বোকারো ইস্পাত কারখানা [Bokaro Steel Plant] : ঝাড়খন্ড রাজ্যের দামোদর ও বোকারো নদীর সংগম স্থলের উত্তরে বোকারো নামক স্থানে সোভিয়েত রাশিয়ার সহায়তায় বোকারো ইস্পাত কারখানাটি স্থাপিত হয় । ১৯৬৪ সালের ২৯ শে জানুয়ারী এই কারখানটি লিমিটেড কোম্পানি হিসাবে অন্তর্ভুক্তি হয় ও পরে Steel Authority of India -র অন্যতম ইউনিট হিসাবে সংযুক্তি ঘটে ।
কারখানাটির অনুকূল ভৌগোলিক অবস্থান :- (১) ঝরিয়া খনির কয়লা, (২) সিংভুম ও ময়ূরভঞ্জের আকরিক লৌহ, (৩) বীরমিত্রপুর ও গাংপুরের চুনাপাথর, (৪) দামোদর নদের জল, (৫) স্থানীয় সুলভ শ্রমিক, (৬) স্থানীয় তাপ বিদ্যুৎ শক্তি এবং (৭) কলকাতা বন্দরের সঙ্গে রেলপথের যোগাযোগ এই ইস্পাত কারখানাটিকে গড়ে উঠতে সাহায্য করেছে ।
উৎপাদন :- ২০০২ সালে এই কারখানাটির উৎপাদন ক্ষমতা ছিল প্রায় ৪৩ লক্ষ ৬০ হাজার টন ইস্পাত পিন্ড ।
***
- 1471 views