে শুনতে অসুবিধা হয় কেন  ?

    (iv)  DNA এবং RNA -এর যে কোনো দুটি পার্থক্য লেখো ।

    (v)  বংশগতিতে "বিশুদ্ধ" ও "সংকর" বলতে কী বোঝো — উদাহরণ সহযোগে উল্লেখ করো  ।

    (vi)  উভচর ও স্তন্যপায়ী হৃৎপিন্ডের গঠনগত পরিবর্তন বিবর্তনকে কীভাবে সমর্থন করে ? 

    (vii)  পদ্মা গাছের পত্রফলক ও পুষ্পাক্ষের একটি করে অভিযোজিত বৈশিষ্ট্য উল্লেখ করো ।

    (viii) মটর জাতীয় গাছের মূলে বসবাসকারী অনুজীবটির নাম উল্লেখ করো  এবং একটি উপকারিতা সম্বন্ধে আলোকপাত করো । 

4.   যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও :                             3x10=30

     (i)  "সকল বর্জ্য পদার্থ রেচন পদার্থ নয়" — ব্যাখ্যা কর  ।

     (ii)  নিম্নলিখিত ঘটনাগুলি কী ধরণের প্রতিবর্ত ক্রিয়া কারণসহ লেখো ।  [1+1+1=3]

          (a) সুস্বাদু খাদ্যের দর্শনে লালারসের ক্ষরণ

          (b) শিশুর মাতৃদুগ্ধ পান

          (c) বাই-সাইকেল চালানো শেখা 

     (iii)  গুরু মস্তিষ্কের গোলার্ধগুলি এবং লঘু মস্তিষ্কের গোলার্ধগুলি পরস্পর যে দুটি অংশ দ্বারা যুক্ত তাদের নাম লেখো । গুরু মস্তিষ্ক ও লঘু মস্তিষ্কের দুটি করে কাজ লেখো ।  (½+½)+2=3

     (iv)  উদাহরণ সহযোগে "বহিঃক্ষরা গ্রন্থি " এবং "অন্তঃক্ষরা গ্রন্থি" মধ্যে দুটি পার্থক্য নির্দেশ করো ।

     (v)  খাদ্য লবণ আয়োডিনযুক্ত হওয়া উচিত কেন ? টেস্টোস্টেরন কোথায় উত্পন্ন হয় ?   [2+1=3]

     (vi)  উদ্ভিদ ও প্রাণীকোশের সাইটোকাইনেসিস পদ্ধতির দুটি প্রাভদ উল্লেখ করো । কোষচক্রের 'S' দশার গুরুত্বপূর্ণ ঘটনাটি কী  ?  [2+1=3]

    (vii)  তোমার ক্রোমোজোমগুলি যে যে উপাদান নিয়ে গঠিত তাদের নাম লেখো । 'জিন' বলতে কী বোঝো ? [2+1=3]

    (viii)  স্বাধীন বিন্যাস সূত্রটি প্রবর্তন করতে মেন্ডেল কী ধরণের পরীক্ষা করেছিলেন ? এই সূত্রটি ব্যাখ্যা করো (পরীক্ষাটির বিস্তৃত বিবরণ দেবার দরকার নেই ) । [1+2=3]

     (ix)  অঙ্গজ ও অযৌন জননের তিনটি পার্থক্য লেখো  ।

     (x)  "অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ " — সূত্রটির প্রবক্তা কে ? সূত্রটির গ্রহণ যোগ্যতা সম্পর্কে তোমার মতামত যুক্তিসহ সংক্ষেপে লেখো ।  [1+2=3]

     (xi)  মাছের দেহের মায়োটোম পেশী, পার্শ্বরেখা ও পটকার একটি করে ভুমিকা লেখো ।

     (xii)  ম্যালেরিয়া আর ফাইলেরিয়াসিস রোগ দুটির বাহকের নাম লেখো আর ঐ বাহকগুলি নিয়ন্ত্রণ করার জন্য দুটি পদ্ধতির উল্লেখ করো ।  (½+½)+2=3

     (xiii)  কোন রক্তবাহিত অসুখে যকৃত ক্ষতিগ্রস্থ হয়  ?  ঐ রোগ প্রতিরোধের দুটি উপায় লেখো  ।  [1+2=3]

                                                             বিভাগ 'খ'

                   ( 5 নং থেকে 11 নং প্রশ্নের মধ্যে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও )

5.  মানুষের নাইট্রোজেন ঘটিত যে কোন চারটি বর্জ্য পদার্থের নাম লেখো । মানুষের নেফ্রনের বাওম্যানস ক্যাপসুলে পরিস্রুত তরলকে মূত্র বলা যাবে কী না যুক্তি সহ লেখো । [2+3=5]

6.  সংজ্ঞাবহ নিউরোন এবং আজ্ঞা নিউরোনের একটি করে গঠনগত এবং একটি করে কার্যগত পার্থক্য লেখো ।  কোন রাসায়নিক পদার্থ স্নায়ুস্পন্দনকে এক নিউরোন থেকে অপর নিউরোনে প্রবাহিত করে ? কর্টিযন্ত্রের অবস্থান ও কাজ লেখো । [2+1+2=5]

7.  মানুষের একটি স্ত্রী ও পুরুষ যৌন হরমোনের নাম, উত্পত্তিস্থল ও কাজ সংক্ষেপে লেখো ।  [1+1+(11/2+11/2)=5]

8.  এমন একটি জীবের উদাহরণ দাও যেটি অ্যামাইটোসিস প্রক্রিয়ায় কোশ বিভাজন করে । প্রাণীকোশ ও উদ্ভিদকোশে মাইটোসিস প্রক্রিয়ার দুটি পার্থক্য উল্লেখ করো । কোশচক্রের বিভিন্ন দশাগুলি কী কী ? [1+2+2=5]

9.  অ্যানাইসোগ্যামী ও ঊগ্যামীর মধ্যে পার্থক্য কী ? প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলতে কী বোঝো ? প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কখন প্রকাশিত হয় তা উদাহরণসহ বুঝিয়ে দাও ।  [1+2+2=5]

10. প্রকরণ কাকে বলে ? বিবর্তনে প্রজাতির উত্পত্তিতে প্রকরণ কীভাবে সহায়তা করে ?  [2+ 3=5]

11.  নিম্নলিখিত অঙ্গগুলির অভিযোজনগত গুরুত্ব উল্লেখ করো  ।  [1x5=5]

       (a) মাছের আঁশ

      (b) পদ্মের এরেনকাইমা কলা 

      (c) পায়রার বায়ুথলি

      (d) সুন্দরীর স্বাসমূল

      (e) ক্যাকটাসের পত্রকন্টক    

                                                              বিভাগ 'গ'

                                                (যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও )

12.  মানবদেহের একটি আদর্শ নেফ্রনের ছবি আঁকো এবং ছবিটিতে নিচের অংশগুলি চিহ্নিত করো :

       বাওম্যানস ক্যাপসূল, নিকটবর্তী সংবর্ত নালিকা, দূরবর্তী সংবর্ত নালিকা, হেনলির লুপ, গ্লোমেরুলাস ও সংগ্রাহী নালিকা  ।    5+3=8

13.  একটি প্রাণীকোশে মাইটোসিস বিভাজনের মেটাফেজ দশা ও সাইটোকাইনেসিসের একটি করে ছবি আকোঁ । প্রথম ছবিটিতে ক্রোমাটিড, মেটাফেজ প্লেট, বেমতন্তু ও সেন্ত্রিওল চিহ্নিত করো । দ্বিতীয় ছবিটিতে একটি অপত্য নিউক্লিয়াস ও মধ্যখাঁজ চিহ্নিত করো ।  [5+3=8]

 

                                           ( দৃষ্টিহীন পরীক্ষার্থীর জন্য )

                                        ( যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও )

                                             ( চিত্র অঙ্কনের প্রয়োজন নেই )

12(A).  মানবদেহের একটি আদর্শ নেফ্রনের গঠন সংক্ষেপে লেখো । ম্যালপিজিয়ান কণিকা আর নিকটবর্তী সংবর্ত নালিকা কী কী কাজ করে  ?   [6+2=8] 

 

13(A). একটি প্রাণীকোশে মাইটোসিস বিভাজনের মেটাফেজ দশা ও সাইটোকাইনেসিসের সংক্ষিপ্ত বিবরণ লেখো ।   [4+4=8]

 

                                                            বিভাগ 'ঘ'

                                 ( কেবলমাত্র বহিরাগত পরীক্ষার্থীদের জন্য )

                                              ( যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও )

14.  ব্যাকটেরিয়া ও ব্যাকটেরিওফাজের মধ্যে কী পার্থক্য ?  ব্যাকটেরিওফাজ কীভাবে আমাদের উপকার করে ?  তিনটি অপকারী ভাইরাসের সংক্রমণ পদ্ধতি সংক্ষেপে লেখো  ।  [2+2+(3x2)=10

15.  প্রতিবর্ত ক্রিয়া কাকে বলে ? কয় প্রকার ও কী কী — উদাহরণসহ বল  । স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত এককের নাম কী ? একে এরূপ বলার কারণ কী ? ঐ এককটির গঠন সংক্ষেপে বর্ণনা করো ।  [2+3+1+1+3]=10

***  

Comments

Related Items

Madhyamik Examination (WBBSE) - 2020 History (Bengali version)

১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখ : ১ x ২০ = ২০ ১.১ 'বিশ্বপরিবেশ দিবস' পালিত হয় — (ক) ৮ই জানুয়ারি (খ) ২৪শে ফেব্রুয়ারি (গ) ৮ই মার্চ (ঘ) ৫ই জুন ১.২ ভারতীয়রা আলুর ব্যবহার শিখেছিল যাদের কাছ থেকে — (ক) পর্তুগিজ (খ) ইংরেজ (গ) মুঘল (ঘ) ওলন্দাজ ১.৩ প্রথম সরকারি শিক্ষা কমিশন (হান্টার কমিশন) গঠিত হয় — (ক) ১৮৭২ খ্রিঃ (খ) ১৮৭৮ খ্রিঃ (গ) ১৮৮২ খ্রিঃ (ঘ) ১৮৯০ খ্রিঃ

Madhyamik Examination (WBBSE) - 2020 Geography (Bengali version)

১। বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো : ১x১৪=১৪ ১.১ যে প্রক্রিয়ায় অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর মাটি ও শিলাস্তর নেমে আসে তাকে বলে — (ক) আবহবিকার (খ) পর্যায়ন প্রক্রিয়া (গ) অন্তর্জাত প্রক্রিয়া (ঘ) পুঞ্জক্ষয় প্রক্রিয়া

Madhyamik Examination (WBBSE) - 2020 ENGLISH (Second Language)

When the family has finished tea, and gathers round the fire, the cat casually goes out of the room. True life now begins for him. He saunters down his own backyard, springs to the top of the fence, drops lightly down to the other side.

Madhyamik Examination (WBBSE) - 2020 Bengali (First Language)

সঠিক উত্তরটি নির্বাচন করো : ১৭ x ৭ = ১৭ ১.১ পুলিশ সেজে হরিদা দাঁড়িয়েছিলেন — (ক) জগদীশবাবুর বাড়ি (খ) চকের বাসস্ট্যান্ডে (গ) দয়ালবাবুর লিচুবাগানে (ঘ) চায়ের দোকানে ১.২ নদেরচাঁদের বয়স — (ক) পঁচিশ বছর (খ) ত্রিশ বছর (গ) পঁয়ত্রিশ বছর (ঘ) চল্লিশ বছর

Madhyamik Examination (WBBSE) - 2017 Bengali (First Language)

১. সঠিক উত্তরটি নির্বাচন করো: ১ x১৭=১৭ ১.১ গিরীশ মহাপাত্রের সাথে অপূর্বর পুনরায় কোথায় দেখা হয়েছিল ? (ক) পুলিশ স্টেশনে (খ) জাহাজ ঘাটে (গ) রেল স্টেশনে (ঘ) বিমান বন্দরে