Answer for Madhyamik Examination (WBBSE) - History 2019 (Bengali version)

Submitted by avimanyu pramanik on Wed, 09/16/2020 - 19:23

Answer for Madhyamik Examination (WBBSE) - History 2018 (Bengali version)

           বিভাগ - 'ক'

১।  সঠিক উত্তরটি নির্বাচন করো :          ২০ x ১ = ২০ 

 ১.১   মোহনবাগান ক্লাব আই.এফ.এ. শিল্ড জয় করেছিল—

         (ক) ১৮৯০ খ্রিঃ      (খ) ১৯০৫ খ্রিঃ      (গ) ১৯১১ খ্রিঃ      (ঘ) ১৯১৭ খ্রিঃ

 ১.২   দাদাসাহেব ফালকে যুক্ত ছিলেন—

         (ক) চলচ্চিত্রের সঙ্গে       (খ) ক্রীড়া জগতের সঙ্গে       (গ) স্থানীয় ইতিহাসচর্চার সঙ্গে       (ঘ) পরিবেশের ইতিহাস চর্চার সঙ্গে

 ১.৩  'গ্রামবার্তা প্রকাশিকা' প্রকাশিত হত—

         (ক) যশোর থেকে       (খ) রানাঘাট থেকে       (গ) কুষ্ঠিয়া থেকে       (ঘ) বারাসাত থেকে

 ১.৪   কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বি.এ. পরীক্ষা অনুষ্ঠিত হয়—

         (ক) ১৮৫৭ খ্রিঃ       (খ) ১৮৫৮ খ্রিঃ       (গ) ১৮৫৯ খ্রিঃ      (ঘ) ১৮৬০ খ্রিঃ

 ১.৫  কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন—

        (ক) ড. এম. জে. ব্রামলি       (খ) ড. এইচ. এইচ. গুডিভ        (গ) ড. এন. ওয়ালিশ       (ঘ) ড. জে. গ্রান্ট 

 ১.৬  তিতুমিরের প্রকৃত নাম ছিল—

         (ক) চিরাগ আলি       (খ) হায়দর আলি       (গ) মির নিসার আলি      (ঘ) তোরাপ আলি

 ১.৭   সন্ন্যাসী-ফকির বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন—

         (ক) রানি কর্ণাবতী       (খ) রানি শিরোমণি       (গ) দেবী চৌধুরানী       (ঘ) রানী দুর্গাবতী

 ১.৮  "বন্দেমাতরম" সংগীতটি রচিত হয়—

         (ক) ১৮৭০ খ্রিঃ      (খ) ১৮৭২ খ্রিঃ      (গ) ১৮৭৫ খ্রিঃ      (ঘ) ১৮৭৬ খ্রিঃ

 ১.৯   'বর্তমান ভারত' গ্রন্থটি রচনা করেন—

         (ক) অক্ষয় কুমার দত্ত       (খ) রাজনারায়ণ বসু       (গ) স্বামী বিবেকানন্দ        (ঘ) রমেশচন্দ্র মজুমদার

 ১.১০  গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন—

          (ক) সঙ্গীত শিল্পী       (খ) নাট্যকার       (গ) কবি      (ঘ) ব্যঙ্গ চিত্রশিল্পী

 ১.১১  'বর্ণপরিচয়' প্রকাশিত হয়েছিল—

          (ক) ১৮৪৫ খ্রিঃ      (খ) ১৮৫০ খ্রিঃ.      (গ) ১৮৫৫ খ্রিঃ      (ঘ) ১৮৬০ খ্রিঃ

 ১.১২  বেঙ্গল টেকনিক্যাল ইন্সটিটিউট প্রতিষ্ঠিত হয়—

          (ক) ১৯০৫ খ্রিঃ      (খ) ১৯০৬ খ্রিঃ      (গ) ১৯১১ খ্রিঃ      (ঘ) ১৯১২ খ্রিঃ 

 ১.১৩  সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন—

           (ক) এন. জি. রঙ্গ       (খ) স্বামী সহজানন্দ       (গ) বাবা রামচন্দ্র       (ঘ) লালা লাজপত রায়

 ১.১৪  কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়েছিল—

           (ক) কলকাতায়       (খ) দিল্লিতে        (গ) বোম্বাইতে         (ঘ) মাদ্রাজে

 ১.১৫   'ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি' যুক্ত ছিল—

           (ক) রাওলাট সত্যাগ্রহে      (খ) অসহযোগ আন্দোলনে       (গ) বারদৌলি সত্যাগ্রহে      (ঘ) সাইমন কমিশন বিরোধী আন্দোলনে

 ১.১৬  বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন —

           (ক) বীণা দাস       (খ) কল্পনা দত্ত       (গ) প্রীতিলতা ওয়াদ্দেদার       (গ) সুনীতি চৌধুরি

 ১.১৭  অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক ছিলেন —

          (ক) শচীন্দ্র প্রসাদ বসু       (খ) কৃষ্ণ কুমার মিত্র       (গ) চিত্তরঞ্জন দাস       (ঘ) আনন্দমোহন বসু

 ১.১৮  ভাইকম সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়েছিল —

           (ক) মালাবারে       (খ) মাদ্রাজে       (গ) মহারাষ্ট্রে      (ঘ) গোদাবরী উপত্যকায়

 ১.১৯  যে দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয় —

          (ক) কাশ্মীর       (খ) হায়দ্রাবাদ        (গ) জুনাগড়        (ঘ) জয়পুর

 ১.২০  ভাষাভিত্তিক গুজরাট রাজ্যটি গঠিত হয় —

          (ক) ১৯৫৩ খ্রিঃ       (খ) ১৯৫৬ খ্রিঃ        (গ) ১৯৬০ খ্রিঃ      (ঘ) ১৯৬৫ খ্রিঃ

                       বিভাগ - 'খ'

২।  যে-কোনো ষোলোটি প্রশ্নের উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্ততঃ একটি প্রশ্নের উত্তর দিতে হবে) :      ১৬ x ১ = ১৬ 

                     উপবিভাগ - ২.১

  একটি বাক্যে উত্তর দাও:

  (২.১.১)  'গোরা' উপন্যাসটি কে রচনা করেন ?

       ঊঃ গোরা উপন্যাসটি রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর ।

  (২.১.২) বাংলা ভাষায় প্রকাশিত প্রথম চিত্রিত গ্রন্থের নাম লেখো ।

        উঃ বাংলা ভাষায় প্রকাশিত প্রথম চিত্রিত গ্রন্থের নাম অন্নদামঙ্গল ।

  (২.১.৩) কোন বছর শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত হয় ?

        উঃ ১৮০০ খ্রিস্টাব্দে শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত হয় । 

  (২.১.৪) ঊষা মেহতা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন ?

       উঃ ঊষা মেহতা ভারত ছাড়ো আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন ।

               উপবিভাগ - ২.২ 

 ঠিক বা ভুল নির্ণয় করো :

   (২.২.১) 'সোমপ্রকাশ' পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ ।    উঃ  ঠিক

   (২.২.২) কলকাতা বিশ্ববিদ্যালয় -এর প্রথম মহিলা এম.এ. ছিলেন কাদম্বিনী বসু (গাঙ্গুলি) ।      উঃ ভুল 

   (২.২.৩) বাংলা সশস্ত্র বিপ্লবী আন্দোলনের অন্যতম নেত্রী ছিলেন বাসন্তী দেবী ।       উঃ ভুল

   (২.২.৪) দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন কল্পনা দত্ত ।           উঃ ভুল

            উপবিভাগ - ২.৩ 

  'ক' স্তম্ভের সঙ্গে 'খ' স্তম্ভ মেলাও :

'ক' স্তম্ভ 'খ' স্তম্ভ
 (২.৩.১) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়  (১) হিন্দু বালিকা বিদ্যালয়
 (২.৩.২) নবগোপাল মিত্র  (২) কৃষক আন্দোলন
 (২.৩.৩) বীরেন্দ্রনাথ শাসমল  (৩) হিন্দু মেলা 
 (২.৩.৪) ড্রিঙ্কওয়াটার বেথুন  (৪) বঙ্গদর্শন

 উঃ

'ক' স্তম্ভ 'খ' স্তম্ভ
 (২.৩.১) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়  (৪) বঙ্গদর্শন
 (২.৩.২) নবগোপাল মিত্র  (৩) হিন্দু মেলা
 (২.৩.৩) বীরেন্দ্রনাথ শাসমল  (২) কৃষক আন্দোলন
 (২.৩.৪) ড্রিঙ্কওয়াটার বেথুন  (১) হিন্দু বালিকা বিদ্যালয়

          উপবিভাগ - ২.৪

 প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও নামাঙ্কিত কর :

  (২.৪.১) সাঁওতাল বিদ্রোহের (১৮৫৫) এলাকা ।

  (২.৪.২) বারাসাত বিদ্রোহের এলাকা ।

  (২.৪.৩) নীলবিদ্রোহের অন্যতম কেন্দ্র : যশোর ।

  (২.৪.৪) দেশীয় রাজ্য হায়দ্রাবাদ ।

                      অথবা

        ( কেবলমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য )

  (২.৪.১) সরলাদেবী চৌধুরানী আত্মজীবনী গ্রন্থের নাম ______ ।     (উঃ জীবনের ঝরাপাতা )

  (২.৪.২) কলকাতা মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠিত হয় ______ খ্রিস্টাব্দে ।   (উঃ ১৮৩৫ খ্রিস্টাব্দে )

  (২.৪.৩) সুই মুণ্ডা ছিলেন ______ বিদ্রোহের অন্যতম নেতা ।        (ঊঃ কোল )

  (২.৪.৪) ভারতসভা প্রতিষ্ঠিত হয় ______ খ্রিস্টাব্দে ।    (উঃ ১৮৭৬ )

         উপবিভাগ - ২.৫

নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক বাক্যটি নির্বাচন কর ।

   (২.৫.১) বিবৃতি     : রামমোহন রায় লর্ড আমহার্স্টকে চিঠি লিখেছিলেন (১৮২৩ খ্রিঃ) ।

              ব্যাখ্যা - ১ : সতীদাহ প্রথা বন্ধের অনুরোধ জানিয়ে ।

              ব্যাখ্যা - ২ : ভারতে পাশ্চাত্য শিক্ষাবিস্তারের আবেদন জানিয়ে ।

              ব্যাখ্যা - ৩ : ভারতে সংস্কৃত শিক্ষাবিস্তারের আবেদন জানিয়ে ।

 (২.৫.২)  বিবৃতি       : স্বামী বিবেকানন্দ 'বর্তমান ভারত' গ্রন্থটি রচনা করেন ।

             ব্যাখ্যা - ১  : তাঁর উদ্দেশ্য ছিল আধুনিক ভারতের ইতিহাস প্রণয়ন করা ।

             ব্যাখ্যা - ২  : তাঁর উদ্দেশ্য ছিল নব্য হিন্দুধর্ম প্রচার করা ।

             ব্যাখ্যা - ৩ : তাঁর উদ্দেশ্য ছিল স্বদেশিকতা প্রচার করা ।

 (২.৫.৩) বিবৃতি      : বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে শ্রমিক-কৃষকদের জন্য কোনো কর্মসূচি গ্রহণ করা হয়নি ।

             ব্যাখ্যা - ১ : শ্রমিক-কৃষকরা এই আন্দোলনের বিরোধী ছিল ।

             ব্যাখ্যা - ২ : ব্রিটিশ সরকার শ্রমিক-কৃষকদের আন্দোলনের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল ।

             ব্যাখ্যা - ৩ : বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন ছিল মূলত মধ্যবিত্ত শ্রেণির আন্দোলন ।

 (২.৫.৪)  বিবৃতি     : গান্ধিজি জমিদারদের বিরুদ্ধে কৃষক আন্দোলন সমর্থন করেননি ।

             ব্যাখ্যা - ১ : গান্ধিজি ছিলেন জমিদার শ্রেণির প্রতিনিধি ।

             ব্যাখ্যা - ২ : গান্ধিজি হিংসাত্মক আন্দোলনের বিরোধী ছিলেন ।

             ব্যাখ্যা - ৩ : গান্ধিজি শ্রেণিসংগ্রামের পরিবর্তে শ্রেণি সমন্বয়ে বিশ্বাসী ছিলেন ।

                  বিভাগ - 'গ'

৩। দু'টি অথবা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (যে-কোনো ১১টি) :          ১১ x ২ = ২২ 

  ৩.১.  আঞ্চলিক ইতিহাসচর্চা গুরুত্বপূর্ণ কেন ?

      উঃ  ভৌগলিক দিক থেকে নির্দিষ্ট অঞ্চলের স্থানীয় ব্যক্তি বা বিষয়কে কেন্দ্র করে গড়ে ওঠা ইতিহাস হল স্থানীয় ইতিহাস, যা আঞ্চলিক ও জাতীয় ইতিহাসের পারস্পরিক সম্পর্ক নির্ণয়ে সাহায্য করে এবং আঞ্চলিক, জাতীয় ও আন্তর্জাতিক ইতিহাস রচনার যোগসূত্র ও তথ্যসূত্রের যোগান দেয় । ইতিহাসের বৃহত্তর আলোচনার ক্ষেত্রে যে বিষয়গুলি উপেক্ষিত থেকে যায় আঞ্চলিক ইতিহাস চর্চার মাধ্যমে তার সার্বিক প্রকাশ ঘটে, যার ফলে সমগ্র ইতিহাস জনসমক্ষে স্পষ্ট হয়ে ওঠে ।

  ৩.২.  'সরকারি নথিপত্র' বলতে কী বোঝায় ?

     উঃ  আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে 'সরকারি নথিপত্র' -র ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ । এই সকল উপাদান থেকে সেই সময়কার ভারতীয় সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, প্রশাসনিক ও সাংস্কৃতিক তথ্যসূত্র পাওয়া যায় । তৎকালীন সরকারি নথিপত্র হল—(১) পুলিশ বিভাগের রিপোর্ট ও জরুরি চিঠিপত্র, (২) গোয়েন্দা বিভাগের রিপোর্ট ও বিভিন্ন তথ্য এবং (৩) সরকারি আধিকারিকদের প্রতিবেদন ও চিঠিপত্র যা তৎকালীন ব্রিটিশ ভারতের সার্বিক ইতিহাস তথ্যসূত্রের যোগান দেয় । স্বাধীনতা লাভের পর ভারতের মহাফেজখানা সহ আদালতগুলিতে সংরক্ষিত রিপোর্ট এবং সরকারি আধিকারিকদের চিঠিপত্র যা থেকে ভারত-ইতিহাসের বহু তথ্য পাওয়া যায় ।

  ৩.৩.  সংবাদপত্র এবং সাময়িক-পত্রের মধ্যে পার্থক্য কী ?

   উঃ ♦ রোজকার ঘটে যাওয়া ঘটনার বিবরণ প্রকাশিত হয়ে থাকে দৈনিক সংবাদপত্রে । সংবাদপত্র মূলত প্রতিবেদনমূলক, অন্যদিকে সাময়িকপত্র হল বিশ্লেষণধর্মী এবং এটি সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক, এমন কি বার্ষিক সংখ্যায় প্রকাশিত হয়ে থাকে ।

   ♦ সংবাদপত্র সস্তা দামের কাগজে বাঁধাইহীন ভাবে প্রকাশিত হয় । অন্যদিকে সাময়িকপত্র তুলনামূলক দামি কাগজে বাঁধাই আকারে প্রকাশিত হয় ।

   ♦ দৈনিক সংবাদপত্রের একটি উদাহরণ হল 'সংবাদ প্রভাকর' । সাময়িকপত্রের উদাহরণ হল 'বঙ্গদর্শন' ও' সোমপ্রকাশ' ।

  ৩.৪.  মধুসূদন গুপ্ত কে ছিলেন ?

     উঃ মধুসূদন গুপ্ত কলিকাতা মেডিকেল কলেজের একাধারে ছাত্র ও শিক্ষক ছিলেন । এখানে থাকাকালীন সমস্ত রকম সামাজিক প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে ১৮৩৬ খ্রিস্টাব্দের ১০ই জানুয়ারি তিনি এখানে প্রথম বাঙালি ছাত্র হিসাবে 'শব ব্যবচ্ছেদ' করেন যা চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ । ১৮৪০ খ্রিস্টাব্দে এখান থেকে তিনি ডাক্তারী পাশ করেন । তাঁর কয়েকটি উল্লেখযোগ্য অনুবাদ গ্রন্থ হল বাংলায় 'লন্ডন ফার্মাকোপিয়া' এবং সংস্কৃতে হুপারের 'Anatomist's Vade Mecum' ।

  ৩.৫. সন্ন্যাসী-ফকির বিদ্রোহ ব্যর্থ হল কেন ?

     উঃ সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের ব্যর্থতার অন্যতম কারণগুলি হল— (ক) ব্রিটিশ সরকারের চরম দমন-পীড়ন নীতি, (খ) সাংগঠনিক দুর্বলতা, (গ) সমাজের বৃহত্তর অংশ তথা সাধারণ মানুষের বিদ্রোহে সামিল না হওয়া, (ঘ) পরবর্তীকালে সাম্প্রদায়িক চরিত্র এই বিদ্রোহকে ব্যর্থতায় পর্যবসিত করে ।

  ৩.৬. নীল বিদ্রোহে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা কিরূপ ছিল ?

    উঃ খ্রিস্টান মিশনারিরা সর্বপ্রথম নীলকরদের কার্যকলাপের প্রকাশ্য সমালোচনা করে শিক্ষিত সমাজকে জাগরিত করেছিল । চার্চ মিশনারিদের মধ্যে থেকে জে. জে. লিংকে, ফ্রেডারিক সুর এবং বামওয়েচ নীলকরদের অত্যাচারের প্রকৃত চিত্র তুলে ধরেছিলেন । আলেকজান্ডার ডাফ জেমস লং প্রমুখ মিশনারিদের সমর্থন করেছিলেন । সেই সময় রেভারেন্ড জেমস লং নিজ নামে 'নীলদর্পণ' নাটকের ইংরেজি অনুবাদ প্রকাশ করে ব্রিটিশ সরকারের কোপে পড়েন ।

  ৩.৭.  জমিদারসভা ও ভারতসভার মধ্যে দুটি পার্থক্য লেখো ।

    উঃ ১৮৩৭ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত জমিদারদের স্বার্থে সংরক্ষিত একটি আঞ্চলিক সংগঠন । ভারতসভা হল ১৮৭৬ খ্রিস্টাব্দে শিক্ষিত মধ্যবিত্তদের রাজনৈতিক সংগঠন এবং এটি আঞ্চলিক চরিত্র থেকে সর্বভারতীয় চরিত্রলাভ করে ও কংগ্রেস প্রতিষ্ঠার অনুপ্রেরণা যুগিয়েছিলেন । 

 ৩.৮ উনিশ শতকে জাতীয়তাবাদের উন্মেষে 'ভারতমাতা' চিত্রটির কীরূপ ভূমিকা ছিল ?

   উঃ  ওয়াশ চিত্ররীতিতে ১৯০৫ খ্রিষ্টাব্দে অবনীন্দ্রনাথ ঠাকুর ভারতমাতা চিত্রটি আঁকেন, যার প্রথম নাম ছিল বঙ্গমাতা, পরে ভগিনী নিবেদিতা এর নামকরণ করেন ভারতমাতা । ভারতমাতা চিত্রের মাধ্যমে বঙ্কিমচন্দ্রের বিমূর্ত জাতীয়তাবাদ মূর্ত হয়ে উঠেছিল । মাতৃমূর্তি বেদ, ধানের আঁটি, সাদা কাপড় এবং জপের মালা ধারণ করে আছেন যার অর্থ অন্ন, বস্ত্র, শিক্ষা, দীক্ষা, যা সন্তানের প্রতি মায়ের দান, যা দেশমাতার শৃঙ্খল মুক্তিতেই একমাত্র পাওয়া সম্ভব । এই চিত্রটি জাতীয়তাবোধের প্রসারে অন্যতম ভূমিকা নিয়েছিল ।

  ৩.৯.  চার্লস উইলকিনস কে ছিলেন ?

     উঃ বাংলা ছাপা হরফের যথার্থ পরিকল্পনা করেছিলেন চার্লস উইলকিন্স । তিনিই প্রথম ছেনিকাটা বাংলা হরফের নির্মাণ করেছিলেন বলে তাঁকে 'বাংলার মুদ্রণ শিল্পের জনক' বলা হয় । পরে হেস্টিংসের অনুরোধে হুগলির পঞ্চানন কর্মকারের সাহায্যে তিনি ছেনিকাটা হরফ নির্মাণ করেন ও সরকারি ছাপাখানার দায়িত্ব নেন । হ্যালহেডের বাংলা ব্যাকরণ তাঁর দ্বারাই ছাপা হয় এবং এজন্য তাঁকে 'বাংলার গুটেনবার্গ' বলা হয় ।

  ৩.১০. বাংলা লাইনোটাইপ প্রবর্তনের গুরুত্ব কী ?

    উঃ 'লাইন অফ টাইপ' থেকে লাইনোটাইপ কথাটি এসেছে, যেটি আদতে একটি কম্পোজিং মেশিন, যার সাহায্যে হাতের বদলে মেশিনে অত্যন্ত দ্রুত ও সুচারুরূপে চলমান ধাতব হরফ স্থাপন করা যেত । বাংলায় ১৯৩৫ খ্রিস্টাব্দ নাগাদ সুরেশচন্দ্র মজুমদার, রাজশেখর বসু প্রমুখের উদ্যোগে এই প্রযুক্তিতে সংবাদপত্র ছাপা শুরু হয় ।

  ৩.১১. কৃষক আন্দোলনে বাবা রামচন্দ্রের কীরূপ ভূমিকা ছিল ?

     উঃ  বাবা রামচন্দ্র যুক্তপ্রদেশের কৃষক আন্দোলনের অন্যতম নেতা ছিলেন । অহিংস অসহযোগ আন্দোলনকালে বেগারশ্রম, অতিরিক্ত কর, জমি বেদখল প্রভৃতির বিরুদ্ধে কৃষকদের সংঘবদ্ধ করে তিনি খাজনা বন্ধের আন্দোলন শুরু করেন । কৃষকদের সংগঠিত করার জন্য তিনি ১৯২০ খ্রিস্টাব্দে 'অযোধ্যা কিষাণ সভা' প্রতিষ্ঠা করেন ।

  ৩.১২. মাদারি পাশি কে ছিলেন ?

    উঃ  মাদারি পাশি অসহযোগ আন্দোলনকালে যুক্তপ্রদেশের বিশিষ্ট কৃষক নেতা ছিলেন । যুক্তপ্রদেশের হরদই, বারাবাকি, সীতাপুর, বারাইচ প্রভৃতি জেলার কৃষকদের সংঘবদ্ধ করে অতিরিক্ত কর আদায়ের ক্ষেত্রে অত্যাচার, বেগারশ্রম প্রভৃতির বিরুদ্ধে 'একা' বা 'একতা' আন্দোলন শুরু করেন । ১৯২২ খ্রিস্টাব্দের মার্চ মাসের মধ্যে সরকার চরম দমননীতি প্রয়োগ করে এই আন্দোলন স্তব্ধ করে দেয় ।

  ৩.১৩ মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন ?

     উঃ ভারত ছাড়ো আন্দোলনকালে বাংলায় সতীশচন্দ্র সামন্তের নেতৃত্বে গঠিত তাম্রলিপ্ত জাতীয় সরকারের অধীনে একটি নারী বাহিনী গঠিত হয় । এই নারীবাহিনীর অন্যতম সদস্যা ছিলেন ৭৩ বছরের বৃদ্ধা 'গান্ধিবুড়ি' মাতঙ্গিনী হাজরা । যার নেতৃত্বে তমলুক থানা ঘেরাও কর্মসূচি গৃহীত হয় এবং পুলিশের গুলিতে তিনি নিহত হন । ব্রিটিশ সরকারের বিরুদ্ধে এই দুঃসাহসিক কাজের জন্য তিনি ইতিহাসে স্মরণীয় ।

  ৩.১৪  দলিত কাদের বলা হয় ?

     উঃ 'দলিত' শব্দটির বুৎপত্তিগত অর্থ দলন বা বলপূর্বক দমিয়ে রাখা । ব্রিটিশ শাসনে ভারতের নিপীড়িত, শোষিত, লাঞ্ছিত মানুষদের দলিত বলা হয় । গান্ধীজি এদেরকে 'হরিজন' বলতেন । সাধারণত মাহার, নাদার, চামার, নমশূদ্র, প্রমুখরা দলিত নামে পরিচিত ছিল । স্বাধীনতার পর এদেরকে তপশিলি জাতি ও উপজাতি হিসেবে ভারতীয় সংবিধান স্বীকৃতি দিয়েছে ।

  ৩.১৫. দার কমিশন (১৯৪৮) কেন গঠিত হয়েছিল ?

    উঃ স্বাধীনতার পর ভাষাভিত্তিক রাজ্যগঠনের দাবি জোরালো হয়ে উঠলে এর যৌক্তিকতা বিচারের উদ্দেশ্যে ভারত সরকার এস. কে. দার -এর নেতৃত্বে 'ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন কমিশন' গঠন করে, যা 'দার কমিশন' নামে পরিচিত । এই কমিশন তার রিপোর্টে ভাষা ভিত্তিক রাজ্য গঠনে তীব্র আপত্তি জানায়, কারণ তাঁরা মনে করতেন ভাষার ভিত্তিতে রাজ্য গঠিত হলে দেশের জাতীয় ঐক্য ও প্রশাসনিক ব্যবস্থা বিঘ্নিত  হবে ।

  ৩.১৬. পত্তি শ্রীরামুলু কে ছিলেন ?

    উঃ  পত্তি শ্রীরামালু ছিলেন জনপ্রিয় স্বাধীনতা সংগ্রামী তেলেগু নেতা । ১৯৫২ খ্রিস্টাব্দের অক্টোবর মাসে দক্ষিণ ভারতের মাদ্রাজ প্রদেশের তেলেগু ভাষাভাষী অঞ্চলকে পৃথক করে অন্ধ্রপ্রদেশ গঠনের দাবিতে দীর্ঘ ৫৮ দিন অনশন করে মৃত্যুবরণ করেন । তাঁর মৃত্যুর পর সারা অন্ধ্রপ্রদেশ জুড়ে তীব্র আন্দোলন শুরু হয় । এরপর কেন্দ্রীয় সরকারের তৎপরতায় ১৯৫৩ খ্রিস্টাব্দে আপোস করে পৃথক ভাষাভিত্তিক অন্ধ্রপ্রদেশ রাজ্য গঠিত হয় ।

                                              বিভাগ - 'ঘ'

৪। ৭ বা ৮টি বাক্যে যে-কোনো ছ'টি প্রশ্নের উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্তত ১টি করে প্রশ্নের উত্তর দাও) :      ৬x৪=২৪ 

                                                   উপবিভাগ : ঘ.১

    ৪.১ 'নীলদর্পণ' নাটক থেকে উনিশ শতকের বাংলার সমাজের কীরূপ প্রতিফলন পাওয়া যায় ?

           উত্তর :-

    ৪.২. উনিশ শতকে নারীশিক্ষা বিস্তারে ড্রিঙ্কওয়াটার বেথুন কী ভূমিকা গ্রহণ করেছিলেন ?

           উত্তর :-

                                                উপবিভাগ : ঘ.২

  ৪.৩  হিন্দুমেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল ?

          উত্তর :-

  ৪.৪  'বঙ্গভাষা প্রকাশিকা সভা' -কে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন ?

         উত্তর :-

                                               উপবিভাগ : ঘ.৩

  ৪.৫  ছাপা বইয়ের সঙ্গে শিক্ষাবিস্তারের সম্পর্ক বিশ্লেষণ কর ।

         উত্তর :-

৪.৬  বাংলায় বিজ্ঞানচর্চার বিকাশে ড.মহেন্দ্রলাল সরকারের কীরূপ অবদান ছিল ?

        উত্তর :-

                                               উপবিভাগ : ঘ.৪

  ৪.৭  ভারত সরকার কীভাবে দেশীয় রাজ্যগুলিকে ভারতীয় ইউনিয়নে সংযুক্ত করার প্রশ্নটি সমাধান করেছিল ?

          উত্তর :-

  ৪.৮  কীভাবে কাশ্মীর সমস্যার সৃষ্টি হয় ?

           উত্তর :-

                                                বিভাগ - 'ঙ'

৫। পনেরো বা ষোলোটি বাক্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ১ x ৮ = ৮

     ৫.১  বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও । বিদ্যাসাগর কতটা সাফল্য অর্জন করেছিলেন ?   ৫ + ৩

            উত্তর :-

     ৫.২  বাংলায় কারিগরি শিক্ষার বিকাশের সংক্ষিপ্ত বিবরণ দাও ।      ৮

            উত্তর :-

     ৫.৩  বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলনে নারীসমাজ কীভাবে অংশগ্রহণ করেছিল ? তাদের আন্দোলনের সীমাবদ্ধতা কী ?       ৫ + ৩ 

            উত্তর :-

                                    (কেবলমাত্র বহিরাগত পরীক্ষার্থীদের জন্য)

                                                   বিভাগ - 'চ'

৬।  ৬.১ একটি সম্পূর্ণ বাক্যে উত্তর দাও (যে কোনো চারটি )           ৪ x ১ = ৪

         ৬.১.১  'নীলদর্পণ' নাটকটির রচয়িতা কে ?     (উঃ-  দীনবন্ধু মিত্র)
         ৬.১.২  হিন্দু কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ?     (উঃ- ১৮১৭ খ্রিস্টাব্দে )
         ৬.১.৩ 'আনন্দ মঠ' কে রচনা করেন ?     (উঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)           
         ৬.১.৪  কত খ্রিস্টাব্দে বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয় ?     (উঃ- ১৯২১ খ্রিস্টাব্দে)
         ৬.১.৫  'মাস্টারদা' নামে কে পরিচিত ছিলেন ?        (ঊঃ- সূর্য সেন )
         ৬.১.৬  নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস -এর প্রথম সভাপতি কে ছিলেন ?   (উঃ লালা লাজপত রায়)

     ৬.২  দুটি বা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (যে কোনো তিনটি )         ৩ x ২ = ৬

         ৬.২.১  ডেভিড হেয়ার স্মরণীয় কেন ?
         ৬.২.২  'বিপ্লব' বলতে কী বোঝায় ?
         ৬.২.৩  'রশিদ আলি দিবস' কেন পালিত হয়েছিল ?
         ৬.২.৪   'ভারতভুক্তির দলিল' বলতে কী বোঝায় ?
*******

Comments

Related Items

বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - প্রতিরোধ ও বিদ্রোহ

বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - প্রতিরোধ ও বিদ্রোহ:-

মাধ্যমিকের নমুনা প্রশ্ন:-

১. সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন—                [মাধ্যমিক-২০১৭]       

বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - সংস্কার : বৈশিষ্ট্য ও পর্যালোচনা

বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - সংস্কার : বৈশিষ্ট্য ও পর্যালোচনা:-

মাধ্যমিকের নমুনা প্রশ্ন :-

১.  'বামাবোধিনী' পত্রিকার সম্পাদক ছিলেন—          [মাধ্যমিক- ২০১৭]

ভাষার ভিত্তিতে ভারতে রাজ্য পুনর্গঠনের উদ্যোগ ও বিতর্ক

ভাষার ভিত্তিতে ভারতে রাজ্য পুনর্গঠনের উদ্যোগ ও বিতর্ক (Initiatives Undertaken and Controversies Related to Linguistic Reorganization of States):-

১৯৪৭ খ্রিস্টাব্দের ১৫ই আগস্ট অবিভক্ত ভারত দ্বিখণ্ডিত হয়ে স্বাধীনতা লাভ করে । স্বাধীনতা লাভের পর ন

আত্মজীবনী ও স্মৃতিকথায় দেশভাগ

আত্মজীবনী ও স্মৃতিকথায় দেশভাগ :-

১৯৪৭ খ্রিস্টাব্দের 'ভারতের স্বাধীনতা আইন' অনুযায়ী ১৯৪৭ খ্রিস্টাব্দের ১৫ই আগস্ট অবিভক্ত ভারত দ্বিখণ্ডিত হয়ে স্বাধীনতা লাভ করে এবং ভারত ও পাকিস্তান নাম দুটি পৃথক স্বাধীন রাষ্ট্রের সৃষ্টি হয় । মুসলিম অধ্যুষিত অঞ্চ

১৯৪৭-পরবর্তী উদ্বাস্তু সমস্যা সমাধানের উদ্যোগ ও বিতর্ক

১৯৪৭-পরবর্তী উদ্বাস্তু সমস্যা সমাধানের উদ্যোগ ও বিতর্ক (Initiative Undertaken and Controversies Related to the Refugee Problem in Post-1947 India) :-

১৯৪৭ খ্রিস্টাব্দে ব্রিটিশ পার্লামেন্টে পাস হওয়া 'ভারতের স্বাধীনতা আইন' অনুসারে ১৯৪৭ খ্রিস্টাব