সালফিউরিক অ্যাসিডের ব্যবহার

Submitted by arpita pramanik on Fri, 03/15/2013 - 21:20

সালফিউরিক অ্যাসিডের ব্যবহার :

[i] রসায়নাগারে সালফিউরিক অ্যাসিডকে জারক এবং বিশোষক পদার্থ হিসাবে ব্যবহার হয়, কারণ সালফিউরিক অ্যাসিডের জল শোষণ ক্ষমতা আছে ।

[ii] বিভিন্ন রাসায়নিক সার যেমন- অ্যামোনিয়াম সালফেট, সুপার ফসফেট অফ লাইম প্রস্তুতিতে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয় ।

[iii] পেট্রোলিয়াম পরিশোধনে বিভিন্ন অজৈব অ্যাসিড যেমন HCl, HNO3, অ্যালাম তৈরি করতে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয় ।

[iv] স্টোরেজ ব্যাটারিতে সালফিউরিক অ্যাসিডকে ব্যবহার করা হয় ।

[v] বিস্ফোরক দ্রব্য (ট্রাইনাইট্রো গ্লিসারিন -T.N.G,  ট্রাইনাট্রোটলুইন -T.N.T), গ্লুকোজ, ইথার, অ্যালকোহল, কৃত্রিম রেশম প্রস্তুতিতে, ধাতু নিষ্কাশনে সালফিউরিক অ্যাসিডের ব্যবহার হয়ে থাকে ।

[vi] সিন্থেটিক পেন্টস, রঞ্জক পদার্থ ও ওষুধ প্রস্তুতিতে এবং চামড়া ট্যান করা শিল্প ইত্যাদিতে H2SO4 ব্যবহৃত হয় । 

সালফিউরিক অ্যাসিডের মধ্যে হাইড্রোজেন, অক্সিজেন এবং সালফার আছে— প্রমাণ কর ।

[i] একটি ফ্লাস্কের মধ্যে ঝামা পাথর রেখে লোহিত-তপ্ত করা হল এবং ফ্লাস্কের সঙ্গে যুক্ত একটি বিন্দুপাতী ফানেল থেকে ফোঁটা ফোঁটা গাঢ় সালফিউরিক অ্যাসিড তপ্ত ঝামা পাথরের ওপর ফেলা হল । এর ফলে সালফিউরিক অ্যাসিড বিয়োজিত হয়ে যেসব গ্যাস উৎপন্ন করে সেগুলিকে প্রথমে বরফে রাখা U -টিউবের মধ্য দিয়ে, পরে হিম মিশ্রে রাখা অন্য একটি U -টিউবের মধ্যে চালনা করা হল । এর ফলে শেষ U -টিউবটির নির্গম-নল থেকে একটি বর্ণহীন গ্যাস নির্গত হতে দেখা যায় । গ্যাসটির মধ্যে একটি শিখাহীন জ্বলন্ত পাটকাঠি ধরলে তীব্র ভাবে জ্বলে ওঠে এবং নির্গত গ্যাসটি ক্ষারীয় পাইরোগ্যালেট দ্রবণে শোষিত হয় । এর দ্বারা প্রমাণিত হয় যে, নির্গত গ্যাসটি অক্সিজেন । এই অক্সিজেন সালফিউরিক অ্যাসিড থেকে আসে । 

[ii] বরফে রাখা U -টিউবটির মধ্যে বর্ণহীন তরল জমা হয় যা অনার্দ্র সাদা CuSO4 -কে নীল করে । সুতরাং প্রমাণিত হয় যে, বর্ণহীন তরলটি জল । জলে H2 আছে— এই হাইড্রোজেন আসে সালফিউরিক অ্যাসিড থেকে । 

[iii] হিমমিশ্রে রাখা U -টিউবটির মধ্যে যে হলুদ বর্ণের তরল জমা হয় তাকে একটি বদ্ধ কাঁচের বালবের মধ্যে নিয়ে 150°C উষ্ণতায় উত্তপ্ত করলে হলুদ অধঃক্ষেপ পাওয়া যায়— যাকে পোড়ালে পোড়া বারুদের গন্ধ পাওয়া যায় এবং যা CS2 -তে দ্রবীভূত হয় । সুতরাং প্রমাণিত হল, হলুদ অধঃক্ষেপটি সালফারের । এই সালফার আসে সালফিউরিক অ্যাসিড (H2SO4) থেকে ।

বিক্রিয়া : [tex] 2{H_2}S{O_4} = 2{H_2}O + 2S{O_2} + {O_2} [/tex],    [tex] 3S{O_2} + 2{H_2}O = S + 2{H_2}S{O_4} [/tex]

*****

Related Items

জৈব যৌগের গঠনগত সমাবয়বতা

একই আণবিক সংকেত বিশিষ্ট একাধিক যৌগে বিভিন্ন কার্যকরী মূলকের উপস্থিতির জন্য যে সমাবয়বতার সৃষ্টি হয়, তাকে কার্যকরী মূলক ঘটিত সমাবয়বতা বলে । এই দুটি যৌগে উপাদান হিসাবে C, H এবং O -এর ওজনের অনুপাত একই কিন্তু এরা ভিন্ন প্রকৃতির যৌগ । একটি হল অ্যালকোহল ...

জৈব যৌগগুলির প্রাথমিক শ্রেণিবিভাগ

কার্যকরী মূলকের ওপর ভিত্তি করে জৈব যৌগগুলিকে বিভিন্ন শ্রেণিতে ভাগ করা যায় । যথা - হাইড্রোকার্বন, অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড যৌগ । নীচে জৈব যৌগের কয়েকটি শ্রেণি এবং প্রতিটি শ্রেণির প্রথম তিনটি সদস্যের নাম ও গঠন দেওয়া হল ...

জৈব যৌগের কার্যকরী মূলক বা পরিচায়ক শ্রেণি

অসংখ্য জৈব যৌগকে, ওদের রাসায়নিক ধর্মের ওপর ভিত্তি করে কতকগুলি শ্রেণিতে ভাগ করা হয়েছে । দেখা যায় যে, এই রকম প্রতিটি শ্রেণিতে যৌগগুলির মধ্যে একটি বিশেষ মূলক বর্তমান থাকে । এই মুলকের উপস্থিতির জন্য ওই শ্রেণির সমস্ত যৌগের রাসায়নিক ধর্ম প্রায় একই রকম হয় ...

জৈব যৌগের বন্ধন প্রকৃতি

কর্বনের পারমাণবিক সংখ্যা 6, কার্বনের ইলেকট্রন বিন্যাস থেকে জানা যায় কার্বনের প্রথম কক্ষে 2টি এবং বাইরের কক্ষে 4টি ইলেকট্রন আছে । কার্বন পরমাণু বাইরের কক্ষের 4টি ইলেকট্রন, অন্য পরমাণুর বাইরের কক্ষের ইলেকট্রনের সঙ্গে চারটি ইলেকট্রন জোড় গঠন করে সমযোজ্যতা দ্বারা জৈব ...

জীবজ অণু (Biomolecules)

সজীব কোশে সংশ্লেষিত ক্ষুদ্র অণু ও বৃহদ অণুকে একত্রে জীবজ অণু বলা হয় । প্রায় সমস্ত জীবজ অণুই কার্বোহাইড্রেট, প্রোটিন, নিউক্লীয়িক অ্যাসিড, লিপিড এই চারটি শ্রেণির কোনো একটির অন্তর্ভুক্ত । এগুলি কোশের জীবজ পলিমার । কার্বোহাইড্রেট সরল সুগারের ...