ছোটো প্রশ্নোত্তর : দ্রবণ (Solution)

Submitted by arpita pramanik on Sun, 04/28/2019 - 11:47

ছোটো প্রশ্ন ও উত্তর : দ্রবণ (Solution)

1. যথাযথ উদাহরণসহ নিম্নলিখিত পদগুলির সংজ্ঞা লেখ : অসম্পৃক্ত দ্রবণ,  সম্পৃক্ত দ্রবণ, অতিপৃক্ত দ্রবণ ।

2. জলে লবনের সম্পৃক্ত দ্রবণ বলতে কী বোঝো ?

3. সম্পৃক্ত দ্রবণ এর তাপমাত্রা কমলে কি হবে ?

4. সম্পৃক্ত এবং অসম্পৃক্ত দ্রবণ কাকে বলে ?

5. জলে চিনির একটি দ্রবণ দেওয়া আছে । দ্রবণটি সম্পৃক্ত না অসম্পৃক্ত তা কিভাবে নিরূপণ করবে ?

6. ঘরের তাপমাত্রায় চিনির সম্পৃক্ত দ্রবণে আরও চিনি যোগ করে নাড়াতে থাকলে কি হবে ? এখন ওই দ্রবণের তাপমাত্রা বাড়ালে কি হবে ?

7. তোমাকে সাধারণ লবণের একটি সম্পৃক্ত দ্রবণ দেওয়া হল । আর লবণ না মিশিয়ে উক্ত দ্রবণকে সম্পৃক্ত করার দুটি পদ্ধতি উল্লেখ কর । পদ্ধতির সংক্ষিপ্ত বিবরণ দাও ।

8. উদাহরণসহ দ্রাব্যতার সংজ্ঞা লেখ ।  "20ºC উষ্ণতায় সাধারণ লবণের দ্রাব্যতা 35" -এ কথার অর্থ কি ?

9. 100ºC ডিগ্রী সেন্টিগ্রেড উষ্ণতায় একটি পদার্থের সম্পৃক্ত দ্রবণকে ঠান্ডা করে 60ºC -এ আনা হলো - কি ঘটবে লেখ ?

10. দ্রাব্যতার সংজ্ঞা লেখ । এমন একটি পদার্থের নাম লেখ যার দ্রাব্যতা তাপমাত্রা বৃদ্ধিতেও প্রায় একই থাকে । 

11. 'সাধারণ লবণের দ্রাব্যতা 39' -এই উক্তিটি অর্থহীন কেন তা বুঝিয়ে দাও ?

12. কোন পদার্থের দ্রাব্যতা উল্লেখ করার সময় উষ্ণতার উল্লেখ থাকে কেন ?

*****

Comments

Related Items

কার্য ও কার্যের পরিমাপ

বস্তুর উপর প্রযুক্ত বল এবং ওই বলের প্রয়োগ বিন্দু স্মরণ এর গুণফল দ্বারা কার্যের পরিমাপ করা হয় । কোন বস্তুর উপর একক বল প্রয়োগ করলে যদি বলের প্রয়োগ বিন্দুর স্মরণ বলের অভিমুখে এক একক হয় তাহলে যে কার্য করা হয় তাকে একক কার্য বলে । কার্যের একক, কার্যের ব্যবহারিক একক ...

দ্রবণের প্রকারভেদ

ভৌত অবস্থা অনুযায়ী দ্রবণকে কয়েকটি শ্রেণীতে ভাগ করা হয়- কঠিনে কঠিনের দ্রবণ, কঠিনে তরলের দ্রবণ, তরলে কঠিনের দ্রবণ, তরলে তরলের দ্রবণ, তরলে গ্যাসের দ্রবণ, গ্যাসে গ্যাসের দ্রবন ...

দ্রবণের বৈশিষ্ট্য

দ্রবনের প্রধান বৈশিষ্ট্য গুলি হল -.দ্রবণে কোন নতুন পদার্থের সৃষ্টি হয় না অর্থাৎ দ্রবণে দ্রাবক (Solvent) ও দ্রাবের (Solute) নিজস্ব ধর্ম বজায় থাকে। দ্রবণের প্রতিটি অংশের উপাদান গঠন এবং ধর্ম একই অর্থাৎ দ্রবণ সবসময় সমসত্ব হবে। দ্রবণের মধ্যে দ্রাবের (Solute) কনাগুলিকে খালি চোখে বা খুব শক্তিশালী অণুবীক্ষণ ..

প্রশমন ক্রিয়া (Neutralisation)

অ্যাসিড ও ক্ষারের মধ্যে যে বিক্রিয়ার ফলে অ্যাসিড ও ক্ষারের ধর্ম সম্পূর্ণভাবে লোপ পেয়ে লবণ ও জল উৎপন্ন হয় সেই বিক্রিয়াকে প্রশমন বিক্রিয়া বলে ।যেমন তুল্যাঙ্ক পরিমাণ ক্ষার NaOH এর সঙ্গে তুল্যাঙ্ক পরিমাণ অ্যাসিড HCl এর বিক্রিয়ায় NaCl লবণ ও জল উৎপন্ন হয় ...

লবণ ও লবণের ধর্ম

অ্যাসিডের প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু ধাতু বা অপর কোন ধাতুধর্মী মূলক দ্বারা আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিস্থাপিত হয়ে যে যৌগ উৎপন্ন হয় তাকে লবণ বলে। যেমন- সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম সালফেট, জিংক সালফেট, অ্যামোনিয়াম ক্লোরাইড ইত্যাদি।