লিভার ও লিভারের শ্রেণীবিভাগ

Submitted by arpita pramanik on Thu, 10/08/2020 - 21:34

লিভার ও লিভারের শ্রেণীবিভাগ (Lever and Classes of levers)

লিভার (Lever)

 লিভার একটি সোজা বা বাঁকা শক্ত দণ্ড যার একটি নির্দিষ্ট স্থির বিন্দুকে কেন্দ্র করে দণ্ডটি ঐ বিন্দুর চারদিকে অবাধে ঘটতে পারে । এই স্থির বিন্দুকে  আলম্ব বলে । আলম্বের একই দিকে অথবা উভয় দিকে দুটি বিন্দুর একটিতে বল এবং অন্যটিতে ভার বা লোড (Load) প্রয়োগ করা হয় । আলম্ব থেকে প্রযুক্ত বলের প্রয়োগ বিন্দুর দূরত্বকে বলবাহু (power arm) এবং আলম্ব থেকে ভার বা লোডের প্রয়োগ বিন্দুর দূরত্বকে রোধবাহু (load arm) বলে ।

Lever

 

লিভারের প্রকারভেদ (Classes of levers)

লিভার সাধারণত তিন শ্রেণীর হয় -

  1. প্রথম শ্রেণীর লিভার
  2. দ্বিতীয় শ্রেণীর লিভার
  3. তৃতীয় শ্রেণীর লিভার

 

প্রথম শ্রেণীর লিভার (Class 1 Lever)

এ শ্রেণীর লিভারে ভার আলম্বের একদিকে থাকে এবং অন্যদিকে প্রযুক্ত বল ক্রিয়া করে ।

Class 1 Lever

 

প্রথম শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা (Mechanical Advantage of Class 1 Lever)

Class 1 Lever fbd

 

 

দ্বিতীয় শ্রেণীর লিভার (Class 2 Lever)

এই শ্রেণীর লিভারে দন্ডের এক প্রান্তে আলম্ব এবং অন্য প্রান্তে বল প্রয়োগ করা হয় । ভার এই দুই প্রান্তের মাঝের যে কোন বিন্দুতে ক্রিয়া করে ।

Class 2 Lever

দ্বিতীয় শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা (Mechanical Advantage of Class 2 Lever)

 

তৃতীয় শ্রেণীর লিভার (Class 3 Lever)

এর শ্রেণীর লিভারে দণ্ডের এক প্রান্তে আলম্ব এবং অন্য প্রান্তে ভার ক্রিয়া করে । এই দুই প্রান্তের মাঝের যে কোন বিন্দুতে বল প্রয়োগ করা হয় ।

Class 3 Lever

তৃতীয় শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা (Mechanical Advantage of Class 3 Lever)

*****

Comments

Related Items

শব্দদূষণ (Sound Poullution)

জলদুষণ, বায়ুদূষণের মত শব্দদূষণও আমাদের পরিবেশকে দূষিত করে । মূলত শব্দের প্রাবল্য তথা তীব্রতার কারণে শব্দদূষণ ঘটে । শব্দের প্রাবল্য যত বেশি হয় মানুষের কানের পক্ষে তা তত বেশি পীড়াদায়ক হয় । শব্দের তীব্রতার মাত্রা পরিমাপ করা হয় ‘বেল’ এককে । ব্যবহারিক ক্ষেত্রে এককটি বড়ো হওয়ায় তার 1/10 অংশ অর্থাৎ, ‘ডেসিবেল’ ...

শব্দ (Sound)

শব্দ কথাটি আমাদের সকলেরই পরিচিত । সারাদিন আমরা বিভিন্ন ধরণের শব্দ শুনে থাকি যেমন পাখির কলরবের শব্দ , রাস্তায় গাড়ির শব্দ, সাউন্ড সিস্টেমের শব্দ, কল থেকে জল পড়ার শব্দ

ছোটো প্রশ্ন ও উত্তর : শব্দ (Sound)

শব্দ সম্পর্কিত বিভিন্ন ছোট ছোট প্রশ্নের উত্তর ও আলোচনা বিভিন্ন বোর্ডের পরীক্ষায় আগত প্রশ্নপত্র এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম এ আগত প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর আলোচনা করা হলো ।

ছোটো প্রশ্নোত্তর : পদার্থের অবস্থার পরিবর্তন

পদার্থের অবস্থার পরিবর্তন সম্পর্কিত বিভিন্ন ছোট ছোট প্রশ্নের উত্তর ও আলোচনা বিভিন্ন বোর্ডের পরীক্ষায় আগত প্রশ্নপত্র এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম এ আগত প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর আলোচনা করা হলো ।

ছোটো প্রশ্ন ও উত্তর : পদার্থ ও শক্তি

পদার্থ ও শক্তি সম্পর্কিত বিভিন্ন ছোট ছোট প্রশ্নের উত্তর ও আলোচনা বিভিন্ন বোর্ডের পরীক্ষায় আগত প্রশ্নপত্র এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম এ আগত প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর আলোচনা করা হলো ।