বায়ুর উষ্ণতার পরিমাপ (Measurement of Heat)

Submitted by avimanyu pramanik on Thu, 08/05/2021 - 22:41

বায়ুর উষ্ণতার পরিমাপ (Measurement of Heat) : কোনো স্থানের বায়ু কতটা উষ্ণ বা শীতল তা থার্মোমিটারের সাহায্যে পরিমাপ করা হয় । সাধারণ থার্মোমিটারে দিনের সর্বোচ্চ বা সর্বনিম্ন উষ্ণতা পরিমাপের ক্ষেত্রে নানা রকম অসুবিধা রয়েছে । সেজন্য বিশেষ ধরনের থার্মোমিটারের প্রয়োজন হয় ।

সিক্সের গরিষ্ঠ ও লঘিষ্ঠ থার্মোমিটার (Six's Maximum and Minimum Thermometer) : বিজ্ঞানী জেমস সিক্স ১৭৮২ সালে এই তাপমান যন্ত্রটি উদ্ভাবন করেন । এই যন্ত্রের বা থার্মোমিটারের সাহায্যে ২৪ ঘন্টা বা ১ দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন উষ্ণতা সহজেই পরিমাপ করে নথিভুক্ত করা যায় । আবার এই নথিভুক্ত উষ্ণতার সাহায্যে দৈনিক গড় উষ্ণতা, মাসিক গড় উষ্ণতা এবং বার্ষিক গড় উষ্ণতা  নিরূপণ করাও সম্ভব হয় ।

সিক্সের গরিষ্ঠ ও লঘিষ্ঠ থার্মোমিটারে উষ্ণতার পরিমাপ : এই থার্মোমিটারটি দেখতে অনেকটা ইংরেজি অক্ষর U -এর মতো এবং এটি একটি ফ্রেমের মধ্যে খাড়া ভাবে আটকে রাখা হয় । এই থার্মোমিটারের ডানদিকে গরিষ্ঠ বাহুর সূচকের নিম্নপ্রান্তের অবস্থান দেখে দিনের সর্বোচ্চ উষ্ণতা এবং বামদিকে লঘিষ্ঠ বাহুর সূচকের নিম্নপ্রান্তের অবস্থান দেখে দিনের সর্বনিম্ন উষ্ণতা পরিমাপ করা হয় ।

সর্বোচ্চ উষ্ণতা ও সর্বনিম্ন উষ্ণতা : সিক্সের গরিষ্ঠ ও লঘিষ্ঠ থার্মোমিটারের সাহায্যে কোন স্থানের একদিনের অর্থাৎ ২৪ ঘন্টার সর্বোচ্চ ও সর্বনিম্ন উষ্ণতা পরিমাপ করা যায় । আবার এই থার্মোমিটারের সাহায্যে একদিনের প্রতি ঘন্টার সর্বোচ্চ উষ্ণতা এবং সর্বনিম্ন উষ্ণতাও পরিমাপ করা যায় । প্রতি ঘন্টার সর্বোচ্চ উষ্ণতার যোগফলকে ২৪ দিয়ে ভাগ করে দৈনিক সর্বোচ্চ উষ্ণতা এবং সর্বনিম্ন উষ্ণতার যোগফলকে ২৪ দিয়ে ভাগ করে দৈনিক সর্বনিম্ন উষ্ণতা নির্ণয় করা হয় । প্রতিদিনের সর্বোচ্চ উষ্ণতার ৩০ দিনের গড় করে মাসিক সর্বোচ্চ উষ্ণতা এবং সর্বনিম্ন উষ্ণতার গড় করে মাসিক সর্বনিম্ন উষ্ণতার পরিমাপ করা যায় । আবার প্রতি মাসের সর্বোচ্চ উষ্ণতার ১২ মাসের গড় করে বার্ষিক সর্বোচ্চ উষ্ণতা এবং মাসিক সর্বনিম্ন উষ্ণতার গড় করে বার্ষিক সর্বনিম্ন উষ্ণতার পরিমাপ করা হয়ে থাকে ।

গড় উষ্ণতা : কোনো স্থানের একদিনের দৈনিক সর্বোচ্চ উষ্ণতা এবং দৈনিক সর্বনিম্ন উষ্ণতার যোগফলকে ২ দিয়ে ভাগ করে দৈনিক গড় উষ্ণতা পরিমাপ করা হয় । আবার প্রতিদিনের দৈনিক গড় উষ্ণতার ৩০ দিন বা একমাসের যোগফলকে ৩০ দিয়ে ভাগ করে মাসিক গড় উষ্ণতা নির্ণয় করা হয় । এভাবে প্রতি মাসের মাসিক গড় উষ্ণতার ১২ মাস বা এক বছরের যোগফলকে ১২ দিয়ে ভাগ করে বার্ষিক গড় উষ্ণতা পরিমাপ করা হয় ।

উষ্ণতার প্রসর : দৈনিক সর্বোচ্চ উষ্ণতা ও দৈনিক সর্বনিম্ন উষ্ণতার বিয়োগফলকে দৈনিক উষ্ণতার প্রসর বলে । একইভাবে মাসিক সর্বোচ্চ উষ্ণতা এবং মাসিক সর্বনিম্ন উষ্ণতার বিয়োগফলকে মাসিক উষ্ণতার প্রসর এবং বার্ষিক সর্বোচ্চ উষ্ণতা ও বার্ষিক সর্বনিম্ন উষ্ণতার বিয়োগফলের সাহায্যে বার্ষিক উষ্ণতার প্রসর পরিমাপ করা হয় ।

****

 

Comments

Related Items

দ্বীপপুঞ্জ সমূহ (The Islands)

দ্বীপপুঞ্জ সমূহ (The Islands): ভারতের দক্ষিণ-পূর্বে বঙ্গোপসাগরে বহু আগ্নেয় দ্বীপ এবং দক্ষিণ-পশ্চিমে আরব সাগরে অসংখ্য প্রবাল দ্বীপের অবস্থান পরিলক্ষিত হয় । অবস্থান অনুসারে এই দ্বীপপুঞ্জগুলিকে দু'ভাগে ভাগ করা যায় । যথা— (১) বঙ্গোপসাগরের দ্বীপপুঞ্জ এবং (

উপকূলীয় সমভূমি অঞ্চল (The Coastal Plains)

উপকূলীয় সমভূমি অঞ্চল (The Coastal Plains) : দক্ষিণ ভারতের পূর্বদিকে বঙ্গোপসাগর এবং পশ্চিমদিকে আরব সাগরের উপকূল বরাবর গড়ে ওঠা সংকীর্ণ সমভূমি অঞ্চল দুটি উপকূলীয় সমভূমি নামে পরিচিত । এই অঞ্চলকে দু-ভাগে ভাগ করা যায় । যথা— (১) পূর্ব উপকূলীয় সমভূমি

উপদ্বীপীয় মালভূমি অঞ্চল (The Peninsular Plateau)

(গ) উপদ্বীপীয় মালভূমি অঞ্চল (The Peninsular Plateau or The Deccan Plateau): উত্তরের সমভূমি অঞ্চলের দক্ষিণ দিকে পশ্চিমে আরাবল্লি পর্বত থেকে শুরু করে পূর্বে রাজমহল পাহাড় এবং উত্তরে গঙ্গা সমভূমি থেকে শুরু করে দক্ষিণে উপকূলীয় সমভূমির মধ্যবর্তী অংশে উপদ্ব

উত্তরের সমভূমি অঞ্চল (The Northern Plains)

উত্তরের সমভূমি অঞ্চল (The Northern Plains) : উত্তরে হিমালয় পার্বত্য অঞ্চল এবং দক্ষিণে উপদ্বীপীয় মালভূমির মধ্যবর্তী অঞ্চলে সিন্ধু, গঙ্গা ও ব্রহ্মপুত্র এবং এদের বিভিন্ন উপনদী ও শাখানদীগুলি পলি সঞ্চয় করে যে বিস্তৃত সমতলভূমি গঠন করেছে তাকে উত্তরের সমভূমি

উত্তরের পার্বত্য অঞ্চল (The Northern Mountains)

উত্তরের পার্বত্য অঞ্চল (The Northern Mountains) : ভারতের সমগ্র উত্তর অংশ জুড়ে উত্তরে তিব্বত মালভূমি এবং দক্ষিণে উত্তর ভারতের সমভূমি অঞ্চলের মাঝে অবস্থান করছে উত্তরের পার্বত্য অঞ্চল । প্রায় নিরবিচ্ছিন্ন পর্বতশ্রেণি নিয়ে গড়ে ওঠা এই অঞ্চলটি পশ্চিমে কাশ