ছোটো প্রশ্ন ও উত্তর : ভারতে ব্রিটিশ শাসনের প্রথম শতকে প্রতিবাদ, প্রতিরোধ ও বিদ্রোহ

Submitted by avimanyu pramanik on Thu, 02/23/2012 - 08:14

ছোটো প্রশ্ন ও উত্তর : ভারতে ব্রিটিশ শাসনের প্রথম শতকে প্রতিবাদ, প্রতিরোধ ও বিদ্রোহ

প্রশ্ন:- ভাগনাডিহিতে কোন বিদ্রোহের সূচনা হয়েছিল ?

উত্তর:- ভাগনাডিহিতে সাঁওতাল বিদ্রোহের সূচনা হয়েছিল ।

প্রশ্ন:-  ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে কবে সন্ন্যাসী বিদ্রোহের সূচনা হয় ?

উত্তর:- ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ১৭৬৩ খ্রিস্টাব্দে সর্বপ্রথম সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ শুরু হয় ।

প্রশ্ন:-  ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে কোথায় সন্ন্যাসী বিদ্রোহের সূচনা হয় ?

উত্তর:- ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ঢাকায় সর্বপ্রথম সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ শুরু হয় ।

প্রশ্ন:-  সন্ন্যাসী বিদ্রোহ কত খ্রিস্টাব্দে হয়েছিল ?

উত্তর:- ১৭৬৩ খ্রিস্টাব্দে সন্ন্যাসী বিদ্রোহ হয়েছিল ।

প্রশ্ন:- কোন সালে সন্দীপের বিদ্রোহ হয় ?

উত্তর:- ১৭৬৯ খ্রিস্টাব্দে সন্দীপের বিদ্রোহ হয় ।

প্রশ্ন:- সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের দু'জন নেতার নাম কী ?

উত্তর:- সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের দু'জন নেতার নাম হল ভবানী পাঠক ও মজনু শাহ

প্রশ্ন:- সন্ন্যাসী বিদ্রোহের একজন নেতার নাম কী ?

উত্তর:- সন্ন্যাসী বিদ্রোহের একজন নেতার নাম হল ভবানী পাঠক

প্রশ্ন:- কত খ্রিস্টাব্দে রংপুরের বিদ্রোহের সূচনা হয় ?

উত্তর:- ১৭৮৩ খ্রিস্টাব্দে রংপুরের বিদ্রোহের সূচনা হয় ।

প্রশ্ন:- কার নেতৃত্বে এবং কারা রংপুরের বিদ্রোহের সূচনা করেন  ?

উত্তর:-  নুরুলউদ্দিনের নেতৃত্বে রংপুরের কৃষকরা রংপুরের বিদ্রোহের সূচনা করেন ।

প্রশ্ন:- কত সালে চুয়াড় বিদ্রোহ হয়েছিল ?

উত্তর:- ১৭৯৯ খ্রিস্টাব্দে চুয়াড় বিদ্রোহ হয়েছিল ।

প্রশ্ন:- দক্ষিণ ভারতের সবচেয়ে উল্লেখযোগ্য কৃষক বিদ্রোহের নাম কী ?

উত্তর:- দক্ষিণ ভারতের সবচেয়ে উল্লেখযোগ্য কৃষক বিদ্রোহের নাম হল মাদ্রাজের পলিগার বিদ্রোহ

প্রশ্ন:- ওয়াহাবি কথাটির অর্থ কী ?

উত্তর:- ওয়াহাবি কথাটির অর্থ হল নবজাগরণ  ।

প্রশ্ন:- ভারতবর্ষে ওয়াহাবি আন্দোলন কে প্রবর্তন করেন ?

উত্তর:- উত্তরপ্রদেশের বেরিলীর সৈয়দ আহমদ ভারতবর্ষে ওয়াহাবি আন্দোলন কে প্রবর্তন করেন ।

প্রশ্ন:- বাংলায় ওয়াহাবি আন্দোলনের নেতা কে ছিলেন ?

উত্তর:- বাংলায় ওয়াহাবি আন্দোলনের নেতা ছিলেন তিতুমির

প্রশ্ন:- ফরাজি শব্দের অর্থ কী ?

উত্তর:- ফরাজি শব্দের অর্থ হল ইসলাম-নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য

প্রশ্ন:- ভারতে ফরাজি আন্দোলনের প্রবর্তক কে ছিলেন ?

উত্তর:- ভারতে ফরাজি আন্দোলনের প্রবর্তক ছিলেন হাজি শরিয়ত উল্লাহ

প্রশ্ন:- দার-উল-হাব বলতে কী বোঝায় ?

উত্তর:- দার-উল-হাব বলতে বোঝায় শত্রুর দেশ

প্রশ্ন:- দুদু মিঞা কে ছিলেন ?

উত্তর:- দুদু মিঞা ছিলেন বাংলায় ফরাজি আন্দোলনের মূল সংগঠক  ।

প্রশ্ন:- বারাসাত আন্দোলনের নেতা কে ছিলেন ?

উত্তর:- বারাসাত আন্দোলনের নেতা ছিলেন তিতুমির বা মির নিশার আলি

প্রশ্ন:- কোল বিদ্রোহের একজন নেতার নাম কী ?

উত্তর:- কোল বিদ্রোহের একজন নেতার নাম বুদ্ধ ভগৎ

প্রশ্ন:- বাঁশের কেল্লা কে স্থাপন করেন ?

উত্তর:- তিতুমির বাঁশের কেল্লা স্থাপন করেন ।

প্রশ্ন:- তিতুমিরের আসল নাম কী ?

উত্তর:- তিতুমিরের আসল নাম হল মির নিশার আলি

প্রশ্ন:- সাঁওতাল বিদ্রোহের একজন নেতার নাম কী ?

উত্তর:- সাঁওতাল বিদ্রোহের একজন নেতার নাম হল সিধু

প্রশ্ন:- 'দামান-ই-কো' কথাটির অর্থ কী ?

উত্তর:- 'দামান-ই-কো' কথাটির অর্থ হল পাহাড়ের প্রান্তদেশ

(লর্ড কর্ণওয়ালিসের আমলে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হলে জমিদার ও কোম্পানির কর্মচারীদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে সাঁওতালরা তাদের পূর্বের বাসস্থান ত্যাগ করে রাজমহলের পার্বত্য অঞ্চলে ও মুর্শিদাবাদের একাংশের বনভূমি পরিষ্কার করে সেখানে বসবাস ও কৃষিকার্য শুরু করে, তারা এই অঞ্চলের নাম দেয় 'দামান-ই-কো' বা পাহাড়ের প্রান্তদেশ ।)

প্রশ্ন:- তাঁতিয়াটোপি কে ছিলেন ?

উত্তর:- তাঁতিয়াটোপি ছিলেন একজন মারাঠা ব্রাহ্মণ । তিনি সিপাহী বিদ্রোহের সময় নানা সাহেব ও লক্ষ্ণীবাইকে সৈন্যসহ সাহায্য করেন ।

প্রশ্ন:-  ১৮৫৭ খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের একজন ভারতীয় নেতার নাম উল্লেখ করো ।

উত্তর:- ১৮৫৭ খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের একজন ভারতীয় নেতার নাম তাঁতিয়াটোপি

প্রশ্ন:- ১৮৫৭ সালের মহাবিদ্রোহের সময় দিল্লীর মোগল বাদশাহ কে ছিলেন ?

উত্তর:- ১৮৫৭ সালের মহাবিদ্রোহের সময় দিল্লীর মোগল বাদশাহ ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ বা বাহাদুর শাহ জাফর

প্রশ্ন:- সিপাহী বিদ্রোহের সূচনা কোথায় হয় ?

উত্তর:- সিপাহী বিদ্রোহের সূচনা হয় ব্যারাকপুরে

প্রশ্ন:-  ১৮৫৭ খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের গণ-আন্দোলনের একটি প্রধান কেন্দ্রের নাম কী ?

উত্তর:- ১৮৫৭ খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের গণ-আন্দোলনের একটি প্রধান কেন্দ্রের নাম হল লক্ষ্মৌ

প্রশ্ন:-  সিপাহী বিদ্রোহ দমনে প্রধান প্রধান ইংরেজ সেনাপতি কারা ছিলেন ?

উত্তর:- সিপাহী বিদ্রোহ দমনে প্রধান প্রধান ইংরেজ সেনাপতিদের মধ্যে ছিলেন জন লরেন্স, আউটরাম হ্যাভলক

প্রশ্ন:- ব্যারাকপুর সামরিক ছাউনিতে কবে এবং কে সর্বপ্রথম বিদ্রোহ ঘোষণা করেন ?  

উত্তর:- ১৮৫৭ খ্রিস্টাব্দের ২৯ শে মার্চ ব্যারাকপুর সামরিক ছাউনিতে সর্বপ্রথম বিদ্রোহ ঘোষণা করেন মঙ্গল পান্ডে

প্রশ্ন:- ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রথম শহিদ কে ?

উত্তর:- ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রথম শহিদ হলেন মঙ্গল পান্ডে

প্রশ্ন:-  সিপাহী বিদ্রোহের সময় কোন মোগল বংশধরকে বিদ্রোহীরা ভারতের বাদশাহরূপে ঘোষণা করে ?  

উত্তর:- সিপাহী বিদ্রোহের সময় বিদ্রোহীরা মোগল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে ভারতের বাদশাহরূপে ঘোষণা করে ।

প্রশ্ন:- সিপাহী বিদ্রোহকে ভারতের প্রথম 'স্বাধীনতা যুদ্ধ' বলে কে বর্ণনা করেছেন ?

উত্তর:- বিনায়ক দামোদর সাভারকর সিপাহী বিদ্রোহকে ভারতের প্রথম 'স্বাধীনতা যুদ্ধ' বলে বর্ণনা করেছেন ।

প্রশ্ন:- ১৮৫৭ খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর-জেনারেল কে ছিলেন ?

উত্তর:- ১৮৫৭ খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর-জেনারেল ছিলেন লর্ড ক্যানিং

প্রশ্ন:-  ইংরেজ-শাসিত ভারতবর্ষের প্রথম ভাইসরয় বা রাজপ্রতিনিধি কে ছিলেন ?  

উত্তর:- ইংরেজ-শাসিত ভারতবর্ষের প্রথম ভাইসরয় বা রাজপ্রতিনিধি ছিলেন লর্ড ক্যানিং

******

Related Items

লোকসভার গঠন ও কার্যাবলি সংক্ষেপে বর্ণনা কর ।

প্রশ্ন:-  লোকসভার গঠন ও কার্যাবলি সংক্ষেপে বর্ণনা কর ।

লোকসভার গঠন-

(১) লোকসভার সদস্যগণ ১৮ বছর বা তার বেশি বয়সের প্রাপ্তবয়ষ্কদের ভোটে ৫ বছরের জন্য নির্বাচিত হন ।

ভারতীয় গণতান্ত্রিক প্রজাতন্ত্রের প্রাতিষ্ঠানিক কাঠামো সম্পর্কে এবং স্বাধীন ভারতে গণতন্ত্রের বিকাশ সংক্ষেপে লেখ ।

প্রশ্ন : ভারতীয় গণতান্ত্রিক প্রজাতন্ত্রের প্রাতিষ্ঠানিক কাঠামো সম্পর্কে এবং স্বাধীন ভারতে গণতন্ত্রের বিকাশ সংক্ষেপে লেখ ।

ভারতের রাষ্ট্রপতি পদপ্রার্থীর যোগ্যতা উল্লেখ কর । ভারতের সংবিধানে বর্ণিত রাষ্ট্রপতির ক্ষমতা আলোচনা কর ।

প্রশ্ন : ভারতের রাষ্ট্রপতি পদপ্রার্থীর যোগ্যতা উল্লেখ কর । ভারতের সংবিধানে বর্ণিত রাষ্ট্রপতির ক্ষমতা আলোচনা কর ।

ভারতের রাষ্ট্রপতি পদপ্রার্থীর যোগ্যতাবলী—

ভারতের নাগরিকদের মৌলিক অধিকার সম্পর্কে সংক্ষেপে লেখ । এই অধিকারগুলি অবাধ না শর্তসাপেক্ষ ?

প্রশ্ন:- ভারতের নাগরিকদের মৌলিক অধিকার সম্পর্কে সংক্ষেপে লেখ । এই অধিকারগুলি অবাধ না শর্তসাপেক্ষ ?

সংবিধানে কীভাবে সমাজতান্ত্রিক আদর্শ প্রতিফলিত হয়েছে ? কী কারণে ভারতীয় সংবিধানকে যুক্তরাষ্ট্রীয় বলে মনে হয় ?

প্রশ্ন : সংবিধানে কীভাবে সমাজতান্ত্রিক আদর্শ প্রতিফলিত হয়েছে ?  কী কারণে ভারতীয় সংবিধানকে যুক্তরাষ্ট্রীয় বলে মনে হয় ?