জলের তড়িৎ-বিশ্লেষণ

Submitted by arpita pramanik on Wed, 02/20/2013 - 09:25

জলের তড়িৎ-বিশ্লেষণ (Electrolysis of Water) :

বিশুদ্ধ জল তড়িতের কুপরিবাহী, কিন্তু সামান্য অ্যাসিড কিংবা ক্ষার জলে মেশালে ওই জল তড়িতের সুপরিবাহী হয় । এর কারণ হল বিশুদ্ধ জলে খুব কম সংখ্যক অণু H+ এবং OH-  আয়নে বিশ্লেষিত অবস্থায় থাকে । ওই জলে সামান্য অ্যাসিড কিংবা ক্ষার যোগ করলে এদের আয়ন বিশ্লেষণের ফলে ওই জলের বিয়োজন মাত্রা বেড়ে যায়, তার ফলে জলের তড়িৎ পরিবহন ক্ষমতা বাড়ে এবং তখনই তড়িৎ পরিবহন করে ।

[tex]{H_2}S{O_4} \rightleftharpoons 2{H^ + } + SO_4^ = ;{H_2}O \rightleftharpoons {H^ + } + O{H^ - }[/tex]

ভোল্টামিটারের বর্ণনা :- জলের তড়িৎ বিশ্লেষণের জন্য একটি কাচপাত্র ব্যবহার করা হয় । কাচপাত্রের তলদেশটি রবারের কর্ক দ্বারা বন্ধ করা থাকে । এই কর্কের মধ্য দিয়ে দুটি প্ল্যাটিনামের তার পাত্রের ভিতর প্রবেশ করিয়ে, পাত্রের ভিতরে তার দুটির প্রান্তে প্ল্যাটিনাম পাত যুক্ত করা হয় ।

পরীক্ষা :- পাত্রটিতে অ্যাসিড যুক্ত জল দিয়ে ভর্তি করে পাত দুটিকে ডুবিয়ে রাখা হল । দুটি জলপূর্ণ টেস্টটিউবকে প্ল্যাটিনাম পাত দুটির ওপর উপুড় করে দেওয়া হল । এইবার পাত দুটি থেকে নির্গত তার দুটির সঙ্গে ব্যাটারির পজিটিভ  এবং নেগেটিভ মেরু যোগ করা হল । সঙ্গে সঙ্গে দেখা যাবে, দুটি তড়িদ্দ্বার থেকেই গ্যাসের বুদবুদ উঠে টিউব দুটিতে জল অপসারণ দ্বারা গ্যাস জমা হচ্ছে । কিছু সময় পর দেখা যাবে, ক্যাথোডর ওপর বসানো টিউবে যে আয়তনের গ্যাস জমেছে তা অ্যানোডে জমা গ্যাসের দ্বিগুণ । 

ব্যাখ্যা :- সামান্য অ্যাসিডযুক্ত জলের অণুগুলির বেশির ভাগ H+ এবং OH- আয়নে বিয়োজিত হয়ে থাকে । এই অবস্থায় ওর মধ্য দিয়ে প্ল্যাটিনাম তড়িদ্দ্বারের সাহায্যে তড়িৎপ্রবাহ চালনা করার ফলে H+ আয়নগুলি ক্যাথোডে যায় এবং সেখানে প্রয়োজন মতো ইলেকট্রন গ্রহণ করে তড়িৎ নিরপেক্ষ হাইড্রোজেন পরমাণুতে পরিণত হয় । পরমাণুগুলি আবার পরস্পর যুক্ত হয়ে H2 অণুতে পরিণত হয় ।  OH- আয়নগুলি অ্যানোডে যায় এবং ওদের বাড়তি ইলেকট্রন বর্জন করে তড়িৎ নিরপেক্ষ OH মূলকে পরিণত হয় ।  OH মূলকগুলি পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে জল এবং অক্সিজেন উৎপন্ন করে । [tex]{H_2}O \rightleftharpoons {H^ + } + O{H^ - }[/tex]

ক্যাথোডে:  H+ + e = H,     H + H = H2

অ্যানোডে: OH- - e = OH,    4OH = 2H2O + O2

এই পরীক্ষায় প্রমাণিত হল, জলের তড়িৎ বিশ্লেষণ করলে একই চাপ ও উষ্ণতায় ক্যাথোডে দুই আয়তন হাইড্রোজেন এবং অ্যানোডে এক আয়তন অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়

ক্যাথোডে সঞ্চিত গ্যাসের পরীক্ষা :- ক্যাথোডে উপুড় করা টেস্ট টিউবটির মধ্যে সঞ্চিত গ্যাসের ভিতর একটি জ্বলন্ত শলাকা প্রবেশ করালে শব্দ উৎপন্ন করে টেস্ট টিউবের মুখে গ্যাসটি নীল শিখায় জ্বলতে থাকে, শলাকাটি কিন্তু নিভে যায় । এর দ্বারা প্রমাণিত হয় যে, ক্যাথোডে সঞ্চিত গ্যাসটি হল হাইড্রোজেন

অ্যানোডে সঞ্চিত গ্যাসের পরীক্ষা :- একটি শিখাহীন জ্বলন্ত শলাকা অ্যানোডে সঞ্চিত গ্যাসের মধ্যে প্রবেশ করানো হল । দেখা যাবে শিখাহীন জ্বলন্ত শলাকাটি আরও উজ্জ্বলভাবে জ্বলতে থাকে, কিন্তি গ্যাসটি নিজে জ্বলে না । গ্যাসটি ক্ষারীয় পাইরোগ্যালেট দ্রবণ দ্বারা শোষিত হয় । এর দ্বারা প্রমাণিত হয় যে, গ্যাসটি অক্সিজেন । 

*****

Related Items

কৃত্রিম পলিমার ব্যবহারের সমস্যা ও নিয়ন্ত্রণ

কৃত্রিম পলিমার থেকে প্রস্তুত বস্তুসামগ্রীর ব্যবহার যথেচ্ছভাবে দ্রুতগতিতে বেড়ে চলেছে । পলিথিন ও টেফলন থেকে তৈরি ব্যাগ ও প্লাস্টিকের থলি এবং অন্যান্য সামগ্রী আমাদের দৈনন্দিন জীবনে নিত্য প্রয়োজনীয় বস্তু হয়ে উঠেছে । প্লাস্টিক এমন একটি দূষক যা প্রকৃতিতে দীর্ঘদিন অবিকৃত থাকে ...

পলিমেরাইজেশন ও কয়েকটি সাধারণ পলিমার

যে বিক্রিয়ায় বহুসংখ্যক ক্ষুদ্র ও সরল অণুর পারস্পরিক সংযোগের ফলে ভিন্ন ধর্ম ও উচ্চ আণবিক ভরবিশিষ্ট (20000 - 250000) অতিবৃহৎ-অণু গঠিত হয় সেই বিক্রিয়াকে বহুলীভবন বা পলিমেরাইজেশন বিক্রিয়া বলে । ওই বিক্রিয়ায় উত্পন্ন বৃহৎ-অণুকে পলিমার বলে । আবার যে সরল...

অ্যালকাইন (Alkyne)

যে হাইড্রোকার্বনে এক বা একাধিক কার্বন-কার্বন ত্রি-বন্ধন থাকে, তাদের অ্যালকাইন বলে। এরা অসম্পৃক্ত জৈব যৌগ । এরা এক অণু হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে প্রথমে অ্যালকিন এবং পরে আরও এক অণু হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে অ্যালকেন অণু গঠন করে । এই শ্রেণির যৌগগুলির ...

অ্যালকিন (Alkene)

যে সব হাইড্রোকার্বনে কম পক্ষে একটি কার্বন-কার্বন দ্বি-বন্ধন থাকে, তাদের অ্যালকিন বলে । এই যৌগগুলি হাইড্রোজেনের সঙ্গে সংযুক্ত হয়ে অ্যালকেন উত্পন্ন করে । কার্বন ও হাইড্রোজেন দিয়ে গঠিত মুক্ত শৃঙ্খল যৌগে সর্বোচ্চ যতগুলি হাইড্রোজেন পরমাণু থাকতে পারে তার থেকে ...

অ্যালকেন (Alkane)

যে সব হাইড্রোকার্বনে কার্বন পরমাণুগুলি পরস্পর কেবলমাত্র সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত থাকে, তাদের অ্যালকেন বলে । এদের গঠনে শুধু কার্বন-কার্বন একবন্ধন এবং কার্বন-হাইড্রোজেন একবন্ধন থাকে । অ্যালকেনগুলি কার্বন ও হাইড্রোজেন দিয়ে গঠিত মুক্ত শৃঙ্খল যৌগ ও এর অ্যালকেন ...