অ্যাসিড ও অ্যাসিডের ধর্ম

Submitted by arpita pramanik on Mon, 09/21/2020 - 20:31

অ্যাসিড ও অ্যাসিডের ধর্ম (Acid and Properties of acid)

অ্যাসিডের ধর্ম (Properties of Acid):

অ্যাসিডের প্রধান বৈশিষ্ট্য হলো জলীয় দ্রবণে H+ আয়ন উৎপন্ন করা। দ্রবণে অ্যাসিডের ধর্ম H+ আয়নের উপস্থিতির জন্য প্রকাশ পায় ।

1. অ্যাসিড নির্দেশকের (Indicators)  বর্ন পরিবর্তন করে । অ্যাসিডের জলীয় দ্রবণ নীল লিটমাসকে লাল করে এবং মিথাইল অরেঞ্জ এর রং কমলা থেকে লাল বর্ণে পরিণত করে ।  এর দ্বারা অ্যাসিডকে সনাক্ত করা হয় ।

2. সব অ্যাসিড কমবেশি অম্ল স্বাদ যুক্ত । লেবু, আমলকি, তেতুল, টক দই প্রভৃতিতে অ্যাসিড আছে । সেই জন্য এদের স্বাদ অম্ল যুক্ত ।

3. হাইড্রোজেন এর চেয়ে বেশি তড়িৎ ধনাত্মক ধাতু যেমন Mg, Zn, Fe, Al  প্রভৃতির সঙ্গে এসিডের বিক্রিয়ায় অ্যাসিডের প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু ধাতু দ্বারা প্রতিস্থাপিত হয়ে লবণ গঠন করে এবং হাইড্রোজেন গ্যাস নির্গত হয় ।

Mg + H2SO4 = MgSO4 + H2

Zn + H2SO4 = ZnSO4 + H2

Mg + 2HCl = MgCl2 + H2

4. অ্যাসিড কার্বনেট অথবা বাই কার্বনেট লবণ থেকে কার্বন-ডাই-অক্সাইড গ্যাস নির্গত করে । এই বিক্রিয়া দ্বারা অ্যাসিডকে সনাক্ত করা যায় ।

Na2CO3 + H2SO4 = Na2SO4 + CO2 + H2O

NaHCO3 + HCl = NaCl + CO2 + H2O

 

5. ক্ষার বা ক্ষারকের সঙ্গে অর্থাৎ ধাতব অক্সাইড এবং হাইড্রোক্সাইড এর সঙ্গে এসিডের বিক্রিয়ায় লবণ এবং জল উৎপন্ন হয় ।

HCL + NaOH = NaCl + H2O

H2SO4 + Ca(OH)2 = CaSO4 + 2H2O

MgO + H2SO4=MgSO4 + H2O

 

6. আয়নীয় বিয়োজনের ফলে এসিডের জলীয় দ্রবণে ক্যাটায়নরূপে কেবলমাত্র H+ আয়ন বর্তমান থাকে ।

HCL ⇌ H+ + Cl

H2SO4 = 2H+ + SO4--

*****

Comments

Related Items

কার্য, ক্ষমতা ও শক্তি

বাইরে থেকে কোন বস্তুর ওপর বল প্রয়োগ করলে যদি বস্তুর অবস্থানের বিবর্তন হয় তাহলে প্রযুক্ত বল কার্য করেছে বলে ধরা হয় । কিন্তু বল প্রয়োগ করলেও যদি বস্তুটির অবস্থানের কোনো পরিবর্তন না হয় তাহলে সে ক্ষেত্রে প্রযুক্ত বল কোন কার্য করেছে বলে ধরা হয় না । বল এবং সরণ ভেক্টর রাশি হলেও কার্য একটি স্কেলার রাশি কার্যের মান আছে ...

গতি সংক্রান্ত কয়েকটি রাশি

যদি কোন বস্তু একটি নির্দিষ্ট দিকে স্থান পরিবর্তন করে তবে সেই পরিবর্তনকে বস্তুটির সরণ বলে । অর্থাৎ নির্দিষ্ট দিকে কোন বস্তুর অবস্থানের পরিবর্তন কে স্মরণ বলে । বস্তুটির প্রথম এবং শেষ অবস্থান একটি সরলরেখা দিয়ে যোগ করলে যে রৈখিক দূরত্ব পাওয়া যায় তাই হলো সরণের পরিমাপ ।

শ্বসন (Respiration)

যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জীবকোষস্থ খাদ্যবস্তু (শ্বসন বস্তু) মুক্ত অক্সিজেনের উপস্থিতিতে বা অনুপস্থিতিতে উৎসেচকের সহায়তায় জারিত হয়ে কার্বন ডাই-অক্সাইড, জল (কখনো ইথাইল অ্যালকোহল বা ল্যাকটিক অ্যাসিড) উৎপন্ন করে এবং খাদ্যে আবদ্ধ স্থৈতিক শক্তি গতি শক্তি বা তাপশক্তিতে ...

চাপ ও ঘাত (Pressure and Thrust)

চাপ (pressure): কোনো তলের একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বল কে চাপ বলে । ঘাত (Thrust): কোন প্রবাহী তার সংলগ্ন কোন তলের উপর যে বল প্রয়োগ করে তাকে প্রবাহীর ঘাত বলে ।

পদার্থ : গঠন ও ধর্ম

চাপ ও ঘাত, আর্কিমিডিসের নীতি, বস্তুর ভাসান ও নিমজ্জন, ঘনত্ব ও আপেক্ষিক ঘনত্ব, পৃষ্ঠটান, সান্দ্রতা, বার্ণৌলির নীতি, স্থিতিস্থাপকতা