ভাগীরথী-হুগলী নদীর ওপর বর্জ্যের প্রভাব (Effects of waste disposal on Bhagirathi-Hooghly river)

Submitted by avimanyu pramanik on Sat, 11/06/2021 - 10:26

ভাগীরথী-হুগলী নদীর ওপর বর্জ্যের প্রভাব (Effects of waste disposal on Bhagirathi-Hooghly river) : প্রায় 2500 কিমি দীর্ঘ গঙ্গা নদী ভারতের জীবন রেখা । গঙ্গা নদীর পার্শ্ববর্তী কলকারখানার বর্জ্য, পৌরসভার বর্জ্য, কৃষি ক্ষেত্রের কীটনাশক বাহিত জল ইত্যাদি এই নদীতে এসে পড়ার ফলে নদী আজ দূষিত । মোহানা থেকে 600 কিলোমিটার উত্তর পর্যন্ত গঙ্গা নদীর নিম্নপ্রবাহ ভাগীরথী-হুগলী নামে পরিচিত । এই ভাগীরথী-হুগলি নদীর পুরোটাতেই বর্জ্যের পরিমাণ সর্বাধিক । পশ্চিমবঙ্গের ফারাক্কা থেকে গঙ্গাসাগরের মোহানা পর্যন্ত প্রসারিত এই নদীতে প্রতিনিয়ত প্রচুর পরিমাণে বর্জ্য এসে মিশছে এবং বিভিন্নভাবে ভাগীরথী-হুগলি নদীর জলদূষণ ঘটছে । এর কারণ হল—

(i) ভাগীরথী-হুগলী নদীর দুই তীরে গড়ে উঠেছে হুগলী শিল্পাঞ্চল, ফলতা বিশেষ অর্থনৈতিক অঞ্চল, হলদিয়া শিল্পাঞ্চল ও অসংখ্য কলকারখানা । এই সকল শিল্পকারখানার বিশাল পরিমাণ বর্জ্য ও দূষিত জল অনবরত এই নদীতে এসে পড়ছে ।

(ii) এই নদীর তীর বরাবর গড়ে ওঠা ঘন জনবসতির পয়ঃপ্রণালীর দূষিত বর্জ্য জল ক্রমাগত নদীতে মিশেছে ।

(iii) নদীর তীরে গড়ে ওঠা ট্যানারি, বস্ত্র ও রাসায়নিক শিল্পের বর্জ্যসমূহ এই নদীতে নির্গত হচ্ছে ।

(iv) বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের বর্জ্য যেমন ফুল, মালা, কাঠামো প্রভৃতি এবং মৃত পশু এই নদীতে ফেলা হচ্ছে ।

(v) গবাদি পশুর স্নান, কাপড় ধোয়া ও কাচা প্রভৃতিও এই নদীতে হয় বলে ভাগীরথী-হুগলী নদীর জলদূষণ উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে ।

(vi) নদীতে যন্ত্রচালিত জলযান চলাচল বৃদ্ধি পাওয়ায় পোড়া মোবিল, ডিজেল, পেট্রোল প্রভৃতি নদীর জলে মিশে জলদূষণ ঘটাচ্ছে ।  

এই প্রকার দূষণের ফলে নদীর জলে কলিফর্ম ব্যাকটেরিয়ার পরিমাণ মাত্রাতিরিক্ত বৃদ্ধি পেয়েছে, যা রাসায়নিক দূষণের মাত্রাকেও হার মানিয়েছে । ভাগীরথী হুগলী নদীতে বর্জ্যের পরিমাণ মাত্রাতিরিক্ত বৃদ্ধি পাওয়ার ফলে এর প্রভাবে —

(i) ২০০৬ সালের পরে এই নদীর তীরবর্তী অঞ্চলে জলবাহিত রোগ যেমন, আমাশয়, কলেরা, হেপাটাইটিস প্রভৃতি রোগের পরিমাণ প্রায় ৬৬% বৃদ্ধি পেয়েছে ।

(ii) প্রতি বছর গ্রীষ্ম ও বর্ষাকালে অসংখ্য শিশু জলবাহিত রোগে আক্রান্ত হচ্ছে ।

(iii) নানা প্রকার বর্জ্য পদার্থ মেশার জন্য নদীর জলের ভৌত, রাসায়নিক ও জৈবিক ধর্মের পরিবর্তন ঘটে জল সাংঘাতিকভাবে দূষিত হচ্ছে । বর্তমানে এই নদীর জল পানের অযোগ্য হয়ে পড়েছে ।

(iv) বর্জ্যের মাধ্যমে নানা প্রকার বিষাক্ত পদার্থ নদীর জলে মিশে যাওয়ায় এই নদীর জলের বাস্তুতন্ত্র আশঙ্কাজনকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে ও জীববৈচিত্র্য ক্রমাগত হ্রাস পাচ্ছে । যেমন — পৃথিবীর অন্যতম স্বাদু জলের ডলফিন, গঙ্গা নদীর ডলফিনের (শুশুক) সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে ।

(v) নদীর দূষিত জল সেচের কাজে ব্যবহার করার জন্য উৎপাদিত ফসলের গুণগত মানের অবনতি ঘটছে ।  

সমাধানে গৃহীত পদক্ষেপ (Ganga Action Plan) : ভাগীরথী-হুগলী নদীতে বর্জ্য সমস্যার সমাধানে বেশ কয়েকটি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে । যেমন—

(i) ১৯৮৪ সালে 'গঙ্গা অ্যাকশন প্ল্যান' -এ নদীতে বর্জ্যের পরিমাণ হ্রাস ও তীরবর্তী অঞ্চলে নিকাশিনালা পরিষ্কার এবং পয়ঃপ্রণালী পুনর্গঠনের ওপর জোর দেওয়া হয়েছে ।

(ii) বর্তমানে কলকাতা কঠিন বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন পরিকল্পনায় (KSWMIP) জাপান আন্তর্জাতিক কো-অপারেশন এজেন্সি (JICA) -র সহায়তায় হুগলী শিল্পাঞ্চলে ভাগীরিথী-হুগলী নদীর ডান তীরের ৬টি পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা উন্নতির লক্ষ্যে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে ।

(iii) সম্প্রতি কেন্দ্রীয় সরকার গৃহীত 'নমামী গঙ্গে' পরিকল্পনায় গঙ্গা তথা ভাগীরথী-হুগলী নদীতে বর্জ্য দূষণ রোধ ও নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে ।

(iv) দূষিত জল যাতে সরাসরি গঙ্গায় না পড়ে তার জন্য গভীর নজরদারির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে । 

*****

Comments

Related Items

উষ্ণতা হ্রাসের গড় (Lapse rate) কাকে বলে ? উষ্ণমণ্ডল সৃষ্টির কারণ কি ?

প্রশ্ন : উষ্ণতা হ্রাসের গড় (Lapse rate) কাকে বলেউষ্ণমণ্ডল সৃষ্টির কারণ কি ?

দিনের বিভিন্ন সময়ে পৃথিবীতে তাপের তারতম্য হয় কেন ?

প্রশ্ন : দিনের বিভিন্ন সময়ে পৃথিবীতে তাপের তারতম্য হয় কেন ?

উত্তর : সকালে এবং বিকালে কোনো স্থান থেকে সূর্য অনেক দূরে থাকে বলে সূর্যরশ্মি

(১) পৃথিবীপৃষ্ঠের সেই স্থানে তুলনামূলক ভাবে বেশি তির্যকভাবে পড়ে,

(২) বেশি পরিমাণ বায়ুস্তর ভেদ করে আসে এবং

পৃথিবীর বিভিন্ন বায়ুচাপ বলয়ের সীমা পরিবর্তনের কারণ ও প্রভাব কী কী ?

প্রশ্ন :- পৃথিবীর বিভিন্ন বায়ুচাপ বলয়ের সীমা পরিবর্তনের কারণ ও প্রভাব কী কী ?

অ্যালবেডো (Albedo) কাকে বলে ?

প্রশ্ন : অ্যালবেডো (Albedo) কাকে বলে ?

বায়ুমণ্ডলের ওজোন স্তরে ছিদ্র হলে কী ঘটতে পারে ?

প্রশ্ন:- বায়ুমণ্ডলের ওজোন স্তরে ছিদ্র হলে কী ঘটতে পারে ?