তপ্ত ক্যাথোড-রশ্মি নল

Submitted by arpita pramanik on Fri, 02/01/2013 - 12:59

তপ্ত ক্যাথোড-রশ্মি নল (Hot cathode ray tube) :

এটি প্রধানত একটি বায়ুশূন্য কাচের নল । নলটির ভিতরের দেওয়ালে পরিবাহী পদার্থের আস্তরণ লাগানো থাকে । ক্যাথোড C হল ইলেকট্রনের উৎস । যখন তড়িৎপ্রবাহ পাঠিয়ে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে একে উত্তপ্ত করা হয় তখন এ থেকে ইলেকট্রন নির্গত হয় । G হল গ্রিড, এটি নিকেলের তৈরি একটি চোঙ । এই গ্রিড ক্যাথোডকে সম্পূর্ণ ভাবে ঘিরে থাকে । ক্যাথোডের সাপেক্ষে গ্রিডকে ঋণাত্মক বিভবে রাখা হয় যাতে ক্যাথোড থেকে নির্গত ইলেকট্রনের স্রোত গ্রিডের বিকর্ষী ক্রিয়ায় একটি সরু রশ্মিতে পরিণত হয় । কেন্দ্রে ছিদ্রযুক্ত দুটি অ্যানোড চাকতি A1 ও A3 এবং চোঙাকৃতি একটি অ্যানোড A2 চিত্রের মতো থাকে । অ্যানোডগুলি ধনাত্মক বিভবে থাকে । A1 থেকে A2 উচ্চতর বিভবে এবং A2 থেকে A3 উচ্চতর বিভবে থাকে ।  A1, A2 ও A3 -এর ভিতর দিয়ে যাওয়ার ফলে ইলেকট্রন রশ্মি (ক্যাথোড রশ্মি) খুব সরু হয় এবং ইলেকট্রনগুলি উচ্চ বেগপ্রাপ্ত হয় । S হল একটি পর্দা যার ভিতরের পৃষ্ঠে প্রতিপ্রভ পদার্থের প্রলেপ লাগানো থাকে । ইলেকট্রন-রশ্মি আপতিত হলে পর্দায় একটি উজ্জ্বল আলোক বিন্দু গঠিত হয় । A3 এবং পর্দা S একই বিভবে যুক্ত থাকে । একজোড়া বিক্ষেপী প্লেট MM তে বিভব প্রভেদ প্রয়োগ করলে ইলেকট্রন-রশ্মির উলম্ব তলে বিক্ষেপ ঘটে এবং অপর একজোড়া প্লেট NN তে বিভব প্রভেদ প্রয়োগ করলে রশ্মি অনুভূমিক তলে বিক্ষিপ্ত হয় । NN এবং MM প্লেটে প্রযুক্ত বিভবের পরিবর্তনের ওপর নির্ভর করে পর্দার ওপর আলোক বিন্দু ক্রমাগত স্থান পরিবর্তন করে, যার ফলে পর্দায় একটি আলোকিত চিত্র দেখা যায় । রেডিয়ো ইঞ্জিনিয়ারিং -এ, রাডারের ক্ষেত্রে, টেলিভিশন ইত্যাদিতে তপ্ত ক্যাথোড রশ্মি নল ব্যবহার করা হয় ।

 

*****

Comments

Related Items

হাইড্রোক্লোরিক অ্যাসিডের ব্যবহার

রসায়নাগারে হাইড্রোক্লোরিক অ্যাসিড খুবই প্রয়োজনীয় বিকারক । ক্লোরিনের শিল্পোত্পাদনে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ব্যবহার হয় । অ্যাকুয়া রিজিয়া (অম্লরাজ) প্রস্তুতিতে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ব্যবহার হয়, যা সোনা গলাতে দরকার হয় । রঞ্জন শিল্পে, চর্ম শিল্পে, লোহার ওপর দস্তা ...

হাইড্রোক্লোরিক অ্যাসিডের শনাক্তকরণ

সিলভার নাইট্রেট দ্রবণের সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় অদ্রাব্য সিলভার ক্লোরাইডের থকথকে সাদা অধঃক্ষেপ পাওয়া যায় । এই অধঃক্ষেপ নাইট্রিক অ্যাসিড -তে অদ্রাব্য কিন্তু অতিরিক্ত অ্যামোনিয়াম হাইড্রোক্সিড -এ দ্রাব্য । হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে ক্লোরিন এবং হাইড্রোজেন ...

হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের ধর্ম

হাইড্রোজেন ক্লোরাইড বর্ণহীন, শ্বাসরোধী, ঝাঁঝালো গন্ধযুক্ত, অম্লস্বাদ বিশিষ্ট গ্যাস । হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস বাতাসের চেয়ে প্রায় 1.3 গুণ ভারী, এর বাষ্পীয় ঘনত্ব 18.25। এই গ্যাস জলে অত্যন্ত দ্রাব্য, 0°C উষ্ণতায় এবং প্রমাণ চাপে 1 সিসি জলে 450 সিসি হাইড্রোজেন ক্লোরাইড ...

হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রস্তুতি

HCl -এর জলীয় দ্রবণ অর্থাৎ, হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রস্তুতি: গ্যাসীয় অবস্থায় HCl -কে হাইড্রোজেন ক্লোরাইড বলে । এই গ্যাসের জলীয় দ্রবণকে হাইড্রোক্লোরিক অ্যাসিড বলে । উত্পন্ন হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসকে জলে দ্রবীভূত করলে হাইড্রোক্লোরিক অ্যাসিড পাওয়া যায় । ...

হাইড্রোজেন ক্লোরাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড

1648 খ্রিস্টাব্দে বিজ্ঞানী গ্লোবার রক সল্ট ও গাঢ় সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটিয়ে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস তৈরি করেন । বিজ্ঞানী প্রিস্টলী 1772 খ্রিস্টাব্দে সমুদ্রের লবণ থেকে হাইড্রোজেন ক্লোরাইড প্রস্তুত করেন । তিনিএই অ্যাসিডের নাম দেন সামুদ্রিক অ্যাসিড ...