Madhyamik - 2012 Geography [Ben Ver]

Submitted by administrator on Sat, 09/01/2012 - 22:30

                                                                      2012

                                                            GEOGRAPHY

                                          Time—Three Hours Fifteen Minutes

                               (First fifteen minutes for reading question paper only )

                                                            Full Marks — 90

                                   (For Regular and Sightless Regular Candidates)

                                                            Full Marks — 100

                                   (For External and Sightless External Candidates)

Special credit will be given for answers which are brief and to the point. Marks will be deducted for spelling mistakes, untidiness and bad handwriting.

 

                                                    ( দ্বিভাজিত  পাঠ্যসূচি )

[ 'ক' বিভাগ থেকে 'চ' বিভাগ পর্যন্ত প্রদত্ত প্রশ্ন নিয়মিত ও বহিরাগত সব পরীক্ষার্থীদের জন্য এবং 'ছ' বিভাগে প্রদত্ত প্রশ্ন   শুধুমাত্র বহিরাগত পরীক্ষার্থীদের জন্য ] ( ১.২ ও ৩ নম্বর প্রশ্ন আবশ্যিক । কেবলমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীরা বিকল্প প্রশ্নের নির্দেশ অনুযায়ী উত্তর লিখবে । অন্য সকলে  মানচিত্র চিহ্নিত করবে । )

                                                          বিভাগ - ক

১। (ক)  প্রশ্নপত্রের সঙ্গে প্রদত্ত ভারতের রেখা-মানচিত্রে নিম্নলিখিতগুলি উপযুক্ত প্রতীক ও নামসহ চিহ্নিত করে মানচিত্রটি উত্তর-পত্রের সঙ্গে জুড়ে দাও :                                                                                ১ x ৫ = ৫

    ১। (ক .১)  ভারতের সর্বোচ্চ মালভূমি

    ১। (ক .২)  নর্মদা নদী

    ১। (ক .৩)  ভারতের মরু উদ্ভিদ অঞ্চল

    ১। (ক .৪)  পশ্চিমবঙ্গের চা উত্পাদক অঞ্চল

    ১। (ক .৫)  পূর্ব ভারতের একটি রেল ইঞ্জিন কারখানা ।

 

১। (খ)  প্রশ্নপত্রের সঙ্গে প্রদত্ত এশিয়ার রেখা-মানচিত্রে নিম্নলিখিতগুলি উপযুক্ত প্রতীক ও নামসহ চিহ্নিত করে মানচিত্রটি উত্তর-পত্রের সঙ্গে জুড়ে দাও :                                                                                ১ x ৫ = ৫

     ১। (খ .১)  হিন্দুকুশ পর্বত

     ১। (খ .২)  গোবি মরুভূমি  

     ১। (খ .৩)  ওব নদী

     ১। (খ .৪)  ভূমধ্যসাগরীয় অরণ্য  

     ১। (খ .৫)  ক্রান্তীয় মৌসুমি জলবায়ু অঞ্চল ।  

 

                                        [ শুধুমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য ]

১।  যে কোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও :                                                                                 ২ x ৫ = ১০

      (ক)  ভারতের একটি লাভা গঠিত মালভূমি এবং ব্যবিচ্ছন্ন মালভূমির নাম লেখো ।

      (খ)  পূর্ব ও পশ্চিম হিমালয়ের একটি করে গিরিপথের নাম লেখো ।

      (গ)  ভারতের চা ও কফি উত্পাদনে প্রথম স্থানাধিকারী রাজ্য দুটির নাম লেখো ।  

      (ঘ)  পশ্চিমবঙ্গের একটি গাড়ি নির্মাণ কেন্দ্র এবং একটি পেট্রোরসায়ন শিল্প কেন্দ্রের নাম লেখো ।

      (ঙ)  কোন কোন পর্বতের মাঝে তিব্বতের মালভূমি অবস্থিত ?

      (চ)  এশিয়ার দুটি পূর্ববাহিনী নদীর নাম লেখো ।  

      (ছ)  এশিয়ার ভুমধ্যসাগরীয় ও মৌসুমি অঞ্চলের একটি করে বৃক্ষের নাম উল্লেখ করো ।

      (জ)  এশিয়ার একটি লবণাক্ত ও একটি সুপেয় জলের হ্রদের নাম করো ।         

 

                                                            বিভাগ - খ

২।  (ক)  শুদ্ধ উত্তরটি চিহ্নিত করো :                                                                                      ১ x ৫ = ৫

     ২। (ক. ১)  ভারতের সাতপুরা একটি আগ্নেয় /স্তুপ / ভঙ্গিল পর্বতের উদাহরণ ।  

     ২। (ক. ২)  রাসায়নিক আবহবিকারের প্রাধান্য দেখা যায় মরু অঞ্চলে / মেরু অঞ্চলে / উষ্ণ-আর্দ্র অঞ্চলে ।

     ২। (ক. ৩)  বায়ুর চাপ মাপা হয় ব্যারোমিটার / থার্মোমিটার / হাইগ্রোমিটারের সাহায্যে । 

     ২। (ক. ৪)  পর্বতের প্রতিবাত ঢালে সাধারণত পরিচলন/ শৈলোৎক্ষেপ / ঘুর্ণবাত জনিত বৃষ্টিপাত দেখা যায় ।

      ২। (ক. ৫)  মরা কোটাল হয় অমাবস্যা তিথিতে / পূর্ণিমা তিথিতে / শুক্ল ও কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতে ।

 

২। (খ)  নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে 'শু' এবং অশুদ্ধ হলে পাশে 'অ' লেখো :                      ১ x ৫ = ৫

      ২। (খ. ১)  চিল্কা ভারতের পূর্ব উপকূলের একটি উপ-হ্রদ ।

      ২। (খ. ২)  মেরু অঞ্চলে সূর্যরশ্মির পতন কোণ কম থাকে বলে উষ্ণতাও কম থাকে ।  

      ২। (খ. ৩)  লুনি ভারতের একটি পূর্ববাহিনী নদী ।

      ২। (খ. ৪)  থর মরুভূমি অঞ্চলে লোহিত মৃত্তিকা দেখা যায় ।  

      ২। (খ. ৫)  কার্পাস বয়ন শিল্প হল গুজরাটের একটি প্রধান শিল্প ।

 

৩।  যে কোনো পাঁচটির উপর টীকা লেখো ।                                                                           ২ x ৫ = ১০

      (ক) লোয়েস সমভূমি

      (খ) পলল শঙ্কু

      (গ)  'দুন'

      (ঘ)  কচ্ছের রণ

      (ঙ)  বনসৃজনের প্রয়োজনীয়তা

      (চ)  পশ্চিমী ঝঞ্ঝা

      (ছ)  পরিচলন বৃষ্টিপাত

      (জ)  সমুদ্রস্রোতের প্রভাব ।

 

                                                        বিভাগ - গ  

                                   ( যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও )  

                    [ দৃষ্টিহীন পরীক্ষার্থীদের ক্ষেত্রে চিত্রাঙ্কন আবশ্যিক নয় ]

৪।  (ক)  চিত্রসহ বিভিন্ন ধরণের সঞ্চয়জাত সমভূমির উত্পত্তি আলোচনা করো ।  

       (খ)  ক্ষয়জাত পর্বতের বৈশিষ্ট্য কী কী ?  

       (গ)  আবহবিকার ও ক্ষয়ীভবনের মধ্যে পার্থক্য নিরূপণ কারো ।                                        ৫+৩+২=১০

 

৫।  (ক)  নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত যে কোনো তিনটি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও ।

      (খ)   গ্রাবরেখার সংক্ষিপ্ত বিবরণ দাও ।

      (গ)   ভেন্টিফ্যাক্ট কাকে বলে ?                                                                                      ৫+৩+২=১০

 

৬।  (ক)  উষ্ণতার তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো এবং যে কোনো একটি স্তরের বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো ।

      (খ)  সংক্ষেপে নিরক্ষীয় নিম্নচাপ বলয় ও আয়ন বায়ুর মধ্যে সম্পর্ক আলোচনা করো ।      

      (গ)  সমবর্ষণ রেখা কাকে বলে ?                                                                                   ৫+৩+২=১০

 

৭।   (ক)  উত্তর আটলান্টিক মহাসাগরে প্রধান স্রোতগুলির বর্ণনা দাও ।

       (খ)  জোয়ার ভাটার ফলাফল কী কী ?

       (গ)  প্রশান্ত মহাসাগরের একটি শীতল ও একটি উষ্ণ স্রোতের নাম উল্লেখ করো ।               ৫+৩+২=১০

 

                                                    বিভাগ - ঘ

                               ( যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও )

৮।   (ক)  ভারতের উপকূলীয় সমভূমির সংক্ষিপ্ত বর্ণনা দাও ।

       (খ)  পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতমালার মধ্যে তিনটি পার্থক্য উল্লেখ করো ।  

       (গ)  কোন কোন বায়ুর প্রভাবে তামিলনাড়ুতে বছরে দু'বার বৃষ্টি হয় ?                                  ৫+৩+২=১০

 

৯।   (ক)  উত্তর ও দক্ষিণ ভারতের নদীগুলির মধ্যে বৈশিষ্ট্যগত পার্থক্য আলোচনা করো ।  

       (খ)   রাজস্থানে মরুভূমি সৃষ্টি হয়েছে কেন ?

       (গ)   ভারতে ল্যাটেরাইটিক মৃত্তিকা ও কৃষ্ণমৃত্তিকাতে উত্পন্ন একটি করে কৃষিজ ফসলের নাম লেখো । ৫+৩+২=১০

 

১০।  (ক) ভারতের পাট চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও ।  

        (খ)  ভারতে কোন কোন পদ্ধতিতে জলসেচ করা হয় ।  

        (গ)  উদাহরণসহ অর্থকরী ফসলের সংজ্ঞা দাও ।                                                           ৫+৩+২=১০

 

১১।  (ক)  পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের বিকাশের কারণগুলি সংক্ষেপে ব্যাখ্যা করো ।

        (খ)   যে কোনো দু'ধরণের ইঞ্জিনিয়ারিং শিল্পের অবস্থানসহ নাম উল্লেখ করো ।

        (গ)   পেট্রো-রসায়ন শিল্পের প্রধান উত্পাদিত দ্রব্যগুলি কী কী ?                                     ৫+৩+২=১০

 

                                                     বিভাগ - ঙ

                               ( যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও )   

                  [ দৃষ্টিহীন পরীক্ষার্থীদের ক্ষেত্রে চিত্রাঙ্কন আবশ্যিক নয় ]

১২।  (ক)  পামীর গ্রন্থি থেকে বিস্তৃত পর্বতমালাগুলির সচিত্র বিবরণ দাও ।

        (খ)  এশিয়ার তিনটি প্রাচীন মালভূমির নাম লেখো ।

        (গ)  এশিয়ার নাতিশীতোষ্ণ তৃণভূমি জলবায়ুর দু'টি বৈশিষ্ট্য উল্লেখ করো ।                       ৫+৩+২=১০

 

১৩।  (ক)  এশিয়ার উত্তর বাহিনী নদীগুলির সংক্ষিপ্ত বিবরণ দাও ।

        (খ)   এশিয়ার নিরক্ষীয় চিরহরিৎ বৃষ্টি অরণ্য ও তৈগা বনভূমির বৈশিষ্ট্যগুলির পার্থক্য নিরূপণ করো ।

        (গ)   এশিয়ার তুন্দ্রা অঞ্চল সাধারণতঃ বৃক্ষ-বিরল কেন  ?                                               ৫+৩+২=১০

 

                                                      বিভাগ - চ

                                ( যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও )

১৪।   (ক)  পশ্চিমবঙ্গের তরাই ও ব-দ্বীপ অঞ্চলের ভূ-প্রকৃতি সম্পর্কে আলোচনা করো ।

          (খ)  উত্তরবঙ্গের নদীগুলির বৈশিষ্ট্য উল্লেখ করো ।

          (গ)  পশ্চিমবঙ্গের গ্রীষ্মকালীন বৈকালিক ঝড় হয় কেন ?                                                ৫+৩+২=১০

 

১৫।   (ক)  আমেরিকা যুক্তরাষ্ট্রের হ্রদ অঞ্চলের শিল্পোন্নতির কারণগুলি আলোচনা করো ।

          (খ)  কোন কোন জলবায়ু অঞ্চলের মধ্য দিয়ে নীল নদ প্রবাহিত হয় ?

          (গ)  নীল নদের ব-দ্বীপ অঞ্চলে অবস্থিত দু'টি বন্দরের নাম লেখো ।                                ৫+৩+২=১০

 

                                                    বিভাগ - ছ

                            [ শুধুমাত্র বহিরাগত পরীক্ষার্থীদের জন্য ]

১৬।   যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও :                                                                           ২ x ৫ = ১০

       (ক)  পাদদেশীয় সমভূমি কাকে বলে ?

       (খ)  শিলার শল্কমোচন কিভাবে হয়  ?

       (গ)  বাণিজ্য বায়ু বলতে কী বোঝ  ?   

       (ঘ)  বৃষ্টিচ্ছায় অঞ্চল কাকে বলে  ?    

       (ঙ)  ভারতের দু'টি আগ্নেয় পর্বতের নাম লেখো ।

       (চ)  ভারতের একটি পর্ণমোচী বৃক্ষ ও একটি ম্যানগ্রোভ উদ্ভিদের নাম লেখো ।

       (ছ)  কৃষ্ণমৃত্তিকার অপর নাম কী  ?  লবণাক্ত মৃত্তিকা ভারতের কোন অঞ্চলে দেখা যায় ?  

       (জ)  ভারতে পাট শিল্পের যে কোনো দু'টি সমস্যা উল্লেখ করো  ।

***

 

Comments

Related Items

Madhyamik - 2012 Life Science (Ben Ver)

                                         BIFURCATED & COMBINED SYLLABUS 

                                                                         2012

                                                                LIFE SCIENCE

Madhyamik - 2012 Life Science (Eng Ver)

                                                     (Bifurcated Syllabus)

                                                        [English Version]

                                                             Directions

Madhyamik - 2012 History [Ben Ver]

                                                                  2012

                                                             HISTORY

                                        Time - Three Hours Fifteen Minutes

Madhyamik - 2012 Geography [Eng Ver]

[ ENGLISH VERSION ] (Bifurcated Syllabus)

Madhyamik - 2012 History [Eng Ver]

[English Version] (Bifurcated Syllabus)