ভারতের বর্তমান রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল সমূহ

Submitted by avimanyu pramanik on Sat, 12/18/2021 - 22:56

ভারতের বর্তমান রাজ্য সমূহ (২০২১ সাল পর্যন্ত ) :

১. অন্ধ্রপ্রদেশ : এই রাজ্যের আয়তন হল ১,৬০,২০৫ বর্গ কিমি. ও রাজধানী হল অমরাবতী ।

২. অরুণাচল প্রদেশ : এই রাজ্যের আয়তন হল ৮৩,৭৪৩ বর্গ কিমি. ও রাজধানী হল ইটানগর ।

৩. আসাম : এই রাজ্যের আয়তন হল ৭৮,৪৩৮ বর্গ কিমি.ও রাজধানী হল দিসপুর ।

৪. বিহার : এই রাজ্যের আয়তন হল ৯৪,১৬৩ বর্গ কিমি.ও রাজধানী হল পাটনা ।

৫. ছত্রিশগড় : এই রাজ্যের আয়তন হল ১,৩৫,১৯১ বর্গকিমি ও রাজধানী হল রায়পুর ।

৬. গোয়া : এই রাজ্যের আয়তন হল ৩,৭০২ বর্গ কিমি ও রাজধানী হল পানাজি ।

৭. গুজরাট : এই রাজ্যের আয়তন হল ১,৯৬,০২১ বর্গ কিমি. ও রাজধানী হল গান্ধিনগর ।

৮. হরিয়ানা : এই রাজ্যের আয়তন হল ৪৪,২০০ বর্গ কিমি. ও রাজধানী হল চণ্ডিগড় ।

৯. হিমাচল প্রদেশ : এই রাজ্যের আয়তন হল ৫৫,৬৭৩ বর্গ কিমি. ও রাজধানী হল সিমলা ।

১০. ঝাড়খন্ড : এই রাজ্যের আয়তন হল ৭৯,৭১৪ বর্গ কিমি. ও হল রাজধানী হল রাঁচি ।

১১. কর্ণাটক : এই রাজ্যের আয়তন হল ১,৯১,৭৯১ বর্গ কিমি. ও রাজধানী হল বেঙ্গালুরু ।

১২. কেরালা : এই রাজ্যের আয়তন হল ৩৮,৮৬৩ বর্গকিমি ও রাজধানী হল তিরুবন্তপুরম ।

১৩. মধ্যপ্রদেশ : এই রাজ্যের আয়তন হল ৩,০৮,২৫২ বর্গকিমি ও রাজধানী হল ভোপাল ।

১৪. মহারাষ্ট্র : এই রাজ্যের আয়তন হল ৩,০৭,৭১৩ বর্গ কিমি. ও রাজধানী হল মুম্বাই ।

১৫. মণিপুর : এই রাজ্যের আয়তন হল ২২,৩২৭ বর্গ কিমি. ও রাজধানী হল ইম্ফল ।

১৬. মেঘালয় : এই রাজ্যের আয়তন হল ২২,৪২৯ বর্গ কিমি. ও রাজধানী হল শিলং ।

১৭. মিজোরাম : এই রাজ্যের আয়তন হল ২১,০৮১ বর্গ কিমি. ও রাজধানী হল আইজল ।

১৮. নাগাল্যান্ড : এই রাজ্যের আয়তন হল ১৬,৫৭৯ বর্গ কিমি. ও রাজধানী হল কোহিমা ।

১৯. ওড়িশা : এই রাজ্যের আয়তন হল ১,৫৫,৭০৭ বর্গ কিমি. ও রাজধানী হল ভুবনেশ্বর ।

২০.পাঞ্জাব : এই রাজ্যের আয়তন হল ৫০,৩৬২ বর্গ কিমি. ও রাজধানী হল চণ্ডিগড় ।

২১. রাজস্থান :এই রাজ্যের আয়তন হল ৩,৪২,২৪০ বর্গ কিমি. ও রাজধানী হল জয়পুর ।

২২. সিকিম : এই রাজ্যের আয়তন হল ৭,০৯৬ বর্গ কিমি. ও রাজধানী হল গ্যাংটক ।

২৩. তামিলনাড়ু : এই রাজ্যের আয়তন হল ১,৩০,০৫৮ বর্গ কিমি. ও রাজধানী হল চেন্নাই ।

২৪. তেলেঙ্গানা : এই রাজ্যের আয়তন হল ১,১৪,৮৪০ বর্গ কিমি. ও রাজধানী হল হায়দ্রাবাদ ।

২৫. ত্রিপুরা : এই রাজ্যের আয়তন হল ১০,৪৮৬ বর্গ কিমি. ও রাজধানী হল আগরতলা ।

২৬. উত্তরপ্রদেশ : এই রাজ্যের আয়তন হল ২,৪০,৯২৮ বর্গ কিমি. ও রাজধানী হল লক্ষ্ণৌ ।

২৭. উত্তরাখণ্ড : এই রাজ্যের আয়তন হল ৫৩,৪৮৩ বর্গ কিমি. ও রাজধানী হল দেরাদুন ।

২৮. পশ্চিমবঙ্গ : এই রাজ্যের আয়তন হল ৮৮,৭৫২ বর্গকিমি ও রাজধানী হল কলকাতা ।

ভারতের বর্তমান কেন্দ্রশাসিত অঞ্চল সমূহ :

১. আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ : আয়তন হল ৮,২৯৩ বর্গ কিমি. ও রাজধানী হল পোর্ট ব্লেয়ার ।

২. চন্ডিগড় : আয়তন হল ১১৪ বর্গ কিমি. ও রাজধানী হল চন্ডিগড় ।

৩. দিল্লি (জাতীয় রাজধানী) : আয়তন হল ১,৪৮৫ বর্গ কিমি. ও রাজধানী হল নিউ দিল্লি ।

৪. দাদরা ও নগর হাভেলি : আয়তন হল ৪৯১ বর্গ কিমি. ও রাজধানী হল সিলভাসা ।

৫. দমন ও দিউ : আয়তন হল ১১২ বর্গ কিমি. ও রাজধানী হল লাক্ষাদ্বীপ ।

৬. লাক্ষাদ্বীপ : আয়তন হল ৩২ বর্গ কিমি. ও রাজধানী হল কাভারাত্তি ।

৭. পন্ডিচেরি : আয়তন হল ৪৯২ বর্গ কিমি. ও রাজধানী হল পন্ডিচেরি ।

৮. জম্মু ও কাশ্মীর : আয়তন হল ২,২২,২৩৬ বর্গ কিমি. ও রাজধানী হল শ্রীনগর ।

৯. লাদাখ : আয়তন হল ৫৯,১৪৬ বর্গ কিমি  ও রাজধানী হল লেহ ।

(২০১৪ সালে অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা দুটি পৃথক রাজ্য গঠিত হলেও আগামী ১০ বছর পর্যন্ত উভয় রাজ্যের রাজধানী হবে হায়দ্রাবাদ এবং ২০২৪ সালের পর থেকে অমরাবতী অন্ধ্রপ্রদেশ রাজ্যের এবং হায়দরাবাদ তেলেঙ্গানা রাজ্যের রাজধানীতে পরিণত হবে )।

*****

Comments

Related Items

আউট-ওয়াস সমভূমি ও প্লায়া হ্রদ কাকে বলে উদাহরণ সহ লেখ

প্রশ্ন :- আউট-ওয়াস সমভূমিপ্লায়া হ্রদ কাকে বলে উদাহরণ সহ লেখ ।

উৎপত্তি ও গঠন অনুসারে তিন রকমের সঞ্চয়জাত সমভূমির বর্ণনা দাও

প্রশ্ন:- উৎপত্তি ও গঠন অনুসারে তিন রকমের সঞ্চয়জাত সমভূমির বর্ণনা দাও ।

উত্তর:  উৎপত্তি ও গঠন অনুসারে, সঞ্চয়জাত সমভূমিগুলিকে প্রধান তিন ভাগে ভাগ করা যায়, যথা—

সমভূমির বৈশিষ্ট্য কী ? উদাহরণসহ বিভিন্ন প্রকার সমভূমির বর্ণনা দাও

প্রশ্ন:- সমভূমির বৈশিষ্ট্য কী ? উদাহরণসহ বিভিন্ন প্রকার সমভূমির বর্ণনা দাও ।

দুটি উল্লেখযোগ্য মালভূমির বিবর্তন আলোচনা কর ।

প্রশ্ন:- দুটি উল্লেখযোগ্য মালভূমির বিবর্তন আলোচনা কর ।

ছোটনাগপুর মালভূমির বিবর্তন (ব্যবচ্ছিন্ন মালভূমি)

যে-কোনো তিন ধরনের মালভূমি ব্যাখ্যা কর ।

প্রশ্ন :- যে-কোনো তিন ধরনের মালভূমি ব্যাখ্যা কর ।

উত্তর :- 

১) ভূমিকম্পের ফলে সৃষ্টি হওয়া মালভূমি, যেমন- পর্বতবেষ্টিত মালভূমি,