ছোটো প্রশ্নোত্তর : দ্রবণ (Solution)

Submitted by arpita pramanik on Sun, 04/28/2019 - 11:47

ছোটো প্রশ্ন ও উত্তর : দ্রবণ (Solution)

1. যথাযথ উদাহরণসহ নিম্নলিখিত পদগুলির সংজ্ঞা লেখ : অসম্পৃক্ত দ্রবণ,  সম্পৃক্ত দ্রবণ, অতিপৃক্ত দ্রবণ ।

2. জলে লবনের সম্পৃক্ত দ্রবণ বলতে কী বোঝো ?

3. সম্পৃক্ত দ্রবণ এর তাপমাত্রা কমলে কি হবে ?

4. সম্পৃক্ত এবং অসম্পৃক্ত দ্রবণ কাকে বলে ?

5. জলে চিনির একটি দ্রবণ দেওয়া আছে । দ্রবণটি সম্পৃক্ত না অসম্পৃক্ত তা কিভাবে নিরূপণ করবে ?

6. ঘরের তাপমাত্রায় চিনির সম্পৃক্ত দ্রবণে আরও চিনি যোগ করে নাড়াতে থাকলে কি হবে ? এখন ওই দ্রবণের তাপমাত্রা বাড়ালে কি হবে ?

7. তোমাকে সাধারণ লবণের একটি সম্পৃক্ত দ্রবণ দেওয়া হল । আর লবণ না মিশিয়ে উক্ত দ্রবণকে সম্পৃক্ত করার দুটি পদ্ধতি উল্লেখ কর । পদ্ধতির সংক্ষিপ্ত বিবরণ দাও ।

8. উদাহরণসহ দ্রাব্যতার সংজ্ঞা লেখ ।  "20ºC উষ্ণতায় সাধারণ লবণের দ্রাব্যতা 35" -এ কথার অর্থ কি ?

9. 100ºC ডিগ্রী সেন্টিগ্রেড উষ্ণতায় একটি পদার্থের সম্পৃক্ত দ্রবণকে ঠান্ডা করে 60ºC -এ আনা হলো - কি ঘটবে লেখ ?

10. দ্রাব্যতার সংজ্ঞা লেখ । এমন একটি পদার্থের নাম লেখ যার দ্রাব্যতা তাপমাত্রা বৃদ্ধিতেও প্রায় একই থাকে । 

11. 'সাধারণ লবণের দ্রাব্যতা 39' -এই উক্তিটি অর্থহীন কেন তা বুঝিয়ে দাও ?

12. কোন পদার্থের দ্রাব্যতা উল্লেখ করার সময় উষ্ণতার উল্লেখ থাকে কেন ?

*****

Comments

Related Items

পদার্থ : গঠন ও ধর্ম

চাপ ও ঘাত, আর্কিমিডিসের নীতি, বস্তুর ভাসান ও নিমজ্জন, ঘনত্ব ও আপেক্ষিক ঘনত্ব, পৃষ্ঠটান, সান্দ্রতা, বার্ণৌলির নীতি, স্থিতিস্থাপকতা

শব্দদূষণ (Sound Poullution)

জলদুষণ, বায়ুদূষণের মত শব্দদূষণও আমাদের পরিবেশকে দূষিত করে । মূলত শব্দের প্রাবল্য তথা তীব্রতার কারণে শব্দদূষণ ঘটে । শব্দের প্রাবল্য যত বেশি হয় মানুষের কানের পক্ষে তা তত বেশি পীড়াদায়ক হয় । শব্দের তীব্রতার মাত্রা পরিমাপ করা হয় ‘বেল’ এককে । ব্যবহারিক ক্ষেত্রে এককটি বড়ো হওয়ায় তার 1/10 অংশ অর্থাৎ, ‘ডেসিবেল’ ...

শব্দ (Sound)

শব্দ কথাটি আমাদের সকলেরই পরিচিত । সারাদিন আমরা বিভিন্ন ধরণের শব্দ শুনে থাকি যেমন পাখির কলরবের শব্দ , রাস্তায় গাড়ির শব্দ, সাউন্ড সিস্টেমের শব্দ, কল থেকে জল পড়ার শব্দ

ছোটো প্রশ্ন ও উত্তর : শব্দ (Sound)

শব্দ সম্পর্কিত বিভিন্ন ছোট ছোট প্রশ্নের উত্তর ও আলোচনা বিভিন্ন বোর্ডের পরীক্ষায় আগত প্রশ্নপত্র এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম এ আগত প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর আলোচনা করা হলো ।

ছোটো প্রশ্নোত্তর : পদার্থের অবস্থার পরিবর্তন

পদার্থের অবস্থার পরিবর্তন সম্পর্কিত বিভিন্ন ছোট ছোট প্রশ্নের উত্তর ও আলোচনা বিভিন্ন বোর্ডের পরীক্ষায় আগত প্রশ্নপত্র এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম এ আগত প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর আলোচনা করা হলো ।