বিশ্ব উষ্ণায়নে গ্রিনহাউস গ্যাসের ভূমিকা

Submitted by avimanyu pramanik on Sat, 08/07/2021 - 17:17

বিশ্ব উষ্ণায়নে গ্রিনহাউস গ্যাসের ভূমিকা (Role of Green House Gas) : কার্বন ডাই-অক্সাইড, ক্লোরোফ্লুরো কার্বন, নাইট্রাস অক্সাইড, মিথেন, কার্বন মনোক্সাইড, ওজোন, জলীয় বাষ্প প্রভৃতি গ্রিনহাউস গ্যাসগুলির দ্বারা বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধিই হল বিশ্ব উষ্ণায়নের প্রধান কারণ । এই গ্যাসগুলি বায়ুমণ্ডলের নীচের স্তরে দূষিত গ্যাসের চাঁদোয়া সৃষ্টি করে । সৌরশক্তি বৃহৎ তরঙ্গরূপে মহাশূন্যে ফেরার সময় এই দূষিত গ্যাসীয় স্তরে শোষিত ও বাধাপ্রাপ্ত হয়ে তার কিছু অংশ পুনরায় পৃথিবীপৃষ্ঠে ফিরে এসে নিম্ন বায়ুমন্ডলকে উত্তপ্ত করে । এর ফলে পৃথিবীর স্বাভাবিক উষ্ণতা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায় ও বিশ্ব উষ্ণায়ন ঘটে । গ্রিনহাউস গ্যাসগুলির মধ্যে কার্বন ডাই-অক্সাইড বিশ্ব উষ্ণায়নে প্রধান ভূমিকা গ্রহণ করলেও অন্যান্য গ্যাসগুলির ভূমিকাও যথেষ্ট উল্লেখযোগ্য । যেমন—

(i) কার্বন ডাই-অক্সাইড : এর উৎস হল জীবাশ্ম জ্বালানির দহন ও অরণ্য ধ্বংস । পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধিতে এই গ্যাস ৪৯% অংশগ্রহণ করে থাকে ।

(ii) মিথেন : এর উৎস হল পচনশীল জৈব আবর্জনা, মল-মূত্র, বদ্ধ জলাভূমি প্রভৃতি । পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধিতে এই গ্যাস ১৮% অংশগ্রহণ করে থাকে ।

(iii) ক্লোরোফ্লুরো কার্বন : এর উৎস হল রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, হিমায়ন যন্ত্র, প্রসাধন সামগ্রী প্রভৃতিতে ব্যবহৃত CFC গ্যাস । পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধিতে এই গ্যাস ১৪% অংশগ্রহণ করে থাকে ।

(iv) জলীয় বাষ্প : এর উৎস হল বাষ্পীবন ও বাষ্পীমোচন । পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধিতে এই গ্যাস ১৩% অংশগ্রহণ করে থাকে ।

(iv) নাইট্রাস অক্সাইড : এর উৎস হল কৃষিজমিতে নাইট্রোজেন সারের প্রয়োগ ও দাবানল । পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধিতে এই গ্যাস ৬% অংশগ্রহণ করে থাকে ।

****

Comments

Related Items

জলবায়ু বা আবহাওয়ার উপাদান হিসাবে বায়ুচাপের গুরুত্ব কী এবং বায়ুতে জলীয় বাষ্পের তারতম্যের সঙ্গে বায়ুচাপের সম্পর্ক কী ?

প্রশ্ন : জলবায়ু বা আবহাওয়ার উপাদান হিসাবে বায়ুচাপের গুরুত্ব কী এবং বায়ুতে জলীয় বাষ্পের তারতম্যের সঙ্গে বায়ুচাপের সম্পর্ক কী ?

নিরক্ষীয় অঞ্চলে বায়ুর পরিচলন গতির কারণ কী ?

প্রশ্ন : নিরক্ষীয় অঞ্চলে বায়ুর পরিচলন গতির কারণ কী ?

আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য কি ?

প্রশ্ন : আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য কি ?

আবহাওয়া

জলবায়ু

বায়ুর উষ্ণতার তারতম্যের সঙ্গে এবং উচ্চতা হ্রাসবৃদ্ধির সঙ্গে বায়ুচাপের সম্পর্ক কী ?

প্রশ্ন : বায়ুর উষ্ণতার তারতম্যের সঙ্গে এবং উচ্চতা হ্রাসবৃদ্ধির সঙ্গে বায়ুচাপের সম্পর্ক কী ?

বায়ুর উষ্ণতার তারতম্যের সঙ্গে বায়ুচাপের সম্পর্ক :

বায়ুপ্রবাহের সঙ্গে বায়ুচাপের সম্পর্ক কী ? বায়ুচাপ বলয়ের সঙ্গে মেরুবায়ুর সম্পর্ক কী ?

প্রশ্ন :- বায়ুপ্রবাহের সঙ্গে বায়ুচাপের সম্পর্ক এবং বায়ুচাপ বলয়ের সঙ্গে মেরুবায়ুর সম্পর্ক কী  ?

বায়ুপ্রবাহের সঙ্গে বায়ুচাপের সম্পর্ক :-