Submitted by avimanyu pramanik on Sat, 07/24/2021 - 22:52

হিমশৈল (Iceberg) :  মহাদেশীয় হিমবাহের হিমরেখা সমুদ্রপৃষ্ঠ হওয়ায় কখনো কখনো হিমাবাহের বিশালাকার বরফের অংশ ভেঙে সমুদ্রের জলে এসে পড়ে ও জলে ভাসতে থাকে । এইরূপ সমুদ্রের জলে ভাসমান ও গতিশীল বিশালাকার বরফের স্তুপকে হিমশৈল বলে । হিমশৈল মিষ্টি জল দিয়ে তৈরি হয় । হিমশৈলের মাত্র [tex] {1 \over 9}[/tex] অংশ জলের উপরে ভেসে থাকে এবং [tex] {8 \over 9}[/tex] অংশ জলে ডুবে থাকে । হিমশৈলে প্রচুর পরিমাণে পলি, বালি, কাদা ও আবর্জনা থাকে এবং পরে তা গলে গিয়ে অগভীর সমুদ্রবক্ষে সঞ্চিত হয়ে মগ্নচড়া গড়ে তোলে, যা বাণিজ্যিক মৎস্য ক্ষেত্র গড়ে উঠতে সহায়ক হয় । হিমশৈল অনেক ক্ষেত্রেই জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করে ।

আন্টার্কটিকা ও গ্রিনল্যান্ড হল হিমশৈলের প্রধান উৎস ।

এই রকম একটি হিমশৈলের সঙ্গে ধাক্কা লেগে টাইটানিক জাহাজ তার প্রথম যাত্রাতেই সাউদাম্পটন থেকে নিউ ইয়র্ক যাওয়ার পথে ১৯১২ খ্রিস্টাব্দের ১৫ই এপ্রিল উত্তর আটলান্টিক মহাসাগরে গভীর সমুদ্রে ডুবে যায় ।

*****

Comments

Related Items

আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বত কাকে বলে ? উদাহরণ সহ আগ্নেয় পর্বতের উৎপত্তি বর্ণনা কর ।

প্রশ্ন:- আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বত কাকে বলে ? উদাহরণ সহ আগ্নেয় পর্বতের উৎপত্তি বর্ণনা কর ।

স্তূপ পর্বত ও গ্রস্ত উপত্যকার উৎপত্তি পরস্পর সংযুক্ত কেন ?

প্রশ্ন:- স্তূপ পর্বত ও গ্রস্ত উপত্যকার উৎপত্তি পরস্পর সংযুক্ত কেন ?

উদাহরণ সহ স্তূপ পর্বতের বৈশিষ্ট্য আলোচনা কর ।

প্রশ্ন:- উদাহরণ সহ স্তূপ পর্বতের বৈশিষ্ট্য আলোচনা কর ।

উত্তর : স্তূপ পর্বতের প্রধান বৈশিষ্ট্যগুলি হল—

১) স্তূপ পর্বতের [Block Mountain] মাথা কিছুটা চ্যাপ্টা হয়;

২) এই পর্বতের ঢাল বেশ খাড়া হয়;

ভঙ্গিল পর্বতের (Fold Mountain) বৈশিষ্ট্য কী কী ?

প্রশ্ন:- ভঙ্গিল পর্বতের [Fold Mountain] বৈশিষ্ট্য কী কী ?

উত্তর:  ভঙ্গিল পর্বতের বৈশিষ্ট্যগুলি হল—

ভঙ্গিল পর্বতের উৎপত্তির পাতসঞ্চালন তত্ত্ব ব্যাখ্যা কর

প্রশ্ন:- ভঙ্গিল পর্বতের (Fold Mountain) উৎপত্তির পাতসঞ্চালন তত্ত্ব ব্যাখ্যা করো ।