ছোটো প্রশ্ন ও উত্তর : অ্যাভোগাড্রোর সূত্র

Submitted by arpita pramanik on Wed, 10/24/2012 - 18:58

ছোটো প্রশ্ন ও উত্তর : অ্যাভোগাড্রোর সূত্র

প্রশ্ন:-  কোন বিজ্ঞানী সর্বপ্রথম অণুর ধারণা দেন ?

উত্তর:-  ইতালীয় বিজ্ঞানী অ্যামিদিও অ্যাভোগাড্রো সর্বপ্রথম অণুর ধারণা দেন ।

 

প্রশ্ন:-  STP তে কোনো গ্যাসের আয়তন কত ?

উত্তর:-  STP তে কোনো গ্যাসের মোলার আয়তন 22.4 লিটার ।

 

প্রশ্ন:-  [tex]3.0115 \times {10^{23}}[/tex] সংখ্যক ইলেকট্রন কত মোল ইলেক্ট্রনের সমান ?

উত্তর:- [tex]6.023 \times {10^{23}}[/tex] সংখ্যক ইলেকট্রন = 1 মোল ইলেক্ট্রন ।

অতএব [tex]3.0115 \times {10^{23}}[/tex] সংখ্যক ইলেকট্রন = [tex]\frac{{3.0115 \times {{10}^{23}}}}{{6.023 \times {{10}^{23}}}}[/tex] মোল ইলেক্ট্রন । = 0.5 মোল ইলেকট্রন ।

 

প্রশ্ন:-  অ্যাভোগাড্রো সংখ্যা কাকে বলে ? এর মান কত ?

উত্তর:-  এক গ্রাম-অণু পরিমাণ যে-কোনো পদার্থে সমান সংখ্যক অণু থাকে । এই সংখ্যাকে অ্যাভোগাড্রো সংখ্যা বলে । অ্যাভোগাড্রো সংখ্যার মান : 6.023 x 1023  ।

 

প্রশ্ন:-  32 গ্রাম অক্সিজেনে অণুর সংখ্যা কত ?

উত্তর:-  32 গ্রাম অক্সিজেনে অণুর সংখ্যা = 6.023 x 1023  ।

 

প্রশ্ন:-  নাইট্রোজেনের গ্রাম আণবিক ওজন কত ? (N = 14)

উত্তর:- নাইট্রোজেনের আণবিক গুরুত্ব = 14 x 2 = 28  ।  নাইট্রোজেনের গ্রাম আণবিক ওজন = 28 গ্রাম ।

 

প্রশ্ন:- 12 গ্রাম কার্বনে পরমাণুর সংখ্যা কত ?

উত্তর:- 12 গ্রাম কার্বনে পরমাণুর সংখ্যা = 6.023 x 1023

 

প্রশ্ন:- 1 গ্রাম-পরমাণু অক্সিজেনে পরমাণুর সংখ্যা কত  ?

উত্তর:- 1 গ্রাম-পরমাণু অক্সিজেনে পরমাণুর সংখ্যা = 6.023 x 1023  ।

 

প্রশ্ন:-  মৌলের পারমাণবিকতা বলতে কী বোঝায় ?  

উত্তর:-  কোনো মৌলের একটি অণু যতগুলি পরমাণু দিয়ে গঠিত সেই সংখ্যাকে ওই মৌলের পারমাণবিকতা বলে ।

 

প্রশ্ন:- ওজন গ্যাসের পারমাণবিকতা কত ?

উত্তর:- ওজন গ্যাসের (O3) পারমাণবিকতা = 3 ।

 

প্রশ্ন:- আর্গন গ্যাসের পারমাণবিকতা কত ?

উত্তর:-  আর্গন গ্যাসের পারমাণবিকতা = 1 ।

 

প্রশ্ন:-  একটি গ্যাসীয় মৌলের নাম লেখো যার অণু ও পরমাণু সমার্থক ?

উত্তর:-  গ্যাসীয় মৌলটির নাম হিলিয়াম । হিলিয়ামের একটি অণুতে একটি মাত্র পরমাণু থাকে  ।

 

প্রশ্ন:- আণব আয়তন কাকে বলে ?  N.T.P. তে এর মান কত ?

উত্তর:- প্রমাণ উষ্ণতা ও চাপে এক গ্রাম-অণু পরিমাণ যে কোনো গ্যাসের আয়তনকে আণব আয়তন বলে ।  N.T.P. তে আণব আয়তনে মান = 22.4 লিটার ।

 

প্রশ্ন:-  একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 8.5, ওই গ্যাসের আণবিক গুরুত্ব কত ?

উত্তর:-  গ্যাসের আণবিক গুরুত্ব = 2 x  গ্যাসের বাষ্প ঘনত্ব = 2 x 8.5 = 17 ।

 

প্রশ্ন:-  পরমাণুবাদের জনক কে ?  

উত্তর:- পরমাণুবাদের জনক হলেন স্যার জন ডালটন

 

প্রশ্ন:-  0.5 মোল জলের ভর কত ?

উত্তর:-  জলের আণবিক ভর = 18; অতএব, 1 মোল জল = 18 গ্রাম ।

           সুতরাং 0.5 মোল জল = (18 x 0.5) গ্রাম জল = 9 গ্রাম জল ।

 

প্রশ্ন:- N.T.P. -তে 5.6 লিটার NH3 গ্যাসের মধ্যে অণুর সংখ্যা কত ?

উত্তর:-  1 গ্রাম-অণু অ্যামোনিয়া = 17 গ্রাম NH3 ≡ 22.4 লিটার NH3 (NTP -তে)

            অতএব N.T.P. -তে  22.4 লিটার অ্যামোনিয়ায় অণুর সংখ্যা  6.023 x 1023

            অতএব N.T.P. -তে 5.6 লিটার অ্যামোনিয়ায় অণুর সংখ্যা = [tex]\frac{{6.023 \times {{10}^{23}}}}{{22.4}} \times 5.6 = 1.5057 \times {10^{23}}[/tex] ।

 

প্রশ্ন:-  S.T.P.  -তে N লিটার হাইড্রোজেন গ্যাসে অণুসংখ্যা 6.023 x 1023  হলে STP তে 2V লিটার কার্বন ডাই-অক্সাইড গ্যাসে অণুসংখ্যা কত  ?

উত্তর:- যেহেতু H2 গ্যাসে অণুসংখ্যা = 6.023 x 1023

অতএব 1 গ্রাম অণু H2 নেওয়া হয়েছিল ।

অতএব V লিটার H2  এ অণুসংখ্যা =  6.023 x 1023

অতএব  2V লিটার কার্বন ডাই-অক্সাইডে অণুসংখ্যা = 2 x 6.023 x 1023  ।

 

প্রশ্ন:-  কোনো যৌগের একটি অণুর ভর 5.65 x 10-23 গ্রাম । যৌগটির আণবিক ভর কত  ?

উত্তর:-  যৌগটির 1 -টি অণুর ভর = 5.65 x 10-23 গ্রাম ।

অতএব যৌগটির 6.023 x 1023 -টি অণুর ভর =  6.023 x 1023 x 5.65 x 10-23  গ্রাম = 34.03 গ্রাম (প্রায়)  ।

সুতরাং যৌগটির আণবিক ভর = 34.03  ।

 

প্রশ্ন:-  একই উষ্ণতা ও চাপে V লিটার অক্সিজেন এবং [tex]\frac{V}{2}[/tex] লিটার সালফার ডাই-অক্সাইড গ্যাস সংগ্রহ করা হল । সংগৃহিত অক্সিজেনের ভর 32 গ্রাম হলে [tex]\frac{V}{2}[/tex] লিটার সালফার ডাই-অক্সাইডে অণুর সংখ্যা কত ?   (O = 16)

উত্তর:-  1 গ্রাম-অণু অক্সিজেন = 32 গ্রাম অক্সিজেন ।

অতএব V লিটার অক্সিজেনে অণুর সংখ্যা =  6.023 x 1023

সুতরাং [tex]\frac{V}{2}[/tex] সালফার ডাই-অক্সাইডে অণুর সংখ্যা = [tex]\frac{1}{2} \times 6.023 \times {10^{23}} = 3.0115 \times {10^{23}}[/tex]

*****

Comments

Related Items

নিউক্লীয় বিভাজন (Nuclear fission)

যে নিউক্লীয় বিক্রিয়ায় কোনো ভারী পরমাণু নিউক্লিয়াসকে উপযুক্ত শক্তিসম্পন্ন নিউট্রন কণা দ্বারা আঘাত করলে, ভারী পরমাণুর নিউক্লিয়াসটি বিভাজিত হয়ে দুটি প্রায় সমভর বিশিষ্ট টুকরায় পরিণত হয় এবং সেই সঙ্গে কয়েকটি নিউট্রন এবং প্রচুর পরিমাণে শক্তি নির্গত হয়, সেই ঘটনাকে নিউক্লীয় ...

তেজস্ক্রিয় পদার্থের ব্যবহার, দুষণ ও সতর্কীকরণ

তেজস্ক্রিয়তা সম্পূর্ণরূপে একটি নিউক্লীয় ঘটনা । প্রাকৃতিক এবং কৃত্রিম তেজস্ক্রিয় মৌলের নিউক্লিয়াসের ভাঙ্গনের ফলে যে তেজস্ক্রিয় বিকিরণের সৃষ্টি হয় তাকে চিকিত্সাবিজ্ঞান, কৃষিকার্য, শিল্প প্রতিষ্ঠান, বৈজ্ঞানিক গবেষণা প্রভৃতি নানা ক্ষেত্রে ব্যাপক ভাবে ব্যবহৃত হচ্ছে । রোগ নির্ণয় এবং রোগ ...

তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য

বিভিন্ন গবেষণার পর তেজস্ক্রিয়তা সম্বন্ধে নীচের বিষয়গুলি জানা যায় । তেজস্ক্রিয়তা সম্পূর্ণরূপে একটি নিউক্লীয় ঘটনা [nuclear phenomenon] । এর সঙ্গে নিউক্লিয়াস বহির্ভূত ইলেকট্রনের কোনো সম্পর্ক নেই । যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা 83 -এর বেশি হয়, কেবলমাত্র তারাই ...

প্রাকৃতিক তেজস্ক্রিয়তা ও তেজস্ক্রিয় রশ্মিসমূহের ধর্মাবলী

মৌলগুলি থেকে নিঃসৃত এই জাতীয় শক্তিশালী রশ্মিকে তেজস্ক্রিয় রশ্মি বলা হয় । বিভিন্ন মৌল দ্বারা তেজস্ক্রিয় রশ্মি নিঃসরণের এই ঘটনাকে প্রাকৃতিক তেজস্ক্রিয়তা বলা হয় । যেসব পদার্থ থেকে এই রশ্মি বিকিরিত হয় সেই পদার্থগুলিকে প্রাকৃতিক তেজস্ক্রিয় পদার্থ ...

এক্স-রশ্মি ও সাধারণ আলোক-রশ্মির তুলনা

এক্স-রশ্মি এবং আলোক-রশ্মি উভয়েই তড়িৎ-চুম্বকীয় তরঙ্গ । শূন্য মাধ্যমে আলোক-রশ্মি এবং এক্স-রশ্মি উভয়ের বেগ (3 x 108 মিটার / সেকেন্ড) । উভয় রশ্মিই সরলরেখায় যায় । বিশেষ ব্যবস্থায় আলোক-রশ্মির মতো এক্স-রশ্মির প্রতিফলন এবং প্রতিসরণ হয় । উভয় রশ্মিই ফটোগ্রাফিক ...