C প্রোগ্রামিং কিভাবে শুরু করবে ?

Submitted by tushar pramanick on Mon, 01/02/2012 - 13:48

প্রোগ্রামিং কিভাবে শুরু করবে ?

 

এই আর্টিকলে নিম্নলিখিত বিষয় গুলি বলা হলো :-

  1.   C প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি এবং কেনো বলা হয় ?
  2.  কেনো C প্রোগ্রামিং শিখবে ?
  3.  এনসি স্ট্যান্ডার্ড (ANSI standard) কি ?
  4.  হার্ডওয়্যার (Hardware) এবং সফটওয়্যার (Software) কি কি দরকার কম্পিউটারে C পোগ্রাম  run করানোর জন্য ?

 

C প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি ?

C একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ । C ল্যাঙ্গুয়েজ প্রথম তৈরি করেন  ডেনিস রিচি (Dennis Ritchie)  1972 সালে AT&T Bell ল্যাবে ।  ডেনিস রিচি এর নাম দেন ল্যাঙ্গুয়েজ C । কারন এর আগে  B বলে আগে থেকেই আর একটি প্ররগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছিল। B language থেকেই C এর উৎপত্তি হয়েছে।

 

C একটি ভীষণ জনপ্রিয়  high-level প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ । Low-level প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ Computers Machine সারাসারি বুঝতে পারে যা সাধারণত মেশিন কোড (machine code) বলে পরিচিত । high-level প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা পড়লে বুুুঝতে পারি ।

High-level  প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সুবধা গুলি হলো --

  1. সুপাঠ্যতা (Readability): পড়লে খুব সহজে বোঝা যায়।
  2. রক্ষণাবেক্ষণযোগ্যতা (Maintainability):  প্রোগ্রামগুলি মেইনটেইন করা সহজ
  3. বহনযোগ্যতা (Portability): প্রোগ্রামগুলি বিভিন্ন কম্পিউটার প্ল্যাটফর্ম জুড়ে পোর্ট করা সহজ।

 

C প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ইংরাজি ভাষার সাথে মিল থাকার জন্য আমাদের বুঝতে সুবিধা হয়  পাঠযোগ্যতা এবং রক্ষণাবেক্ষণযোগ্যতা থেকে আমরা  সরাসরি উপকৃত হয়।

প্রত্যেকটি high level ল্যাঙ্গুয়েজের কম্পাইলার (Compiler) দরকার হয় । কম্পাইলার high level ল্যাঙ্গুয়েজের instruction কে machine language এ রূপান্তর করে, যা কম্পিউটার সরাসরি বুঝতে পারে এবং প্রোগ্রামটি চলতে (execute) থাকে ।

একই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য বিভিন্ন কম্পিউটা মেশিনে বিভিন্ন কম্পাইলার (Compiler) এর পারে। উদাহরণস্বরূপ, উইন্ডোজ (Windows) অপারেটিং সিস্টেম ইনস্টলড কম্পিউটা মেশিনে C প্রোগ্রাম run করানোর জন্য  মাইক্রোসফ্ট এর C কম্পাইলার (Compiler) ব্যবহার করতে হবে যদি আমাকে ইউনিক্স, লিনাক্স, ম্যাকিন্টোস অপারেটিং সিস্টেম ইনস্টলড কম্পিউটা মেশিনে প্রোগ্রামগুলি চালানোর দরকার হয় তবে এই প্রোগ্রামগুলি কম্পাইল করার জন্য অন্য ধরণের C কম্পাইলার ব্যবহার করতে হবে। সুতরাং C প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লিখিত প্রোগ্রামগুলি এক মেশিনের থেকে বিভিন্ন মেশিনে চালাতে গেলে  পুনরায় প্রোগ্রামগুলি কম্পাইলার দিয়ে কম্পাইল করে চালাতে হয়

 

 

Comments

Related Items

C প্রোগ্রামের Constants ও Variables

Constants and Variables

Constant এর value  কখনোই চেঞ্জ হয় না। অন্যদিকে  variable কে ব্যবহার করা হয় ভিন্ন ভিন্ন ভ্যালু কে দেখানোর জন্য ।

ভালো C প্রোগ্রামিং কিভাবে করবে ?

ক্লাস 24 : তুমি এখন যে গুলি করতে পারো

CLASS 24: What You Can Do Now

You're now in the last chapter of this book. In this lesson you'll learn more about the C language from the following topics:

C Preprocessor এর ব্যবহার ও উপযোগিতা

In Chapter 2, "Writing Your First C Program," you learned how to use the #include preprocessor directive to include C header files. Since then, the #include directive has been used in every program in this book.

C প্রোগ্রামিং ও অ্যাডভান্স File অপারেশন

In last hour's lesson you learned the basics of reading and writing disk data files. In this lesson you'll learn more about communication with disk data files. The main topics discussed in this hour are

    Random access to files
    Reading or writing binary data

C প্রোগ্রামিং ও File অপারেশন

In Chapter 5, "Reading from and Writing to Standard I/O," you learned how to read or write characters through standard input or output. In this lesson you'll learn to read data from or write data to disk files. The following topics are discussed in this lesson: