অ্যালকাইন (Alkyne)

Submitted by arpita pramanik on Mon, 04/22/2013 - 12:06

অ্যালকাইন (Alkyne) :

যে হাইড্রোকার্বনে এক বা একাধিক কার্বন-কার্বন ত্রি-বন্ধন ( — C ≡ C — ) থাকে, তাদের অ্যালকাইন বলে । এরা অসম্পৃক্ত জৈব যৌগ । এরা এক অণু হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে প্রথমে অ্যালকিন এবং পরে আরও এক অণু হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে অ্যালকেন অণু গঠন করে । এই শ্রেণির যৌগগুলির সাধারণ সংকেত CnH2n-2 , যেখানে n হল ধনাত্বক পূর্ণসংখ্যা । অ্যাসিটিলিন (C2H2) এদের প্রতিনিধিমূলক যৌগ । অ্যাসিটিলিনের আণবিক গুরুত্ব 26 । গঠন মূলক সংকেত হল H — C ≡ C —H । 1865 খ্রিস্টাব্দে বিজ্ঞানী এডমন্ড ডেভী অ্যাসিটিলিন (Acetylene) গ্যাস আবিষ্কার করেন । 

অ্যাসিটিলিন (Acetylene) :

রাসায়নিক সংকেত : C2H2

অ্যাসিটিলিনের উৎস (Source of Acetylene)

[i] সাধারণ উষ্ণতায় ক্যালশিয়াম কার্বাইডের (CaC2) সঙ্গে জলের বিক্রিয়ায় পরীক্ষাগারে অ্যাসিটিলিন (Acetylene) গ্যাস প্রস্তুত করা হয় । বিক্রিয়াটি হল : CaC2 + 2H2O = Ca(OH)2 + C2H2↑ ।

[ii] এই গ্যাসের অপর উৎস হল মিথেন । উচ্চ উষ্ণতায় মিথেন গ্যাসের আংশিক জারণ ঘটিয়ে ( তাপ বিভাজন বা Thermal cracking পদ্ধতিতে ) অ্যাসিটিলিন গ্যাস প্রস্তুত করা হয় । যথা- 2CH4 = C2H2 + 3H2

[iii] প্রকৃতিতে মুক্ত অবস্থায় অ্যাসিটিলিন পাওয়া যায় না । কোল গ্যাসে সামান্য পরিমাণ (প্রায় 0.01% ) অ্যাসিটিলিন থাকে ।

[iv] স্বাভাবিক বায়ুচাপে পেট্রোলিয়াম খনির প্রাকৃতিক গ্যাসকে (পেট্রোলিয়াম খনির প্রাকৃতিক গ্যাসের মধ্যে 85% মিথেন থাকে ) প্রায় 1500°C উষ্ণতায় উত্তপ্ত করে ঠান্ডা করলে মিথেন অ্যাসিটিলিনে পরিণত হয় । এভাবে বর্তমানে অ্যাসিটিলিনের পণ্য উৎপাদন করা হয় ।

অ্যাসিটিলিনের ব্যবহার (Uses of Acetylene) :

[i] অ্যাসিটিলিন, অক্সি-অ্যাসিটিলিন শিখা (তাপমাত্রা 3000°C -এর উর্ধে) সৃষ্টিতে যা ইস্পাত গলিয়ে জোড়া লাগাতে কিংবা অন্য ধাতু জোড়া লাগাতে ও কাটতে (ইলেকট্রিক ঝালাই বা ওয়েল্ডিং -এর কাজে) ব্যবহৃত হয় ।

[ii] কার্বাইড বাতিতে উজ্জ্বল আলোক সৃষ্টিতেও অ্যাসিটিলিন ব্যবহৃত হয় ।

[iii] অ্যাসিটিলিনকে ব্যবহার করে অ্যাসিট্যালডিহাইড, অ্যাসিটিক অ্যাসিড, ইথাইল অ্যালকোহল প্রভৃতি যৌগ তৈরি করা হয় ।

[iv] ওয়েসট্রন ও ওয়েসট্রসল প্রভৃতি অদাহ্য দ্রাবক (যারা তেল, চর্বি এবং রেজিনের দ্রাবক হিসাবে ব্যবহৃত হয়) অ্যাসিটিলিন থেকে উৎপন্ন করা হয় ।

[v] কৃত্রিম রবার, প্লাস্টিক, কৃত্রিম তন্তুর পণ্য উৎপাদনে প্রারম্ভিক পদার্থ অ্যাসিটিলিন ব্যবহৃত হয় ।

যুত বিক্রিয়া (Addition reaction) :- যুত বিক্রিয়া অ্যালকাইনসের একটি বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া । অ্যাসিটিলিন এবং ইথিলিনের যুত বিক্রিয়া মূলত একই, শুধু প্রতি মোল অ্যাসিটিলিনের সঙ্গে তার দ্বিগুণ পরিমাণ বিকারক যুক্ত হতে পারে ।

[i] হাইড্রোজেনের (H2) সংযুক্তি (হাইড্রোজেনেশন) :- উত্তপ্ত নিকেল, প্লাটিনাম এবং প্যালডিয়াম প্রভৃতি অনুঘটকের উপস্থিতিতে অ্যাসিটিলিন হাইড্রোজেন গ্রহণ করে প্রথম ধাপে ইথিলিনে এবং পরবর্তী ধাপে ইথেনে পরিণত হয় ।

অ্যাসিটিলিনের আংশিক হাইড্রোজেনেশন করে ইথিলিনে রূপান্তরিত করা হয় । লেড অ্যাসিটেট দ্বারা অংশত নিষ্ক্রিয় করা CaCO3 -এর ওপর বিধৃত প্যালডিয়ামের সূক্ষ্ম চূর্ণ অনুঘটককে লিন্ডলার অনুঘটক বলে । লিন্ডলার অনুঘটকের উপস্থিতিতে অ্যাসিটিলিনের হাইড্রোজেনেশন বিক্রিয়া ইথিলিন পর্যায়ে সীমাবদ্ধ রাখা যায় ।

[ii] ব্রোমিনের (Br2) সঙ্গে যুত বিক্রিয়া (Addition reaction with bromine) :- অ্যাসিটিলিনের সঙ্গে গ্যাসীয় ব্রোমিন বা দ্রাবকের অনুপস্থিতিতে তরল ব্রোমিনের বিক্রিয়ায় অ্যাসিটিলিন 2-অণু ব্রোমিন গ্রহণ করে অ্যাসিটিলিন টেট্রাব্রোমাইড উৎপন্ন করে । এই বিক্রিয়ায় ব্রোমিনের লাল রং বর্ণহীন হয়ে যায় ।

HC ≡ CH + 2Br2  → Br2CHCHBr2

*****

Related Items

পরমাণুর ইলেক্ট্রনের বন্টন

ইলেকট্রনগুলি নিউক্লিয়াসের চারিদিকে শূন্যস্থানে সমকেন্দ্রিক কিন্তু বিভিন্ন তলে অবস্থিত ক্রমবর্ধমান ব্যাসার্ধের বৃত্তাকার এবং উপবৃত্তাকার কক্ষপথে তীব্রবেগে আবর্তন করে । উপবৃত্তের যে-কোনো একটি ফোকাসে পরমাণুর কেন্দ্রক বা নিউক্লিয়াস অবস্থান করে ...

সৌর জগৎ ও পরমাণুর গঠন

লর্ড রাদারফোর্ডের কল্পনা অনুযায়ী পরমাণুর গঠন অনেকটা সৌরজগতের মতো। সৌরজগতের সঙ্গে পরমাণুর গঠনের সাদৃশ্য- সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি ইত্যাদি গ্রহ বিভিন্ন কক্ষ পথে আবর্তন করে । পরমাণুতে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ...

মৌলের ইলেকট্রন বিন্যাস

হাইড্রোজেন, হিলিয়াম (নিষ্ক্রিয়), লিথিয়াম, বেরিলিন, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুওরিন, নিয়ন (নিষ্ক্রিয়), সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন (নিষ্ক্রিয়), পটাশিয়াম, ক্যালশিয়াম ...

নিউক্লিয়াসের গঠন ও নিউক্লীয় বল

নিউক্লিয়াসের প্রোটন ও নিউট্রনের সংখ্যা বিভিন্ন মৌলের ক্ষেত্রে বিভিন্ন । তবে হাইড্রোজেন নিউক্লিয়াসে কেবলমাত্র একটি প্রোটন আছে, কোনো নিউট্রন নেই । নিউক্লিয়াসের মূল কণাগুলিকে (প্রোটন ও নিউট্রন) সাধারণভাবে নিউক্লিয়ন [nucleon] বলা হয় । ...

পরমাণুর ধারণা ও পরমাণুর গঠন

1808 খ্রিস্টাব্দে ইংরেজ বিজ্ঞানী স্যার জন ডালটন পদার্থের গঠন সম্পর্কে একটি সুনির্দিষ্ট বৈজ্ঞানিক তত্ত্ব প্রকাশ করেন । এই তত্ত্বটি ডালটনের পরমাণুবাদ (Dalton's Atomic Theory) নামে খ্যাত । পরমাণুবাদের মূল কথাগুলি হল : ...