বায়ুচাপের তারতম্যের নিয়ন্ত্রকসমূহ

Submitted by avimanyu pramanik on Mon, 08/09/2021 - 08:33

বায়ুচাপের তারতম্যের নিয়ন্ত্রকসমূহ (Factors affecting atmospheric Pressure) : ভূপৃষ্ঠের সর্বত্র বায়ুর চাপ সমান হয় না । বায়ুর চাপ কতকগুলি বিষয়ের ওপর নির্ভরশীল । বায়ুচাপের তারতম্যের কারণগুলি হল—

(i) ভূপৃষ্ঠের উচ্চতা (Altitude) : সমুদ্রপৃষ্ঠ থেকে যত উপরে উঠা যায় বায়ুর ওজন তত কমতে থাকে । ফলে বায়ুর চাপও কম হয় । সাধারণত সমুদ্রপৃষ্ঠ থেকে প্রতি ২৭০ মি. উচ্চতায় ৩৪ মিলিবার হারে বায়ুচাপ হ্রাস পায় । এজন্য দুটি ভিন্ন উচ্চতায় অবস্থিত স্থানের মধ্যে যেটির উচ্চতা বেশি সেখানে বায়ুর চাপ অপেক্ষাকৃত কম ।

(২) বায়ুর উষ্ণতা (Temperature) : উষ্ণতা বৃদ্ধি পেলে বায়ু প্রসারিত ও হালকা হয় । ফলে বায়ুর ওজন কমে গিয়ে বায়ুর চাপ হ্রাস পায় । উষ্ণ বায়ুর চাপ কম ও শীতল বায়ুর চাপ বেশি হয়ে থাকে । এজন্য নিরক্ষীয় অঞ্চলে উষ্ণতা বেশি বলে বায়ুর চাপ কম হয় । আবার মেরু অঞ্চলে অতিরিক্ত ঠান্ডার কারণে বায়ুর চাপ বেশি হয় ।

(৩) বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ (Water Vapor) : জলীয় বাষ্পপূর্ণ বায়ু শুষ্ক বায়ুর তুলনায় হালকা হয় । তাই আর্দ্র জলীয় বাষ্পপূর্ণ বায়ুর চাপ অনেক কম হয় এবং শীতল ও শুষ্ক ভারী বায়ুর চাপ বেশি হয় । এ কারণে শীতকালের তুলনায় বর্ষাকালে বায়ুর চাপ কম হয় এবং যেসব অঞ্চলের বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে সেখানে বায়ুর চাপও কম হয় ।

(৪) পৃথিবীর আবর্তন গতি (Rotation of Earth) : পৃথিবীর আবর্তন গতির ফলে কোরিওলিস বলের সৃষ্টি হয় । এর প্রভাবে নিরক্ষীয় অঞ্চলের উষ্ণ ও হালকা বায়ু এবং দুই মেরুবৃত্ত অঞ্চলের বায়ু ক্রান্তীয় অঞ্চলের দিকে প্রবাহিত হয় । ফলে নিরক্ষীয় ও মেরুবৃত্ত অঞ্চলে বায়ুর চাপ কম হয় এবং ক্রান্তীয় অঞ্চলে বায়ুর চাপ বৃদ্ধি পায় ।

(৫) স্থলভাগ ও জলভাগের বন্টন (Distribution of land and water) : পৃথিবীপৃষ্ঠের স্থলভাগ জলভাগের তুলনায় দ্রুত উত্তপ্ত বা শীতল হয় । তাই জলভাগ অপেক্ষা স্থলভাগ গ্রীষ্মকালে অধিক গরম এবং শীতকালে বেশ ঠান্ডা হয় । সেই কারণে গ্রীষ্মকালে স্থলভাগের ওপর বায়ুচাপ কম এবং শীতকালে বায়ুচাপ বেশি হয় । জলভাগে এর বিপরীত অবস্থা ঘটে । এইভাবে স্থলভাগ ও জলভাগের বন্টনের জন্য চাপের তারতম্য ঘটে ।

****

Comments

Related Items

উষ্ণতা হ্রাসের গড় (Lapse rate) কাকে বলে ? উষ্ণমণ্ডল সৃষ্টির কারণ কি ?

প্রশ্ন : উষ্ণতা হ্রাসের গড় (Lapse rate) কাকে বলেউষ্ণমণ্ডল সৃষ্টির কারণ কি ?

দিনের বিভিন্ন সময়ে পৃথিবীতে তাপের তারতম্য হয় কেন ?

প্রশ্ন : দিনের বিভিন্ন সময়ে পৃথিবীতে তাপের তারতম্য হয় কেন ?

উত্তর : সকালে এবং বিকালে কোনো স্থান থেকে সূর্য অনেক দূরে থাকে বলে সূর্যরশ্মি

(১) পৃথিবীপৃষ্ঠের সেই স্থানে তুলনামূলক ভাবে বেশি তির্যকভাবে পড়ে,

(২) বেশি পরিমাণ বায়ুস্তর ভেদ করে আসে এবং

পৃথিবীর বিভিন্ন বায়ুচাপ বলয়ের সীমা পরিবর্তনের কারণ ও প্রভাব কী কী ?

প্রশ্ন :- পৃথিবীর বিভিন্ন বায়ুচাপ বলয়ের সীমা পরিবর্তনের কারণ ও প্রভাব কী কী ?

অ্যালবেডো (Albedo) কাকে বলে ?

প্রশ্ন : অ্যালবেডো (Albedo) কাকে বলে ?

বায়ুমণ্ডলের ওজোন স্তরে ছিদ্র হলে কী ঘটতে পারে ?

প্রশ্ন:- বায়ুমণ্ডলের ওজোন স্তরে ছিদ্র হলে কী ঘটতে পারে ?