বিশ্ব উষ্ণায়নে গ্রিনহাউস গ্যাসের ভূমিকা

Submitted by avimanyu pramanik on Sat, 08/07/2021 - 17:17

বিশ্ব উষ্ণায়নে গ্রিনহাউস গ্যাসের ভূমিকা (Role of Green House Gas) : কার্বন ডাই-অক্সাইড, ক্লোরোফ্লুরো কার্বন, নাইট্রাস অক্সাইড, মিথেন, কার্বন মনোক্সাইড, ওজোন, জলীয় বাষ্প প্রভৃতি গ্রিনহাউস গ্যাসগুলির দ্বারা বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধিই হল বিশ্ব উষ্ণায়নের প্রধান কারণ । এই গ্যাসগুলি বায়ুমণ্ডলের নীচের স্তরে দূষিত গ্যাসের চাঁদোয়া সৃষ্টি করে । সৌরশক্তি বৃহৎ তরঙ্গরূপে মহাশূন্যে ফেরার সময় এই দূষিত গ্যাসীয় স্তরে শোষিত ও বাধাপ্রাপ্ত হয়ে তার কিছু অংশ পুনরায় পৃথিবীপৃষ্ঠে ফিরে এসে নিম্ন বায়ুমন্ডলকে উত্তপ্ত করে । এর ফলে পৃথিবীর স্বাভাবিক উষ্ণতা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায় ও বিশ্ব উষ্ণায়ন ঘটে । গ্রিনহাউস গ্যাসগুলির মধ্যে কার্বন ডাই-অক্সাইড বিশ্ব উষ্ণায়নে প্রধান ভূমিকা গ্রহণ করলেও অন্যান্য গ্যাসগুলির ভূমিকাও যথেষ্ট উল্লেখযোগ্য । যেমন—

(i) কার্বন ডাই-অক্সাইড : এর উৎস হল জীবাশ্ম জ্বালানির দহন ও অরণ্য ধ্বংস । পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধিতে এই গ্যাস ৪৯% অংশগ্রহণ করে থাকে ।

(ii) মিথেন : এর উৎস হল পচনশীল জৈব আবর্জনা, মল-মূত্র, বদ্ধ জলাভূমি প্রভৃতি । পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধিতে এই গ্যাস ১৮% অংশগ্রহণ করে থাকে ।

(iii) ক্লোরোফ্লুরো কার্বন : এর উৎস হল রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, হিমায়ন যন্ত্র, প্রসাধন সামগ্রী প্রভৃতিতে ব্যবহৃত CFC গ্যাস । পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধিতে এই গ্যাস ১৪% অংশগ্রহণ করে থাকে ।

(iv) জলীয় বাষ্প : এর উৎস হল বাষ্পীবন ও বাষ্পীমোচন । পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধিতে এই গ্যাস ১৩% অংশগ্রহণ করে থাকে ।

(iv) নাইট্রাস অক্সাইড : এর উৎস হল কৃষিজমিতে নাইট্রোজেন সারের প্রয়োগ ও দাবানল । পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধিতে এই গ্যাস ৬% অংশগ্রহণ করে থাকে ।

****

Comments

Related Items

উষ্ণতা হ্রাসের গড় (Lapse rate) কাকে বলে ? উষ্ণমণ্ডল সৃষ্টির কারণ কি ?

প্রশ্ন : উষ্ণতা হ্রাসের গড় (Lapse rate) কাকে বলেউষ্ণমণ্ডল সৃষ্টির কারণ কি ?

দিনের বিভিন্ন সময়ে পৃথিবীতে তাপের তারতম্য হয় কেন ?

প্রশ্ন : দিনের বিভিন্ন সময়ে পৃথিবীতে তাপের তারতম্য হয় কেন ?

উত্তর : সকালে এবং বিকালে কোনো স্থান থেকে সূর্য অনেক দূরে থাকে বলে সূর্যরশ্মি

(১) পৃথিবীপৃষ্ঠের সেই স্থানে তুলনামূলক ভাবে বেশি তির্যকভাবে পড়ে,

(২) বেশি পরিমাণ বায়ুস্তর ভেদ করে আসে এবং

পৃথিবীর বিভিন্ন বায়ুচাপ বলয়ের সীমা পরিবর্তনের কারণ ও প্রভাব কী কী ?

প্রশ্ন :- পৃথিবীর বিভিন্ন বায়ুচাপ বলয়ের সীমা পরিবর্তনের কারণ ও প্রভাব কী কী ?

অ্যালবেডো (Albedo) কাকে বলে ?

প্রশ্ন : অ্যালবেডো (Albedo) কাকে বলে ?

বায়ুমণ্ডলের ওজোন স্তরে ছিদ্র হলে কী ঘটতে পারে ?

প্রশ্ন:- বায়ুমণ্ডলের ওজোন স্তরে ছিদ্র হলে কী ঘটতে পারে ?