তড়িৎ-বিশ্লেষণের প্রয়োগ

Submitted by arpita pramanik on Wed, 02/20/2013 - 12:28

তড়িৎ-বিশ্লেষণের প্রয়োগ (Application of Electrolysis) :

তড়িৎ-বিশ্লেষণের নীতি প্রয়োগ করে—

(i) ধাতু নিষ্কাশন : তীব্র তড়িৎ-ধনাত্মক ধাতুগুলি যেমন— সোডিয়াম, পটাশিয়াম, ক্যালশিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম প্রভৃতি ধাতুগুলিকে তাদের আকরিক থেকে নিষ্কাশিত করা হয় । আবার কতকগুলি ধাতু যেমন— কপার, জিঙ্ক, অ্যালুমিনিয়াম প্রভৃতির তড়িৎ-বিশ্লেষণ পদ্ধতি প্রয়োগ করে বিশোধন করা হয় ।

(ii) ইলেকট্রো-টাইপ তৈরিতে বা তড়িৎ লেপনে তড়িৎ-বিশ্লেষণের নীতিকে ব্যবহার করা হয় ।

তড়িৎ-লেপন (Electroplating) :- তামা, পিতল, লোহা, প্রভৃতি ধাতু বা ধাতু-সংকরের তৈরি বস্তুর ওপর তড়িৎবিশ্লেষণ প্রক্রিয়ায় সোনা, রুপো, নিকেল, ক্রোমিয়াম ইত্যাদি অপেক্ষাকৃত কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়া হয় । এই পদ্ধতিকে তড়িৎ লেপন বলে ।

তড়িৎ-লেপনের উদ্দেশ্য :- তামা, লোহা, পিতল প্রভৃতি ধাতু বা ধাতু সংকরের তৈরি বস্তুগুলিকে জলবায়ুর প্রকোপ থেকে রক্ষা করার জন্য, বিশেষত বাতাসের মধ্যস্থ জলীয় বাষ্প এবং অক্সিজেনের আক্রমণ থেকে রক্ষা করার জন্য এবং পদার্থগুলির সৌন্দর্য ও স্থায়িত্ব বাড়ানোর জন্য ওই বস্তুগুলির ওপর তড়িৎ লেপন করা হয় । যেমন— লোহার তৈরি বস্তুর উপর আর্দ্র বায়ুতে মরচে পড়ে, ফলে বস্তুটির সৌন্দর্য নষ্ট হয় এবং ক্রমশ ভঙ্গুর হয়ে বস্তুর স্থায়িত্ব কমে যায় । বস্তুটিকে পরিষ্কার করে তার ওপর নিকেল, ক্রোমিয়াম প্রভৃতির আস্তরণ দিলে মরচে পড়ে না । বস্তুটি দেখতে সুন্দর হয় ও স্থায়িত্ব বেড়ে যায় । এছাড়া পিতল বা ব্রোঞ্জের গহনার ওপর সোনার প্রলেপ দিয়ে ও ওর সৌন্দর্য, স্থায়িত্ব এবং ক্রেতার আকর্ষণ করার ক্ষমতা বাড়ানো হয় । 

পদ্ধতি:

(i) যে বস্তুর ওপর তড়িৎ-লেপন করা হয়, প্রথমে তাকে পর পর লঘু ক্ষার দ্রবণ, অ্যাসিড দ্রবণ এবং সবশেষে জল দিয়ে ভাল করে ধুয়ে পরিষ্কার করা হয় ।

(ii) এই পরিষ্কার করা বস্তুকে ভোল্টামিটারে ক্যাথোড রূপে ব্যবহার করা হয় ।

(iii) যে ধাতুর প্রলেপ দিতে হবে, সেই ধাতুর টুকরোকে অ্যানোডরূপে ব্যবহার করা হয় ।

(iv) ভোল্টামিটারে তড়িৎ বিশ্লেষ্য পদার্থরূপে ব্যবহার করা হয়, যে পদার্থের প্রলেপ দেওয়া হবে সেই পদার্থের জলে দ্রাব্য লবণের দ্রবণ ।

(v) দ্রবণের মধ্য দিয়ে তড়িৎপ্রবাহ চালনা করলে অ্যানোডের ধাতু ক্রমশ ক্ষয় পায় এবং ক্যাথোডে ঝোলানো বস্তুগুলির ওপর ওই ধাতুর প্রলেপ পড়তে থাকে । যত বেশি সময় ধরে তড়িৎপ্রবাহ করা হয় তত বেশি পরিমাণ প্রলেপ পড়ে ।

নিকেলের প্রলেপ (Electroplating with nickel) :- নিকেলের প্রলেপ দিতে হলে বিশুদ্ধ নিকেল ধাতুকে অ্যানোডরূপে এবং নিকেল সালফেট এবং অ্যামোনিয়াম সালফেট দ্রবণের সঙ্গে সামান্য বোরিক অ্যাসিড মিশিয়ে সেই দ্রবণকে তড়িৎ-বিশ্লেষ্য পদার্থরূপে ব্যবহার করা হয় ।

তামার প্রলেপ (Electroplating with copper) :- লোহার দ্রব্যে তামার প্রলেপ দিতে হলে, তামার পাতকে অ্যানোড এবং লোহার দ্রব্যকে ক্যাথোডরূপে ব্যবহার করা হয় । তড়িৎ বিশ্লেষ্য পদার্থরূপে কপারের জলে দ্রাব্য লবণ কপার সালফেট ব্যবহার করা হয় । এর সঙ্গে কয়েক ফোঁটা H2SO4 যোগ করা হয় ।

[tex] CuS{O_4} \rightleftharpoons C{u^{ +  + }} + SO_4^ = [/tex] 

ক্যাথোডে : Cu++ + 2e → Cu ।

অ্যালুমিনিয়াম নিষ্কাশন (Extraction of Aluminium) :- গলিত ক্রায়োলাইট ও ফ্লুওস্পার (CaF2) মিশ্রণে অ্যালুমিনা (Al2O3) যোগ করে তড়িৎ বিশ্লেষণ ঘটালে ক্যাথোডে অ্যালুমিনিয়াম উৎপন্ন হয় । তড়িৎ বিশ্লেষণ ক্রিয়া ঘটানো হয় একটি আয়তাকার লোহার তৈরি ট্যাঙ্কে । ওই ট্যাঙ্কে ভিতরের দিকে গ্যাস কার্বনের পুরু আস্তরণ দেওয়া থাকে । ওই কার্বন স্তর ক্যাথোডরূপে কাজ করে এবং অ্যানোড হিসাবে ব্যবহৃত হয় একটি অনুভূমিক কপার দন্ড থেকে লম্বভাবে ঝুলিয়ে দেওয়া কয়েকটি গ্রাফাইট দন্ড, ট্যাঙ্কের নীচের দিকে গলিত ধাতু বের করে নেওয়ার জন্য একটি নির্গম নল থাকে । প্রথমে ট্যাঙ্কের মধ্যে কৃত্রিম ক্রায়োলাইট চূর্ণ নিয়ে তড়িৎপ্রবাহ দ্বারা গলানো হয় । এই গলিত ক্রায়োলাইট বিশুদ্ধ অ্যালুমিনা ও কিছুটা ফ্লুওস্পার যোগ করা হয় । তারপর 876°C - 950°C তাপাঙ্কে ও ভোল্টেজ 5 - 6 ভোল্ট এবং প্রবাহমাত্রা 100 অ্যাম্পিয়র প্রতি বর্গ ডেসিমিটারে তড়িৎবিশ্লেষণ করলে ক্যাথোডে ধাতব অ্যালুমিনিয়াম এবং অ্যানোডে অক্সিজেন গ্যাস উৎপন্ন হয় ।

তামার বিশোধন (Purification of copper) :- নিষ্কাশন পদ্ধতিতে প্রাপ্ত খাদ মিশ্রিত অশুদ্ধ তামাকে তড়িৎবিশ্লেষণ পদ্ধতিতে বিশোধন করা হয় । ভোল্টামিটারে সামান্য H2SO4 (10 - 15%) মেশানো ঘন CuSO4 দ্রবণ নিয়ে তাতে অ্যানোড হিসাবে অশুদ্ধ মোটা তামার পাত এবং ক্যাথোড হিসাবে বিশুদ্ধ তামার পাত আংশিক ডুবানো থাকে । দ্রবণের মধ্য দিয়ে তড়িৎপ্রবাহ চালনা করলে অ্যানোড থেকে Cu2+ আয়ন দ্রবণে ক্রমগত চলে আসে এবং দ্রবণ থেকে Cu2+ আয়ন ক্যাথোড থেকে ইলেকট্রন নিয়ে বিশুদ্ধ তামা হিসাবে ক্যাথোডে সঞ্চিত হয়; খাদ দ্রবণের তলায় থিতিয়ে যায় । এভাবেই বিশুদ্ধ তামা পাওয়া যায় ।    

*****

Related Items

তাপ পরিমাপের একক ও আপেক্ষিক তাপ

তাপের পরিমাপ নির্ণায়ক বিষয়সমূহ, কোনো বস্তুর তাপের পরিমাণ বস্তুর ভর, উষ্ণতা এবং প্রকৃতির ওপর নির্ভে করে । কোনো পদার্থের একক ভরের উষ্ণতা এক ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয়, তাকে ওই পদার্থের আপেক্ষিক তাপ বলে । ...

গাণিতিক উদাহরণ : তাপ (Heat)

তাপ সম্পর্কিত গাণিতিক উদাহরণ । বিভিন্ন বোর্ডের পরীক্ষায় আগত প্রশ্নপত্র এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম এ আগত গাণিতিক প্রশ্নের সমাধান আলোচনা করা হলো । ...

সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের সম্পর্ক

সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের নিম্ন-স্থিরাঙ্ক ও ঊর্ধ্ব-স্থিরাঙ্কের মধ্যবর্তী উষ্ণতার ব্যবধানকে অর্থাৎ, প্রাথমিক অন্তরকে যথাক্রমে সমান 100 এবং 180 ভাগে ভাগ করা হয়েছে । সুতরাং বলা যায়, সেলসিয়াস স্কেলের 100 ঘর = ফারেনহাইট স্কেলের 180 ঘর । ...

থার্মোমিটার স্কেল

উষ্ণতা মাপার স্কেল তৈরি করার জন্য দুটি নির্দিষ্ট উষ্ণতা স্থির ধরে নেওয়া হয় । এই উষ্ণতা দুটিকে স্থিরাঙ্ক বলে । প্রমাণ বায়ুমন্ডলীয় চাপে যে উষ্ণতায় বিশুদ্ধ বরফ গলে জলে পরিণত হয় অথবা বিশুদ্ধ জল জমে বরফে পরিণত হয় তাকে নিম্ন-স্থিরাঙ্ক বা হিমাঙ্ক ...

উষ্ণতার পরিমাপ

তাপের প্রভাবে পদার্থের অনেক ভৌত গুণাবলীর পরিবর্তন হয় । যেমন— কঠিন, তরল ও গ্যাসের আয়তন প্রসারণ, পরিবাহীর রোধের পরিবর্তন ইত্যাদি । উষ্ণতার পরিবর্তনের সঙ্গে সঙ্গে পদার্থের এই সমস্ত ভৌত গুণাবলীর নিয়মিত পরিবর্তনকে কাজে লাগিয়ে উষ্ণতার পরিমাপ করা হয় । ...