ধনাত্মক সূক্ষ্মকোণের ত্রিকোনমিতিক কোনানুপাত ও আদর্শ কোণসমূহ (Trigonometrical Ratios of Positive Acute Angles and Standard Angles)
সূচনা ( Introduction )
ত্রিভুজের তিনটি কোণ ও তিনটি বাহুর পরিমাপ এবং তাদের পারস্পরিক সম্বন্ধ সম্পর্কে আলোচনাই ত্রিকোণমিতির বিষয়বস্তু। এজন্য ত্রিকোণমিতিক কোণানুপাত সম্পর্কে আমাদের জানতে হবে। এই অধ্যায়ে ধনাত্মক ত্রিকোণমিতিক কোণানুপাত এবং তাদের পারস্পরিক সম্পর্ক সম্মন্ধে আলোচনা করা হয়েছে।
ত্রিকোণমিতিক কোণানুপাতসমূহ (Trigonometrical Ratios of Angles)
মনে করি OA একটি ঘূর্ণিয়মান সরলরেখা । এটি এর প্রাথিমিক অবস্থান OA থেকে ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরে OB অবস্থানে গেল এবং ∠AOB কোণ উৎপন্ন করল। মনে করি ∠AOB=θ . এটি একটি সূক্ষকোণ OB বাহুর উপরে M যেকোনো একটি বিন্দু নেওয়া হল এবং M থেকে OA বাহুর উপরে MN লম্ব টানা হল। স্পষ্টতইMON একটি সমকোণী ত্রিভুজ হবে। যার θ কোণের সাপেক্ষে OM হল অতিভুজ এবং ON হল ভূমি ।
এখন θ কোণের কোণানুপাতের সংজ্ঞা থেকে পাই
MNOM অনুপাতকে θ কোণের sine বা সংক্ষেপে sinθ ,
ONOM অনুপাতকে θ কোণের cosine বা সংক্ষেপে cosθ ,
MNON অনুপাতকে θ কোণের tangent বা সংক্ষেপে tanθ ,
OMMN অনুপাতকে θ কোণের cosecant বা সংক্ষেপে cosecθ ,
OMON অনুপাতকে θ কোণের secant বা সংক্ষেপে secθ
এবং ONMN অনুপাতকে θ কোণের cotangent বা সংক্ষেপে cotθ বলা হয়।
θ কোণের সাপেক্ষে উপরের উল্লেখিত অনুপাতকে ত্রিকোণমিতিক কোণানুপাত বলা হয় ।
একটি প্রদত্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত অভিন্ন (The Trigonometrical Ratios are always the same for a given angle)
একটি প্রদত্ত কোণের ত্রিকোণমিতিক কোণানুপাতগুলি সমকোণী ত্রিভুজের দুটি বাহুর অনুপাত দ্বারা প্রকাশ করা হয় । যদি কোণের মান অপরিবর্তিত থাকে কিন্তু ত্রিভুজের আকার পরিবর্তিত হয় তবে কোণানুপাতগুলির মানের কোনো পরিবর্তন হবেনা ।
মনে করি ∠AOB=θ ; OB বাহুর উপরে যেকোনো দুটি বিন্দু P ও Q নেওয়া হল এবং বিন্দু দুটি থেকে OA বাহুর উপরে যথাক্রমে PM এবং QN লম্ব টানা হল। আবার OA বাহুর উপরে L যেকোনো বিন্দু নেওয়া হল এবং L বিন্দু থেকে OB বাহুর উপরে LR লম্ব টানা হল।
কোণানুপাতের সংজ্ঞা থেকে আমরা লিখতে পারি
POM ত্রিভুজের sinθ=PMOP
QON ত্রিভুজের sinθ=QNOQ
এবং LOR ত্রিভুজের sinθ=LROL
এখানে দেখা যাচ্ছে ত্রিভুজ POM , ত্রিভুজ QON এবং ত্রিভুজ LOR এর সাধারণ কোণ θ
এবং ∠PMO=∠QNO=∠LRO=90∘
সুতরাং অবশিষ্ট কোণগুলি পরস্পরের সঙ্গে সমান হবে
অতএব ∠MOP=∠NQO=∠OLR
অতএব ত্রিভুজ POM , ত্রিভুজ QON এবং ত্রিভুজ LOR সদৃশকোণী
সুতরাং PMOP=QNOQ=LROL
উপরের আলোচনা থেকে সহজেই বোঝা যাচ্ছে যে ত্রিভুজের আকারের পরিবর্তন হলেও ত্রিভুজের sinθ মানের কোনো পরিবর্তন হয়না। sinθ এর মান কেবল কোণের মানের উপর নির্ভর করে।
একইভাবে প্রমাণ করা যায় অন্যান্য কোণানুপাতের মান কেবল কোণের মানের উপর নির্ভর করে। ত্রিভুজের আকারের উপর নয় ।
ত্রিকোণমিতিক কোণানুপাতের পারস্পরিক সম্মন্ধ (Relations among the Trigonometrical Ratios)
এই চিত্র থেকে পাই
sinθ=MNOM.............(i)
এবং cosecθ=OMMN.............(ii)
(i) ও (ii) গুণ করে পাই
sinθ⋅cosecθ=MNOM⋅OMMN=1⇒sinθ⋅cosecθ=1⇒sinθ=1cosecθor,cosecθ=1sinθ
একইভাবে চিত্র থেকে পাই
cosθ=ONOM..............(iii)
এবং secθ=OMON..............(iv)
(iii) ও (iv) গুণ করে পাই
cosθ⋅secθ=ONOM⋅OMON=1⇒cosθ⋅secθ=1⇒cosθ=1secθor,secθ=1cosθ
আবার চিত্র থেকে পাই
tanθ=MNON.............(v)
এবং cotθ=ONMN...............(vi)
(v) ও (vi) গুণ করে পাই
tanθ⋅cotθ=MNON⋅ONMN=1⇒tanθ⋅cotθ=1⇒tanθ=1cotθor,cotθ=1tanθ
আবার
tanθ=MNON=MNOMONOM=sinθcosθ
এবং cotθ=ONMN=ONOMMNOM=cosθsinθ
আবার OMN সমকোণী ত্রিভুজের ∠ONM=90∘ = 1 সমকোণ
অতএব পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী
MN2+ON2=OM2 ................(vii)
উপরের সমীকরণের উভয়পক্ষকে OM2 দিয়ে ভাগ করে পাই
MN2OM2+ON2OM2=1⇒(MNOM)2+(ONOM)2=1⇒sin2θ+cos2θ=1
আবার (vii) নং সমীকরণকে ON2 দিয়ে ভাগ করে পাই
MN2ON2+1=OM2ON2⇒(OMON)2−(MNON)2=1⇒sec2θ−tan2θ=1
সবশেষে (vii) নং সমীকরণকে আবার MN2 দিয়ে ভাগ করে পাই
MN2MN2+ON2MN2=OM2MN2⇒1+(ONMN)2=(OMMN)2⇒(OMMN)−(ONMN)=1⇒cosec2θ−cot2θ=1
ত্রিকোণমিতিক কোণানুপাতসমূহের মানের সীমা ( Limits of the values of Trigonometrical Ratios )
পাশের চিত্র থেকে আমরা পরিষ্কার একটি ধারণা করতে পারি যে
sinθ=MNOM
এবং cosθ=ONOM
এখন OM হল সমকোণী ত্রিভুজ OMN এর অতিভুজ। সুতরাং OM এর মান কখনো MN এবং ON এর থেকে ছোটো হতে পারেনা। সুতরাং আমরা বলতে পারি যে MNOM এবং ONOM কখনো 1 এর থেকে বড়ো হবে না। অতএব sinθ এবং cosθ এর মান কখনো 1 এর থেকে বড়ো হবে না ।
আবার cosecθ=OMMN এবং secθ=OMON . এর থেকে বোঝা যাচ্ছে cosecθ এবং secθ এর মান কখনো 1 এর থেকে ছোটো হবে না ।
সবশেষে tanθ=MNON এবং cotθ=ONMN .
স্পষ্টতই MN এর মান ON এর থেকে বড়ো বা ছোটো দুটোই হতে পারে। সুতরাং tanθ এবং cotθ এর মান যেকোনো ধনাত্মক মান হতে পারে ।
সুতরাং θ ধনাত্মক সূক্ষকোণ হলে কোণানুপাতগুলি ঋণাত্মক হবে না এবং
- sinθ এবং cosθ এর মান কখনো 1 এর থেকে বড়ো হবে না ।
- cosecθ এবং secθ এর মান কখনো 1 এর থেকে ছোটো হবে না ।
- tanθ এবং cotθ এর মান যেকোনো ধনাত্মক মান হতে পারে ।
আদর্শ কোণ সমূহের কোণানুপাত (Trigonometrical Ratios of Standard Angles)
ত্রিকোণমিতিতে 0∘ , 30∘ , 45∘ , 60∘ ও 90∘ কোণগুলিকে আদর্শ কোণ বলা হয় এবং তাদের কোণানুপাত সমূহ বহুল ব্যব্যহৃত হয়। সেইজন্যে এই কোণ গুলির কোণানুপাত সমূহের মান মনে রাখা প্রয়োজন। নীচে আদর্শ কোণগুলির sine , cosine ও tangent এর মানসমূহ তালিকা বদ্ধ করে দেখানো হয়েছে।
কোণ | 0∘ | 30∘ | 45∘ | 60∘ | 90∘ |
---|---|---|---|---|---|
sin | 0 | 12 | 1√2 | √32 | 1 |
cos | 1 | √32 | 1√2 | 12 | 0 |
tan | 0 | 1√3 | 1 | √3 | অসংজ্ঞাত |
সংক্ষিপ্তকরণ (Summarisation)
- sinθcosecθ=1⇒cosecθ=1sinθ
- cosθsecθ=1⇒secθ=1cosθ
- tanθcotθ=1⇒cotθ=1tanθ
- tanθ=sinθcosθ
- cotθ=cosθsinθ
- sin2θ বলতে যেমন (sinθ)2 তেমন tan3θ বলতে বোঝায় (tanθ)3
- sin2θ+cos2θ=1
- sec2θ=1+tan2θ
- cosec2θ=1+cot2θ
- sinθ এবং cosθ এর মান কখনো 1 এর থেকে বড়ো হবে না।
- cosecθ এবং secθ এর মান কখনো 1 এর থেকে ছোটো হবে না।
- tanθ এবং cotθ এর মান যেকোনো ধনাত্মক মান হতে পারে।
- 1719 views